![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
অদ্বিতীয় তুমি মহান প্রভু
কছি ঘোষনা জোরে,
তুমিই সবার প্রতিপালক,
দিবস -রজণী ভোরে।
পূজার যোগ্য নাই কেহ আর,
যার কাছে যাব ফিরে ।
ভূধর সম অন্যায় করেছি,
মহা ভ্রমের ঘোরে ।
মহাপাপী বেসবুর বান্দা আজি
দাড়িয়ে তোমার দ্বারে।
ভুলের মোহ ভেংগে গেছে তাই
পরিতাপে যাই পুড়ে ।
আঁখি জলে ভাসি চাইছি যে ক্ষমা
মার্জনা কর মোরে ।
২| ২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৪| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৫
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।খুব খুব।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৯ ভোর ৬:২১
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে। প্রথম পাতায় এক সাথে দুটি পোস্ট করা ঠিক হই নাই আপনার।