নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শাহ আহমদ শফীর কাছে প্রশ্ন -

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

আল্লামা শাহ আহমদ শফীর কাছে প্রশ্ন -



আপনি তো একজন বুজুর্গবান আলেম সর্বজন শ্রদ্ধেয় ।

আপনি দেশের একজন মুরুব্বী ।

এত বড় একজন আলেম হয়ে আপনি কেন হরতালের ডাক দিয়ে দেশের জনগনের হক নষ্ট করছেন ?

হাশরের ময়দানে জনগনের হক নষ্ট করার জন্য আপনাকে আল্লাহতা’লার কাছে জবাবদিহি করতে হবে । তখন আপনি কি করবেন ?



আর আপনার যদি রাজনীতি করার খায়েস থাকে , তা ও আপনাকে বলতে হবে ।



আপনি কি রাজনীতি করতে চান ?



শাহবাগীরা যদি , আপনার মতে, নাস্তিক হয়ে থাকে , তাহলে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন । আপিনি কি নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ? না , দেন নি । নবীজির প্রদশিত পথে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন ।



আশা করি আপনার সুমতি হবে ।

আল্লাহ আপনাকে হেফাজত করুন ।

আল্লাহ আপনাকে দ্বীনের কাজ করার তওফিক দান করুন

আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মূসা আলকাজেম বলেছেন: এই দেশের জনগণই হরতাল ডাকার অধিকার দিয়ে রেখেছেন। এই দেশের মানুষের দেয়া ভোটে নির্বাচিত সরকারের সংবিধানে যেহেতু সরকারের অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে হরতাল, মিছিলের অনুমতি আছে, তাই বলতে হবে এই কষ্টটা তারা নিজেরাই নিজেদের ঘাড়ে নিয়েছে।গণতন্ত্র বাদ দিয়ে, দেশে ইসলামী আইন বাস্তবায়ন করুন, তখন আর হরতাল করা যাবেনা।

আর ২য় কথা হলো উনি শুধু হরতালের ডাক দিয়েছেন, আপনি পালন করবেন না, ব্যস, কথা শেষ। উনি বা উনার দল আশা করি হাঙ্গামা করবেনা। ভালো থাকুন আল্লাহ্‌র দয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.