![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
Click This Link
২০৩১ সালের ১৪ই ফেব্রুয়ারী ( ২২ বছর পরের ঘটনা ) :
দু'জনেই কিছুক্ষন চুপচাপ ; অনু হঠাৎ গম্ভীর গলায় বলে , আমাদের বয়স তো কম হোল না , কখন কি হয় , কতদিন ধরে ভাবছি বলব তোমায় একটা কথা , বলা হয়ে উঠছে না ; আমার শেষ ইচ্ছের কথা ।
অমি : বল না , বলে ফেল ।
অনু : আমি তো তোমার আগে চলে যাব , আমার মৃত্যুশয্যায় খুব ইচ্ছে তুমি আমার কাছে থাকবে আর .... ; কন্ঠস্বরের কাঁপুনিটা বেশীই মনে হয় , থেমে যায় সে , শেষ করতে পারেনা কথা ।
অমি চকিতে অনুর চেয়ারের হাতলে রাখা ডান হাতটা চেপে ধরে দু'হাতে !
অনুর সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় ! শিহরিত অনুর মনে হল সে ভূমি পরে কোথাও নেই , হারিয়ে গেছে শূন্যে ; প্রথম ছোঁয়া অমির ! কতদিনের কল্পনার , কাঙ্খিত স্পর্শ। তার অনুভুতিরা অমির হাতের উষ্ণতাকে সব শক্তি দিয়ে জড়িয়ে রাখতে গিয়ে তাকে অবশ করে ফেলে !
সম্বিত ফিরে পায় , তাকিয়ে দেখে অমি কেমন শক্ত করে তার হাত ধরে অপলক তাকিয়ে আছে তার মুখের দিকে , চোখ দুটো যেন তার ব্যাথাকাতর , বেদনায় ভাষাহীন ! হয়তো বলতে চাইছে " চুপ কর , বলো না আর কিছু " ; নিজেকে সামলে নেয় , বুঝতে পারে অমি কতটা কষ্ট পাচ্ছে ; ওতো অমিকে কষ্ট দিতে চায় না । অমিও যেমন কোন কথায় বা কাজে কোনদিন তাকে কষ্ট দেয়নি , আহত করেনি । অনু বলে , তুমি যে আমার হাত ধরে বসে আছো , যা চাইছিলাম তার অনেকটাই পাওয়া হয়ে গেছে আজ । বাদ দাও ওসব , হাতটা ছাড় ; কেউ দেখলে কি মনে করবে ।
অমি হাত ছেড়ে দেয় , বাষ্পরূদ্ধ কন্ঠে বলে , তুমি কেন আমার আগে যাবে , আমি আগে যাব ।
অনু জিদ করে ; বলে , তুমি আর আমাকে হারিয়ে দিও না , সারা জীবন জিতে গেলে আমাকে পরাজিত করে ; শেষ বেলাতে জিততে দাও ।
অমি : জানিনা , বিধাতা জানে কি হবে ; তবে তুমি যদি সত্যি আমার আগে যাও , আমি এ শহর ছেড়ে , দেশ ছেড়ে চলে যাব --আর ফিরবো না । সেটা মনে রেখো , আমার সহ্য ক্ষমতা আর আগের মত নেই , কেন তুমি আমার জীবনে এসেছিলে , কেন ? তাকিয়ে দেখে অনুর চোখে পানি , আর কিছু বলতে পারে না , বলতে চেয়েছিল এখন অনেক কথা , কয়েক যুগের জমে যাওয়া কথা !
তারপরে আবার চুপচাপ দুজনে । উঠে দাড়ায় অমি , বলে মোহনের সাথে খবর দেখি চল ,ও আমার বন্ধু ছিল , আগে বুঝতে পারিনি ও এত অন্যরকম ; ওর জন্য আমার গর্ব হয়। ওর কথা শিপ্রা আমায় প্রায়ই বলে , সে নাকি তোমাকে খুব ভালবাসে , আমারও তাই মনে হয় ।
রাতের খাবারের টেবিলে ওরা চার জন বসে , বুশরা এসে পৌছে নি , তনিমারাও না ; সবাই ব্যস্ত নিজস্ব পরিচিত জগতের আঙিনায় ।
অমি জানায় মোহনের অনুরোধে শিপ্রা মেন্যুতে কতটা কাটছাট করেছে । শিপ্রা যে তাদের খাওয়ানোর ব্যাপারটা একেবারে অত্যাচারের পর্যায়ে নিয়ে যায় , এটা তারা বুঝে ফেলেছে । অনু বলে , অমির সৌভাগ্য যে এমন একটা বউ পেয়েছে , শিপ্রা সুযোগে বলে ফেলে , মোহন ভাইয়ের সৌভাগ্য যে ঈর্ষনীয় সেটা কেন বলছেন না ।
অনু মোহনকে বলে , একটা কিছু বল ।
মোহন : সৌভাগ্য কে বলল ! আমি তো একটা পঁচা মেয়ে বিয়ে করেছি , আমার বড়ই দুর্ভাগ্য ! হোল তো ! বলবার ভঙ্গীতে সবাই হেসে ফেলে ।
খাওয়ার পর্ব শেষ না হতে তনিমা আর ওর মেয়েকে নামিয়ে দিয়ে কি জরুরী কাজের বাহানায় চলে গেল তনিমার বর । তনিমা এসেই হারমোনিয়াম নামিয়ে নিল , আজ শিপ্রা আন্টির গান শুনবে , শুনেছে এক সময়ে গান গাইতো শিপ্রা । অমি এক ফাঁকে উঠে গিয়ে নিয়ে আসে অনুর জন্য কেনা রূপার চেইন চশমার । একদিন মোহন বলছিল , অনুর চশমা খোঁজা একটা জটিল কাজ ! প্রায়ই খুঁজে পায় না , অসুবিধায় পড়ে যায় । কেনার সময়ে শিপ্রার মত ছিল স্বর্নের চেইন কেনা । সোনালী রঙে চাকচিক্য বেশী মনে হয় অমির কাছে , এটার যে রজতশুভ্র রূপ ঝরছে সেটা অনুকে মানাবে ভাল । অনুকে দিতেই সে বলে , ধাতব কঠিন একটা মালা যদিও বা দিলে গলা পর্যন্ত পৌছুবে না আমার । মাথার কাছে থাকবে বাঁধা !
তারপরে কপালের টিপটা খুলে শিপ্রার কপালে পরিয়ে দেয় । ভারী সুন্দর দেখায় ওর মুখটা । বলে , খুলো না , পরে থাকো , বেশ মানিয়েছে তোমায় ।
শিপ্রা আবেগ আপ্লুত হয় ; বলে , টিপ টা দিয়েছো কপাল থেকে খুলে , ভালই হোল ; তোমার যে কপাল তার ছোঁয়া থাক আমার কপালে , তাতে করে যদি কিছু মেলে ! আগে তোমার কারনে ওর উপরে রাগ করতাম , প্রকাশও করতাম সে রাগ । এখন রাগ করি না , ওকে হিংসা করি , কেন করি সেটা প্রকাশ করতে পারিনা ; আজ তোমাকে বলি ; সে হিংসা তোমার কারনে , তোমাদের ভালবাসার কারনে । এসব কথায় কেমন অপ্রস্তুত হয়ে পড়ে অনু , কি করবে বুঝতে পারে না । মোহন বুঝতে পারে সেটা ; বলে দেরীতে হলেও বুঝেছো শিপ্রা , সেও ভালো । যেতে দাও , বাড়ি যেতে হবে , রাত বেশী হয়ে যায় না যেন ।
এরপরে অমি কাঁচের বয়ামে ভরা হারবাল টি আনে সাথে দেবে বলে ; যষ্টিমধু , লবঙ্গ , নিম পাতা আরো কি কি দিয়ে নিজে বানিয়েছে অনুর জন্য । অনু বলে , জীবনের বেশীরভাগ সময় পৃথিবীর বিভিন্ন দেশে জ্ঞান অর্জন করে , অভিজ্ঞতা নিয়ে এসে শেষে এটা বানালে ! সবাই হেসে দেয় , অমিও হাসে ; মনে ভাবে , অনু কি বোঝে তার সুখের জন্য , শান্তির জন্য অমি কতটা উদগ্রীব হয়ে থাকে ! অমির আজ কেবলই কান্না পাচ্ছে ,
কেন পাচ্ছে সে জানে না ! পুরুষ মানুষের কি কান্না মানায় !
অনুর চোখেই বা কেন বারবার পানি চলে আসছে , কি হোল আজ !
গানের আসর শুরু হয় , শিপ্রা গায় , "তুমি কোন কাননের ফুল , কোন গগনের তারা , তোমায় কোথায় দেখেছি......" , "বঁধূ কোন আলো লাগলো চোখে... " , শেষে গাইল , " তুমি জান না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে ,আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারো প্রান ..." । তনিমা শোনায় , " জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে... "--তার মায়ের প্রিয় গান । গান শেষ হতে ঘরে ঢোকে বুশরা সাথে তনিমার বর ; দুজনের হাতে অনেক ফুল , তনিমা বুশরার পরিকল্পনার কথা কিছু বুঝতে পারেনা এরা । আজ তো কারো জন্মদিন বা বিবাহবার্ষিকী নয় ! শুক্রবারে বেড়াতে আসা শুধু । ভুল ভাঙে যখন তনিমা আর বুশরা বলে ওঠে , " হ্যাপি ভ্যালেন্টাইন ডে , আজ ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার ভ্যালেন্টাইন ডে ; সবার জন্য ভালবাসার বিশেষ দিন ", তনিমার বরও গলা মেলায় ওদের সাথে ।
প্রাপ্ত বয়স্ক , প্রৌঢ় কজন নারী পুরুষের মিলন মেলায় অমি আর অনুকে মনে হল অনিন্দ্য সুন্দর , সে সৌন্দর্য্য অপার্থিব , স্বর্গের আলোয় আলোকিত ! ওদের চোখের কোণায় জমাট হীরে ঝরে পড়ে না , তার উজ্জল দ্যুতি বলে দেয় -- বয়স ওদের কাছ থেকে কিছু কেড়ে নিতে পারেনি ; মনে হোল ভাল লাগা পূর্ণ করে দিয়েছে ওদের সকল অপ্রাপ্তি । জীবনে আজই প্রথম ওদের ভ্যলেন্টাইন ডে এল !
( এমন একটা কাল্পনিক ঘটনা নিয়ে লিখতে বসে , লেখিকার চোখে পানি চলে আসছে , মানুষ মূলত: অনুভুতিপ্রবন ; আমার আগে কখনো এমন হয় নি যে লিখতে বসে কাঁদতে হয়েছে , বুঝতে পারছি -- আমার এত দিনের সকল লেখার মধ্যে এটি প্রিয়তম ) !
ছবির জন্য কৃতজ্ঞতা : রানা
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
সহেলী বলেছেন: মানুষের আবেগ অনুভুতি যে একই থাকে আমি নিজে তার জলন্ত উদাহরন , অমিতাভ আর অনুরাধার কিন্তু অনেক আগে পরিচয় হয়েছিল , এতদিনেও কেমন প্রানবন্ত তাদের ভাল লাগা !
মানুষ কখনো যন্ত্র হবে না ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
কালপুরুষ বলেছেন: চোখের কোণায় কোথা থেকে যেন ধূলিকণা এসে পড়লো। বাধ্য হয়ে চোখ কচলাতে হলো। মানুষ না কাঁদতে চাইলেও চোখে জল গড়ায়- মানুষের ভেতরের অনুভবগুলো খুব নরম, আদুরে- একটুতেই গলে যায়।
খুব খুব ভাল লাগলো। মনের রং-তুলিতে আঁকা নিঁখুত সময়ের ছবি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৩
সহেলী বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে , বেশী বেশী আবেগ দিয়ে লেখা হয়ে গেল ,তাই না ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৫
গুপী গায়েন বলেছেন: অসাধারণ লাগল। অপেক্ষায় ছিলাম এটার। তবে ভেবেছিলিম ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ে ঠেকবে।
যাই হোক, সব দিনই তো ভ্যালেন্টাইন্স ডে। আমৃত্যু তাই থাকবে যদি ভালবাসার মরণ না ঘটে।
অনেক ভাল থাকবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১২
সহেলী বলেছেন: লিখতে বসে আর ভ্যালেন্টাইন ডের জন্য তর সইছিল না , লেখা গুলো বেরিয়ে এল ।
আর সব দিনই তো ভ্যালেন্টাইন ডে !
ভাল থাকুন সবদিন ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৮
লীনা দিলরূবা বলেছেন: (:#
"কাঁদালে তুমি মোরে, ভালোবাসারই ছলে"
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৩
সহেলী বলেছেন: মার খাবে তুমি !!
"কাঁদালে তুমি মোরে, ভালোবাসারই ছলে" ---সে আবার কি ? "কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে "; ছল বলছো বলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব !!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১০
কালপুরুষ বলেছেন: এমনটাইতো হবার কথা- লিখে কী সব প্রকাশ করা যায়? সামান্যইতো লিখেছো- ভেতরে আরো যে কত আবেগ জমে আছে তা কী দেখানো যায়? নাকি প্রকাশ করা যায়? শুধুই অনুভব করা যায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪
সহেলী বলেছেন: লিখতে কেন যেন কষ্ট হচ্ছিল । মনে হচ্ছিল ,পারছি না । ভাল থাকুন ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫
চাঙ্কু বলেছেন: আপনার এই কাল্পনিক শেষ পর্ব পড়তে কেন জানি অটোমেটিক পুরা মনোযোগ চলে আসছে । আগের পর্বের মত এইটাও পড়লাম ৩গুন বেশী সময় নিয়ে ।কল্পনা করলাম শেষ বয়সে মানুষের অনূভূতি কি এই রকম হয়, যেই কল্পনা ব্লগের লেখা পড়তে আমি সাধারনত কখনও করি না !! পড়ার মাঝে একটা ফোন আসছিল, তখন ফোনটারে সিরিয়াস একটা আপদ মনে হয়েছিল যেটা এই রকম পড়ার সময় বিরক্ত করে । এত গভীর মনোযোগ দিয়ে কোন ছোট গল্প পড়া দেশ ছাড়ার পরে পড়া হয় নাই । পুরাটাই আপনার লেখনীর গুন । এইবারও ধন্যবাদ দিয়ে ফর্মালিটি মেইনটেইন করলাম না । কিছু লেখাতে ফর্মালিটি মেইনটেইন না করতেই ভাল লাগে ।
ভাল থাকুন, সব সময় ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৮
সহেলী বলেছেন: চাঙ্কু , এটা আমার প্রিয়তম লেখায় প্রাপ্ত প্রিয় মন্তব্য । তোমার এ মন্তব্য আমার এ লেখার জন্য বিশেষ এক সন্মান !
জীবন বড় বিচিত্র , বিচিত্র মানুষের মন । শেষ বয়সেও আমার মনে হয় অনুভুতি এমনই থাকবে , অনুরাধার দেখা আছে সে খুব করে যা চেয়েছে ,পেয়েছে । এক্ষেত্রেও যেন সেটা সত্যি হয় ।
তোমাকে একটা অনুরোধ করি ,সময় করে আগের ৯টি পর্ব পড়ে যতদিন পরে হোক ,বলবে তো সেখানে মেয়েটির কি দোষ ছিল ।
ভাল থেকো চাঙ্কু ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৯
অন্তিম বলেছেন: আপনার এই চোখের পানিকে শ্রদ্ধা করছি। তবে ভালবাসা এত উদার হয় না আপু।
তবে এই গল্পটা পড়ে একটা প্রশ্নই থাকল।
এই দুটি মানুষের জীবনে নতুন দুটি মানুষের প্রবেশ কেন?
আশা করি উত্তর পাব।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১
সহেলী বলেছেন: তুমি আগের লেখাগুলি পড়নি বুঝতে পারছি , সে সব সত্যি জানলে পরে বলতে পারবে ভালবাসা উদার নয় ?পড়ে নিও ---
Click This Link
উত্তর খুঁজে পাবে । কিছু তো লুকোন হয় নি ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৪
লীনা দিলরূবা বলেছেন: "কাঁদালে তুমি মোরে, ভালোবাসারই ছলে" এইটা আমার সৃষ্টি! তুমি বন্ধু আমার সাথে ডিসেগ্রি করলেও আমি ওটাই বলবো
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০১
সহেলী বলেছেন: ১০০ বার ডিসেগ্রী করবো , ভালবাসার ছলে কাঁদায় নি , কাঁদায় নি , কাঁদায় নি ....... । বেশী ভাল মানুষী করে কাঁদিয়েছে , অন্যজনকে ভাল রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেয়া প্রকারান্তরে সেই অন্যজনকেই শাস্তি দেয়া । কি বলবে এটাকে ?
সে তো ছল করতে জানে না ।
২৮ শে ফেব্রুয়ারী তারিখের বিশেষত্ব কি তোমার কাছে বলে যাও ।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
লীনা দিলরূবা বলেছেন: তোমার কেস হিস্ট্রি পড়লে এমনটাই মনে হবে বন্ধু। আর গভীরে গেলামনা, কারন এই ফোরামে এধরণের বিষয়ে আলোচনা আমার জন্য কঠিন( আমি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ভাবে সিন্দুকে তুলে রাখি)।
তোমার বন্ধুর প্রতি তোমার মনোভাব নিছক বন্ধুত্বই থাকেনি, তার বাইরে হেথা নয় অন্য কোথা....হয়ে গিয়েছে। আর তোমার কমিটম্যান্ট আমার কাছে কিছুটা বোধগম্য হলেও তারটা হয়নি।
আমার পোস্টেই তো তোমার প্রশ্নের জবাব দিয়েছি। ২৮ তারিখ আমার ৬ষ্ঠ বিবাহবার্ষিকী।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
সহেলী বলেছেন: আমাদের তো কোন কমিটমেন্ট ছিল না , আজো নেই । ভাল লাগা ছিল , সেটা যে এমন বুঝতে পারিনি , দিনে দিনে বেড়েছে তার গভীরতা ।
এবার এত বছর পরে ছবি তোলার সময় সে যেভাবে ডেকে বসতে বলল , আমি একা না, অন্যদেরও অবাক হবার কথা ; কি বলবে এটাকে !
বন্ধুত্বই আছে , তবে সেটা অনেক গভীরের ।
তোমার পোষ্টে যেতে ভুলে গিয়েছিলাম ,জানিয়ে দিয়ে ভাল করলে ।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
মরুবিজয় বলেছেন: যেন - "সহজ চোখের ছোঁয়ায় তুমি - আমার চোখে তাকিয়ে থাকা" এই তো জীবন -
দারুণ হয়েছে - আপনি সত্যিই সুন্দর - স্বপ্নের গহীন জঙ্গল থেকে দুটো অচেনা সুর এনে হাজির করলেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
সহেলী বলেছেন: অচেনা সূর কোথায় , চির কালের চির চেনা ভাল লাগার সূর !
ভাল থেকো সবদিন ।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
চাঙ্কু বলেছেন: আগের সব পর্ব মেলা আগে পড়া শেষ ।ক্যাকু ক্যাকু
সময় করে একটা ডিটেইলস কুমেন্ট করুম ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
সহেলী বলেছেন: আচ্ছা ।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: হুম.............................................................................................
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২
সহেলী বলেছেন: হুমে চলবে না , এত কষ্ট করে লিখলাম !
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
বর্তমানবাংলা বলেছেন: ভাল লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
সহেলী বলেছেন: ধন্যবাদ , পড়বার জন্য ।ভাল থাকুন ।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭
প্রাকৃত বলেছেন: এক কথায়........অসাধারণ!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
সহেলী বলেছেন: ধন্যবাদ , ভাল থেকো সবদিন ।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
ক-খ-গ বলেছেন:
কিতা কৈতাম?? খিক খিক খিক
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
সহেলী বলেছেন: তোমার কিছু বলতে হবে না ! হিমালয়ে যাচ্ছো কবে ?
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
পলাশমিঞা বলেছেন: রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে
অসাধারণ!!!!!!!!!!!!
এমন লেখা প্রথম পড়লাম।
আাপনার সাথে জমবে
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
সহেলী বলেছেন: ধন্যবাদ ,আমার ব্লগে স্বাগতম !
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
পলাশমিঞা বলেছেন: অনেক দিন পরে এসছিত তাই সব লেখা পড়তে পারছিনা তবে সময় করে আপনার লেখা পড়ব।
বরণ করার জন্য অনেক ধন্যবাদ।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
সহেলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন:
যাক শেষ হলো
ভালো লাগলো
+ দেয়া গেলো
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৬
সহেলী বলেছেন: শেষ হইয়াও হইল না শেষ! ভাল থেকো ।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমি তো সবসময় তোমার পিছনে লাগি
লীনা দিলরুবা'র মত কিছু বলতে ইচ্ছে করছে
তবে হৃদয় টা অনুর বদলে অমির ফুটো করে দিলে পারতে, সারা জনম যা ধোঁয়া খেল!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১১
সহেলী বলেছেন: আমার পিছনে তো লাগবেই , তুমি তো লীনার মতই একজন !
অমির হৃদয় কেন ফুটো হবে ? ওর খাওয়া সিগারেটের ধোঁয়া তো আমি দূরে থেকেও টেনে নিয়েছি ; ওর কিছু হবে না ;
অমি খুব খুব ভাল একটা মানুষ , ওর ভাল থাকতেই হবে !
ভাল থেকো , মেয়েকে দিয়ে তো বেশ কাপড় ধোয়ালে এমন বেড়ানোতে ওর আর কাজ নেই , এবার গেলে দিয়ে যাবে আমার কাছে ।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০২
তাপস ঘোষ বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমমমমমম
+
++
+++
++++
+++++
++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৬
সহেলী বলেছেন: ধন্যবাদ , ভাল থাকুন সব সময় ।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২
অনন্ত দিগন্ত বলেছেন: ""তুমি আর আমাকে হারিয়ে দিও না , সারা জীবন জিতে গেলে আমাকে পরাজিত করে ; শেষ বেলাতে জিততে দাও ।""
আপনার যতগুলো লেখা পড়েছি তার সবগুলোতে একটা অথবা দুটো এমন লাইন থাকবেই যা মানুষের ভিতরের আবেগকে টেনে হিচড়ে বাইরে বের করে আনে ... আজকে আপনার এ লেখাটি পড়ার আগে ঠিক করেছিলাম আজকে কোনভাবেই আবেগ তাড়িত হবো না ... কিন্তু পড়তে পড়তে উপরে কপি করা লাইনটি তে আসতে না আসতেই আমার সে বাঁধ কিভাবে যে ভেঙ্গে গুড়িয়ে গেল নিজেই জানি না ....আর সেই সাথে মনের অজান্তেই ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি...
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৪
সহেলী বলেছেন: আমি লিখতে বসলে এমন সব কথারা এসে আমাকে অনুরোধ করতে থাকে যে ,তাদের যেন মুক্তি দেই ,তাই হয়তো ফেরাতে পারি না ;
এটা কল্পনা নির্ভর একটা লেখা , অথচ এটাই আমাকে বেশী আচ্ছন্ন করে রেখেছে ।
ভাল থাকুন সব সময় , কল্পনাতে কাঁদা যখন যায় , হাসতেও পারা যায় !
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০
মমমম১২ বলেছেন: ইয়ে লীনা দেখি আমার কথাগুলো আগে আগে বলে দেয়।
ভাল থাকুন।কাছে যে আছে তাকে ভাল রাখুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬
সহেলী বলেছেন: ভাবছি , তোমাকে ,লীনাকে আর শ্রাবনসন্ধ্যাকে কি করে জব্দ করা যায় ! জেরীকে বলে কিছু অস্ত্র যোগাড় করে নেই !
যদি সত্যি করে ভালবাসার দেখা পাও ,তখন আমাকে স্মরন করো ।
ভাল থেকো সবদিন ।
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
কালপুরুষ বলেছেন: দুটো লিংক দিচ্ছি, পড়ে দেখতে পারো।
Click This Link
Click This Link
১৩ ই মে, ২০০৯ বিকাল ৫:০৯
সহেলী বলেছেন: অনেক ধন্যবাদ , পড়েছি এবং মনেও রেখেছি ।
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪
জেরী বলেছেন: আপুটার আবেগ আমাকে ও স্পর্শ করে গেল......মনটা উদাস হলো
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩
সহেলী বলেছেন: তোমাকে ,চাঙ্কুকে যে আমার লেখা দিয়ে আবেগ এনে দিতে পেরেছি ----নিজেকে একটা পুরষ্কার দিতে হবে !
ভাল থেকো জেরী ।
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১
অনিক বলেছেন: "অন্তরের আলোয় দেখেছি যারে" এই সিরিজের সবকটা লেখা পড়ে দেখতে পারো। মোট আট পর্বে শেষ (!)। আগের লিংকের সূত্র ধরেই পেয়ে যাবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬
সহেলী বলেছেন: ধন্যবাদ , ধরিয়ে দেয়ায় । ভাল থাকুন ।
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৪
পারভেজ বলেছেন: লেখনীটা ভালো হয়েছে। আবেগটাও অনেকভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু কেন জানি নিজের অনুভুতিকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে আজ।
মন বলছে ২০৩১ সালে আরো ২২ বছর পর জীবন ওদের চারজনের কাছ থেকেই অনেক বেশী কিছু কেড়ে নিবে। এই গল্প ২০০৯ এর হতে পারে। ২০৩১ এ এই আবেগ মূল্যহীন।
অন্য একদিন আবার নাহয় পড়বো গল্পটা।
শুভকামনা।
০৬ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩১
সহেলী বলেছেন: কিন্তু কেন জানি নিজের অনুভুতিকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে আজ !.......
এই নিষ্ঠুরতা কখনো কখনো উপজীব্য হয় তথাকথিত সুখী জীবনের ।
শুভকামনা আপনার জন্য ।
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭
জিনাত বলেছেন: দিদি জীবন মানে কি যুদ্ধ না জীবন মানে সত্য গোপনের জন্য হাসি মুখে অভিনয় করে যাওয়া
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯
সহেলী বলেছেন: জীবন শুধু যুদ্ধ না , শুধু অভিনয়ের জন্য না । বেঁচে থাকবার জন্য --ভাল লাগায় ,মন্দ লাগায় , প্রাপ্তি সব দিতে পারে না , অপ্রাপ্তিতে মন সাড়া দেয় না পাওয়া রত্নের মূল্য যাচাইয়ে ।
হাসিমুখে অভিনয় করে যাওয়া ভালই তো ! নিজের জন্য , চারিপাশের জন্য । ভাল থেকো ।
৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১
সহেলী বলেছেন: কেন মনে হল ২২ বছর পরে মূল্যহীন ! আজ এত বছর পরেও যদি এতটাই মূল্যবান হয়ে থাকে ।
জানেন ,ওদের পরষ্পরের জন্য যে অনুভুতি কাজ করছে ...সেটা তো এতটা জোরালো হবার কথা নয় ! কিন্তু হচ্ছে ।
তবে অনুর কেন যেন কষ্ট হচ্ছে মেনে নিতে ২২ বছর পরের ১লা আর ২য়া ফাগুন ! কেন ওদের জীবনে তারুন্যে এত ছাড় দিতে হল ! কেন বঞ্চনা !
অনুর মনে হয় অনেককিছু .......তারপরে ফিরে আসে বাস্তবে ।
শুভকামনা আপনার জন্যেও ।
৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২
সহেলী বলেছেন: উপরের জবাবটা পারভেজের মন্তব্যের ।
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
তামিম ইরফান বলেছেন: সহেলী আপু এমন মন খারাপ করা গল্প লেখছো জানলে পড়তাম না
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৯
সহেলী বলেছেন: কান ধরছি ,আর লিখবো না ! আসলে আমার নিজেরই এমন মন খারাপ হয়ে গেল । সত্যি ,আগে বুঝলে লিখতাম না ।
তুমি তো আছো মন ভাল করবার জন্য ; মন ভাল করা একটা লেখা দিয়ে দাও চটপট !!!!
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৬
অক্ষর বলেছেন: দুই পর্বৈ এক্সাথে পর্লাম
(মাইনাস দেই?)
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১
সহেলী বলেছেন: তুমি যে মাইনাস দেবে তাতো জানি ! এখনো দাও নি ! এসব কিচ্ছা কাহিনীতে মাইনাস আর প্লাসে কি আসে যায় ?
৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯
অক্ষর বলেছেন: আগে থিকাই সারেন্ডার কৈরা ফালাইলে প্লাস না দিয়া পারা যায় না
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
সহেলী বলেছেন: তোমার এমন নাখোশ প্লাস চাইনা
৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
অক্ষর বলেছেন: প্লাস দেয়ার আগে কৈতেন, পরে কৈয়া লাভ কি?
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
সহেলী বলেছেন: আমার এই লেখায় মাইনাস দিলে তোমাকে কঠিন সাজা দিতাম ! যাহোক বেঁচে গেলে এবার ।
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪০
গোলাপি বলেছেন: লেখাটা আগে চোখে পড়লো না কেন আমার!
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৭
সহেলী বলেছেন: এখন দেখলেই তো হল ! আবার পড়ে বল না জেরীর মত যে মন খারাপ করে দিয়েছি ।
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০
গোলাপি বলেছেন: আগে বলতেন! মন খারাপ করে ফেলেছি
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১০
সহেলী বলেছেন: যাও ,তোমার জন্য মন ভাল করা একটা পোষ্ট দেব ২২ বছর পর !
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
রানা বলেছেন: এরকম একটি লেখা লিখতে পারেলে আবজাব ছবি দেয়া বন্ধ করে দিতাম...
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৩
সহেলী বলেছেন: এরকম লেখা অনেক পাবেন , কিন্তু "আবজাব" --ছবি দেয়া বন্ধ করলে আমরা যে বঞ্চিত হব , আপনার কোন অধিকার নেই ছবি দেয়া বন্ধ করবার ! ওসব ছবি আমাদের জন্য , আমরা যেন পেতে পারি ঠিকমত !
( আপনি সাধারনত : মন্তব্য করেন না , এ মন্তব্যে ভাল লাগল , ধন্যবাদ )
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
মিছে মন্ডল বলেছেন: এরকম কোন এক ১লা ফাল্গুন(সেদিনও শুক্রবার ছিল, এবারও শুক্রবার)আমার ভালবাসার শুরু হয়েছিল....হাহাহা
আমি আসলেই এমন ভাবতে পারছিনা......ভবিষ্যত আমার বড়ই অন্ধকার....আমি হতাশাগ্রস্থ হয়ে একথা বলছিনা, বাস্তবতার আলকেই বলছি এটা।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৬
সহেলী বলেছেন: কিভাবে অন্ধকার ! তার কি ছিড়ে গেছে বিদ্যুতের , ট্রান্সফরমার জ্বলে গেছে ? তারও তো মেরামতের ব্যবস্থা আছে ! তুমি দেখি অলস দি গ্রেট !! তোমার ফাগুনের আগে বৈশাখী কেন !
কিছু ভাবতে হবে না , আগে উঠে দাড়াও , পা চালাও , হাত বাড়িয়ে দাও --অনেকেই তো উঠে দাড়াতে পারছেনা তাদের জন্য ! পরে ভাববে !
খুব কি উপদেশ মত শোনাচ্ছে ! ভাল থেকো !
৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
আসমা বানু বলেছেন: good++++++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯
সহেলী বলেছেন: ধন্যবাদ ,ভাল থেকো ।
৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫
বাবুয়া বলেছেন: কেন এতো কস্টের লেখা!
কেনো এতো সুন্দর লেখা!!
জীবনের কিছু কিছু ভালোলাগার কস্ট আছে-যা বলে কয়ে প্রকাশ করা যায়না।তা নিয়ে অনেক কিছু লেখাও যায়না। বুকের গহীণতম স্থানের উপলব্ধি আর শুধু চোখের পানিতেই তার বহিপ্রকাশ! আমার চোখ দিয়ে গড়িয়ে পরেছে গড়ম ক'ফোটা পানি। যদি তা শুধু পানি নাহয়ে আমার বুকের রক্তবিন্দু হতো-তাহলে বোধকরি কিছুটা কস্ট লাঘব হতো!!!
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬
সহেলী বলেছেন: এ লেখা যে আপনার চোখে পানি এনেছে ,সেটা সত্যি মানছি , কারন এ লেখাটা কল্পনা আশ্রিত হলেও আমার নিজেকেই এমন অভিভুত করেফেলেছে ,মনে হচ্ছে আর কোন লেখা বেরুবে না আমাকে দিয়ে !
ভাবতে ভাল লাগছে যে এ কল্পনা ককনো বাস্তব হতে পারে !
অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।
৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮
মুনিয়া বলেছেন: লেখিকার লেখা পড়ে আরো একজনের চোখে পানি চলে আসছে!
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
সহেলী বলেছেন: কেমন একটা লেখা লিখলাম ! চোখে পানি আসবে কারো প্রথমে বুঝতে পারিনি --এখন লেখা শেষে নিজেই এটা পড়তে পারি না । আমি না হয় নির্বোধ ; অন্যদের এমন হবে কেন !
ধন্রবাদ পড়বার জন্য ।
৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১
সোনা১ বলেছেন: এমন একটা লেখা, অনেক দিনের পিপাসা মেটাতে পারে
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
সহেলী বলেছেন: পারে হয়তো আবার তৃষ্ণার্ত করে দিতে পারে ! মানুষের মন সবচাইতে আজব ! ভাল থাকবেন ।
৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০
কিংশুক০০৭ বলেছেন:
অনেক আবেগ মেশানো লেখা ।
হৃদয়ের তৃষ্ণা মেটানোর এ ধরনের লেখা প্রয়োজন ।
ভালোলাগা রেখে গেলাম ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৯
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভাল থাকুন ।
৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩
মিছে মন্ডল বলেছেন: আমি অলস সেটা ঠিক আছে, কিন্তু ......কী বলবো.....
আমি যে অবস্থানে আছি সেখান থেকে একলাফে বড় হওয়া যায়না, কিন্তু সবাই বড় কিছু চায়। কেউই আমার অবস্থানটা বুঝতে চায়না।যখনই বুঝে আমি সাধারণ মানুষ ও সাধারণভাবেই থাকতে চাই, সবাই সরে আসে।আমার আসলে এজন্য এখন খারাপ লাগে। যাইহোক, কী আর করার,এটাই ভাগ্য।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
সহেলী বলেছেন: আমিও সাধারন , তো কি হল ! একলাফে বড়ই বা কেন হতে হবে ! নিজের কাছে যেন ছোট না হতে হয় আমার বা কারো সেটাই ভাল । ভাগ্য মানি , তার সাথে কর্মফলও মানি ।
ভাল থেকো । খুবভাল একটা লেখা দাও ,পড়বো ।
আমি এ লেখাটা দেবার পরে আর লিখতে পারছি না ......। কেমন যেন ইমোশনাল হয়ে যাচ্ছি ।
শুভকামনা রইল ।
৪৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
শেরজা তপন বলেছেন: অদ্দিন কি বাঁচব? বেঁচে থাকলে দেখব হয়ত ২০৩১ সালের আবেগের যথার্থ রুপায়ন করেছেন কিনা?
ভবিষ্যত নিয়ে লেখার জন্য প্রখর কল্পনা শক্তির প্রয়োজন-আপনার মধ্যে সেই গুনাবলী আছে হয়তো।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২১
সহেলী বলেছেন: বিধাতার কাছে আপনার দীর্ঘ সুখী জীবন কামনা করছি ।
রুপায়ন করা কি সবটুকু আমার হাতে ? তবে এটা লিখে পরে মনে হল কেন এত সব বঞ্চনা !
আমি কল্পনাপ্রবন মানুষ ,বাস্তবে দাড়িয়েও কল্পনায় পাখা মেলতে পারি ।
ধন্যবাদ আপনাকে ।ভাল থাকুন নিরন্তর !
৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৫
সীমান্ত আহমেদ বলেছেন: লেখাটা এই নিয়ে চারবার পড়লাম।
কাল্পনিক পার্ট টা দেখে মন খারাপ কেটে যাবে ভাবছিলাম। কিন্তু সেটা পড়ে মন খারাপ ভাব আরো বাড়লো।
মাইনাস দিতে চাইছিলাম ---
মানবীয় আবেগের কাছে হার মানলাম................
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭
সহেলী বলেছেন: আমি তো দু'বারই পড়তে পারলাম না , তুমি চারবার !
আমি নিজেও বিস্মিত যে একটা কল্পনা আশ্রিত লেখা আমাকে ভাবনায় ফেলে দিয়েছে ! কি লিখতে যে কি লিখি নিজেই বুঝি না ! আমার নিজেকেই মাইনাস !!!!!!!!!!!!!
মানবীয় আবেগ বলে কিছু আছে বলে পৃথিবী এত সুন্দর !
ভাল থেকো ।
৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৩
উধাও ভাবুক বলেছেন: হুমমম...
পড়লাম...
আসলেই মানুষ কখনই যন্ত্র হতে পারবেনা আর হবেও না।
অনুভূতিগুলো আঁকড়ে ধরেই মানুষ কাটিয়ে দিয়েছে কত শত বছরের পর বছর আর এভাবেই কাটাবে...
শুভকামনা রইল।
বিঃ দ্রঃ সং ই যেখানে সারকথা সেটাই হল সংসার।
৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৬
সহেলী বলেছেন: মানুষ যন্ত্র হলেই তো ভাল হত , যন্ত্রনায় কাতর হত না ,মায়ায় বাঁধা পড়তো না । অনুভুতি লালন করে ভেঙ্গে দিত না সময়ের শৃঙ্খল !
শুভকামনা আপনার জন্যেও ।
৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
উধাও ভাবুক বলেছেন: যত কষ্টই হোক ঐ অনুভুতিটুকুর জন্যেই তো নিজেকে মানুষ বলে মনে হয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
সহেলী বলেছেন: ঠিক বলেছেন । অনুভুতি মানুষ বানিয়ে রেখেছে ।
৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৬
কালপুরুষ বলেছেন: মানুষ যন্ত্র হলে কারো সাথে কোন সম্পর্কই গড়ে উঠতো না। পৃথিবীতে প্রেম ভালবাসা বলে কোন কিছুই থাকতো না। ঈশ্বরের দরবারে কোন ফরিয়াদ জমা হতোনা। আর ঈশ্বরের তেমন কোন কাজও থাকতো না- দিব্বি নাকে তেল দিয়ে ঘুমাতেন। কিন্তু সমস্যটা ওখানেই- আজব এক সৃষ্টি এই মানুষকে নিয়েই পৃথিবীতে এতসব কর্মকান্ড, এতসব যুদ্ধ-বিগ্রহ, এতসব দলাদলি, কোন্দল-রাজনীতি, সভ্যতার পাশাপাশি ধ্বংশের উন্মত্ততা। সবই এই মানুষের কারণেই- যন্ত্র হলে কিছুই হতোনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
সহেলী বলেছেন: আপনার জন্য মনে মনে ভাবি গুছিয়ে জবাব দেব ,আর দেয়া হয় না ।
মানুষ মানুষই । ভুল করে ব্যাথা পায় ; তবু সে ব্যাথার দিকে তাকিয়ে থাকে !
৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২
জিনাত বলেছেন: কোথায় হারালেন
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
সহেলী বলেছেন: কই হারালাম ! এই তো উদিত হলাম । তবে এলেখার উপরে রাগ হচ্ছে ...... । এটা লেখার পরে প্রথমবারের মত অনেক প্রশ্ন মাথায় আসছে ? নিজেকে বোঝাতে সময় লাগবে মনে হচ্ছে । ১লা ফাগুনে আমার সব বছরে মন ভাল থাকে , ভাল লাগায় ভরে ! এ বারে নিজের সাথে মান অভিমান !!!!
তোমার কি অবস্থা ! ভাল থেকো , খুব সাজ গোজ করবে আর বেড়াবে ------ !
৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
জিনাত বলেছেন: আমি সাজতে পছন্দ করিনা
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬
সহেলী বলেছেন: তুমি যে একটা পঁচা মেয়ে আমার আগেই মনে হয়েছিল ! কেন সাজতে পছন্দ করো না ?
বাসন্তী শাড়ি পরবে ,হাতের কাছে না থাকলে যেটা মন চায় !
৫৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৮
আসমা বানু বলেছেন: সুন্দর +++++++++++++++++++++++++++++++++=
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
সহেলী বলেছেন: ধন্যবাদ , ১লা ফাগুনের শুভেচ্ছা নিও ।
৫৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৭
কালপুরুষ বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। ভাল থাকার প্রার্থনা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৯
সহেলী বলেছেন: পহেলা ফাগুনের শুভেচ্ছা আপনাকেও । ভাল থাকুন দাদা ।
৫৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪১
মুক্ত বয়ান বলেছেন: বিশাল কাহিনী!!
ভাল লাগল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
সহেলী বলেছেন: বিশাল কাহিনী ,তুলে নেব , ভয় নেই !!!! ধন্যবাদ ,ভাল থেকো ।
৫৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬
মিছে মন্ডল বলেছেন: আমার সেই প্রথম ১লা ফাল্গুনের কথা মনে পড়ছে আজ খুবই। সেদিনও শুক্রবার ছিল.....হাহাহাহা। এখন আর কোন অনুভূতি নেই, কিভাবে যে সব হারিয়ে গেল.....
আমি ভাল লিখতে পারিনা। আমার কাছে এটা আশা করবেন না।
আপনাকে বসন্তে শুভেচ্ছা। ভাল থাকবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
সহেলী বলেছেন: মনে তো পড়বে , মন আছে তো পোড়াবার জন্যে । তুমি আজকের কথাটা মনে রেখ -- দেখবে একদিন কিছু হারায়নি ; একদিন আমার মত করে সব দাম বুঝে নেবে স্মৃতি !
লেখা আশা করছি না তোমার কাছ থেকে , কেবল জংলী বেশটা ছাড় ভাই । রানা আজ সুন্দর কতগুলো ছবি দিয়েছে আর্ট শিরোনামে , দেখে আমার মন অনেক ভাল হয়ে গিয়েছে ।
বাসন্তী শুভেচ্ছা তোমার জন্য । ভাল থেকো ।
৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
আউলা বলেছেন: পাঙ্কু তো চাঙ্কু আমি না
আমি তো ভদ্র এবং ভাল সুশীল ব্লগার :!>
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
সহেলী বলেছেন: আয়নাতে ভাল করে দেখ !
চাঙ্কু ককনো পাঙ্কু না ---
৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
অপ্সরা বলেছেন: রবীন্দ্র সঙ্গীত গাইয়েছো এ লেখায় তাই এ লেখায় ১০০ + । মনটা একটু খারাপ হলো কেনো যেন এই ভ্যালেনটাইন দিনে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
সহেলী বলেছেন: শুধু রবীন্দ্রসঙ্গীতের জন্র ১০০+ ! আমি যে কত কষ্ট করে !কল্পনা করলাম !!
এটা আমার প্রিয় অথচ মন খারাপ করা লেখা ।
৬২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি একটা প্রশ্ন নিয়ে প্রায়ই চিন্তা করি। আপনার লেখা পড়ে মনে হয় উত্তরটা পেয়ে গেছি।
আমার কেবলই মনে হতো, যদি ভালোবাসার মানুষকে না পাই তবে কি হবে। জীবনতো থেমে থাকবে না। জীবন চলবে জীবনের নিয়মে।হয়তবা অন্য কাউকে বিয়েও করতে হবে। হয়ত ভুলে যাবো পুরানো কথা, পুরনো মানুষের স্ম্ৃতি। হয়তবা সুখিই হবো।
আসলেই কি না পাওয়ার বেদনা ভুলে থাকা সম্ভব?
আপনার গল্প পড়ে মনে হলো, প্রশ্নই উঠে না।
ভালো থাকবেন।
ফাগুন আর ভেলেনটাইনের শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
সহেলী বলেছেন: ভুলে থাকা সম্ভব না কখনো ; না পাওয়ার বেদনার কথা বলছিনে , অনেক পাওয়া সে সব দিন মনে মনে ---তারা যত পুরোন হয় তত উজ্জল হয় , মূল্যবান হয় । ভুলে যেতে পারলে ভাল হত !
ভাল থেকো ,ফাগুন আর ভ্যালেন্টাইন'স ডের শুভেচ্ছা নিও ।
কই , দেখো তো ভাগতে বলেছি নাকি !
৬৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯
পলাশমিঞা বলেছেন: কল্পনা অনেক সময় কষ্ট দেয়
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮
সহেলী বলেছেন: কল্পনার সাথে আড়ি ! আর করতে দেবনা বাড়াবাড়ি !
৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
আজনবী বলেছেন: এই সিরিজটা আমি আগেই পড়তে শুরু করেছিলাম, কিছুটা পড়ে আর পড়িনি। কারনটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮
সহেলী বলেছেন: কেন আর পড়েন নি আগে ? আমি সহজকরে না বললে বা পুরো কথা না বরলে কিছু বুজতে পারি না । বুঝি নি আসলে ।
৬৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
আজনবী বলেছেন: কষ্টের মাত্রাটা বেশী মনে হচ্ছিল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭
সহেলী বলেছেন: লিখে পরে নিজেকে মানাতে কষ্ট হয়েছে , তখন বুঝেছি কি যেন ভুল করে ফেলেছি কল্পনায় ! আমার সবচেয়ে প্রিয় অথচ সবচেয়ে যন্ত্রনাময় লেখা এটি । ধন্যবাদ ।
৬৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
মার্ক জুবাবের বলেছেন: চমৎকার হয়েছে গল্প,
শুধু পড়ার পর মনটা কেমন আদ্র হয়ে যায়, শেষ করার পর মনে হয় গলার কাছে একটা কষ্ট দলা পাকিয়ে আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩২
সহেলী বলেছেন: ধন্যবাদ,স্বাগতম আমার লেখায় ।
চমৎকার কিনা জানি না , তবে কল্পনা করে লিখে বাস্তবের চেয়ে বেশী আবেগময় করে দিচ্ছে , সেটা আমার নিজেরও মনে হয়েছে ।
আমার প্রিয় লেখায় মন্তব্য দেখে ভাল লাগল ।
শুভেচ্ছা আপনার জন্য ।
৬৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
নুশেরা বলেছেন: লেখা তো আগেই পড়েছি, "পড়লাম"এর বেশী বলার মতো অনুভূতি সঞ্চয় করতে ব্যর্থ ছিলাম... কেন জানতে চেয়োনা...
আজ মন্তব্য/প্রত্যুত্তরগুলো পড়লাম।
লেখক বলেছেন: "আমি লিখতে বসলে এমন সব কথারা এসে আমাকে অনুরোধ করতে থাকে যে ,তাদের যেন মুক্তি দেই ,তাই হয়তো ফেরাতে পারি না"
খুব সত্যি কথা...
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
সহেলী বলেছেন: এটা লিখেছি কল্পনায় ভর করে অথচ এরা আমাকে অনেক টানছে ;
আমার নয়টি পর্ব আছে ড্রাফট করা , পরে আনলে খবর দেব তোমায় । ভাল থেকো ।
৬৮| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৮
আহসান জামান বলেছেন: কাল্পনিক চরিত্রগুলোর ঘাড়ে যখন 'সত্য-ভূত' এসে ভর করে; মনে হয় তারও বড় সত্যি হয়ে ওঠে প্রত্যহ জীবন-যাপনে। অনু-অমি -এর প্রেমে সো-কলড-প্লাস (লেখকের কী যায়-আসে) রেখে গেলাম।
ভালো লাগা গাঁথা থাক অপূর্ব বর্ননায়; পড়লাম, পড়ব আবার আশা রাখি।
৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩
মেহবুবা বলেছেন: বানানো গল্প বৈ তো নয়, অথচ তার ভাবের গভীরতা কোথায় নিয়ে যায়৷! কেবল লেখিকার চোখে জল আসেনি ; পড়ছি আার চোখ ঝাপসা হয়ে আসে বার বার ! এটা কি দুঃখের নাকি সুখের ঠিক বোঝা গেল না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ২০৩১ সাল, মানে আজ হতে ২২ বছর পর। তখন কি মানুষের আবেগ গুলো এমন থাকবে? আজ হতে ২২ বছর আগে কেমন ছিলো সব? আমার মনে হয় তখনো বোঝার বয়স হয়নি।তখনকার আবেগ আর এখনকার আবেগ কি এক?
যাই হোক মানুষ যেন যন্ত্র হয়ে না যায় (যদিও সেটা হতে পারলেই আমি বেশী খুমি হবো)।