নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ শেরপা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিউশন ফাইভ

উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com

ফিউশন ফাইভ › বিস্তারিত পোস্টঃ

যেভাবে নগ্ন হলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান - ১

১৫ ই মে, ২০১১ রাত ১০:৪১

বলা হয়ে থাকে, হাজারদুয়েক টাকা খরচ করলে আপনি দৈনিক আমাদের সময় পত্রিকায় যে কোনো ধরনের বানোয়াট খবর ছাপাতে পারবেন। এর সঙ্গে আর কিছু টাকা যোগ করলে খোদ সম্পাদক নাঈমুল ইসলাম খানকেই সারাদিন আপনার পেছন পেছন ঘোরাতে পারবেন।



এক ছিঁচকে সাংবাদিকের প্রতিকৃতি

ইনকিলাব দিয়ে সাংবাদিকতা শুরু করা নাঈমুলকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৯২ সালে বহিষ্কার করা হয় দৈনিক আজকের কাগজ থেকে। হ্যাঁ, এই সময় বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতার প্রচলনে তার একটি ভূমিকা ছিল - সেটা যতোটা সম্পাদক হিসেবে, ততোটাই দক্ষ ম্যানেজার হিসেবে। তবে পরে ভোরের কাগজেও সেই আত্মসাতের ধারা অব্যাহত রাখেন। জনশ্রুতি রয়েছে, প্রায় অর্ধকোটি টাকা তিনি সেখান থেকে আত্মসাৎ করেন। ভোরের কাগজ থেকে বিতাড়িত হয়ে বিসিডিজেসি নামের একটি মিডিয়া এনজিও খোলেন। বিতর্কিত নাইকোর জনসংযোগ কর্মকর্তা হিসেবে নগ্ন দেশবিরোধী ভূমিকা রাখার চেষ্টা করেন তিনি, যদিও তাতে লাভ কিছু হয়নি। এরপর এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের মালিককে পটিয়ে নতুনধারা নামের একটি পত্রিকা বের করা নিয়ে চলে প্রতারণার মর্মন্তুদ খেলা। সংক্ষেপে কাহিনী এই- পত্রিকা বের না করেই ওই ব্যবসায়ীর পকেট থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। এরপর তার শিকার হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এমএ হান্নান ফিরোজ। পত্রিকা বের করার নামে নাঈমুলের পিছনে বিস্তর টাকা খুইয়ে ত্যক্তবিরক্ত ফিরোজ সম্পন্ন ছিন্ন করেন নাঈমুলের সঙ্গে। এই করে করে যার দিন কাটছিল, তার নিজেরই দু দুবার পকেটমার হয়েছিল, সে এক বেদনাবিধূর কাহিনী! আমাদের সময়ে গত কয়েক বছরে তার উল্লেখযোগ্য শিকার ব্যবসায়ী এনএইচ বুলু, ইয়াবা সম্রাজ্ঞী নিকিতার সঙ্গে জড়িয়ে যিনি একসময় সংবাদ শিরোনাম হয়েছিলেন। বাংলা সংবাদপত্রের ইতিহাসে অনেক লজ্জাজনক অধ্যায় আছে বটে, তবে সাংবাদিকের লেবাসে নাঈমুল ইসলাম খান নির্লজ্জতা ও অসততার যে উদাহরণ তৈরি করেছেন, তার কোনো তুলনা হয় না।



আগাগোড়া চুলচেরা গবেষণা

'নতুন ধারার সাংবাদিকতার পথিকৃৎ' থেকে নাঈমুল ইসলাম খান কিভাবে ছিঁচকে সাংবাদিক হয়ে উঠলেন - পাঠক তার একটা আগাগোড়া ধারণা পাবেন এই গবেষণা থেকে। অপাঠ্য, অবোধ্য, পরিভাষা জর্জরিত প্রচলিত ধারার গণমাধ্যম গবেষণার বিপরীতে এরকম চুলচেরা গবেষণা ব্লগোস্ফিয়ারে তো বটেই, বাংলাদেশেই এই প্রথম। গবেষণার জন্য নেওয়া তিন শতাধিক নমুনার মধ্যে ৯০ ভাগ নমুনাই প্রথম পাতায় প্রকাশিত সংবাদ। বাকি ১০ ভাগ পেছনের পৃষ্ঠার। আলোচ্য প্রতিবেদনগুলোর প্রায় অর্ধেকই নাঈমুল ইসলাম খানের নিজের লেখা, বাকিগুলো হয় তার আজ্ঞাবহ কর্মচারীদের, নয়তো ভাড়ায় আসা ছিঁচকে সাংবাদিকদের লেখা। বলাবাহূল্য, নিয়োগপত্রবিহীন তিন হাজারি-পাঁচ হাজারি বিশেষ সংবাদদাতা/সাংবাদিকদের হলদে রিপোর্টগুলো আমি গোণায় ধরিনি। এটাও বলে রাখা ভালো হবে, আমাদের সময়ে প্রকাশিত প্রকাশিত হলদে প্রতিবেদন কিংবা কলামের মাত্র ২০ ভাগ এই গবেষণায় এসেছে পত্রিকাটির পূর্ণাঙ্গ অনলাইন আর্কাইভ না থাকা এবং সার্চ ইঞ্জিন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে।



X( চোরের মায়ের ছোট গলা

নজিরবিহীন প্রতারণা করে প্রায় তিন লাখ গ্রাহকের অন্তত পাঁচ হাজার কোটি টাকা মেরে দিয়েছিল যুবক নামের একটি প্রতারক প্রতিষ্ঠান। সেই যুবকের হয়ে নাঈমুল ইসলাম খান একের পর এক প্রপাগাণ্ডা ছড়াতে থাকেন। একপর্যায়ে নিজের ফোন নম্বর দিয়ে নিজের অফিসেই গ্রাহকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। একইভাবে চিহ্নিত ভূমিদস্যুদের পক্ষে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বরাবরে। কোনোটিতেই পাত্তা অবশ্য পাননি তিনি।

যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) নিয়ে খোলা চিঠি

যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের লাখ লাখ কর্মীর স্বার্থ বিবেচনা করুন

যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) বিক্ষুব্ধ সদস্যদের বৈঠক আহ্বান

ড্যাপ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব : মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু



:P বড়ো মেয়ে সানিডেইল স্কুলে পড়ে, তাই...

লাবিবা বৈষম্যের শিকার

সানিডেইল স্কুলে ভালো বাল্য শিক্ষা

সানিডেইল স্কুলের ‘গ্রাজুয়েশন সিরিমনি’তে অশ্র“সজল বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকগণ

সানিডেইল বাস্কেটবল টুর্নামেন্টের আজ ফাইনাল

বাস্কেটবল প্রতিযোগিতায় সানিডেইল স্কুল চ্যাম্পিয়ন



:P ছোট মেয়ে জন্ম নিয়েছে, তাই...

আমাদের ছোট মেয়ে জন্মগ্রহণ করেছে

ছোট্ট আদিভাকে অভিনন্দন, কিন্তু

আদিভার জন্ম এবং তাসকিনা ইয়াসমিনের লেখা

অভিনন্দন আদিভা নাঈম খান অভিনন্দন আমাদের সময়কেও



X(( নির্লজ্জতার নমুনা : কালো টাকার পক্ষে ওকালতি!

খোদ যারা কালো টাকার মালিক, তারাও কালো টাকা সাদা করার তদবির করছিল রাখঢাক রেখে। কিন্তু নাঈমুল ইসলাম খান অতো রাখঢাকের ধার না ধেরে আন্ডারওয়্যারটাই খুলে ফেললেন একটানে-

‘কালো টাকা’ নিয়ে সিদ্ধান্ত হতে হবে বাস্তবানুগ, ঐতিহাসিক, মহত্তম ও সাহসী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপেষু, ইসলাম ধর্মে তালাক যেমন বৈধ কালো টাকা সাদা করাও তেমনি

আল্লাহর ওয়াস্তে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করে সাদা করুন

অতীতে পুঞ্জীভূত অপ্রদর্শিত টাকার বিহিত না করে নতুন কালো টাকা ও দুর্নীতি প্রতিরোধ অসম্ভব

কালো টাকা বিনিয়োগে সময়সীমা নেই

কালো টাকায় সয়লাব পুঁজিবাজার : লেনদেনের লাগাম ধরে রাখা যাচ্ছে না

কালো টাকা সাদা করার ইতিহাস যেন এ তিন বছরেই শেষ হয়: আনিসুল হক

কালো টাকা সাদা করার সময় মূলত এক বছর



/:) হলুদ সাংবাদিকতায় নতুন দিগন্ত

বাংলাদেশের হলুদ সাংবাদিকতার ইতিহাসে নাঈমুল ইসলাম খান তার আমাদের সময় পত্রিকাকে নিয়ে এমন এক অবস্থানে পৌঁছে গেছেন, দীর্ঘদিন তাতে ভাগ বসানোর কেউ ছিল না। কেবল বছরদেড়েক ধরে বসুন্ধরার 'বাংলাদেশ প্রতিদিন' সেখানে কিছুটা ভাগ বসিয়েছে।

বাংলাদেশ কি আরেকজন রাষ্ট্রপতির খোঁজে?

রাষ্ট্রপতি জিল্লুর রহমান যথেষ্ট সুস্থ এবং স্বচ্ছন্দ

ভিডিওচিত্রটি শখের নয়

আমিনীকে জারজ বললেন প্রতিমন্ত্রী মান্নান

পূর্ত প্রতিমন্ত্রী আমি দুঃখিত

ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি

বাংলাদেশ ব্যাংকের ঢেঁকি ঋণ থেকেই ক্ষুদ্র ঋণের বিকাশ

প্রধান বিচারপতির স্ত্রীর বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

সাজু হোসেনের প্রতিবাদপত্র

প্রথম আলো সম্পাদকের পৈতৃক বাড়ি অনুমোদন ছয় তলার হয়েছে নয় তলা

প্রতিবাদ জানিয়েছেন প্রথম আলো সম্পাদক

দৈনিক প্রথম আলোতেও আমার রক্ত প্রবাহিত

বিএনপির পক্ষে কাজ করবেন ড. ইউনূস!

রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও বিএনপিকে বেশি পছন্দ ইউনূসের!

রাজনীতিতে আসার কথা প্রত্যাখ্যান করেছেন মুহাম্মদ ইউনূস

সি এম আলম এসইসির নতুন চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকে আমানত উত্তোলনের হিড়িক।। ৩০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছে গ্রাহকরা

দু’দিনে গ্রামীণ ব্যাংকের আমানতকারীরা উঠিয়ে নিয়েছে ৬শ কোটি টাকা

ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি



:(( 'একটা বিজ্ঞাপন দ্যান গো মামা...'

বলা হয়ে থাকে, একটি বিজ্ঞাপনের জন্য কেউ যদি নাঈমুলকে বাংলামটর এলাকায় নগ্ন হয়ে দৌঁড়াতে বলেন, অবলীলায় তিনি সেটাও করবেন।

দৈনিক আমাদের সময়-এ এই আগস্টে হঠাৎ আর্থিক বিপর্যয়

কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ বেশি মানুষের এই ধারণা সম্পূর্ণ অমূলক

Kool Shaving Cream উন্নয়নের ২০ বছর

আমাদের সময়ে বিজ্ঞাপন দেয়া এখন সবচে বেশি ফলদায়ক

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পোদ্যোক্তা-ব্যবসায়ীরা দশ বছরে বাংলাদেশের চেহারা সম্পূর্ণ পাল্টে দিতে পারেন

দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি

একজন নুরুল ইসলাম বিএসসি বড় কাজে লাগানো উচিত ছিল

রবি আজিয়াটা লিমিটেডের যন্ত্রপাতি আমদানিতে কোনো শুল্ক ফাঁকি দেয়নি

আইসিবি ইসলামী ব্যাংকের প্রশংসা যে কারণে করতে হয়

দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি

পণ্যের গুণগতমান ও সেবা দিয়ে বিশ্বমানের সাফল্য অর্জন করতে চান আব্দুল মোনেম

মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু : মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ কাজে তাবানী বেভারেজের স্বার্থ রক্ষা করুন

দেশী দশ থেকে কেনাকাটা করুন

ঘুরে আসুন ফয়’স লেক রিজর্ট

বাজারে এসেছে গ্রীন বেঙ্গল সল্ট

পাঠক ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ দৈনিক আমাদের সময় মুনাফা করছে



:P নাচ আমার নাঈমুল তুই পয়সা পাবি রে!

শেয়ারবাজার কারসাজিতে লুটেরা হিসেবে যাদের নাম এসেছে, কাকতালীয়ভাবে তাদের মূল হোতারা এখন আমাদের সময় পত্রিকার মালিক। এই হোতাদের রক্ষার জন্য নাঈমুলের খ্যামটা নাচ দেখুন একনজরে -

সরকারকে বিব্রত করতেই এ রিপোর্ট

মাননীয় প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা ও সাবধানবাণী

প্রধানমন্ত্রী সমীপে একটি সুপারিশ

ভুলে ভরা তদন্ত রিপোর্ট

শেয়ারবাজার কেলেঙ্কারির এ রিপোর্ট দিয়ে একটি মামলাও করা সম্ভব নয়

শেয়ারবাজার কেলেঙ্কারির রিপোর্টে অভিযোগ অনুমাননির্ভর

শেয়ার কারসাজিতে আলোচিতরা বড় কোনো অপরাধী নন

শেয়ারবাজারে ধস : কয়েকজন ব্যবসায়ী নয়, সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতাই মুখ্য

‘তদন্ত রিপোর্ট মিডিয়ায় গেল কীভাবে?’

শেয়ারবাজার স্ক্যাম এবং তদন্ত কমিটির রিপোর্ট

শেয়ারবাজারের তদন্ত রিপোর্ট প্রত্যাহার হতে পারে

পুঁজিবাজার তদন্তের রিপোর্টে আড়াল করা হয়েছে আসল খেলোয়াড়দের

বড় লগ্নিকারকরা বাজারমুখী না হওয়ায় শেয়ারবাজারে পতন অব্যাহত

ইব্রাহিম খালেদ উদ্দেশ্যমূলক তদন্ত রিপোর্ট দিয়ে সরকারকে বিব্রত করেছেন: শেখ কবির হোসেন

রিভিউ কমিটির প্রধানকে ইব্রাহিম খালেদ না হওয়ার পরামর্শ অর্থমন্ত্রীর

জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামির পিতা খন্দ. ইব্রাহিম খালেদ



:D পদলেহন পর্ব ১ : অন্নদাতাবৃন্দ

শেয়ারবাজার লুটের আগে আগে আমাদের সময় পত্রিকাটি কিনে নেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, ইউনিক গ্রুপের নূর আলী, পিএইচপি গ্রুপের মো. মহসীন এবং লুৎফর রহমান বাদলের একটি যৌথ সিন্ডিকেট। না, নিমকহারামি করেননি আমাদের নাঈমুল -

বুদ্ধিমান লগ্নিকারকরা এখনই শেয়ার কিনবেন: সালমান এফ রহমান

ফালু ও বাদলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুধু আইএফআইসি ব্যাংকের ধারাবাহিকতায়: সালমান এফ রহমান

পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বন্ধ করতে হবে: সালমান এফ রহমান

মাইনাস টু থিওরি বাস্তবায়ন করতে না পারায় প্রথম আলো-ডেইলি স্টার এখন দেশের অর্থনীতিতে ধস নামানোর চেষ্টা করছে

কালের কণ্ঠ ও সমকাল অসত্য রিপোর্ট প্রকাশ করে ইউনিক গ্রুপ ও হোটেলের ব্যবসায়িক ক্ষতি করেছে

কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই: লুৎফর রহমান বাদল

শেয়ার বাজারের তদন্ত রিপোর্ট নিয়ে মিডিয়াতে ভুতুড়ে সংবাদ সম্পর্কে লুৎফর রহমান বাদলের প্রতিবাদ

শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করলেন মোস্তফা কামাল

শেয়ারহোল্ডারদের ভালবাসা ও আস্থায় প্রিমিয়ার ব্যাংক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে

প্রথম আলো’র বিরুদ্ধে মামলা করবেন সালমান রহমান

সালমান এফ রহমান ঋণ খেলাপি নন



X(( চরিত্রহননের আয়োজন

শুধু মালিকদের পক্ষে লিখলেই হবে না, গুরুত্বপূর্ণ দায়িত্বে ভালো কেউ আসতে চাইলে, ঠেকাতে হবে তাদেরও -

সামগ্রিক ব্যর্থতা এসইসির তবে ইয়াসিন আলীর নাম নেই

এসইসির সদস্য ইয়াসিন আলী এবং বাংলাদেশ ব্যাংক ধোয়া তুলসী পাতা!

এসইসির অনেক সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছি: ইয়াসিন আলী

শেষ রক্ষা হলো না ইয়াসিন আলীর

আলোচিত ইয়াসিন আলী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে আবেদন করেছেন

সম্পর্কের কারণে ইয়াসিন আলীর নাম আসেনি তদন্ত রিপোর্টে

সিটি ব্যাংক এনএ থেকে মামুন রশিদের চাকরিচ্যুতির ইতিকথা

এসইসি চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য তালিকায় বিতর্কিত মামুন রশিদও



:D শুধু দুটো টাকার জন্য

আবদুল গাফ্ফার চৌধুরীর দৃষ্টিতে জয়নাল হাজারী

ফেনীর হাজারী, হাজারীর ফেনী

কীর্তিমান লোটাস কামাল

আমাদের ভূমিদস্যু বলার বিচার চাই

সমাজের উঁচু স্তরে প্রতিনিধিত্বকারী প্রগতিশীল মুক্তমনা সফল মানুষের মিলনকেন্দ্র ঢাকা ক্লাব

মৌলবাদীদের ক্রীড়নক হয়ে ঢাকা ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নস্যাতের অপচেষ্টা করছেন মজহার: সেলিম

ঢাকা ক্লাবে ড্রেস কোডে বিব্রত হুমায়ূন আহমেদ ও মান্না

ওয়ান ইলেভেনের সময় গোয়েন্দা সংস্থাকে দেয়া টাকা ফেরত চেয়েছে যমুনা গ্রুপ

টাকা ফেরত না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবেন নূরুল ইসলাম বাবুল

নূরুল ইসলাম বাবুলের চ্যালেঞ্জ

স্টেডিয়াম ও ট্রেনিং সেন্টারের জন্য ২০ বিঘা জমি বরাদ্দের ঘোষণা বসুন্ধরা গ্র“পের

সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোর স্ববিরোধিতায় বসুন্ধরা গ্রুপের বিরাট বিপদ

যারা আমার পরিবারকে তছনছ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করবো : টুকু

শাহ আলমকে হয়রানি না করার নির্দেশ

প্রকৃত অপরাধীদের বাঁচাতে একটি মহল ব্যবসায়ী শাহ আলমকে জড়াতে চাচ্ছে

বসুন্ধরার আর্থিক সহায়তা পেয়ে জেলা ফুটবল নিয়ে মাঠে নামলেন সালাউদ্দিন

সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত

সাংবাদিকতায় ভুল ভ্রান্তি এবং মেষপালক রাখালের গল্প



/:) যে সংবাদের রেইট খুব বেশি হবে না

আপনিও খুবই অল্প মূল্যে এই ধরনের সংবাদ দৈনিক আমাদের সময়ে ছাপতে পারবেন, সামান্য বাড়িয়ে দিলে নাঈমুল ভাই নিজের নামেই লিখবেন। স্টক সীমিত, আজই সুযোগ নিন!

জয়নুলের বক্তব্যের প্রতিবাদ করলেন মুসা বিন শমশের

টিংকু ভাই আল্লাহ মেহেরবান

মাননীয় প্রধানমন্ত্রী চিনি শিল্পটিও আপনার হস্তক্ষেপ কামনা করে

নাইট ক্লাব বারে হামলা করে ট্যুরিজম হবে না

দুদক: স্বাধীনতা বনাম জবাবদিহিতা

বই পড়ে আর কবিতা লিখে অবসর কাটাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক ডিপিএস শাকিল

জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনি সিং

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার পিএস হলেন গাজী কালিমুল্লাহ

দেড় বছরে একজন মেজরের রাজনৈতিক জীবনের অবসান!

দেশের একমাত্র মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক কুমিল্লার জামাল হোসাইন, চৌকস ও কাজ-পাগল

শেখ সেলিমের ছেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে ১৫ জুলাই সংসদের এলডিই ক্লাবে

শেখ সেলিম তনয় নাইমের বৌ-ভাত অনুষ্ঠিত



:P স্বল্প স্বমেহন

নিজের পত্রিকায় নিজের সম্পর্কে কখনো নিজের নামে, কখনো ব্যক্তিগত কর্মচারীদের দিয়ে, কখনো বা দেশী ও প্রবাসী ছিঁচকে লেখকদের দিয়ে মেহনযজ্ঞের এরকম উদাহরণ দ্বিতীয়টি পাওয়া যাবে না।

আমার গলায় সমস্যা।। বিশ্রাম খুব প্রয়োজন

ঢাকা অথবা এথেন্সে সাবধান, পকেটমার

নাঈমুল ইসলাম খান কোপেনহেগেন গেছেন

কোপেনহেগেন থেকে আমার অসুখ

নাঈমুল ইসলাম খান সপরিবারে কানাডায়

কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান

কানাডার টরন্টোয় শুক্রবার নাঈমুল ইসলাম খানের সংবর্ধনা

আমাদের সময় কার্যালয়ে কানাডার ব্রসার্ড সিটির মেয়র ও এনডিপির অ্যাডভাইজার

নাঈমুল ইসলাম খান এখন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেসে যোগ দিয়েছেন

দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক মালয়েশিয়া গেছেন

‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন

কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান

৬ সম্পাদকের ভারত সফর

৫০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রবাস থেকেও বেরুচ্ছে একটি স্মারকগ্রন্থ

নাঈমুল ইসলাম খানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনায় লেখা আহ্বান

নাঈমুল ইসলাম খানকে নিয়ে স্মারকগ্রন্থ: আরো কিছু লেখা চাই

‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন

ক্যানবেরায় মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান

বিএনপি অস্ট্রেলিয়ার সেমিনারে নাঈমুল ইসলাম খান

দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খানের সঙ্গে বিএনপি অস্ট্রেলিয়ার মতবিনিময়

সিডনিতে সুধী সমাবেশে নাঈমুল ইসলাম খান

ক্যানবেরায় প্রবাসীদের দাবি শুনলেন নাঈমুল ইসলাম খান

মেলবোর্নে মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান জাপান সফরে গেছেন

জাপানে বাংলাদেশিদের পক্ষ থেকে নাঈমুল ইসলাম খানকে সংবর্ধনা

কুমিল্লায় মানহানি মামলায় জামিন পেয়েছেন নাঈমুল ইসলাম খান



:| আদেশ করেন যাহা মোর গুরুজনে

তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেনারেল মঈন উ আহমেদের 'আলু প্রচলন অভিযানের' অবৈতনিক প্রচার সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান। গত সংসদ নির্বাচনের আগে আগে তার কিভাবে যেন ধারণা হয়েছিল, ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। কালবিলম্ব না করে একের পর এক রচনা উৎপাদন করতে থাকলেন খালেদা জিয়া আর তারেক রহমানের প্রশস্তি গেয়ে। তার মাস্টারপিসগুলো এখন আর অনলাইনে সুলভ নয়। খুঁজলে ছিঁটেফোটা হয়তো পাওয়া যায়। বলাবাহূল্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাচ্চা আওয়ামী লীগপ্রেমীতে রূপান্তরিত হতে নাঈমুলের সময় লেগেছিল আধঘন্টা (মতান্তরে ১০ মিনিট)।

আলু, ড. ইউনূস এবং বাংলাদেশের এনজিও

প্রিয় তারেক রহমান

খালেদা জিয়ার কাছে খোলা চিঠি

তারেকের জীবন দেশের কল্যাণে নিবেদিত হোক

জাইমার আজ জন্মদিন

আমাদের রাজনীতির দুই উত্তরাধিকার দুজনই দেশ থেকে দূরে



B-) অপরিশোধিত তৈল পর্ব : শেখ হাসিনা

একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নেওয়ার জন্য কম চেষ্টা করেননি নাঈমুল ইসলাম খান। এটা যারা দেখেছে, তারা জানে এর পেছনে কী অমানুষিক শ্রম ছিল তার! বলাবাহুল্য, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে রয়ে গেছে চেষ্টার কিছু নমুনা, এই রচনার 'তৈল সিরিজের' পুরোটাই এই খাতে গেছে। শুরু শেখ হাসিনাকে দিয়ে। এরপর শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় থেকে এমনকি হাসিনা কন্যা পুতুলও নাঈমুলের প্রায় ঐতিহাসিক হয়ে ওঠা তৈলবাজি থেকে রেহাই পায়নি।

মহাজোটের নব্বই শতাংশ জয়ে কী বিরাট দায়িত্ব বর্তেছে, বলছি

দিন বদলের মন্ত্রিসভার সাফল্য কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার জন্য

শেখ হাসিনার চিন্তাধারা আমি যতটুকু বুঝেছি

আওয়ামী লীগ সবসময়ই একাধিক ডেপুটি স্পিকারের মধ্যে বিরোধী দল থেকে একজন নেয়ার কথা বলেছে

আওয়ামী লীগ সরকারের মধুচন্দ্রিমা শুরু হতে পারেনি তবে শেষ হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন কয়েকটি সিদ্ধান্তে দৃঢ়-অটল থাকুন

অপেক্ষা করুন, শেখ হাসিনা দেশটা বদলে দিচ্ছেন



B-) পোড়া মোবিল পর্ব : শেখ রেহানা

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে উপর্যুপরি ব্যর্থ হয়ে নাইমুল তৈলমর্দনের জন্য একপর্যায়ে বেছে নেন শেখ রেহানাকে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে দলে নিয়ে নিন

রাজনীতিতে শেখ রেহানার অভিষেক ঘটছে?

দুদিনের ব্যক্তিগত সফরে সিলেটে শেখ রেহানা

শেখ রেহানা কি বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন?

আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি শেখ রেহানা

শেখ রেহানা লন্ডন গেছেন

শেখ রেহানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসছেন?

শেখ রেহানার রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরলেন শেখ হাসিনা

শেখ রেহানার মেয়ে টিউলিপ ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত

ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন শেখ রেহানা

পুত্র, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন শেখ রেহানা



B-) পাম অয়েল পর্ব : সজীব ওয়াজেদ জয়

টেলিভিশন চ্যানেল পাওয়ার আশা যখন পরিণত হয় রীতিমতো দুঃস্বপ্নে, নাঈমুল ইসলাম খান তখন খুব চেষ্টা করলেন অন্তত একটি রেডিও চ্যানেলের অনুমোদন পাওয়ার জন্য। কতো যদু-মধু রেডিও চ্যানেল পেয়েছে, অথচ দুর্ভাগা নাঈমুলের ভাগ্যে সেটাও জোটেনি। নিচে দেখুন কী অক্লান্ত প্রচেষ্টা -

দুধমাখা ভাত কাকে খায় ।। জয় ঘরে ফিরবেন কবে?

রাজনীতিতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী মেধাবী প্রজন্মের অভিষেক

সজীব ওয়াজেদ জয়: বাংলাদেশ স্বপ্ন দেখে

ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন জয়

আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন জয়

ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন জয়

স্বাগতম জয়! বাংলায়

আওয়ামী লীগের জন্মদিনে জয়ের যাত্রা শুরু

গ্রামীণ ফোনের বিপক্ষে বললেন জয়

সজিব ওয়াজেদ জয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করলেন

যমুনায় সারাদিন ছিলেন জয়



B-) সয়াবিন পর্ব : পুতুল

আরেক কন্যার মা হলেন পুতুল

বিশ্বব্যাপী এক নতুন ইমেজ সৃষ্টি করেছে বাংলাদেশ : সায়মা ওয়াজেদ পুতুল বললেন

প্রতিবন্ধী শিশুদের মাঝে সায়মা ওয়াজেদ

অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্যাম্পেইনে সায়মা ওয়াজেদ পুতুল

বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী নিয়োগ করা উচিত: সায়মা পুতুল

পুতুল এ মাসেই কানাডা ফিরে যাবেন



:D পিঠ চুলকাচুলকি পর্ব

মোজাম্মেল বাবুর মতো নির্লজ্জ যেমন, তেমনি আছে পীর হাবিবুর, সৈয়দ বোরহান কবিরের মতো ছিঁচকে সাংবাদিক। সবমিলিয়ে দেশী কিছু গৃহপালিত গৌণ লেখকের সঙ্গে প্রবাসী কয়েকজন ছিঁচকে লেখকের হুক্কা-হুঁয়া সবসময়ই আছে আমাদের সময়ে, নিয়মিতই যারা নাঈমুলের পিঠ চুলকে দেন, বিনিময়ে পান নিম্নমানের নিউজপ্রিন্টে মূত্রত্যাগের সুযোগ। অন্যদিকে শ্রদ্ধেয় শিক্ষক গোলাম রহমান এমন এক হলদে সংবাদপত্রের ন্যায়পালের ভূমিকায় অভিনয় করছেন, আমি নিশ্চিত তার স্বজনরাও এতে ব্রিবত বোধ করছেন। ন্যূনতম আত্মসম্মানবোধসম্পন্ন কেউ এই হলদে সংবাদপত্রের সঙ্গে জড়াতে পারেন, এটা আমার নিজেরও ধারণার বাইরে ছিল। অবশ্য স্যার যদি অর্থকষ্টে থাকেন, সেটা ভিন্ন কথা।

সম্পাদক নাঈম : একমেবাদ্বিতীয়ম্ : আবু হাসান শাহরিয়ার:

উপদেষ্টা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দিলেন আবু হাসান শাহরিয়ার

আশ্চর্য আগুন : মোহন রায়হান:

আশা জাগানিয়া নাঈমুল

আমাদের প্রিয় রাজপুত্রের আজ ৫০তম জন্মদিন

লেখকের হৃদয় থাক চন্দ্রভূমি’র কাছাকাছি

আকিদুল ইসলাম অভিবাদন জন্মদিনের

সিডনিতে ‘বাসভূমি-সন্ধ্যা’ ৩ এপ্রিল

এক সন্ধ্যায় আমাদের সময়ে

তোয়াব খানের জন্মদিন, গোলাম রহমান ও খালেদ মুহিউদ্দীনের অভিষেক অনুষ্ঠান

চাঁদপুরে দৈনিক আমাদের কুমিল্লার সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হলো

অভিনন্দন মারুফ চিনুকে

দেশের প্রথম সংবাদপত্র ন্যায়পাল নিয়োগ দিল দৈনিক আমাদের সময়

সংবাদ ন্যায়পালের দায়িত্ব নিলেন অধ্যাপক গোলাম রহমান

আমাদের সময়ের ন্যায়পালের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক শিক্ষক বৈঠক

গীতিকার জুলফিকার রাসেলের সম্পাদনায় আসছে তারকা কাগজ...

আজ কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল জয়ন্তী



অ্যাই ভাই নাইমুল ইসলাম খান, গায়ে আপনার কাপড় নেই, আপনি নগ্ন! এই বেলা প্লিজ আন্ডারওয়্যারটি অন্তত পরে নিন।



আগামী পর্বে পড়ুন

পদলেহন, ধান্ধাবাজির নানা রূপ, ঠেলার নাম বাবাজি এবং একজন মতলববাজের প্রতিকৃতি

মন্তব্য ১৬৫ টি রেটিং +৭১/-০

মন্তব্য (১৬৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১১ রাত ১০:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: লেখাটি আমার ব্যক্তিগত ব্লগেও রাখা হল একইসঙ্গে।

১৫ ই মে, ২০১১ রাত ১১:০১

ফিউশন ফাইভ বলেছেন: আত্মপ্রচার করা ভালো নয় হে!

২| ১৫ ই মে, ২০১১ রাত ১০:৫৩

টাক্কা বলেছেন: ভিডিওচিত্রটি শখের নয় ;)

১৫ ই মে, ২০১১ রাত ১১:০৪

ফিউশন ফাইভ বলেছেন: শখেরটা তো আছেই। মাফটাফ চেয়ে নাঈমুল এমন একটা ভাব নিয়েছেন, যেন ওরকম ভুল তিনি জীবনে করেননি। অথচ এর আগে প্রভার ভিডিও একাধিক প্রাপ্তবয়স্ক ক্যাটাগরির সংবাদ এই নাঈমুল তার পত্রিকার প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছেন। এমনকি প্রভাকে নিয়ে কবিতা পর্যন্ত। দেখুন এই লিংকে

৩| ১৫ ই মে, ২০১১ রাত ১০:৫৫

ইন্জিনিয়ার রুমান বলেছেন: উনার বাবা কিন্তু মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন, পরে অবশ্য ক্ষমা চেয়েছেন (যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছিল বলে!) আর তার ছেলে কত সাধু হবে!!!

১৫ ই মে, ২০১১ রাত ১১:১১

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, নাঈমুলের বাবা একাত্তরে কুমিল্লা শান্তিকমিটির শীর্ষ নেতা ছিলেন। বেঁচে থাকলে ওই লোকের নাম যুদ্ধাপরাধীর তালিকায় থাকতো। নাঈমুল নিজেও অবশ্য বাবার কুকীর্তির কথা একাধিকবার স্বীকার করেছেন পত্রিকার পাতাতেই।

৪| ১৫ ই মে, ২০১১ রাত ১০:৫৭

তীর জোক বলেছেন: খাইছে এত খাটুনি দিলেন এই নিম্ন শ্রেনীর অবলা প্রাণীর! পেছনে? :P :P
রথি মহা রথি গেল তল উচুঙ্গে বলে কত জল! :|

মতি খোশ তো দিল খোশ! =p~ =p~

১৫ ই মে, ২০১১ রাত ১১:২০

ফিউশন ফাইভ বলেছেন: ছারপোকা গোণার বিষয় নয়। কিন্তু ছারপোকার উপদ্রব বেশি বেড়ে গেলে সেটা নিয়ে মাথা ঘামানো ছাড়া উপায় থাকে না। একটু খাটাখাটুনি করতেই হল, সেটা না করলে আপনারাই আবার ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিতেন।

৫| ১৫ ই মে, ২০১১ রাত ১১:০০

বিজ্ঞানী বলেছেন: প্রশ্নটা হইল.. কার বা কোন প্রতিষ্ঠানের টেকায় আপনি এই পিএইচডি মার্কা থিসিস পেপার তৈরি করেছেন?
একটা পত্রিকা ক্যামনে চলে সে সম্পর্কে ন্যূনতম ধারণা আপনের নাই.. পত্রিকা কোন দাতব্য সংস্থা না..

১৫ ই মে, ২০১১ রাত ১১:২৫

ফিউশন ফাইভ বলেছেন: নিশ্চিত খয়রাতি সাহায্যের ভর করে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা লোক আপনি। ফলে অনুমান করি, সবকিছুতেই দোকানদারের গন্ধ খোঁজা আপনার একটি মানসিক বৈশিষ্ট্য। ব্লগ ও ব্লগার সম্পর্কে পূর্ব ধারণা থাকলে বুঝতে পারতেন, খয়রাতি সাহায্য না নিয়েও গবেষণার মতো কাজ সম্ভব। ব্যাপার না! তবে একটি পত্রিকা কিভাবে চলে, সেটা নিয়ে আপনার মূল্যবান ধারণা শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষায় থাকলাম।

৬| ১৫ ই মে, ২০১১ রাত ১১:০১

নীল ভোমরা বলেছেন:
কাহিনী কিতা?!

নাইমুল ইসলাম খান-তো বাটপার বুঝালাম...... কিন্তু এত লিংক দিয়ে তাঁকে ধুয়ে দেবার এই প্রয়াসটাও ধোয়া তুলসী বলে মনে হচ্ছেনা! ডাল মে কুচ কালা হ্যায়! ইদানীং লিডিং সব কর্পোরেট হাউজেরই পত্রিকা রয়েছে.... একে অন্যকে ব্যাবসায়িক স্বার্থে ঘায়েল করতে নিজ নিজ পত্রিকা ব্যবহার করছে। আপনার এই পোস্টও তেমন কোন প্রচেষ্টা নয়-তো!?! আখেরে ব্যবসায়িক স্বার্থটাই মূল!

শ্রমলব্দ একটা পোস্ট...কোন সন্দেহ নাই! শুভকামনা!

১৫ ই মে, ২০১১ রাত ১১:৩২

ফিউশন ফাইভ বলেছেন: তর্কের খাতিরে যদি আপনার তত্ত্বকে মেনেও নিই। ধরা যাক প্রথম আলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কালের কন্ঠ, সমকাল বা যুগান্তরের। ২ টাকার আমাদের সময়ের নিশ্চয়ই সেই তালিকায় আসার কথা নয়। সুতরাং ব্যবসায়িক স্বার্থ কিংবা কর্পোরেট প্রতিযোগিতার ধারণা একেবারেই হাস্যকর।
মূল কথা হল প্রমাণ। প্রমাণ না থাকলেও কোনো লেখা কিংবা গবেষণা ভিত্তিহীন, অসার হতে বাধ্য। আমার ধারণা, এতো বেশি প্রমাণ এই গবেষণায় আমি উপস্থাপন করেছি, আগাগোড়া একটি ধারণা পেতে পাঠকের একেবারেই কষ্ট করতে হবে না।

৭| ১৫ ই মে, ২০১১ রাত ১১:০৫

পেইড ব্লগার বলেছেন: ■ প্রথম আলো সম্পাদকের পৈতৃক বাড়ি অনুমোদন ছয় তলার হয়েছে নয় তলা

এটা সত্য কথা।

বাকিসব ওকে।

১৫ ই মে, ২০১১ রাত ১১:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: সেটা যদি সত্যও হতো, আমার মাথা ঘামানোর কিছু নেই। যার যার ব্যাপার। তবে প্রথম আলো সম্পাদক ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রত্যুত্তরে নাঈমুল ইসলাম খান কোনো জবাব দিতে পারেননি। উল্টো ইনিয়ে-বিনিয়ে একটি কান্নাবিজড়িত লেখা পয়দা করেছিলেন প্রথম আলোকে উদ্দেশ্য করে।

৮| ১৫ ই মে, ২০১১ রাত ১১:০৭

রুদ্রপ্রতাপ বলেছেন: :| :| :|
ভাইজান, আসলেই অতিরিক্ত হয়া গেছে! কাপড় তো কাপড়, আপনে তো চামড়া খুইলা ছাইড়া দিলেন! উনি এখন আত্মহত্যা না কৈরা বসে! /:)

১৫ ই মে, ২০১১ রাত ১১:৪০

ফিউশন ফাইভ বলেছেন: না, এটা ভুল ধারণা। আত্মহত্যা তো দূরের, উল্টো এই লেখার প্রিন্ট নিয়ে নাঈমুল ভাই কাল সকালেই হয়তো আমাদের সময়ের মালিকপক্ষের (সালমান এফ রহমান, নূর আলী, মোসাদ্দেক আলী ও অন্যান্য) কাছে গিয়ে বলবেন, 'এই দেখেন আপনাদের জন্য কতো খাটছি আমি!' প্রত্যুত্তরে খুশি হয়ে বখশিস না দেওয়ার মতো লোক ওরা কেউ নন। ;)

৯| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১১

নাবিক হ্যাডক বলেছেন: আবু হাসান শাহরিয়ার বিষয়ে কী বলবেন ? আর খালেদ মুহিউদ্দিন ?
এদের বিষয়ে আপনার মতটা জানতে চাই।

১৫ ই মে, ২০১১ রাত ১১:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: আবু হাসান শাহরিয়ার সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে নিচের প্রথম লিংকে ক্লিক করুন। ওটা পড়া শেষ হলে এরপর একদম নিচের লিংকটায় ক্লিক করুন। আশা করছি, বিশদ ধারণা পেয়ে যাবেন।

পরিশ্রম =
সম্পাদক নাঈম : একমেবাদ্বিতীয়ম্

ফলাফল =
উপদেষ্টা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দিলেন আবু হাসান শাহরিয়ার

১০| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১২

clingb বলেছেন: হুমম.....দুই টাকার সম্পাদকের পিছনে অনেক কালি খরচ হয়ে গেলো। আমি কিছু সংবাদের লিংক ধরে খবরগুলো পড়লাম- বলা যায় খবরের নিচের মন্তব্যগুলো পড়লাম।
নাঈমুল সাহেব কী কখনো তার এসব উদ্ভট খবরে পাঠকের প্রতিক্রিয়া খেয়াল করেন নি।
নির্লজ্জতা তো সীমা ছাড়িয়ে তসলিমা পর্যন্ত পৌছে গেলো।

১৫ ই মে, ২০১১ রাত ১১:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: আমাদের সময়ের ওয়েবসাইটে প্রতিদিন পাঠকের প্রতিক্রিয়া দেখে নাঈমুল একবার খুব কেঁদেছিলেন, মনে পড়ে।

১১| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১৩

একাকী বালক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক। লিনাক্সে আছি। ইউনিকোড নাই আমাদের সময়ে। কিন্তু খবরের শিরোনামগুলো পড়েই খুব মজা পেলাম।

১৫ ই মে, ২০১১ রাত ১১:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: দুঃখ! আমাদের সময়ের ওয়েবসাইট বিজয়ভিত্তিক সনাতনী ফন্টে। শিরোনামে হয়তো ১০ ভাগ মজা পাবেন, কিন্তু মূল খবরে বাকি ৯০ ভাগ।

১২| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১৪

মু. নূরনবী বলেছেন: ও ভাই জটিল...............
অনেক দিন থেকে যেটা জানি,,কিন্তু তার চরিত্র এত খারাফ যে কোনটা লিখব....তা নিয়ে দ্বিধা দ্বন্ধে ছিলাম,,,,,, /:) /:)


আপনার গবেষণা এবং সব কিছু ফাঁস করে দেওয়ার জন্য অভিনন্দন,,,,,,,,,,,


প্লাস আর প্রিয়তে তো বটেই....আমার সকল সার্কেলে পাঠিয়ে দিচ্ছি..... ;)


/////,,,,আহারে নাইমুল :-P :-P :-P :-P :-P

১৫ ই মে, ২০১১ রাত ১১:৫২

ফিউশন ফাইভ বলেছেন: এই লোক ধারণার চাইতেও জঘন্য, নির্লজ্জ ও ব্যক্তিত্বহীন। অনেকদিন ধরেই নীরবে তার কাণ্ডকীর্তি দেখে আসছিলাম। কিন্তু বিবেকে আর মানছিল না। সাংবাদিকতার লেবাসটা যদি নাঈমুলের না থাকতো, আমি নিশ্চিত তার অনেক কাজ ফৌজদারি আইনেই শাস্তিযোগ্য বলে বিবেচিত হতো।

১৩| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১৪

সাধারণমানুষ বলেছেন: ভাইজান তো ব্যাটার চামড়া শুইদ্ধা খুইলা নিছেন ... ব্যটা আন্ডু পড়লেই কি আর না পড়লেই কি :P

১৫ ই মে, ২০১১ রাত ১১:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: তারপরও একেবারে আন্ডারওয়্যারটাই না থাকলে বাজে দেখায় তো! ;)

১৪| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১৬

লাল দরজা বলেছেন: চেয়ারের ঠ্যাং ভাংছে দুইটা, হাতল ভাংছে একটা! আমি অবশ্য অক্ষত আছি। হাসতে হাসতে চেয়ার ভাইঙ্গা পইরা গেছিলাম আরকি!

১৫ ই মে, ২০১১ রাত ১১:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: আহারে, অল্পের জন্য আমরা একজন নিবেদিতপ্রাণ ব্লগারকে হারানো থেকে বঞ্চিত হলাম। তবু ভালো, চেয়ারটা পুরো ভাঙেনি। ;)

১৫| ১৫ ই মে, ২০১১ রাত ১১:১৯

কাউসার রুশো বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন:
ভাইজান, আসলেই অতিরিক্ত হয়া গেছে! কাপড় তো কাপড়, আপনে তো চামড়া খুইলা ছাইড়া দিলেন! উনি এখন আত্মহত্যা না কৈরা বসে!

১৬ ই মে, ২০১১ রাত ১২:০০

ফিউশন ফাইভ বলেছেন: আরে নাহ্, আত্মহত্যার প্রশ্নই আসে না। নাঈমুলের যে স্বভাব, বরং এই লেখার প্রিন্ট নিয়ে জায়গায় জায়গায় গিয়ে চাঁদা তুলবেন বলে আমার আশঙ্কা হচ্ছে।

১৬| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২০

এস এ মেহেদী বলেছেন: কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি,হাহাহাহ
অসাধারন পোস্ট। সোজা প্রিয়তে রাখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৬ ই মে, ২০১১ রাত ১২:০২

ফিউশন ফাইভ বলেছেন: এইসব দেখলে সাংবাদিকতা পেশাটাকে নিয়েই লজ্জায় পড়ে যাই মাঝে মাঝে।

১৬ ই মে, ২০১১ রাত ১২:০৩

ফিউশন ফাইভ বলেছেন: এইসব দেখলে সাংবাদিকতা পেশাটাকে নিয়েই লজ্জায় পড়ে যাই মাঝে মাঝে।

১৭| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২০

মহাপুরুষ অয়ন বলেছেন: ঠিক আছে। ভাল লিখছেন।
কে কি বলতাছে ব্যাপার না

১৬ ই মে, ২০১১ রাত ১২:০৪

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল - প্রমাণ কী। আশা করি, সেই প্রমাণের অভাব এই লেখায় নেই।

১৮| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২১

জাহিদুল হাসান বলেছেন: খাইছে !!! এত কাহিনী।

১৬ ই মে, ২০১১ রাত ১২:১০

ফিউশন ফাইভ বলেছেন: কাহিনী আরো আছে। দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল। দেখবেন।

১৯| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২১

কাউসার রুশো বলেছেন: আপনে এত খবর বাইর করেন কেমতে??? B:-)

১৬ ই মে, ২০১১ রাত ১২:১৫

ফিউশন ফাইভ বলেছেন: আসলে অনেকদিন ধরেই নীরবে তার কাণ্ডকীর্তি দেখে আসছিলাম। কিন্তু তার নির্লজ্জতার এতো চরমে পৌঁছেছে যে, আর সহ্য করতে পারলাম না।

২০| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২২

েতজপাতা বলেছেন: ২/৩ টাকার শস্তা পত্রিকার পেছনে কেন এত সময় দিলেন, বুঝলাম না!!!??? এই টাইপের সব পত্রিকার মূল নিউজ হল "শখের ভিডিও", "প্রভার শেষ কথা" কিংবা "অন্তর্বাস দেখা গেল ব্রিটনির" টাঈপ...

সো এদের নিয়ে লিখা মানেই হল সময় নষ্ট করা।। তবে ভিন্ন কোন লেনদেনের বিষয় থাকলে ভিন্ন কথা!!!

১৬ ই মে, ২০১১ রাত ১২:২৪

ফিউশন ফাইভ বলেছেন: বাংলা সংবাদপত্রের ইতিহাসে অনেক লজ্জাজনক অধ্যায় আছে বটে, তবে সাংবাদিকের লেবাসে নাঈমুল ইসলাম খান নির্লজ্জতা ও অসততার যে উদাহরণ তৈরি করেছেন, সেটা লিপিবদ্ধ করার দরকার আছে। সময় নষ্ট করার কারণ সেটাই।

২১| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২৩

ডাইনোসর বলেছেন:
ব্লগে কতদিন দেখেছি ওনার জেলজীবনি লেখা হচ্ছে। তাদের কমেন্ট আশা করছি।

১৬ ই মে, ২০১১ রাত ১২:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: জেলজীবনীও লেখা হচ্ছিল নাকি!

২২| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২৫

তির্থক আহসান রুবেল বলেছেন: বিরোধীতা করছি না। তবে একটা প্রশ্ন তো থেকেই যায়, আপনি কার বেতন খেয়ে এত বড় একটা রিসার্চ বের করলেন??
আপনি তো কোন পক্ষের লোক?? হঠাৎ নাইম মিয়ার ছাল তুলায় নামলেন ক্যান??

১৬ ই মে, ২০১১ রাত ১২:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: এগুলো ছেলেমানুষি এবং নিতান্তই গ্রাম্য চিন্তাভাবনা। চারদিকে এতো যে গবেষণা হয় নানা বিষয়ে, সব কি প্রতিপক্ষের হয়ে কিংবা কারো টাকা খেয়ে করা হয়? গবেষণা করতে হলে 'কোনো পক্ষের লোক' হতে হবে কেন?

আসল কথা হল প্রমাণ। এই যে এতোগুলো প্রমাণ আমি উপস্থাপন করলাম, এইসব দেখেটেখে কি আপনার মনে হয় নাঈমুল ইসলাম খান সাংবাদিকতার লেবাসে অসততা, অপসাংবাদিকতা এবং কোনো কোনো ক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধে জড়িত? যদি মনে না হয়, তাহলে সেটা ভাবার স্বাধীনতা আপনার আছে। কিন্তু গ্রাম্য চিন্তাভাবনা নিয়ে ব্লগে খুব একটা সুবিধা করা যায় না আসলে।

২৩| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৩৫

বাল্যবন্ধু বলেছেন: :-B :-B :-B

১৬ ই মে, ২০১১ রাত ১:০৫

ফিউশন ফাইভ বলেছেন: ;)

২৪| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৩৬

সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা হা :P:P
ফিফা ভাই আর কিছু তো বাকি রাখলেন নাই এখন এই দূরমুল্যের বাজারে বেচারা কে লজ্জা নিবারনের কাপড় টুকু দিবে কে ..........=p~=p~

১৬ ই মে, ২০১১ রাত ১:০৫

ফিউশন ফাইভ বলেছেন: এই লোকের নাম নাঈমুল ইসলাম খান, 'লজ্জা' শব্দটি যার অভিধানে নেই! ;)

২৫| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৪০

রোকন রাইয়ান বলেছেন: এই পাপিরাই জন্ম দিচ্ছে হলুদ সাংবাদিকতা।

১৬ ই মে, ২০১১ রাত ১:০৭

ফিউশন ফাইভ বলেছেন: আর হলদে সাংবাদিক আর হলুদ সাংবাদিকতাকে লালন-পালন করছে মূর্খ পাঠকরা।

২৬| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৪৯

নীরব দর্শক বলেছেন: দুর্নীতিতে সাংবাদিকরাও কম যায় না এর একটা প্রমান দিলেন। ধন্যবাদ।

আপনি নিজেও একটা পত্রিকার সাথে যুক্ত শুনেছি। এসব খবর আপনাদের ভালোই জানার কথা।

ব্লাক মেইল করাও নাকি পত্রিকা ওয়ালাদের একটা লাভজনক ব্যবসা। এ ব্যপরে কিছু বলবেন কি??

১৬ ই মে, ২০১১ রাত ১:১৪

ফিউশন ফাইভ বলেছেন: কেউ যদি প্রশ্নাতীত সৎ না হয়, তার সাংবাদিকতা পেশাতেই থাকা উচিত নয়। কিন্তু লক্ষ্য করবেন, হলুদ সাংবাদিকতা যেমন আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে ইদানিং, তেমনি বেড়েছে অসৎ ও দুর্নীতিবাজ সাংবাদিকের সংখ্যাও। আর ব্ল্যাকমেইলিং তো রীতিমতো শিল্পের পর্যায়ে এখন। আমার এই লেখাতেই নাঈমুলের ব্ল্যাকমেইল বাণিজ্য নিয়ে প্রচুর তথ্য পাবেন।

আগে হলুদ সাংবাদিকতা নিয়ে তেমন একটা উচ্চবাচ্য করা হতো না, সাংবাদিকদের অসততা নিয়ে টুঁ শব্দটি উচ্চারণ করা হতো না। কিন্তু ব্লগ আসার পর আমার মনে হয়, সব জেনেও না জানার ভান করার সেই রীতি ভাঙার সময় এসে গেছে।

২৭| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৫০

রাহীম বলেছেন: তাসলিমা নাসরিনের সাথে নাঈমুল মামার কি সম্পর্ক এই ব্যাপারে কিছু লিখলেন না যে, এই ব্যাপারে কিছু জানতে চাই ।

১৬ ই মে, ২০১১ রাত ১:১৬

ফিউশন ফাইভ বলেছেন: তাসলিমা নাসরিন তার বইতে নাঈমুল ইসলাম খানকে একজন প্রায় যৌন-অক্ষম ব্যক্তিত্বহীন পুরুষ হিসেবে চিত্রিত করেছেন। কিন্তু আমার মনে হয়েছে যে, এই লেখায় সেই প্রসঙ্গ টানার ঠিক দরকার বোধহয় নেই।

২৮| ১৫ ই মে, ২০১১ রাত ১১:৫৩

গানচিল বলেছেন: সাম্প্রতিক কালে, মুহাম্মদ ইউনুসের বিরুদ্বে বিষেদাগারস্বরুপ আমাদের সময়ে যে সমস্ত কুৎসা রটনার সিরিজ ছাপানো হচ্ছে তাতে "চুতরা বা চুলকানি পর্বঃ মুহাম্মদ ইউনুস" নামে একটা পর্বের ঘাটতি লেখাটিতে রয়ে গেল।

লেবু বেশী কচলালে তিতা হয়ে যায়। দেশের অন্যান্য প্রধান দৈনিকগুলো যেখানে এ নিয়ে তেমন একটা উচ্চবাচ্য করেনা সেখানে ইউনুসকে নিয়ে আমাদের সময় নামক ট্রাশ পেপারে প্রতিদিন যে একটা খবর থাকতেই হবে। বুঝলাম না ইউনুসের প্রতি নাঈমুল ইসলামের এত গোস্বা কেন। এটা করে যদি "তসলিমা-নাঈম" যুগলের সেই দিনগুলোর কথা উল্লেখ থাকতো তাহলে সেটা পড়ে কোন বৃদ্বের দেহে তো যৌবনের বল সঞ্চারিত হতই, শরীরের উপর নানান অত্যাচারে হতোদ্যম যুবকদের ও আর "মঘা শস্ত্রীয়" চিকিৎসার শরনাপন্ন হতে হত না।
খুব ভাল লাগলো একসাথে "নাঈমুল সমগ্র" একসাথে দেখে।

১৬ ই মে, ২০১১ রাত ১:১৮

ফিউশন ফাইভ বলেছেন: পরবর্তী পর্বে ইউনূসকে নিয়ে নাঈমুলের ইতরামির প্রসঙ্গ রাখা হয়েছে।

২৯| ১৬ ই মে, ২০১১ রাত ১২:০১

কৃষ্ণনগর বলেছেন: নাইম মিয়ার এই সব নিলজ্জ কারবার অনেকদিন থেকেই খেয়াল করেছি। এটা সাংবাদিক না অন্য কিছু ।প্রথম আলো সম্পাদক অন্তত প্রত্রিকাটির কোয়ালিটি ধরে রেখেছেন। মালিকানার জন্যই হয়ত মাঝে মাঝে লতিফুর রহমানের প্রশংশায় পঞ্চমুখ হন।তারপরও উনারা এত নীচে নামেন না যা দেশের অন্য সাংবাদিকরা নামেন। আপনি নিজের জন্য হলে মানতাম কিন্তু কারো জন্য হলেও লেখাটা লিখেছেন। তার নামটা কিন্তু অনেকেই জানে।

১৬ ই মে, ২০১১ রাত ১:৩৫

ফিউশন ফাইভ বলেছেন: আসল কথা হল প্রমাণ। এই যে এতোগুলো প্রমাণ আমি উপস্থাপন করলাম, এইসব দেখেটেখে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে নাঈমুল ইসলাম খান সাংবাদিকতার লেবাসে অসততা, অপসাংবাদিকতা এবং কোনো কোনো ক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধে জড়িত কিনা। হ্যাঁ অথবা না। এর বাইরে অমুকে তমুকের লোক কিনা, তমুকে সমুকের লোক কিনা, কার জন্য কে কী করেছে - এইসব পুরোপুরিই পশ্চাৎপদ চিন্তাভাবনা।

৩০| ১৬ ই মে, ২০১১ রাত ১২:০২

আলিম আল রাজি বলেছেন: অনেক পরীশ্রম করেছেন।

১৬ ই মে, ২০১১ রাত ১:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: ছারপোকার উপদ্রব বেড়ে গেলে সেটা তাড়ানোর জন্য পরিশ্রম অনিবার্য।

৩১| ১৬ ই মে, ২০১১ রাত ১২:০৪

লাল দরজা বলেছেন: ণাইমুল ইসলাম কে চ্যানেল আইতে দেখাইতেছে। আজকের সংবাদ পত্র অনুষ্ঠান এ। ;)

১৬ ই মে, ২০১১ রাত ১:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: তথ্য অনুসন্ধানকালে চ্যানেল আই নিয়েও নাঈমুলের বিস্তর তেল চুপচুপে লেখার খোঁজ পেয়েছি। চ্যানেল আইয়ের 'আজকের সংবাদপত্র' তারই প্রতিদান।

৩২| ১৬ ই মে, ২০১১ রাত ১২:১৩

স্পেলবাইন্ডার বলেছেন:


নাইমুল ইসলাম খান সম্পর্কে গোএষণা ঠিক আছে। সম্পূর্ণ একমত। বিশেষ করে পত্রিকায় তার নিজের ও পরিবারের সম্পর্কে এবং শীর্ষ দুই রাজনৈতিক দলের নেতা ও পরিবারের সম্পর্কে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক প্রচার খুবই দৃষ্টিকটু।

কিন্তু আমার প্রশ্ন হল, প্রথম আলোর আর্কাইভ সুবিধা দীর্ঘদিন ধরে বন্ধ কেন?



আপনার এই লেখার প্রত্যুত্তরে যদি আসামীপক্ষ বা তৃতীয়পক্ষ কেউ তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম আলো সম্পাদকের বিভিন্ন মন্তব্য প্রতিবেদন ও পরবর্তীতে ১৮০ ডিগ্রি বাঁকের খোঁজখবর নিতে চায় তার তো কোন উপায় রাখেন নি আপনারা!

আমি কিন্তু প্রথম আলোর বিরোধিতা করছি না, শুধু ন্যায্যতার কথা বলছি।

১৬ ই মে, ২০১১ রাত ১:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: প্রথমত, এই লেখা কারো পক্ষ হয়ে নয়, আবার কারো বিপক্ষেও নেই। আমি বাংলাদেশে চলমান হলুদ সাংবাদিকতার কিছু নমুনা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি। সিদ্ধান্ত নেওয়ার ভার পাঠকের। দ্বিতীয়ত, তর্কের খাতিরে যদি আপনার তত্ত্বকে মেনেও নিই। ধরা যাক প্রথম আলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কালের কন্ঠ, সমকাল বা যুগান্তরের। ২ টাকার আমাদের সময়ের নিশ্চয়ই সেই তালিকায় আসার কথা নয়। সুতরাং ব্যবসায়িক স্বার্থ কিংবা কর্পোরেট প্রতিযোগিতার ধারণা কি একেবারেই হাস্যকর নয়?

প্রযু্ক্তিগত কারণে প্রথম আলোর আর্কাইভ সুবিধা দৃশ্যত বন্ধ, কিন্তু কোনো পাঠক চাইলে সাধারণ কৌশল অবলম্বন করে এখনো সেটা ব্যবহার করতে পারেন। সুতরাং খোঁজখবর নেওয়ার কোন উপায় নেই - এমন অভিযোগ ঠিক নয়।

৩৩| ১৬ ই মে, ২০১১ রাত ১২:১৮

ShusthoChinta বলেছেন: নাঈমুলরা সবাই ই একই গোয়ালের গরু! আপনিও তার বাইরে নন,ইদানিং তো পথমালুর চামচামি করতে করতে আপনার দশাও খুব একটা ভাল না!

১৬ ই মে, ২০১১ রাত ১:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: প্রথম আলো বা অন্য কারো চামচামি করছি - এমন একটি উদাহরণ দিলেও আমার ভালো লাগতো। আশা করি, দেবেন।

৩৪| ১৬ ই মে, ২০১১ রাত ১২:২৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


■ কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি


■ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ বেশি মানুষের এই ধারণা সম্পূর্ণ অমূলক
■ Kool Shaving Cream উন্নয়নের ২০ বছর
■ আমাদের সময়ে বিজ্ঞাপন দেয়া এখন সবচে বেশি ফলদায়ক

■ রবি আজিয়াটা লিমিটেডের যন্ত্রপাতি আমদানিতে কোনো শুল্ক ফাঁকি দেয়নি
■ আইসিবি ইসলামী ব্যাংকের প্রশংসা যে কারণে করতে হয়

■ পণ্যের গুণগতমান ও সেবা দিয়ে বিশ্বমানের সাফল্য অর্জন করতে চান আব্দুল মোনেম
■ মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু : মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ কাজে তাবানী বেভারেজের স্বার্থ রক্ষা করুন
■ দেশী দশ থেকে কেনাকাটা করুন
■ ঘুরে আসুন ফয়’স লেক রিজর্ট
■ বাজারে এসেছে গ্রীন বেঙ্গল সল্ট



■ আমার গলায় সমস্যা।। বিশ্রাম খুব প্রয়োজন
■ ঢাকা অথবা এথেন্সে সাবধান, পকেটমার


=p~ =p~ =p~ =p~

আমি লিঙ্ক দেখে ভেবেছিলাম আপনি বুঝি স্যাট্যায়ার করেই এইরকম শিরোনাম দিয়েছেন, ক্লিক করে দেখলাম, ইয়া মাবুদ !!!! এইগুলাও নিউজ !!!! আসলেই নিউজ !!!!! হাসতে হাসতে শেষ

১৬ ই মে, ২০১১ রাত ১:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: তার দুই মেয়ে সংক্রান্ত সংবাদগুলো বোধহয় আপনার চোখ এড়িয়ে গেছে। কোনো সময় মন খারাপ থাকলে আমি ওগুলো পড়ি আর হাসতে হাসতে গড়াগড়ি খাই। ;)

৩৫| ১৬ ই মে, ২০১১ রাত ১২:৪১

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: এবার পারলে প্রথম আলোর সম্পাদক মতি শয়তানের বিরুদ্ধে লিখেন।

+++সহ প্রিয়তে।

১৬ ই মে, ২০১১ রাত ১:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: আপনি শুরু করুন, আমরা পিছনে আছি।

৩৬| ১৬ ই মে, ২০১১ রাত ১২:৪৫

বল্টু মিয়া বলেছেন: বিজ্ঞানী বলেছেন: প্রশ্নটা হইল.. কার বা কোন প্রতিষ্ঠানের টেকায় আপনি এই পিএইচডি মার্কা থিসিস পেপার তৈরি করেছেন?
একটা পত্রিকা ক্যামনে চলে সে সম্পর্কে ন্যূনতম ধারণা আপনের নাই.. পত্রিকা কোন দাতব্য সংস্থা না..

িতর্থক আহসান রুেবল বলেছেন: বিরোধীতা করছি না। তবে একটা প্রশ্ন তো থেকেই যায়, আপনি কার বেতন খেয়ে এত বড় একটা রিসার্চ বের করলেন??
আপনি তো কোন পক্ষের লোক?? হঠাৎ নাইম মিয়ার ছাল তুলায় নামলেন ক্যান??


আমার প্রশ্ন হইল আমারে যদি কেউ এই ধরনের প্রশ্ন জিগায় আমি কি কমু??? B-)

৩৭| ১৬ ই মে, ২০১১ রাত ১২:৪৭

মেনন আহমেদ বলেছেন: 2011 shaler shera blog eta.

১৬ ই মে, ২০১১ রাত ১:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ মেনন। এইসব হলুদ সাংবাদিক সম্পর্কে সচেতন থাকুন। এদের খবর পরিচিত মহলে ছড়িয়ে দিন।

৩৮| ১৬ ই মে, ২০১১ রাত ১২:৪৯

বল্টু মিয়া বলেছেন: ল্টু মিয়া বলেছেন: বিজ্ঞানী বলেছেন: প্রশ্নটা হইল.. কার বা কোন প্রতিষ্ঠানের টেকায় আপনি এই পিএইচডি মার্কা থিসিস পেপার তৈরি করেছেন?


িতর্থক আহসান রুেবল বলেছেন: বিরোধীতা করছি না। তবে একটা প্রশ্ন তো থেকেই যায়, আপনি কার বেতন খেয়ে এত বড় একটা রিসার্চ বের করলেন??


আমার প্রশ্ন হইল আমারে যদি কেউ এই ধরনের প্রশ্ন জিগায় আমি কি কমু???

**(আগের কমেন্টটা ডিলিট করে দিবেন)

১৬ ই মে, ২০১১ রাত ১:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: দেখবেন, বাঙালি এমনই। অন্যের পাহাড়ে ওঠা দেখে বাঙালি নিচে বসে হা-হুতাশ করে। এক বাঙালি সাহস করে এভারেস্টে উঠেছিল - অন্য বাঙালিরা সেটা বিশ্বাস করতে পারেনি। নিশ্চয়ই ব্যাটা বুজুরুক! তারা একটি বড়ো লেখা দেখে ভাবতে বসে, 'আহা, কতো না টাকা লেগেছে ওটা লিখতে!'

ব্লগিং মানে তো আসলে সফটওয়্যারের ক্র্যাক কিংবা ১০০% পিটিসি সাইট পোস্টানো নয়। ব্লগিং তো হওয়া উচিত এরকমই - বস্তুনিষ্ট, পরিশ্রমী এবং অবশ্যই ঝাঁজসম্পন্ন। আপনার উত্তরও হতে পারে এটাই। :)

৩৯| ১৬ ই মে, ২০১১ রাত ১২:৫৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: এই ব্লগের ১০ নং মন্তব্যের লিংকে যেয়ে একটা মন্তব্য পাঠক মন্তব্য পেলামঃ

Author:শেষ মুজিব কণ্যা শেষ হানি-না| Country:জাহান্নামের হাবিয়া দোজখ থেকে
Comment:কুত্তার বাচ্চা নাঈম, ১/১১ এর পরে অবৈধ ফকুদ্দিন-মনুদ্দিন দের তেল মেরে যেসব ফালতু লেখা লিখে বাংলাদেশের বারোটা বাজাইছো সেগুলো একবার পুনপ্রকাশ করে দেখ পাঠক তোকে কেমন তুলো ধনা করে। ১/১১ এর পরবর্তী সংখ্যাগুলো তোর এবং প্রথম আলোর আরকাইভে নেই কেন? এখন পাঠক বাকশালীদৈর বিরুদ্�

আজকাল কেউ মাগনা খাওয়ায় না। মাগনা খাওয়ানোর দিন চলে গেছে। আগে দেখতাম বাড়ীতে দুপুরবেলা কোন ভিক্ষুক আসলে তাকে ভাত খেতে দেওয়া হত। এই ২০১১ সালে এই ধরনের আচরন মোটেও সম্ভব না। তাই কিছুটা সন্দেহ তো আছেই।

তবে পোষ্ট চরম হয়েছে। পুরাই জটিল। হাসতে হাসতে শেষ। আমাদের সামুর চরম ফালতু লেখাও আলোচ্য পত্রিকার সম্পাদকের লেখার থেকে অধিক মানসম্পন্ন।

১৬ ই মে, ২০১১ রাত ২:০২

ফিউশন ফাইভ বলেছেন: এটা তো একটা নমুনা দেখলেন। প্রতিদিন এইরকম হাজার নমুনা সেখানে পাওয়া যায়। তবে আমি পাঠকের দোষ দেই না। নাঈমুলের নির্লজ্জতা দেখে যে কোনো পাঠকেরই ক্ষুব্ধ হওয়ার কথা।

তবে পাঠকের এইরকম প্রতিক্রিয়া দেখে নাঈমুল একবার খুব কেঁদেছিলেন, মনে পড়ে। ;)

৪০| ১৬ ই মে, ২০১১ রাত ১:০৯

সুমন_সরকার বলেছেন: আপনার প্রথম আলোর ভন্ডামি দেখেন.....









১৬ ই মে, ২০১১ রাত ২:০৭

ফিউশন ফাইভ বলেছেন: আপনি লেখাটার মর্ম বুঝে উঠতে ব্যর্থ হয়েছেন। কেএফসি, পারসোনা বিউটি পার্লারসহ হাবিজাবি ওইসব তো নকশা-টকশা, সিনেমা পাতায় ছাপা হবেই। পাতাগুলো তো আছেই ওসব ছাপার জন্য। কিন্তু একটি কেএফসি যদি পত্রিকার প্রথম পাতায় উঠে আসে, একটি পারসোনা পার্লার কিংবা কুল শেভিং ক্রিম নিয়ে যদি খোদ সম্পাদকই লিখতে বসেন, কিংবা তার নিজের মেয়েকে নিয়ে বিশেষ বক্স আকারে গল্প ফাঁদেন, অথবা চিহ্নিত অপরাধীদের পক্ষে পত্রিকার স্পেসকে ব্যবহার করেন দিনের পর দিন - তাহলে সেটা হবে হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা।

যা হোক, এসএসসির রেজাল্ট কেমন হল আপনার? মিষ্টি চাই কিন্তু! ;)

৪১| ১৬ ই মে, ২০১১ রাত ১:১২

রাজীব_নন্দী বলেছেন: স্রেফ টাশকি খেলাম... পার্সোনাল কয়েকটি কারণে মন খারাপের পরেও লেখাটি দেখে না হেসে থাকতে পারলাম না... :-* :!>

১৬ ই মে, ২০১১ রাত ২:১১

ফিউশন ফাইভ বলেছেন: তবে বাংলাদেশের সাংবাদিকতা জগতের এ এক অন্ধকার অধ্যায়, নিশ্চিতভাবেই।

৪২| ১৬ ই মে, ২০১১ রাত ১:২৬

অন্ধ আগন্তুক বলেছেন: আমাদের সময়ের শুধু খারাপ দিকটাই দেখলেন ফিফা !!!!

টয়লেট পেপার বিকাশে যে নতুন ধারার সূচনা করা হয়েছে সেটার ইতিবাচক দিকটা দেখলেন না !!! B-)) B-)) B-))

দু টাকায় এই পরিমাণ টয়লেট পেপার কাম বাসের গরম দূর করার হাতপাখার ব্যবস্থা করার জন্য নাইমুল প্রশংসা পেতেই পারেন ! :)

১৬ ই মে, ২০১১ রাত ২:১১

ফিউশন ফাইভ বলেছেন: মাফ করবেন, আগে আমি এই জরিপ দেখিনি। নইলে সিদ্ধান্ত নিশ্চয়ই বদলাতাম।

৪৩| ১৬ ই মে, ২০১১ রাত ১:৪৪

একাকী সিন্দাবাদ বলেছেন: "কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি, ভালো লাগলো" এটা পড়ে খুব ভালো লাগলো। আমি নিজেও কিউট ব্যবহার করি :P

পোস্ট স্টিকি করা হোক!

১৬ ই মে, ২০১১ রাত ২:১৬

ফিউশন ফাইভ বলেছেন: স্টিকির চেয়ে বরং দাবি উঠুক - কারো চাপে কিংবা কোনো মহলের চাপে এই পোস্ট ডিলিট করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না।

৪৪| ১৬ ই মে, ২০১১ রাত ১:৪৫

কেলেভুষো বলেছেন: দেখুন, বাজারে এর চেয়ে সস্তায় টয়লেট পেপার পাওয়া যায় না, "দৈনিক ছাগুদের সময়" বন্ধের আপনার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানালাম।

১৬ ই মে, ২০১১ রাত ২:১৬

ফিউশন ফাইভ বলেছেন: কিন্তু টিস্যু পেপার হিসেবে আমাদের সময় তো এখনো বিএসটিআই সনদও পায়নি। তার নিউজপ্রিন্টটা যে নিম্নমানের, তাতে নিশ্চিত গ্রাহকের বিস্তর অভিযোগ থাকবে। :)

৪৫| ১৬ ই মে, ২০১১ রাত ১:৪৮

কনফ্লিক্ট বলেছেন: ব্যবচ্ছেদটি পড়লাম। ধন্যবাদ। বেশ কয়েকটি কারণে এ পত্রিকাটি আমার মনোযোগ আকর্ষণ করে। আপনার আলোচনা সে সব কারণকে ইঙ্গিত করেছে। একটানে পড়ে যাওয়ার মতো লেখা। সময় নিয়ে দেখুমনে ;)

পত্রিকাটির চরিত্র হলো, পত্রিকাটি আসলে এক ধরনের প্রচারপত্র, যে ধারার সাংবাদিকতার চর্চা তারা করে তা হলো ‘প্রভোকেটিভ জার্নালিজম’ অথবা ‘রিউমার জার্নালিজম’।

প্রতিদিনই প্রবাসী কিছু ?অ?সাংবাদিক ঢাউস কিছু গল্প ফাঁদেন। এগুলোর লেখকরা সম্পাদকের বন্ধুস্থানীয় অথবা তাদের অন্য কোথাও লেখার জায়গা এখনো তৈরি হয়নি। আমাদের সময়ে লিখে আপাতত লেখার হাত তৈরি করে নিচ্ছে। :D :D

আরো জানতে চান?

চলার পথে সময় কাটাতে চাই= পড়ছি আমাদের সময়।
প্রচণ্ড গরমে মাথায় কিছু দেওয়া চাই= আছে আমাদের সময়।
ঘাসে বিছিয়ে ইফতারি চাই= দেখুন আমাদের সময়।
জ্যামে বসে আছে অটোরিকশাচালক= পড়ছে আমাদের সময়।

১৬ ই মে, ২০১১ রাত ২:১৯

ফিউশন ফাইভ বলেছেন: খালেদ মুহিউদ্দিন কি এখন মিডিয়াওয়াচের দায়িত্বে নেই? যদি থাকেন, তাহলে তার পেটেভাতে চলা চাকরিটার ঝুঁকি নিয়ে এই জিনিস ছাপলেন কী করে? হাবিবা রহমানকে ধন্যবাদ। ইনি কে?

৪৬| ১৬ ই মে, ২০১১ রাত ১:৫৬

সবাক বলেছেন: নাঈমুল ইসলাম খান গোল্লায় যাক। টাসকি খাইছি পোস্ট দেখে। :-* :-*

রীতিমতো আমাদের সময়ের আর্কাইভ বানিয়ে ফেললেন!

১৬ ই মে, ২০১১ রাত ২:২২

ফিউশন ফাইভ বলেছেন: প্রায় তিন শতাধিক নমুনা সংগ্রহ করেছি আমি নিবিড় গবেষণার স্বার্থে। তার মধ্যে অর্ধেক আছে এই পোস্টে। বাকি অর্ধেক আগামী পর্বে যাবে।

আগামীতে সাংবাদিকতার ছাত্র-শিক্ষক-গবেষক কেউ যদি বাংলাদেশের হলুদ সাংবাদিকতা নিয়ে গবেষণা করতে নামেন, তাকে এই লেখা ও বিশ্লেষণ পড়তেই হবে।

৪৭| ১৬ ই মে, ২০১১ রাত ২:০৭

রোমেল বলেছেন: B-)) =p~

শুধু নগ্ন করেই থামেন নি। শরীরের স্পর্শকাতর গোপন অংশগুলোর ক্লোজ-আপ ও ক্লীন ছবিও দিয়েছেন।

অনেকদিন ধরেই বাড়াবাড়ি দেখছিলাম সবাই। সম্প্রতি অধ্যাপক ইউনুসের বিষয়ে এই ব্যক্তি ও তার পত্রিকা যে উন্মাদনা দেখিয়েছে তা অভাবনীয়।

সবকিছুর একটা শেষ ও সীমা থাকে।

এই মাস্টারপিস লেখাটার প্রতিক্রিয়ায় ন্যাংটা নাঈম কি লেবাস পরে সেটা দেখতে হবে।

১৬ ই মে, ২০১১ রাত ২:২৯

ফিউশন ফাইভ বলেছেন: বাংলা সংবাদপত্রের ইতিহাসে অনেক লজ্জাজনক অধ্যায় আছে বটে, তবে সাংবাদিকের লেবাসে নাঈমুল ইসলাম খান নির্লজ্জতা ও অসততার যে উদাহরণ তৈরি করেছেন, সেটা লিপিবদ্ধ রাখার দরকার ছিল। আসলে আমি নিজেও অনেকদিন ধরেই নীরবে তার কাণ্ডকীর্তি দেখে আসছিলাম। কিন্তু দিনে দিনে তার নির্লজ্জতা, ব্যক্তিত্বহীনতা এতো চরমে পৌঁছেছে যে, আর নীরব থাকতে পারলাম না।

আর নাঈমের প্রতিক্রিয়া? আপনি জানেন না হয়তো, 'লজ্জা' শব্দটি তার অভিধানে দুঃখজনকভাবে নেই।

৪৮| ১৬ ই মে, ২০১১ রাত ২:১৩

নিশ্চুপ পথিক বলেছেন: এখানে দেখুন।

১৬ ই মে, ২০১১ রাত ২:২৯

ফিউশন ফাইভ বলেছেন: দেখলাম।

৪৯| ১৬ ই মে, ২০১১ রাত ২:২০

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: উরে বাপরে... পোস্ট না আর্কাইভ।

যাই হোক, সাহসী পোস্টের জন্য সাধুবাদ।

বাসে করে আমাকে প্রায়ই মিরপুর থেকে উত্তরা যেতে হয়, যাত্রা সময়ের অনেকটা জুড়ে লক্ষ্য করি যাত্রী সাধারনেরা আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন এই ধরনের পত্রিকা কিনে পড়ে, উঁকি দিয়ে দেখি পেইজের প্রথমেই একটা রগরগে কোন প্রেম বা যৌন বিষয়ক খবর...প্রভা আর শখের সময় তো ছিলই ...এ ছাড়াও বলিউড হলিউড যেকোন স্ক্যান্ডালকেই এমনভাবে উপস্থাপন করে যেন লোকে এই খবরের জন্য পত্রিকা কেনে... প্রায়ই ভাবতাম এ নিয়ে একটা পোস্ট দিব। আপনের এ উদ্যোগকে লাল সালাম।


ধিক জানাই হলুদ সাংবাদিককে।

১৬ ই মে, ২০১১ রাত ২:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: এইসব অপসাংবাদিকতা চলে আসছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এ নিয়ে প্রতিবাদ করার কোনো জায়গা আপনি পাবেন না, কোনো পত্রিকা একটি লাইন ছাপবে না, কোথাও এর সুবিচার পাবেন না। এখন ব্লগে অন্তত ক্ষোভটুকু বলার সুযোগ হলেও পাচ্ছি।

চলার পথে সময় কাটাতে চাই= পড়ছি আমাদের সময়।প্রচণ্ড গরমে মাথায় কিছু দেওয়া চাই= আছে আমাদের সময়।ঘাসে বিছিয়ে ইফতারি চাই= দেখুন আমাদের সময়।জ্যামে বসে আছে অটোরিকশাচালক= পড়ছে আমাদের সময়।

৫০| ১৬ ই মে, ২০১১ রাত ২:৩১

রাজসোহান বলেছেন: আপ্নে তো দেখি ক্রিমিনাল, যারে মার্বেন তার আদ্যপান্তের এক কনাও বাদ রাখেননা :-B

১৬ ই মে, ২০১১ রাত ২:৪০

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, নাম্বার ওয়ান! তবে কণা তো আরো বাদ আছে, সেটা কালকে আসবে। ;)

৫১| ১৬ ই মে, ২০১১ রাত ২:৩২

লাল তরঙ্গ বলেছেন: ৬ নম্বর প্রশ্নের জবাবটা প্রথম আলোতে আপনার নিম্নপদস্থ কর্মী হওয়া প্রমাণ করে।

মিজানুর রহমান খানের সম্পাদনাধীন একটি ২ টাকার পত্রিকা বের হবে।

১৬ ই মে, ২০১১ রাত ২:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: বোঝা যাচ্ছে, এই মহা আবিস্কারে আপনি খুউব খুশি হয়েছেন। যে কোনো স্তরের প্রাণীকে আনন্দিত দেখতে আমার ভালো লাগে - গৌতম বুদ্ধের স্বভাব।

হ্যাঁ, মিজানুর রহমান খানের পত্রিকা বাস্তবায়নাধীন। এটাও জানি, ওখানে টি-বয় হিসেবে আপনার চাকরিটিও নিশ্চিত।

৫২| ১৬ ই মে, ২০১১ রাত ২:৪০

ছক্কা হাজী বলেছেন: যে পর্বগুলো আসতে পারে .....
যে বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কর্তে পারেন
মান্যবর না ই খান ।
ফি ফা , একটু অনুরোধ করে না , না. ই . খানকে


১। তসলিমার সাথে আমার জীবনের শেষপর্ব

২। নিনিকে নিয়ে কক্সবাজারে দুইরাত

৩। আবু হাসান শাহরিয়ারকে ন্যায়পাল নিয়োগ না করে ভুল করেছি.।

৪। হান্নান ফিরোজ ও ফাতিনাজ ফিরোজ যেভাবে পালিয়ে এলেন যুক্তরাষ্ট্র থেকে ।


পরে আরো টিপস দিমু নে .।

১৬ ই মে, ২০১১ রাত ২:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: হাহাহা। ;)

নাঈমুল না লিখলেও তাসলিমা কিন্তু তার বইতে মোটামুটি রগরগে বর্ণনা ইতিমধ্যেই দিয়েছেন। আর ধারাবাহিক নাঈমুল প্রশস্তি গাওয়ার পুরস্কারস্বরূপ আবু হাসান শাহরিয়ার তো ইতিমধ্যে উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন। পরবর্তীতে গোলাম রহমান স্যার 'ছেড়ে দে মা' বলে কেঁদে বাঁচার পর নিশ্চয়ই শাহরিয়ার ন্যায়পাল পদে যোগ দেবেন। হান্নান ফিরোজের ওই কাহিনী মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।

আগামীতে আরো টিপস দিয়ে যায়েন।

৫৩| ১৬ ই মে, ২০১১ রাত ২:৪৬

কনফ্লিক্ট বলেছেন: হাবিবা রহমান

Works at Faculty of Mass Communication & Journalism, JAGANNATH UNIVERSITY. Studied at Mass Communication & Journalism University of DhakaLives in Dhaka, BangladeshMarriedFrom Dhaka, BangladeshBorn on 22 April 1980

১৬ ই মে, ২০১১ রাত ৩:০০

ফিউশন ফাইভ বলেছেন: এই প্রতিভাবানটি কে?

৫৪| ১৬ ই মে, ২০১১ রাত ২:৪৬

অ্যাডলফ বলেছেন: বেচারা নঈম মনে হয় আত্নহত্যা করছে ইতিমধ্যে।

১৬ ই মে, ২০১১ রাত ৩:০০

ফিউশন ফাইভ বলেছেন: আরে নাহ্! সকালবেলা দেখবেন, এই লেখার প্রিন্ট নিয়ে 'কী সার্ভিস দিছি দেখেন' বলে বাসায় বাসায় ধর্না দেবেন বখশিস নেওয়ার জন্য।

৫৫| ১৬ ই মে, ২০১১ রাত ২:৪৮

বাদ দেন বলেছেন: আপনি এত আজাইরা টাইম পান কই =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
+++++++++++++++++++++++++

১৬ ই মে, ২০১১ রাত ৩:০২

ফিউশন ফাইভ বলেছেন: কী করবো ভাই! ;)

৫৬| ১৬ ই মে, ২০১১ রাত ২:৫১

হাম্বা বলেছেন: প্রথম আলুকেও খুব বেশি ভালু মনে হয় না ।

১৬ ই মে, ২০১১ রাত ৩:০২

ফিউশন ফাইভ বলেছেন: মিডিয়া, সেটা যাই হোক, অসততা দেখলে বস্তুনিষ্টভাবে ব্লগে তুলে ধরুন, ফেসবুকে শেয়ার করুন। এভাবেই গড়ে উঠবে অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ।

৫৭| ১৬ ই মে, ২০১১ রাত ২:৫৬

অ্যামাটার বলেছেন: =p~

১৬ ই মে, ২০১১ রাত ৩:০২

ফিউশন ফাইভ বলেছেন: ;)

৫৮| ১৬ ই মে, ২০১১ ভোর ৪:১৮

আমি হীরা বলেছেন: ঘটনাকি আমাদের সময়ের পিছে লাগলেন যে হঠাৎ? আপনারে নিশ্চয়ই খোঁচানি দিছে?

৫৯| ১৬ ই মে, ২০১১ ভোর ৬:৫৩

শফিকুল ইসলাম বলেছেন: ভাই, থলের বিড়াল তো বের করে দিলেন!

৬০| ১৬ ই মে, ২০১১ সকাল ৯:২৩

বিডিওয়েভ বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: :| :| :|
ভাইজান, আসলেই অতিরিক্ত হয়া গেছে! কাপড় তো কাপড়, আপনে তো চামড়া খুইলা ছাইড়া দিলেন! উনি এখন আত্মহত্যা না কৈরা বসে!

৬১| ১৬ ই মে, ২০১১ সকাল ৯:৪১

আকাশের তারাগুলি বলেছেন: আমার কথা একটাই কেউ কম যায়না। সব পত্রিকাই নানান দোষে দুষ্ট।
প্রথম আলো, কালের কন্ঠ ইত্যাদি সম্পর্কেও অভিযোগ কম নয়।

৬২| ১৬ ই মে, ২০১১ সকাল ১০:০৪

টুটুল বরকত বলেছেন: লিংকের খবরগুলো print screen করে মিডিয়া ফায়ারে আপলোড করে নিন।
যেকোন সময় লিংকের খবরগুলো হাওয়া হয়ে যেতে পারে।

তখন এই পোসটের কোন মুল্যই থাকবে না।

৬৩| ১৬ ই মে, ২০১১ সকাল ১০:৩৯

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: প্রিয়তে রাখলাম। মুড খারাপ থাকলে বেচারার সাহিত্যকর্ম গুলো পড়বো।

৬৪| ১৬ ই মে, ২০১১ সকাল ১০:৩৯

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: দারুণ পোস্ট!

ফেসবুকে শেয়ার করলাম।

৬৫| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:২৯

সোজা সাপটা বলেছেন: কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এই কিউট ব্যাবহারকারি
কিউট লোকটিকে
আমার কিউট লাগলো আপনার কিউট লেখাটি পরে ।



একটা পত্রিকাতে পড়েছিলাম নাম মনে নাই,
যে একদিন কোনো এক নায়িকাকে জিগ্গেস করা হয়েছিলো আপনার মত একটা হলিউডের টপ মোস্ট নায়িকা প্লেবয়ে কেনো নগ্ন ছবির পোজ দিলেন।

উনি বল্লেন কোথাই নগ্ন???? আমিতো জায়গা মতো পাওডার দিয়েছিলাম। সো আপনি নগ্ন বলতেই পারেন না। কিছু একটা ছিলো।

এই লেখাটি পড়ে হইতো এই ধরনের মন্তব্যও উনি করতে পারেন ।

সে যায় হোক আমার আরো কিছু বলার ছিলো।

বসুন্ধরা র বা. প্রতিদিন ,কালের কন্ঠ , ট্রান্সকমের প্রথম আলো, ইত্যাদি ,ইত্যাদি সম্পর্কেও অভিযোগ কম নয়।

আমাদের কর্পোরেট বেনিয়াদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে । তবেই মুক্তি।


৬৬| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:৪৭

এস বাসার বলেছেন: অনেক খেটে লেখাটা তৈরী করেছেন, বরাবর যেমন করে থাকেন, সে জন্যে ধন্যবাদ।

তবে শুধু নাইম নয়, আমার কাছে মিডিয়া জগৎটাই খুব ধোঁয়াশা মনে হয়, সেটা বাংলাদেশের মিডিয়াই হোক কিংবা বিবিসি/সিএনএন ই হোক। সবাই নিজের টার্গেট পূরনে যেকোন নিউজকে উল্টেপাল্টে দেয়।

একসময় ভাবতাম, ামাদের দেশের মিডিয়াই এমন কিন্তু বর্তমান বিশ্বরাজনীতীর দিকে খেয়াল করলে বিবিসি/সিএনএন কেও পক্ষপাতদুস্ট মনে হয়। ডিফারেন্স এখানে নাইমুলরা ২/৪ পয়সা দিলেই সাদা থেকে হলুদ হয়ে যায় আর ওদেররকে দিতে হয় তেলের বা স্বর্ণের খনির শেয়ার!!!

৬৭| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:৫১

কবির চৌধুরী বলেছেন: ড. ইউনিসকে নিয়ে এদের কাজ কারবার সীমা ছাড়িয়ে গেছে। আর বাংলাদেশের ক্রিকেট দলকেও কেন যেন এরা দেখতে পারে না। আর একটা কথা, অনেকে দেখলাম এদের দু টাকার পত্রিকা বলে অবহেলা করছে, এটা কিন্তু বোকামি। দেশের যান জটের আশীর্বাদে এদের বেশ ভালই প্রসার আছে বলে মনে হয়। তাই এদর মিথ্যা অপঃতৎপরতা বেশ ভাল ভাবেই সাধারন জনগনের কাছে পৌছাতে পারে। বিষয়টা খাটো করার সুযোগ নেই। ঘৃণা রইল দেশের সকল হলুদ সাংবাদিকতায়।

ধন্যবাদ এমন কষ্টসাধ্য পোস্ট দেয়ার জন্য। াদ্বতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

৬৮| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:৫৭

ফটো পাগল বলেছেন: + and X((

৬৯| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:৫৯

নাহিয়ান বিন হোসেন বলেছেন: অনেককেই দেখছি ফিফা কেন এত বড় গবেষনা মূলক পোষ্ট দিয়েছেন তা নিয়ে সীমাহীন গাত্রদাহে ভুগছেন। তাদের উদ্দেশ্য বলি ।আমাদের সময় দুই টাকা অথবা একটাকা যে দামের পত্রিকাই হোক না কেন, এটা প্রিন্ট মিডিয়ার একটা অংশ। সুতরাং নূন্যতম কিছু সংখ্যক মানুষ হলেও এই পত্রিকা পড়ছেন। আর তারা কেউই যে এই পত্রিকার হলুদ সাংবাদিকতায় বিভ্রান্ত হচ্ছেন না তা কি করে বলবেন? আর বাস্তবতা হচ্ছে সস্তা হওয়ার কারনে জ্যামে বসে থাকার বেশিরভাগ সময়ে প্রচুর সংখ্যক মানুষই এই পত্রিকা কিনেন। জ্যামে আটকালে অথবা সিগনালে আটকালে একটু লক্ষ্য করলেই আমার কথার সত্যতা পাবেন। হয়ত যারা এই পত্রিকা কিনছেন তারা বাসায় অথবা অফিসে ঢোকার আগেই হাত থেকে ফেলে দেন এই পত্রিকা । কিন্তু সেই পত্রিকার সব খবর বিশেষত রঙ চং ভরা গল্পগুলো বেশিরভাগ মানুষকেই প্রভাবিত করে। আর কোন মাস মিডিয়া সেটা যেমনই হোক যদি হলুদ সাংবাদিকতার সব সীমা অতিক্রম করে তবে অবশ্যই সে ব্যাপারে আমরা উপযুক্ত প্রতিবাদ আশা করি অন্যান্য মিডিয়া অথবা ব্যক্তির কাছ থেকে। সুতরাং ফিউশন ফাইভকে ধন্যবাদ এরকম চমৎকার একটা পোষ্টের জন্য। আমাদের সময় পত্রিকার এই কুখ্যাত সাংবাদিকের বিরুদ্ধে আরো আগেই লেখা আশা করেছিলাম। এই লোকের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্রমানিত ইসরাইলী গুপ্তচর ,দেশদ্রোহী সালাউদ্দিন শোয়েবের সখ্যতার অভিযোগ আছে। এমনকি আমাদের সময় নামক পত্রিকা সালাউদ্দিন শোয়েবের মাধ্যমে ইসরাইলী সাহায্য পায় এমন মারাত্বক অভিযোগ ও আছে। কিন্তু সেই পত্রিকার কিছু নোংরামি তুলে ধরলেই যাদের গা জ্বলে যাচ্ছে তারা কেউ কেউ ব্লগের চিহ্নিত আওয়ামীলীগার। কারন ফিফা অভিযোগ করেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন কি তৈল মর্দন টাই না করেছে এই পত্রিকা আওয়ামী নেত্রী পরিবারকে! এদের মধে কেউ কেউ আবার লেখার যথার্থতা যাতে স্বীকার না করতে হয়, নিজের রাজনৈতিক চামচামিও যাতে প্রকাশ না হয়ে যায় তার জন্য শুধু বলে যাচ্ছেন , প্রথম আলোর ও অনেক দোষ! আরে ভাই, আমি নিজেও জানি প্রথম আলোর অনেক দোষ। প্রথম আলোর সমালোচনা, মতিউরের রহমানের নামে সমালোচনা কম করি নি। কিন্তু সে কথা এখানে কেন? অবাক হচ্ছি না। যদি এই পত্রিকাটি বি এন পির নেত্রী পরিবারকে এরকম তৈল মর্দন করত, তবে এখানে হয়ত দেখা যে বি এন পি সমর্থকদের , আওয়ামীদের জায়গায়। আমরা আর কতকাল চোখ বন্ধ করে রাখব? আমাদের অন্ধ রাজনৈতিক আবালামির কারনে মিডিয়া কি করছে আমাদের নিয়ে তা কি চোখে পড়ছে না আমাদের?


যাই হোক, ফিফা আপনাকে ধন্যবাদ এরকম উপযুক্ত প্রতিবাদী এবং বস্তুনিষ্ঠ পোষ্ট দেয়ার জন্য।

৭০| ১৬ ই মে, ২০১১ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: টিভিতে এই বেটারে টকশোতে জ্ঞান গর্ভ কথা কইটে দেখলে মেজাজ খারাপ হইয়া যাই, সব কিছুতেই সে সবাইরে হেদায়েত করতে হাজির হয়।

৭১| ১৬ ই মে, ২০১১ বিকাল ৩:১১

ডেরেক জিটার বলেছেন: প্রথম আলোকে মাইনাস। বাংলাদেশের সবচেয়ে জঘণ্য পত্রিকা হল প্রথম আলো। সেই তুলনায় আমাদের সময় অনেক ভালো আছে।

৭২| ১৬ ই মে, ২০১১ বিকাল ৩:৫২

গডফাদার০২ বলেছেন: ১৯৮৭-১৯৯০ তে আমার ও আমাদের জেনারেশনের সবচেয়ে প্রিয় পত্রিকা ছিলো সাপ্তাহিক খবরের কাগজ (প্রতিষ্ঠাতা সম্পাদক নাইমুল), যার ধারাবাহিকতায় আজকের কাগজ নতুন ধরনের সাংবাদিকতার শুরু করে। সে সব এখন ইতিহাস ।

সেই সময়ের নাইমুল আর এখনকার নাইমুল, মুদ্রার এপিঠ আর ও পিঠ।

১৯৮৭-৯০ এর কথা মনে পড়ায় নষ্টালজিক হয়ে গেলাম। আর একটা অসাধারন প্রতিভা (সেই সময়ের প্রেক্ষাপটে ) কিভাবে যে কালে কালে নিকৃষ্ট পতিতাতে পরিনত হতে পারে তার উত্তম উদাহরন হলো নাইমুল।

৭৩| ১৬ ই মে, ২০১১ বিকাল ৪:৩৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আমার এক্খান ছোট-খাটোলেখা ছিলো মোজা-রে নিয়ে....
"মোজাম্মেল বাবু"- হলুদ সাংবাদিকতার বর্তমান সময়ের উজ্জলবাহক
পারলে ঢু মারি আইসেন

৭৪| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:২৬

গানচিল বলেছেন: ফিফা, সাংবাদিকতায় ইদানিংকালের আরেক কুতুব "মোজাম্মেল বাবু" কে আপনার কাছ থেকে একটা পোস্ট আশা করছি।

৭৫| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০১

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: নাহিয়ান বিন হোসেন এর মন্তব্যে ঝাঁজা!

৭৬| ১৬ ই মে, ২০১১ রাত ১০:৪২

জিসান শা ইকরাম বলেছেন:
খাইছে, এই পোষ্ট পইড়া সুইসাইড করলে কি হইব ? কে এর দায়ীত্ব নিব ?
++

৭৭| ১৭ ই মে, ২০১১ রাত ১১:০২

অনিক আহসান বলেছেন: চুরান্ত ফালতু একটা পত্রিকা...
আর এক ধুরন্ধর মতলববাজের নাম নাইমুল ইসলাম খান...
তার বিষয়ে আরো আগেই কলম ধরা দরকার ছিলো...

৭৮| ১৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৪

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: আপনার দেয়া লিংকগুলো কতদিন সচল থাকবে সেটাই দেখার বিষয়।
স্ক্রিণ প্রিন্ট নিয়ে রাখলে বোধহয় ভাল হবে।

৭৯| ১৯ শে মে, ২০১১ রাত ২:৩৯

স্বদেশ হাসনাইন বলেছেন: নাঈমুলের ইয়েলো জার্ণালিজমের গুচ্ছমূল সহ উপড়ায়ে ফেললেন তো

পোষ্টে জাঝা

৮০| ১৯ শে মে, ২০১১ রাত ২:৫০

ওঙ্কার বলেছেন: নাইমুল চোরার নতুনধারা চুরি নিজের চোখে দেখা আমার।

হায়রে মাল্টিপ্লান ছেন্টারের মালিক, তখন একটা ধুয়া উঠছিলো পত্রিকা বাইর করার। শেষ পর্যন্ত্ পত্রিকার ডিক্রিটা বিক্রি করছে পচিশ লাখ টাকায়।

চোর কারে বলে... কাহিনীর শুরু মনে হয় তসলিমা নাস্রিন দিয়া, তাই না?

৮১| ১৯ শে মে, ২০১১ সকাল ৯:১৩

দু-পেয়ে গাধ বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: :| :| :|
ভাইজান, আসলেই অতিরিক্ত হয়া গেছে! কাপড় তো কাপড়, আপনে তো চামড়া খুইলা ছাইড়া দিলেন! উনি এখন আত্মহত্যা না কৈরা বসে! /:)
১৫ ই মে, ২০১১ রাত ১১:৪০

লেখক বলেছেন: না, এটা ভুল ধারণা। আত্মহত্যা তো দূরের, উল্টো এই লেখার প্রিন্ট নিয়ে নাঈমুল ভাই কাল সকালেই হয়তো আমাদের সময়ের মালিকপক্ষের (সালমান এফ রহমান, নূর আলী, মোসাদ্দেক আলী ও অন্যান্য) কাছে গিয়ে বলবেন, 'এই দেখেন আপনাদের জন্য কতো খাটছি আমি!' প্রত্যুত্তরে খুশি হয়ে বখশিস না দেওয়ার মতো লোক ওরা কেউ নন। ;)
=========
ওরে আমি হাস্তে হাস্তে শ্যাস।
নাইমুল বাই এর জন্য হেসে শহীদ হইলে কি উনি আমার জন্য কিছু লিখবেন?

৮২| ১৯ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৫০

ইফতেখার ফয়সাল বলেছেন: অনেক ধন্যবাদ, পরবর্তী লেখার অপেক্ষায়...

৮৩| ২০ শে মে, ২০১১ রাত ২:০২

শুভ রহমান বলেছেন: মজা পাইলাম!

৮৪| ২০ শে মে, ২০১১ রাত ২:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বেশ মজাদার পোষ্ট অনেক কিছু ভাববার আছে :)

৮৫| ২২ শে মে, ২০১১ দুপুর ১২:৪৪

আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: আমি সাংবাদিক নই। তবে সংবাদপত্র কিছুকিছু পড়ি। আফটার শেভ লোশনের লেখাটা পড়ে আমার মনে হয়েছিল এই সাংবাদিকটি আমাদের দেশের আরও অনেক অনেক বিশেষ চতুস্পদচরিত্র সাংবাদিকের মধ্যে একজন। আপনি আরও কিছু সাংবাদিকের নাম করেছেন। এরা লোলায়িত জিহ্বাটা কি সর্বদাই বের করে থাকেন ?

৮৬| ২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

রিজভী নেয়াজ খুলনা বলেছেন: স্যালুট

৮৭| ২৪ শে মে, ২০১১ রাত ৮:২৬

সহৃদয় বলেছেন: বসুন্ধরা র বা. প্রতিদিন ,কালের কন্ঠ , ট্রান্সকমের প্রথম আলো, ইত্যাদি ,ইত্যাদি সম্পর্কেও অভিযোগ কম নয়।

আমাদের কর্পোরেট বেনিয়াদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে । তবেই মুক্তি।

৮৮| ২৪ শে মে, ২০১১ রাত ৮:৫২

কিরিটি রায় বলেছেন: :P নাচ আমার নাঈমুল তুই পয়সা পাবি রে !

নাইমুল তুই ন্যংটা!!!!!!!!!!!!!

অ্যাই ভাই নাইমুল ইসলাম খান, গায়ে আপনার কাপড় নেই, আপনি নগ্ন! এই বেলা প্লিজ আন্ডারওয়্যারটি অন্তত পরে নিন। =p~ =p~ =p~ =p~ =p~

৮৯| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৫৬

এফ এন এফ বলেছেন: দারুন ভালো লাগলো ।

৯০| ৩১ শে মে, ২০১১ রাত ৩:২৪

ধূসরধ্রুব বলেছেন: খিক খিক বিজ্ঞানী আইছে ফিফারে সাংবাদিকতা শিখাবার । হালায় মনে হয় ফিফাকে ছিনে না

৯১| ০২ রা জুন, ২০১১ রাত ৮:১৩

হাসান.তারিক বলেছেন: তীর জোক বলেছেন: মতি খোশ তো দিল খোশ!

৯২| ০২ রা জুন, ২০১১ রাত ৮:৩১

হাসান.তারিক বলেছেন: তবে আমাকে কিন্তু নাইমূলের সাপোর্টার ভেবে বসবেন না

৯৩| ০২ রা জুন, ২০১১ রাত ৯:০২

নাসের সরকার বলেছেন: সারাদিন মেজাজ খারাপ...............

বিনোদনের জন্য ধন্যবাদ

৯৪| ১৪ ই জুন, ২০১১ রাত ৮:৫১

নোটার্হম বলেছেন: লেখক দুটি বিষয়ে সম্ভবত দৃষটি দেবার ফুরসত পাননি > আমি জানিয়ে দিচ্ছি:-
(১) টাকার বিনিময়ে কুরুচিকর, অশ্লীল বিজ্ঞাপন ছাপানো । এটা অবশ্য নাইমুল ইসলামের সহ অনেকেই করে ।
(২) নাইমুল ইসলামের সাথে তসলীমা নাসরীনের মানসিক ও শারিররিক গভীর সম্পর্ক আছে বলে অনেকে বলে, যে কারনে তসলীমা নাসরীনের সম্পর্কে নানাহ খবর তার পত্রিকায় ফলাও করে ছাপাহয়

৯৫| ১৪ ই জুন, ২০১১ রাত ১০:৩৮

জীবনকেসি বলেছেন: ভাই অনেক কষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলে যদি অন্যের দোষগুলো তুলে ধরার সাহস রাখতে পারতাম। দেশটা সোনার দেশই হত। সাংবাদিক দেখি লাখে একটা বাকি ৯৯৯৯৯ জনই সাংঘাতিক, তৈলবাজ, তবে সকলের ভালোগুলো অবশ্যই ভালোভাবে থাকুক। খারাপগুলো কমে যাক।
আপনার মতো সাহসী হতে চাই।

৯৬| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ২:৪৯

মোল্লা নাছির বলেছেন: বাংলাদেশ প্রতিদিন আর কালের কন্ঠ আপ্নারে কত দিয়া ভাড়া করছে ভাইজান......।।

৯৭| ১৩ ই জুলাই, ২০১১ ভোর ৪:২৩

মাছুম আহমদ বলেছেন: লেখাটা মন দিয়ে পড়ব বলে আপাতত কমেন্ট করে রাখলাম। ভালো লেখার জন্য ধন্যবাদ।

৯৮| ১২ ই আগস্ট, ২০১১ ভোর ৬:০০

লাল দরজা বলেছেন: আজকে ফেইসবুক এ একটা ছবি দেখে আর সংবাদ পড়ে এই ব্লগটার কথা মনে হলো তাই লিংন্কটা রেখে গেলাম। জানি না লিংন্কটা ঠিক দিতে পারলাম কি না!

Click This Link

৯৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৩

মামুনুল হক মনা বলেছেন: hmmm...valo lekha...

১০০| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬

আবদেল্লাহ ফাইসাল বলেছেন: অসাধারণ লেথা, চমৎকার গবেষণা।

সাধনাইমুলকে অনুসরণ করে ছম্পাদক হয়েছে তার অশিখ্ষিত চেলা নইম নিজাম, যার অতীত ব্যাবসা ছিল গেলমানগিরি। এমপি মির্জা আযম, ইলিয়াস আলী, আলাউদ্দিন নাসিম ছিল তার খদ্দের।
গেলমানী করে সাবেক পূর্তমন্ত্রী রফিক তাকে একটা সরকারি বাড়ি উপহার দিয়েছে।
তাকে নিয়েও একটা এমন লেখা চাই।

১০১| ১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪১

েখারেশদ আলম বলেছেন: ভাই মোট কথা এই লোক দালালিতে সেরাদের সেরা!!!!!!!!!

১০২| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:২৫

মোসতাকিম রাহী বলেছেন: চোখ এড়িয়ে গেছিল!
:)

১০৩| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৩

সংবাদিকা বলেছেন: ডঃ!! মাহপুজের পৃষ্ঠপোষকতায়, দেশনেত্রী!!!হাসিনার মূল ভাবনায়.... গতকালের ATN Bangla news hour extra তে পরজীবী চংবাদিক এবং পত্রিকার ছুম-পাদক শ্যামল দত্ত এবং নাইমুর রহমান যেভাবে ডঃ ইউনুসকে নিয়ে নির্লজ্জ খিস্তি খেউড় করলেন তা আসলেই নির্লজ্জতাকেও ছাপিয়ে গিয়েছে.....

শ্যামল-নাইমের কিছু শব্দচয়নঃ গোঁয়ার, কত নোবেল প্রাপ্ত ব্যাক্তি জেল খাটছে, ধৃষ্টতা ইত্যাদি..........

পরজীবী সং বা দিক শ্যামল-নাইমকে-------------- (জুতা সহকারে) X(


লেখককে ++++++++ (ঝাঁজা সহকারে)
:)

১০৪| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:০৭

এস এম নাদিম মাহমুদ বলেছেন: জটিল কিছু ধারণা পেলাম। গবেষক হিসেবে ১০০% খাটি ফিফা ভাই

১০৫| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৯

মেনােশদাস বলেছেন: দুর্নীতি দমন কমিশন তার পেছনে লাগছে না কেন?

১০৬| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪১

নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো লাগলো,,অনেক কষ্ট করেছেন,,,,! এইটা একট দলিল,,,ভন্ডদের জন্য ....!

১০৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

নিমচাঁদ বলেছেন: মেলা লোক এই লেখাটা পড়ে নাই। জাতির জন্য এইটা এই হরতালের দিনে এক বিশেষ উপহার । এটাকে তাই পিছন থেকে ফিরিয়ে আনলাম। এই লেখাটার আগে এটা ও পড়বেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.