![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
পুথি জ্ঞান ধ্বজাধারি ,
জ্ঞানপাপী অনাচারী ,
একপেশে চাটুকারী
নিভৃতের পাপাচারী,
দূর্বলে দুরাচারী ,
জোতদার হঠকারী,
গরিবের গম কাড়ি
ফুলে-ফেঁপে জমিদারী।
নির্দোষে ফাঁদে পড়ি
অশ্রু লোচন ভরি,
আর্তের আহাজারি ,
একরোখা অনাহারী,
ক্ষীণকায় একাহারী ,
শোষণের বেরী ছিড়ি,
অসুরের কান ধরি
একযোগে দেয় আড়ি !!!
--------- ডা: ফুয়াদ খান চৌধুরী
©somewhere in net ltd.