![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান হাশেমীর একটা মুভি দেখেছিলাম। "CROOK - IT'S GOOD TO BE BAD"। মুভিটাতে ওর একটা জনপ্রিয় (অন্তত আমার কাছে) ডায়ালগ ছিলো, "ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া"। ব্যাক্তিগত জীবনে আমি এবং আমার মত আমাদের সবার, দেশ, ধর্ম রাজনীতি নিয়ে মনোভাব এখন এটাই।
ইংরেজী শব্দ YOUTH বলতে আপনি যা বোঝেন, বয়সের দাবীতে আমি তাদের দলেই পড়ি। দেশ ও দশের এই বয়সীদের উপর থাকে অনেক উচ্চাশা। একটা সময় ছিলো যখন, এই বয়সীরাই ভাষা আন্দোলন করতো, দেশ স্বাধীন করতো।
আজ তাদের একাংশ হরতালে রাজপথে গাড়ি পোড়ায়, বিশ্বজিতদের কোপায়, একাংশ প্রবাসে পাড়ি জমায় আর বাকিরা ফেসবুকে দেশ উদ্ধার করে। আর বাকি থাকে, আমি ও আমার মতো আমরা। কিছুতেই যাদের কিছু যায় আসে না। দেশ, ধর্ম, রাজনীতির ওপর এদের অনেক ক্ষোভ। ক্ষোভ থেকে অভিমান। এরা নির্বিকার শ্রেণীর।
বিশ্বজিতের মৃতু্য দেখে এরা ক্ষোভে ফেটে পড়ে না, রুশানের জন্য এদের মমতা হয় না, শীতার্ত মানুষের কাঁপুনি এদের উষ্ণতাকে স্পর্শ করে না, ফালানিকে এরা চেনে না, যুদ্ধাপরাধীদের বিচারে এদের মাথা ব্যাথা নেই, পাকিস্তানি ক্রিকেট টিমের এরা অন্ধভক্ত, ডঃ ইয়াসমিনের মৃতু্যর খবর এদের কানে পৌছায় না। গুটিকয়েক বন্ধু, গার্লফে্রন্ড, ভার্সিটি, আইফোন, মেসি, সাকিব আল হাসান, বেনসন, সানি লিওন আর ফেসবুক নিয়েই এদের জীবন।
"দেশ, ধর্ম, রাজনীতি - ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া"
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
নূরূল ইমরান বলেছেন: হুমম।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: কথাটা পুরোপুরি সত্য নয় ভাই সাহেব। তবে আপনার মতামতকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আমাদের তরুন প্রজন্মের সবাইকে এক কাতারে দাঁড় করানোটাও যুক্তিসঙ্গত নয়। ধন্যবাদ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
নূরূল ইমরান বলেছেন: লেখাটা অনেক অভিমান থেকে লেখা, ব্রাদার। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০
রোদের ক্রোধ বলেছেন: আসলে কেউ কেউ তো আছে এরকম । লেখক ঠিক বলেছেন ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
নূরূল ইমরান বলেছেন: লেখাটা তাদেরই নাড়া দেবার উদ্দেশ্যে লেখা। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
মিশুক৩১ বলেছেন: হুমমম