নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুল পরীর রাজ্যে স্বাগতম

ফুল পরী

আমি ফুল পরী, মেঘের রাজ্যে ফুলের দেশে আমার বাস। ফুল কুড়াই, মালা গাঁথি, সবাইকে বিলাই।

ফুল পরী › বিস্তারিত পোস্টঃ

মেঘের দেশে...ফুলের দেশে...পাখির দেশে...পরীর দেশে...

২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫০

কত কত কতদিন পরে............



ফুল পরীটা একদিন উড়তে উড়তে ঘুরতে ঘুরতে চলে এসেছিল তোমাদের এই গল্প কথার আসরে। তারপরে.....................তারপরে আবার উড়তে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে ঘুরতে............কত জায়গায় যে গেলাম, তার বুঝি আর ইয়ত্তা নাই। কত কিছু দেখলাম আর কতকিছু শিখলাম!



মেঘের দেশে...ফুলের দেশে...পাখির দেশে...পরীর দেশে...আর তারপরেতো আমার এত্ত এত্ত বন্ধু হয়ে গেল। সবাইকে নিয়ে হেসে খেলে নেচে গেয়ে.................তাই বলে কি আমি আমার পুরনো বন্ধুদের ভুলতে পারি, হ্যাঁ? এরজন্যইতো আবার উড়তে উড়তে চলেই এলাম।



আচ্ছা শোনো, এখন আমার সব নতুন বন্ধুদের গল্প বলি।



প্রথমেতো মেঘের দেশে গেলাম। আর মেঘেরা দেখি কত রকম চেহারা নিয়ে আকাশের এ মাথা ও মাথা কেবল ভেসেই চলেছে।



এই মেঘটা দেখোই না। কেমন একটা পাকনা বুড়ো খরগোশ সেজে বসে আছে।:)



আর এই মেঘটাতো সেজেছে একটা ভাবুক দরবেশ।



আরে বাহ........আকাশ দিয়ে যাওয়ার জন্য দেখি একটা গাড়ি গাড়ি মেঘও হাজির।



আর এই মেঘটাকে দেখো। যেন এক্ষুণি উড়াল দেবে সুপারম্যান:)

এরপরে দেখি কত কত পাখি:)



দুষ্টু দুটা হাঁসের ছানা

কফি মগেই কেমন সাঁতার কাঁটছে



এই দুজনতো............ভালবাসায় একেবারে মশগুল:P



আর এই দুষ্টু পাজীটাকে দেখোই না। কি সাহস! এক্কেবারে বিল্লিটার পিঠের ওপর চড়ে বসেছে:-/



বন্ধুরা মিলে একসাথে গুজুর গুজুর করতে যে কি মজাB-)



আর আমার পরী বন্ধুরাতো সারাদিন হেসে খেলে নেচে গেয়েই পার করে দিল। কত মজাই না ওরা করে সব।



এই লক্ষ্মী পরীটা.....ঠিক আমার মতন.........:)

সব ফুল গাছের যত্ন নিচ্ছে কেমন।



এইখানে দুই বান্ধবী আবার চায়ের আসর বসিয়েছে। উফ একটু বসেই যাই। কত্ত ঘুরলাম:)



এই পাকনা বুড়াটাকে দেখো। বুড়ির জন্য এত্তগুলো ফুল নিয়ে এসছে। এখন আর ভাল না বেসে উপায় কি?:)



আমার লক্ষ্মী পাকনীটা! মাথা ভর্তি ফুল নিয়ে কি খুশি!:)



আমি আমার সব বন্ধুদের এত্ত ভালবাসি। তাইতো সবাইকে নিয়ে হেসে খেলে নেচে গেয়ে সারাবেলাই কাটিয়ে দিতে চাই।:)



মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫১

জসিম বলেছেন: দেশের মাঝে মনের ভাষা, সৌন্দর্যে কাব্য গাঁথা

১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪২

ফুল পরী বলেছেন: :):)

২| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩

রাজসোহান বলেছেন: হেলো ফুলপরী ফেরাগমন B-)

১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৩

ফুল পরী বলেছেন: হ্যালো হ্যালো

লিটল এ্যাঞ্জেল হ্যালো:):)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০০

ভাঙ্গন বলেছেন: আরেব্বাহ!
অনেক সুন্দর!
আকাশ ধরে গাড়ি উড়ে যাচ্ছে।
কিন্তু, সমস্যা হচ্ছে পরী উড়ে যেতে দেখা যাচ্ছেনা:(

১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৬

ফুল পরী বলেছেন: পরীতো গাড়ির ভিতর। কি করে দেখবে ভাঙ্গন? :P

আর পরীর দেশতো অনেক সুন্দর হবেই, তাই না? :)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১০

রুদ্রপ্রতাপ বলেছেন: স্বাগতম বন্ধু। ভালো লাগলো। :)

১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৭

ফুল পরী বলেছেন: আমিতো জানি, আমার স্বপ্নবন্ধুর ভাল লাগবেই:):)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২১

হাসান ইকবাল বলেছেন: ভালো লাগলো.........ছবিগুলো সুন্দর ....তাই প্রিয়তে..।

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:০৪

ফুল পরী বলেছেন: ভালতো লাগতেই হবে...সব মেঘের, ফুলের,পাখির আর পরীর দেশের গল্প না?:):)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

শ।মসীর বলেছেন: পরী দেখি আবার পৃথিবীতে :):)

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:০৭

ফুল পরী বলেছেন: পরী পৃথিবীতে না এসে পারে! এত এত বন্ধু যে পরীর এখানে:)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬

সায়েম মুন বলেছেন: কি ব্যাপার পরী। কি মনে করে পৃথিবীতে আসলা। তাও আবার সুন্দর একটা পোষ্ট নিয়ে। মেঘমামাকে নিয়ে হাজির হলা :D

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:১৯

ফুল পরী বলেছেন: পৃথিবীতে আসবো না মুনাপু? তোমরা আমার কত সব বন্ধু যে এখানে। না এসে থাকি কি করে বলতো!:)

৮| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:১৫

নাআমি বলেছেন: দারুন লেখোতো তুমি! খুব ভাল লাগলো বর্ননা সহ ছবিগুলি.......


সার্থক নাম তোমার ফুল পরী......ভেসে বেড়াও মনের সুখে দেশ থেকে দেশান্তরে.......।

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২২

ফুল পরী বলেছেন: ফুল পরীতো দারুন লিখবেই, পরী না! :P:P

আর দেশ দেশান্তরে ভেসে বেড়াতে কত যে মজা যদি জানতে!:)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩

মেঘ নীল বলেছেন: অনেক সুন্দর.........

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৩

ফুল পরী বলেছেন: থ্যাংকু মেঘ নীল। ও শোনো না, মেঘ কিন্তু সাদা, ধূসর আর কালও হয়। জানোতো?

১০| ০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:১৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
বাহ্! বেশ ভালো লাগলো! +

০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:৪৩

ফুল পরী বলেছেন: :)

থ্যাংকু মনসুর।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৫

বৃষ্টি পরী বলেছেন: বাহ, আপনিও পরী !! আপনি ফুলপরী , আমি বৃষ্টিপরী। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৫

ফুল পরী বলেছেন: বৃষ্টিপরী তোমাকে দেখে এত্ত ভাল লাগল।

তোমার চারপাশে দেখি আলোর বৃষ্টি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.