![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
চোখ গেল,কান গেল,
গেল বুঝি মাথা।
কাঁপুনি দিয়ে জর এল,
খুজি তাই কাঁথা।
বিনিদ্র রাত গেল
কী ভীষণ ব্যথা ।
পাটি ফুলে কলাগাছ
মাড়ি গেল ফুলে,
দাঁত বুঝি রেগে গেল
যত্নের ভুলে।
কাম-কাজ সব ফেলে
আছি তাই ঝুলে।
নাওয়া -খাওয়া বাদ গেল
দন্তের শূলে ।
এই ভুল জীবনে আর
নাহি হবে কভু।
ব্যথা হতে মুক্তি দাও,
দয়া কর প্রভু !!!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।