নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"" আচমকা ""

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫

ক্যাম্পাসের ঐ বারান্দাটায়
 একলা সেদিন বসে
স্যারের দেয়া অংক গুলো
নিচ্ছি আবার কষে !

হঠাৎ সেথা ষোড়শী এক ত্বন্বী
এসে  পাশে বসে,
আমার পানে অপলক চেয়ে,
মুচকি মিষ্টি হাসে ।
ওষ্ঠদ্বয়ের আলতো কাঁপন
আমার চোখে ভাসে ।
তার দৃষ্টির গভীর খাতে
অজ্ঞাতে যাই ফেঁসে ।

হঠাৎ আবার হারিয়ে গেল
আজানা পথের শেষে !
হৃদয় হারি সেই ত্বন্বীকে আর
কখনো দেখিনি পাশে।
এখানে ওখানে খুজে ফিরি
নিয়ে অতৃপ্তি ! দীর্ঘশ্বাসে !!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



ওজু নষ্ট হয়ে গেছে?

২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: লেখাপড়া করার সময়, অন্য কারো দিকে তাকানোই ঠিক না।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

ফয়াদ খান বলেছেন: চাঁদগাজী ওজু নষ্ট হওয়ার কারন গুলো জানে তো??
নাকি এ বিষয়ে মূর্খ ?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

অধীতি বলেছেন: কলেজ প্রাঙ্গণের স্বাভাবিক ঘটনা।ছড়াটা সুন্দর।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫

ওমেরা বলেছেন: হায় ,হায় তখন কথা বলে মোবাইল নাম্বারটা নিলেই তো হত ।

কবিতাটা ভালই হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.