নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!

অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস - উদ্ধত উলঙ্গ দৃষ্টি

চির উন্নত মম শির!

অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস - উদ্ধত উলঙ্গ দৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সে সমকামী বিয়ে বৈধ!

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০১

সমকামী বিয়ে বৈধতা পেয়েছে ফ্রান্সে। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে যে বিলটি উত্থাপন করা হয়েছিল, তাতে গতকাল স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্সে সমলিঙ্গের বিয়ের পক্ষে নতুন আইন প্রণীত হলো। তবে কবে থেকে আইনটি কার্যকর হবে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ফ্রান্সের ডানপন্থি বিরোধী দল প্রস্তাবটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও সেটি সাংবিধানিক কাউন্সিল থেকে প্রত্যাখ্যাত হয়। শেষ বাধাটি অতিক্রমের একদিন পরই প্রেসিডেন্ট ওঁলাদে বহুল বিতর্কিত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে সেটি পাস করলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সমকামী দম্পতিদের জন্য সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধতা পেলো আইনটি প্রণয়নের মাধ্যমে।



















তথ্যসূত্র : এখানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.