![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বিজয়ের মাস এসেছে আবার
বিজয়ের মাস এসেছে আবার
আনন্দে মন ভরা ,
এ মাসেই ওরে হয়েছিলো দূর
বাংগালি জাতির খড়া।
শত্রুরা হল বেদনা বিধুর
প্রতি ধাপে ধাপে দিশেহারা।
ঝড়ো মেঘের পরে এলো রোদ্দুর
বহে বিজয়ের স্রোতধারা ।
আনন্দ-উল্লাসে বাংগালি মূখোর।
পথেঘাটে মাঠে-বন্দরে পড়ে সাড়া !!!