![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের ছুটির আগের দিন ও নববর্ষের দিনগুলোতে প্রতিটি গার্মেন্টসেই দেখা যায় ভিন্ন চিত্র।
মেয়েরা রঙিন শাড়ি, ছেলেরা পাঞ্জাবী পড়ে শুরু করে কর্ম ব্যস্ত দিন। তবে এই দিনের কর্মব্যস্ততা অন্য দিনের চেয়ে একটু কম থাকে। স্টপওয়াচে মাপা হয়না কর্মদক্ষতা, শুনতে হয়না বসের গোমরামুখো কথা। কেউ হাতে দেয় মেহেদী, কারও খোপায় ফুল, কেউবা হয়ত ভাবে লাল পাঞ্জাবীটার থেকে মেরুন রঙেরটাই পড়ে আসলে ভালো হতো।
অন্যান্য প্রতিদিন যেখানে তারা কাজ ছাড়া কিছু বোঝে না, অন্য কোন দিকে নজর দিতে পারে না, এক একজন মানুষ এক একটা মেশিনের মত কাজ করে, সেখানে এই দিনগুলোতে তাদের মধ্যেও দেখা যায় কিছুটা জীবনের চিহ্ন।
এই মানুষগুলোর হাত ধরেই বেঁচে আছে আমাদের পোশাক শিল্প, তাদেরই বানানো কাপড় শোভা পায় বিশ্বের নামীদামী খোলোয়ার, নায়িকা, রাজনীতিবীদদের গায়ে। পোশাক বানানোর পরের সেই গল্প হয়ত তাদের কাছে পৌছেই না। তারপরেও গার্মেন্টস কর্মীরা একটি সুন্দর স্বপ্ন দেখে।
মাস শেষে এক বৃহস্পতিবার তারা বাড়ি যাবে, তাদের সাথে বাড়ি যাবে তাদের স্বপ্ন। বাড়ি ফেরার সময় কেউ নিয়ে যায় ছেলের জন্য একটি স্কুল ড্রেস, বাবার জন্য টাকা, অথবা প্রিয়তমার জন্য একটি শাড়ি।
©somewhere in net ltd.