নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

হিল্লা বিয়ে সম্পর্কে কিছু কথা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

আরজ আলী মাতুব্বর উনার সত্যের সন্ধানে বইটিতে হিল্লা বিয়ে সম্পর্কে প্রশ্ন করেছেন। ইসলামে হিল্লা বিয়ে বলতে কিছু নেই। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে সাথে সাথে ৩ তালাক দিয়ে দেয় তাহলে সে তাকে কমপক্ষে ৮ মাসের আগে বিয়ে করতে পারবে না। ইসলামী শরীয়তে তালাক দেওয়ার নিয়ম হল ১ তালাক বলার পর ১ মাস অপেক্ষা করতে হবে। যদি এর মাঝেও স্বামী-স্ত্রীর মাঝে মিটমাট না হয় তবে আবার ১ তালাক বলে ১ মাস অপেক্ষা করতে হবে। ৩ তালাক কার্যকর হওয়ার পর ঐ স্ত্রীকে ৪ মাস ইদ্দত পালন করতে হবে। এই স্বাভাবিক তালাক পক্রিয়ায় ঐ স্ত্রী অন্য কোন পুরুষ লোক কে বিয়ে না করেই ৪ মাস ইদ্দত পালন শেষে আবার পূর্বের স্বামীকে বিয়ে করতে পারবে। এই ৪ মাস সে কোন পুরুষ লোক কে বিয়ে করতে পারবে না। কিন্তু ৩ তালাক যদি কোন স্বামী সাথে সাথে দিয়ে দেয় তাহলে ঐ স্ত্রীকে ৪ মাস ইদ্দত পালন শেষে নতুন করে আবার অন্য কোন পুরুষ কে বিয়ে করতে হবে। ঐ স্বামী আবার তাকে তালাক দিলে তাকে আরো ৪ মাস নতুন করে ইদ্দত পালন করতে হবে। অর্থ্যাৎ ৮ মাস ইদ্দত পালন করার পর ঐ স্ত্রী তার প্রথম স্বামীকে বিয়ে করতে পারবে। কিন্তু তথাকথিত হিল্লা বিয়ে তে প্রথম স্বামী ৩ তালাক দেয়ার পর পর ঐ স্ত্রী সাথে সাথে ৪ মাস ইদ্দত পালন না করে আবার নতুন বিয়ে করে। তার নতুন স্বামী তাকে পরের দিন সকালে তালাক দিয়ে দেয়। বিয়ের ২ দিনের মাঝেই স্ত্রী তার প্রথম স্বামীর কাছে ফিরে যায় অর্থ্যাৎ ৮ মাসের ইদ্দত পালন ২ দিনেই সমাপ্ত হয়ে যায় যেটা ইসলামী শরীয়ত অনুসারে পুরাপুরি হারাম। কোন হক্কানী আলেম এই হিল্লা বিয়ের সাথে জরিত থাকে না, দেখা যায় গ্রামের কিছু কাঠমোল্লা যারা শুদ্ধ করে কোরানই পড়তে জানে না তারাই এই তথাকথিত হিল্লা বিয়ের আয়োজন করে। কোন মাযহাবেই হিল্লা বিয়ে বলতে কিছু নেই। বিস্তারিত জানার জন্য আল-কোরানের সূরা তালাকের তাফসীর পড়তে পারেন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

শিক কাবাব বলেছেন: ধুর মিয়া। আমাদের দেশে হিল্লা বিয়া যে হাদিস কোরআন যেভাবে বলা আছে সেভাবে হয় তাতো দূরের কথা, আসল বিয়া, মানে প্রথম বিয়াই ঠিক মত হয় না।

বাসর রাতে স্ত্রীকে ছুয়ার আগে তার প্রাপ্য মোহরানা আদায় করতে হবে। মোহরানা আদায় না করে স্ত্রী সম্ভোগ মানে জেনা। আর জেনা মানে বাচ্চা কাচ্চা সবগুলি জারজ সন্তান।

আমরা ক'জনে ঠিক বিয়া করি? আমারতো মনে হয় ১০%ও হবে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: সহমত ১০০% । এটা নিয়া বিশাল আলোচনা হবে কোন এক সময় । আমি আগে সংগ্রহ করবো, তারপরে লিখবো । এক মুফতী সাহেব আমাকে এ ব্যাপারে সহযোগিতা করবেন বলেছেন ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শূন্য পথিক বলেছেন: তাই নাকি? জানতাম না! B:-) B:-) B:-)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

htusar বলেছেন: ও। ঝানলাম।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

রিওমারে বলেছেন: হিল্লা বিয়ে বলতে কোরানে কোণ আয়াত নাজিল হয় নাই।তালাক হয়ে গেলে তাকে পুর্বের স্বামী আর বিয়ে করতে পারে না। ধর্মের নামে আমাদের সমাজে অনেক কোরান বিরোধী কাজ হয় যা ক্ষমার অযোগ্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: নামাজ কিভাবে পড়তে হবে বা আদায় করতে হবে , তার কোন বর্ণনা কোরআনে নাই । কিন্তু আমাদের প্রিয় নবীজি সে সবের মডেল হয়ে আছেন , তিনি দেখিয়েছেন কি ভাবে নামাজ পড়তে হবে । তেমনি বিয়ের কিছু ব্যাপারে ও হাদীছে বর্ণনা আছে ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আহির মাহাসিন বলেছেন: আপনার বর্ণনার মাঝে কোথাও গ্যাপ আছে। আপনি যেভাবে বলছেন বিষয়টা সে রকম নয়।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

েশখসাদী বলেছেন: এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক । এটা সকলেরই ভালো ভাবে জানা উচিত । বিয়ে - তালাক সম্পর্কে যথা সম্ভব পরিস্কার জ্ঞান থাকা প্রয়োজন ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

মনে নাই বলেছেন: আপনি কি সিউর যেটা লিখেছেন সঠিক লিখছেন!!
যদি তাই হয় তবে দয়া করে রেফারেন্স দিয়ে দিবেন।

ধন্যবাদ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সোনালী প্রান্তর বলেছেন: দলিল কই ?
যদি সত্যবাদি হন তবে দলিল পেশ করেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: বিস্তারিত জানার জন্য আল-কোরানের সূরা তালাকের তাফসীর পড়তে পারেন। প্রয়োজনে একজন অভিজ্ঞ মুফতীর সাথে কথা বলবেন । প্রয়োজনে আমাকে মেইল দিবেন, চেস্টা করবো আরও ইনফরমেশন দিতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.