নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি জেমস

ফজলে রাব্বি জেমস › বিস্তারিত পোস্টঃ

ভিশন ২০৩১:কোটাটাল বাংলাদেশ-যা আগে ভাবেনি কেউ

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০

২০৩১ সাল।জনৈক আবুল সাহেব কদিন থেকে খুব

ব্যাস্ত। ছেলেকে বিশ্ববিদ্যালেয়ে ভর্তির জন্য খুব

ছোটাছুটি করতে হচ্ছে।এবার আবার শুধু

মুক্তিযোদ্ধার বংশধরের জন্য স্পেশাল

বিশ্ববিদ্যালয় সেশন, অর্থাত্ এবার কোন সাধারণ

শিক্ষাথী ভর্তি হতে পারবেনা।আবুল সাহেবের

দাদা মুক্তিযোদ্ধা ছিলেন সেই বংশধর কোটায়

ছেলেকে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ তুলতে হবে।

সকালবেলা নাখেয়েই বের হয়েছেন।হোটেলে খাবেন

কিন্তু অনেক ভীড় তবে সরকারী চাকুরিজীবী কোটার

সুবাদে আগে খাবার পেয়েছেন, হোটেল বাসার

কাছে হওয়ায় মহল্লা কোটায় বিলেও কিছুটা ছাড়

পেয়েছেন।খাওয়া শেষে বাসে উঠে বয়স্ক কোটায়

কষ্টে একটা সিটও পেয়েছেন। ভাড়া দেওয়ার সময় তার

পাশের লোকটি ছেলে বিশ্ববিদ্যালয়ে সরকারী দল

করে বলে আদর্শবাবা কোটায় হাফ ভাড়া দিলেন।

এক্ষেত্রে অবশ্য অবুল সাহেবের কোন কোটা নেই।

মন্ত্রনালয়ে গিয়ে চোখ চড়ক গাছ, রাস্তা পর্যন্ত

বিশাল লাইন।বেশির ভাগই ছাত্ররা নিজেরাই

এসেছে তাই সময়ের মুল্য কোটায় তারা লাইনে আগে।

সারাদিন রোদে দাড়িয়ে অবুল সাহেবের সিরিয়াল এল

বিকেল বেলা।অবশ্য এসএসসি ও এইচএসসিতে বাংলায়

এ+ পেয়েছেন বলে ব্যাকরণবিদ কোটায় আবুল

সাহেবকে কোন ফরমাল দরখাস্ত করা লাগলোনা।সনদ তুলে বাসায় ফিরে খয়েদেয়েই শুয়ে পড়লেন।তবে শেয়ার আগে স্ত্রী তাকে মনে করিয়ে দিলেন আগামীকাল কিন্তু শুক্রবার গৃহিনী কোটায় কাল আমার বিশ্রাম সংসারের আগামীকালের সব কাজ কিন্তু তোমার.....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্ট কোটায় ১২১ জন আপ্নরে ফাকি দিল ;)

খালি পইড়ে চলে গেছে ;)

২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

হাসান কালবৈশাখী বলেছেন: মেধাবী দাবিদারদের বলছি -

আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে চাকুরি করে দেশকে 'সেবা' দিতে চাচ্ছেন?

কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও ...
আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা চালু আছে।

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: কোটাই হোক আর যাই হোক, আমি কিছু পামু না। :(

৪| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

লেজ কাটা শেয়াল বলেছেন: হাসান, আপনার বাবা আপনার জন্য যুদ্ধ করেছে। এখন আমি করি আমার সন্তানের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.