![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
" সুবিধাবাদী
আজ আমি বিরোধী
কাল সরকারি ,
ব্রীষ্টির ভাব বুঝে
ছাতা মেলে ধরি ।
সরকার যাই বলে
তাই করি পূর্ণ ,
বিরোধীরা এলে পরে
হই আরো ধন্য।
রক্তের হোলি খেলি
স্বার্থের জন্য। ।
প্রয়োজনে হতে পারি
কদাকার বন্য
তাই বলে ভেবো নাকো
আমি সার-শূন্য,
হ্রীদয় আমারো কাঁদে
আর্তের জন্য।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০
রাজীব নুর বলেছেন: দুইটা বানান এডিট করে ঠিক করে নেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪
বাকপ্রবাস বলেছেন: কান্নাটা কাঁদা হলে হাসি পায় নিশ্চয়
সবাই ভাবে কাঁদছো বুঝেনা নয় ছয়