![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রিকা বা অনলাইনে মাঝে মধ্যে লেখালেখি করি এটা আমার কাছের লোকেরা সবাই জানে। জানে বলে তারা আমায় নিয়ে চিন্তায়ও থাকে বেশী। পরিবার, আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবদের তরফ থেকে প্রায়ই সতর্ক করা হয় যেন সীমার মাঝে থেকে লেখালেখি করি। অনেকে আবার জানতে চায় ব্লগ কি? ব্লগার কারা? কি লিখেন ব্লগাররা? আমি যতটুকু জানি তাই একটু ব্যাখ্যা করছি এই পোস্টে।
ব্লগ কি?
ব্লগ একটি ওয়েবসাইট ছাড়া আর কিছুই না। তবে সব ওয়েব সাইটই ব্লগ না।যেসব ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে প্রবেশ করে লেখালেখি করা যায় সেটাই ব্লগ বা ব্লগসাইট।এই লেখা হতে পারে রাজনৈতিক, গঠনমুলক, সমস্যামুলক, বিজ্ঞানভিত্তিক, হাস্যরসাত্বক, সাহিত্য ইত্যাদি।বাংলাদেশে এরকম অনেক বিখ্যাত ব্লগ ওেয়েবসাইট) আছে যেখানে আপনি লেখলেখি করতে পারবেন, অন্যের লেখায় মন্তব্য করতে পারবেন । আবার আপনার লেখাও ঐ ওয়েবসাইটে ভিসিট করে অন্যেরা পড়তে পারবে ও মন্তব্য করতে পারবে। এরকম কিছু ব্লগ-
somewhereinblog.net, bondhushava.com, nokkhotro.com, techtunes.com.bd ইত্যাদি।
ব্লগার কারা?
যারা ব্লগে লেখে তারাই ব্লগার। তবে বেশি মানুষের মনে প্রশ্ন হচ্ছে, ব্লগাররা কি শুধু ধর্ম নিয়ে আজেবাজে লেখা লিখেন? এর উত্তর হচ্ছে না। ব্লগে আপনি রাজনীতি নিয়ে লিখতে পারেন, গল্প-কবিতা লিখতে পারেন, তেমনি ধর্ম নিয়ে লিখতে পারেন, বিজ্ঞান নিয়ে লিখতে পারেন ইত্যাদি।ব্লগাররা কি লিখবেন তা তার নিজের উপর নির্ভর করে। এ ব্যাপারে কোন নিয়ম নেই।
ফেসবুক কি ব্লগ?
অবশ্যই ফেসবুক একটি ব্লগ। তবে ফেসবুকে সাধারণত আমরা দু-তিন লাইনেই নিজের অনুভুতি ব্যাক্ত করি বলে একে ব্যাপক অর্থে ক্ষুদে ব্লগ বলা হয়।এই ফেসবুকে আপনি চাইলে সবচেয়ে সহজে সবচেয়ে বেশী পাঠকের কাছে যেকোন সৃজনশীল লেখা পৌছে দিতে পারেন। সেদিক থেকে বলতে গেলে ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় ব্লগ সাইট।
ব্লগে মানুষ কেন লিখে?
লিখতে ভালো লাগে তাই। লেখালেখি করতে যাদের ভালো লাগে তাদের জন্য সহজ প্লাটফরম হচ্ছে ব্লগ।পাতা সংখ্যা সীমিত বলে পত্রপত্রিকায় সাধারণত সবার লেখা ছাপায় না; পত্রিকাগুলো থাকে দেশের খ্যাতনামা লেখকদের দখলে। আবার পত্রিকা গুলো সবধরণের মতামতকেই মুদ্রনের অনুমতি দেয় না।এক্ষেত্রে একজন ছোটখাট লেখকের বা উদিয়মান লেখকের জন্য সহজ রাস্তা ব্লগ। তবে ব্লগে লিখেন এমন সবাই কিন্তু ছোটখাট লেখক না।রীতিমত সেলিব্রেটিরাও ব্লগে লিখে থাকেন। ব্লগে লেখার সবচেয়ে বড় সুবিধা এতে মন্তব্য করার সুযোগ থাকে।কিন্তু ব্লগে যে কেউ সহজেই যা খুশি তাই লিখে প্রকাশ করতে পারেন বলে নানা সময়ে নানা বিতর্কিত লেখার কথা শোনা যায়।তবে দেশের প্রথম সারির বেশিরভাগ ব্লগেই আছে বিচক্ষণ সম্পাদকমন্ডলী যারা মানসম্মত লেখাগুলোই প্রকাশ করেন। বাকি গুলো হয় সম্পাদিত করেন না হয় মুছে দেন।
তাহলে শুধু শুনি ব্লগে নাস্তিকরা লিখে এর কারণ কি?
এটা মানুষের একটা ভুল ধারণা। নাস্তিকতা-আস্তিকতা মানুষের নিজের ব্যাপার। বিভিন্ন ব্লগে ঘুরাঘুরি করলে আপনি দেখবেন, ১০০ টা লেখার মধ্যে হয়ত বেশিরভাগই রাজনীতি নিয়ে, কিছু সাহিত্য, কিছু ধর্ম প্রচারমুলক, কিছু বিজ্ঞান বিষয়ক ইত্যাদি।হঠাৎ দুই-একটা লেখা পাওয়া যায় হয়থ সেগুলো কোন ধর্মকে কটাক্ষ করে লেখা।কিন্তু ঐ দু-একটা লেখাই এতবেশী আলোচিত হয় যে সবাই ব্লগিং বলতেই একটা নেগেটিভ ধারণা পোষণ করে রাখেন। এখন আপনি কি বিষয়ে লিখবেন সেটা আপনার ব্যাপার।
আশাকরি ব্লগ সম্পর্কে যাদের ধারণ কম বা নেগেটিভ ধারণা ছিল তারা
মোটামুটি একটা ধারণা পেলেন। লেখায় ভুল থাকলে মন্তব্যে জানান। ভালো থাকবেন সবাই।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বাহ্। খুব সুন্দরতো। ব্লগ এবং ব্লগার সম্পরকে ব্যাখ্যা করে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭
ফজলে রাব্বি জেমস বলেছেন: ধন্যবাদ আপনােকেও
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:০৯
জুবাইদুর আকাশ বলেছেন: বলেছেন: ভাল বলেছেন । +
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৪৪
কাউন্টার নিশাচর বলেছেন: ফেসবুক কি আসলেই ব্লগ?
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯
ফজলে রাব্বি জেমস বলেছেন: আমার তো মনে হয় ব্লগই। শুরুতে উদ্দেশ্য এরকম না থাকলেও এখন এরকমই দাঁড়িয়েছে। সাথে কিছু বাড়তি সুবিধা আছে এই আর কি।
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: নাস্তিকতা নিয়ে লেখাটা নেগেটিভ?
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯
ফজলে রাব্বি জেমস বলেছেন: যে দেশের প্রায় ৯৯ ভাগ লোকই নাস্তিকদের বিপক্ষে এবং নাস্তিকদের মতবাদ শুনে যেহেতু তাদের পক্ষে যোগ দিতে জনস্রোত শুরু হয়নি সেখানে এটাকে নেগেটিভ বলাই যায়।
তবে আমি কিন্তু সরাসরি বলিনি নাস্তিকতা নিয়ে লেখাটা নেগেটিভ। যার ইচ্ছা তার মতবাদ প্রচার করবে। তবে আমি দেখি তারা নিজেদের কোন মতবাদ প্রচার করে না। অন্যদের মতবাদ কে কটাক্ষ করে।
৬| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮
কাজ করে খাই বলেছেন: ভাল লেখা, ধন্যবাদ।
মনে রাখবেন আপনারা সবাই ব্লগার, নাস্তিক এবং কেউ মারলে - আপনি মরলে ০.১% ও প্রতিবাদ করবে না।
৭| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০
সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন।
৮| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: কিছু বললাম না। কাররনটা কি তাও বলছিনা।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২
ফজলে রাব্বি জেমস বলেছেন: কারণটা আর কি হবে। একদিকে বললে সামনে চাপাতি আরেক দিকে বললে পুলিশ। এগুলা আমরা সবাই বুঝি। আমরা যারা মদ্ধমপন্থায় আছি তারাই বেশি বিপদে।
৯| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:১০
মঙ্গলগ্রহের মুক্তিযোদ্ধা বলেছেন: ভালো ব্যাখ্যা দিয়েছেন
১০| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৩:২৬
লুৎফুল আহসান বলেছেন: সহজ ভাবে ব্যাখ্যা করেছেন ।ধন্যবাদ। তবে অনেক অংশই বাদ পড়েছে।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬
ফজলে রাব্বি জেমস বলেছেন: হুম। বাদ পড়াই স্বাভাবিক। ব্লগ জিনিসটার লক্ষ্য, উদ্দেশ্য, চলমান প্রক্রিয়া, লেখকদের উদ্দেশ্য ইত্যাদি বিষয় অনেক গভীর; কিছুটা ধারনা তো দেয়া গেল।
১১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৩:৫৬
প্লাবন২০০৩ বলেছেন: এককথায় বলতে গেলে - "এরকম একটা লেখার দরকার ছিল" । ধন্যবাদ ।।
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
ফজলে রাব্বি জেমস বলেছেন: ধন্যবাদ।
১২| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
দিনেরতারা বলেছেন: আপনার এই পরিস্কার ধারনাটা ছড়িয়ে যাক সবার মাঝে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
আহসানের ব্লগ বলেছেন: ভাল বলেছেন । +