![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
হতাশা কে এড়িয়ে যাওয়া ,নয়তো এতো সোজা ।
আশার মাঝেই বাস হতাশার ,বৃথাই দূরে খোঁজা ।
মনের ভিতর দিচ্ছে উকি , চক্ষু যখন বোজা ।
কষ্টে মোড়া সুখের স্মৃতি ,পায়ে যেমন মোজা ।
মলিন হেসে করছে আড়াল , অশ্রুতে চোখ ভেজা ।
যুদ্ধ জয়ের আসায় কুলি , কেওবা কপত ওঝা ।
হাড় ভাঙানি খেঁটেও মাথায় ,অদ্রিসম বোঝা ।
অন্নাভাবে কেওবা আবার ,বছর ব্যাপী রোজা ।
জীবন যুদ্ধ নয়তো সহজ ,নয়তো সে পথ সোজা ।
কালই হয়তো মিলবে মুক্তি ,তাই বারবার পথ খোজা ।
আগামী কে ভাবছি বসে ,আশায় আশায় পূজা ।
মাস পেরিয়ে বছর গরায় , বাড়ছে কেবল বোঝা ।
©somewhere in net ltd.