![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন বাংলা ছিনেমা দেখার জন্য মানুষ পাগল ছিল। একমাস ধরে মানুষ অপেক্ষা করত বিটিভিতে একটি ছিনেমা দেখার জন্য। ছিনেমা হলগুলোতে দেখা যেত পরিবারের সবাইকে একসাথে ছিনেমা দেখতে। এরপর পুরাতনরা চলে যাবার পর কেউ একজন আসলো যিনি সিনেমার কাহিনি, চিত্রনাট্য, চরিত্র, সংলাপ ইত্যাদি বিবেচনার বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়েই রীতিমত কাজ করা শুরু করল। মানুষ আস্তে আস্তে বাংলা ছিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তবে সেই অভিনেতা দিনমজুর শ্রেণীর লোকদের কাছে প্রিয়থেকে প্রিয়তর হতে থাকল। বাংলা ছিনেমা যখন খাদের কিনারায় তখন আর একজনের আগমন হল যিনি আলোচনা, সমালোচনা, কৌতুকের পাত্র যেভাবেই হোক না কেন মারাত্মক ভাবে জনপ্রিয় হয়ে গেল। এই শেষোক্ত ব্যক্তিটি কে আপনারা সবাই জানেন। এম এ জলিল অনন্ত। গতকাল তার ‘নিঃস্বার্থ ভালবাসা’ ছিনেমাটি দেখলাম। ভালই বলতে হবে। অনন্তর ৫টি ছিনেমার মধ্যে ৪টি দেখেছি। আগের থেকে পর্যায়ক্রমে অনেক উন্নতি করেছে। মাত্র ৫ টি ছিনেমা করেই সে অনেক এগিয়েছে। যেভাবেই হোক না কেন সব শ্রেণীর লোকের জনপ্রিয়তা সে অর্জন করছে। মানুষ আবার হলে ফিরতে শুরু করেছে। বাংলাছিনেমায় দর্শক ফেরাতে কাজ করার জন্য এবং প্রাথমিক সফলতার জন্য অনন্তকে ধন্যবাদ এবং অভিনন্দন।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬
ফজলে রাব্বি জেমস বলেছেন: :-)
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
সজিব আহমেদ বলেছেন: +১
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
সেফানুয়েল বলেছেন: অনন্ত ছবি খারাপ করে না । বরং বাংলা সিনেমার অশ্লিল ধারাকে সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সিনেমা তার আমি দেখি নাই। তবে সাক্ষাতকারের সময় তার উল্টা-পাল্টা কথা বেশ উপভোগ করি। A complete entertainer he is. Bravo!!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০১
মামুন,চৌ:হাট বলেছেন: অনন্তকে নিয়ে লেখা এটাই মনে হয় প্রথম পজেটিভ ব্লগ। আপনাকে ধন্যবাদ পজেটিভ ব্লগের জন্য।