নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশায় পূর্ণ!

ফিরোজ শাহ্

ফিরোজ শাহ্ › বিস্তারিত পোস্টঃ

জাহিদের জন্য মানবতা। ফ্যাকাল্টির ছোট ভাই হিসেবে না মানুষ হিসেবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

মোঃ জাহিদুল ইসলাম, বয়স মাত্র ১৮!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিষয় অর্থনীতির মেধাবী শিক্ষার্থী। আজ যুদ্ধ করছে মৃত্যুর সাথে। জাহিদ দুরারোগ্য "Ewing Sarcoma" ক্যান্সারজনিত রোগে আক্রান্ত। এখন ভর্তি আছে মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে।
ইতোমধ্যে ক্যান্সার তার সমগ্র দেহের বিভিন্ন অংশসহ হাড়ে ছড়িয়ে পড়েছে এবং পা থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে। গত ২৬ জানুয়ারি রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শেখ গোলাম মোস্তফা তাকে উন্নত চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল সেন্টার, মুম্বাই এ রেফার করেন। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার এর মতে, তার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য ১ বৎসর বা অধিক সময় নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখতে হবে। যার জন্য অনেক টাকার প্রয়োজন।
কিন্তু জাহিদের পিতা একজন দরিদ্র কৃষক। তার পরিবারের পক্ষে এ বিপুল পরিমাণ খরচ বহন করা সম্ভব নয়।
তাই বলে কি জাহিদ বিনা চিকিৎসায় মারা যাবে?? কখনো না। মানবতা আজো হারিয়ে যায় নি। মানবতা আবার জেগে উঠবে জাহিদের জন্য।
আমাদের সহযোগিতাই পারে জাহিদকে বাঁচিয়ে তুলতে।
তার চিকিৎসার খরচ যোগাড় হবেই। ইনশাল্লাহ।

আর্থিক সহায়তার জন্যঃ
বিকাশঃ
01736430163 (পার্সোনাল নাম্বার)
ডাচ বাংলা মোবাইল একাউন্টঃ 017364301632
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নংঃ 1011030559125,
দিলকুশা, মতিঝিল ব্রাঞ্চ।
যোগাযোগঃ 01736430163 (জাহিদের ভাই)
আপডেটঃ
আজ সকাল ৭ টা ৪০ মিনিটে জাহিদের ফ্লাইট। সাথে যাচ্ছে তার ভাই ও ভগ্নিপতি। রিজেন্ট এয়ারওয়েজ এ প্রথমে কলকাতা তারপর কলকাতা থেকে সরাসরি মুম্বাই চলে যাবে তারা।
আপনাদের সকলের সহযোগিতায় ইন্ডিয়া চলে যাবার আগে জাহিদের পরিবারের হাতে কিছু টাকা তুলে দেয়া সম্ভব হয়েছে। এর ফলে আশা করি অন্তত ইন্ডিয়ায় গিয়ে শুরুতেই তারা অসহায় হয়ে পড়বে না। জাহিদের ভাইয়ের সাথে আমার যোগাযোগ থাকবে, সবসময় আপডেট দেয়ার চেষ্টা করব। কিন্তু সামনে এখনো বিশাল পথ বাকি, আরো জোর কদমে এগোতে হবে।
জাহিদের জন্য দোয়া এবং শুভ কামনা । জাহিদ বাঁচবেই ইনশাআল্লাহ !!
সংযুক্তি:
ইভেন্ট লিংক
https://www.facebook.com/events/945192675517078/

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.