![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
জীবনের নানা চাহিদা যখনই
সামনে এসে দাড়ায় ,
অপূর্ণতার সূক্ষ্ম দেয়াল
দৃষ্টিলোকে ছড়ায় ।
পাওয়া না পাওয়ার হিসাব-নিকাশ
জটিলতা ঢের বাড়ায় ।
নিরাশার ঘন মেঘের কোনে
হতাশার দ্যুতি খেলায় ।
আশা-আকাংখার বেড়াজালে
পথ থেকে পথ হারায় ।
অপ্রাপ্তির সুপ্ত বেদনা
বিরলে অশ্রু ঝরায় ।
সংকট হতে মুক্তি কবে ,
এই বন্ধুর পথ চলায় ।
আসবে সুদিন এই কামনায় ,
সময় তো বয়ে যায় ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
এহসান সাবির বলেছেন: বেশ!