![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতজুড়ে হাহাকার আর
শ্রীলংকাতে খরা,
অট্রেলিয়ার ক্যাঙ্গারু সব
একসাথে আধমরা :-D
বাংলাদেশের নাই বিদ্যুৎ
নাই নদীতে পানি,
কেমন করে এদেশ আবার
সকল দেশের রাণি ? :-O
জলোচ্ছ্বাসে বছর বছর
আঘাত হানে বারবার,
বাজার ঘুরে হাজার মানুষ
পায়না খুঁজে খাবার :-(
দামের কথা কি আর বলি
সদাই উর্ধ্বমুখী,
কেমন করে তারপরেও যে
এমন তারা সুখী ? :-)
একই সঙ্গে ছেলেবুড়ো
একই রঙ্গে নাচে,
ফোকলা দাঁতে বলছে বুড়ি
কারণ একটা আছে ! :-D
দুধের শিশু খিলখিলিয়ে
হাত বাড়িয়ে ডাকে,
কাছে আসেন কানে কানে
দিই বলে এই ফাঁকে
এত খুঁজে তাও বুঝেন না ?
এবার বলি বেশ,
আশা এবার বিশ্বকাপে
জিতবেই বাংলাদেশ :-)
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
মঙ্গলগ্রহের মুক্তিযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: হা হা চমৎকার ছড়া।