নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাবিশ্বের অনেক দেশেই রেমিট্যান্সের উপর কোন ট্যাক্স নেই। খুব সহজেই রেমিট্যান্স আর্নারদের ভিসাও দেয়।
আমাদের অর্থনীতি খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। রিজার্ভ দিন দিন তলানিতে পৌঁছাচ্ছে। আর রিজার্ভ বাড়া কমার সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি জড়িত, তা হচ্ছে রেমিট্যান্স।
আজ নিউজে দেখলাম ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% কর আদায়ের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ভেবেছি এটা গুজব। এখন দেখলাম যেটা সত্যি। অর্থনীতির ১২টা তো আরো অনেক আগেই বেজেছে। এখন ১৩টা বাজবে।
আমাদের দেশে পেপাল নেই, পেওনিয়ার সবচেয়ে কম রেট দেয়। ব্যাংকিং চ্যানেলে আনলেও ডলারের কেনা প্রাইস থেকে অন্তত ৫-১০টাকা প্রতি ডলারে কম দেয়। এরপরও অনেকে রেমিট্যান্স আনে। এখন মরার উপর খাঁড়া ঘা এর মত যদি ১০% ট্যাক্স বসায়, অনেক ফ্রিল্যান্সার বিপদে পড়বে। অনেকে অবৈধ পথে টাকা আনার দিকে ঝুঁকবে। হুন্ডির মাধ্যমে লেনদেন বেড়ে যাবে। দিন শেষে সব কিছু ইফেক্ট পড়বে দেশের অর্থনীতিতে।
সরকার প্রস্তুত এই গ্যাম্বলিং করার জন্য?
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
আমি নই বলেছেন: ভাই, নিউজের লিংকটা শেয়ার করেন। গুগলে সার্চ দিলে শুধু ২০১১ এর নিউজ আসতেছে। যদি সত্যিই হয়ে থাকে তাহলে ব্যাপক হারে রেমিটেন্সে ধস নামার জন্য সরকারের প্রস্তুত হওয়া উচিৎ। আমার ধারনা ব্যাক্তি পর্যায়ের বেশিরভাগ ফ্রীল্যান্সার বিকল্প উপায় অবলম্বন করবে।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
কাঁউটাল বলেছেন: কুপা পাবলিকরে কুপা !
বেইমান পাবলিক, আম্রিকারে সমর্থন করবে আবার ট্যাক্স না দিয়া ফ্রি-ল্যান্সিং করবে।
খাড়া তরার ফ্রি ল্যান্সিং বাইর করতাছি।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১
শাহ আজিজ বলেছেন: সরকারের একমাত্র নির্ভরশীলতা দুর্বল জনতার প্রতি । এভাবে কেউ মেরেকেটে খায় । শ্রীলঙ্কাকে দেখুন তারা কিভাবে তলানি থেকে উঠে আসছে । সামনে দুর্বিষহ দিন । যার যার মত ঠ্যাকা দিতে হবে ।
আল্লাহ ভরসা ।