![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
এতো কেন অসুরতা
মানবতা গেল কোথা ?
বুক ভাঙা কাতরতা
ঘুণে ধরা নীতিকথা ।
হীন অকর্ম অসারতা
লাশ পড়ে যথাতথা ।
শান্তির সু-বার্তা ,
আজ যেন উপকথা ।
দূর হোক অজ্ঞতা
হৃদ কোণে কী যে ব্যথা,
আয় ফিরে মানবতা
বিশ্বের ঘরে ঘরে ।
আয় ফিরে এই বারে,
ঘোর কেটে নব ভোরে।
সব হৃদয়-চেতনা জুড়ে
বিশ্বের দরবারে ।
------ডা:ফুয়াদ খান চৌধুরী
২| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৬
তারেক ফাহিম বলেছেন: মানবতার জয় কামনা করি।
জয়হোক মানবতার।