| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল পরী
আমি ফুল পরী, মেঘের রাজ্যে ফুলের দেশে আমার বাস। ফুল কুড়াই, মালা গাঁথি, সবাইকে বিলাই।
অনেক অনেকদিন আগে...এক দেশে ছিল এক রাজা আর এক রানী...তারা ছিল অনেক সুখী...শুধু তাদের একটা বাবু নেই...এই হল একমাত্র দু:খ...কিন্তু যখনই রানীর বাবু হবে, রানী এত অসুস্থ হয়ে গেল...
হুহ গল্পগুলোতো এভাবেই শুরু হয় বরাবর...
আচ্ছা দেখোই না, তারপর কি হয়!
অনেকদিন পর পুরো রাজ্যের লোক জানতে পারল বাবু হবে রানীর...কিন্তু তখনই রানী এত অসুস্থ হয়ে গেল...রাজকীয় চিকিৎসক বলল, রানীকে যাদুর স্বর্ণফুল ধোয়া পানি খাওয়ানো হোক। কিন্তু ওদিকে হয়েছে কি ওই যাদুর ফুলটার ওপরে একটা দুষ্টু ডাইনীরও যে নজর পড়েছে। ফুলটার অনেক ক্ষমতা কিনা। ওই ফুলটার কাছে গিয়ে একটা যাদুর গান গাইলেই হল, তুমি পাবে অনন্ত যৌবন, মানে হল গিয়ে কক্ষনো বুড়ো হবে না তুমি। রাজসেনারাতো ফুলটা নিয়েই এল খুঁজতে খুঁজতে। আর সেই ফুল ধোয়ানো পানি খেয়ে রানী জন্ম দিল এক স্বর্ণকেশী রাজকুমারী। রাজা রানী আদর করে তার নাম দিল রাপুনজেল।
কেউ কিন্তু জানে না রাজকুমারীর সোনার চুলেই যাদুর ফুলের সব ক্ষমতা এখন। কিন্তু শর্ত হল সেই চুল কাটা যাবে না, কাটলেই চুল হয়ে যাবে বাদামী আর সব ক্ষমতা যাবে চলে। দুষ্টু ডাইনী গোথেল এটা বুঝতে পেরে এক রাতে রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল। আর বন্দী করে রাখল জঙ্গলের ভিতর এই উঁচু এক দূর্গে। কেউ যেন খুঁজে না পায়। বেচারি রাপুনজেল সবসময় এটাই জানল যে এই দুষ্টু গোথেলই বুঝি তার মা।![]()
এমনি করেই রাপুনজেলের জীবনের আঠারটা বছর চলে গেল। তার সঙ্গী শুধু জ্ঞানী গিরগিটি প্যাসকেল। ![]()
সে কখনো বাইরে যেতে চাইতো না, কারণ গোথেল তাকে বুঝিয়েছিল বাইরের পৃথিবী খুব খুব খারাপ...সবাই শুধু রাপুনজেলের যাদুর চুল কেটে তাকে ব্যবহার করতে চায়। রাপুনজেলের শুধু একটাই ইচ্ছে, প্রতিবছর ওর জন্মদিনে দূর আকাশে ও দেখতে পায় লক্ষ লক্ষ বাতি উড়ছে তারার মত। ওর কেন যেন মনে হয় বাতিগুলো ওর জন্যই ওড়ানো বুঝি। ওর খুব ইচ্ছে একদিন কাছ থেকে দেখবে। কিন্তু কোনভাবেই মায়ের অনুমতি সে পায় না। তারপরে একদিন............
এইবার গল্পটার আসল কাহিনী শুরু, বুঝলে?
ফ্লিন রাইডার বলে এক চোর রাজপ্রাসাদ থেকে চুরি করে পালাল রাপুনজেলের ছোট্টবেলার মুকুটটা, আরো দুইটা এই পালোয়ান সঙ্গী যদিও ছিল তার। কিন্তু বুদ্ধিমান ফ্লিন তাদের ফাঁকি দিয়ে এসে লুকাল রাপুনজেলের দূর্গে। সেতো প্রথমে খুবই ভয় পেয়ে গেল আর ফ্লিনকে ফ্রাইং প্যান দিয়ে মেরে একেবারে কুপোকাত করে দিল। ![]()
কিন্তু পরে মায়ের অনুমতি না পেয়ে রাজকুমারী পালাল চোর ফ্লিনের সাথে। তার ইচ্ছে একবার শুধু কাছ থেকে তারার মত বাতিগুলো উড়তে দেখবে, তারপরতো ফিরেই আসবে। ![]()
রাপুনজেল কি আর জানতো বাইরের পৃথিবীটা কেমন! সেতো তার মায়ের কথামতো ভেবেই নিয়েছিল সবাই অনেক অনেক খারাপ, আর লোভী, আর ধূর্ত। আসলে তো আর তা নয়, তাই না? তুমি যদি ভাল হও লোকে তোমার সাথে ভাল আচরণ করবেই করবে। তারা দুজন মিলে এক সরাইখানায় গেল, যেখানে কি না ভয়ংকর সব অপরাধীদের আড্ডা। কিন্তু কি আশ্চর্য, রাজকুমারীর মিষ্টি কথায় তারা মুগ্ধ হয়ে গেল আর গাইতে লাগল স্বপ্ন নিয়ে এত্ত গান। ওদিকে আবার মুকুট চোর ফ্লিনকে ধরতে পিছু পিছু হাজির হল রাজসৈন্যরা, আর রাজকীয় ঘোড়া ম্যাক্সিমাস। বুদ্ধি দিয়ে সৈন্যদের ফাঁকি দিতে পারলেও ম্যাক্সিমাসকে ফাঁকি দেয়া গেল না। কিন্তু মিষ্টি মেয়ে রাপুনজেল তার মিষ্টি কথায় ম্যাক্সিমাসকে ঠিকই বশ করে ফেলল। তারপর রাপুনজেল, ফ্লিন, প্যাসকেল আর ম্যাক্সিমাস এসে হাজির হল রাজধানীতে, তারাবাতির উৎসব দেখতে। ![]()
ভাল কথা, ফ্লিন কিন্তু আসলেই ফ্লিন নয়। ওর নাম হল গিয়ে ইউজিন। ছোটবেলায় অনাথ ইউজিন দু:সাহসী বীর ফ্লিনের এতই ভক্ত হয়ে গিয়েছিল যে নিজেকে ওই নামেই পরিচয় দিতে ভালবাসতো সে।
তারপরে সেই রাতে রাজপ্রাসাদের সামনের নদীতে ছোট্ট ভেলায় বসে রাপুনজেল আর ইউজিন দেখল তারাবাতি উড়ে যাওয়ার সেই স্বপ্নের মত মিছিল। ![]()
আর রাজকুমারী রাপুনজেল আর সুদর্শন ইউজিনের তখন প্রেম হয়ে গেল। রাপুনজেলের এতদিনের স্বপ্ন ছিল একবার কাছ থেকে তারাবাতিগুলো দেখবে। সেই স্বপ্নতো পূরণ হল। এবার সে নতুন করে ইউজিনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করল।
এমন সময় যথারীতি গল্পে ভিলেনের আবির্ভাব। ইউজিনের দুই পালোয়ান সঙ্গী নিয়ে গোথেল লুকিয়ে এসে হাজির। চালাকি করে ইউজিনকে তারা মেরে নৌকায় উঠিয়ে দিল, যাতে রাজার সৈন্যরা ধরতে পারে। আর রাপুনজেলকে নিয়ে ফিরে গেল সেই দূর্গে, যেখানে বন্দী থেকেছে বেচারি সারাজীবন।
রাজকুমারীর মুকুট চুরির দায়ে ইউজিনের ফাঁসির আদেশ হল। কিন্তু ম্যাক্সিমাস সাহায্য করল তাকে। ডেকে আনল সরাইখানার সব পাগলা আউট ল'দের। তারপর সবাই মিলে রাজসেনাদের এ্যায়সা কুপোকাত করল না! আর ইউজিন, ম্যাক্সিমাসের পিঠে চড়ে ছুটতে ছুটতে হাজির হল রাপুনজেলের দূর্গে, তাকে উদ্ধারের জন্য।
ওদিকে হয়েছে কি রাপুনজেল দূর্গে ফিরে রাজপ্রতীক সূর্যটাকে দেখতে পেল নিজের ঘরে, জ্বলজ্বল করছে পুরো ঘরের সব নকশা জুড়ে। তখনতো সে বুঝেই গেল হারিয়ে যাওয়া রাজকুমারী আর কেউ না, রাপুনজেল নিজেই। তখন সে গোথেলকে বলল চলে যাবে সে, আর কোনদিন সাহায্য করবে না তাকে। আর দুষ্টু ডাইনী গোথেল বেঁধে রাখল রাপুনজেলকে। এমনকি ইউজিন যখন দূর্গে এসে ঢুকল, ছুরি বসিয়ে দিল তার পেটে পিছন থেকে।
রাপুনজেল, কতই না ভালবাসে ইউজিনকে। সে বলল সে সব কথা শুনবে গোথেলের, সবসময় তার সাথেই থাকবে আর যাদু চুল দিয়ে সাহায্য করবে যদি গোথেল ইউজিনের ক্ষত সারিয়ে তুলতে দেয়। রাপুনজেলের যাদু চুল দিয়ে যেকোন ক্ষতও সারিয়ে তোলা যায়। গোথেল রাজি হল। কিন্তু ইউজিন কেন রাপুনজেলকে সারাজীবন বন্দী হয়ে থাকতে দিবে বল? সেওতো ভালবাসে রাজকুমারীকে। তাই সে করল কি শেষ মূহুর্তে রাপুনজেলের সব চুল কেটে দিল একেবারে। চুলগুলো দেখতে না দেখতে হয়ে গেল বাদামী আর ডাইনী গোথেল হয়ে গেল থুত্থুরে বুড়ি। তারপর সেই লম্বা চুলেই পা প্যাঁচিয়ে পড়ে গেল সেই উঁচু দূর্গ থেকে এক্কেবারে নিচে, সাথে সাথেই তার ভবলীলা সাঙ্গ।
আর ওদিকে ইউজিনতো মারা যাচ্ছে। রাপুনজেল আর কি করে বাঁচাবে তাকে। তার স্বর্ণচুলের সব যাদু ক্ষমতাও যে শেষ হয়ে গেছে। তাই ইউজিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল খুব। আর কি আশ্চর্য, সেই স্বর্ণফুলের সব যাদুক্ষমতা এসে গেছে রাপুনজেলের চোখের পানিতে। এক ফোঁটা অশ্রু তাই ইউজিনের গালে পড়তেই জ্বলে উঠল স্বর্ণরশ্মি আর দেখতে না দেখতে ভাল হয়ে উঠল ইউজিন।
তারপর আর কি! হারিয়ে যাওয়া রাজকুমারী রাপুনজেল ফিরে এল বাবা-মা'র কাছে। রাজা রানীর মুখে হাসি ফিরল আর রাজ্যে ফিরে এল আনন্দ। তারপরে একদিন শুভক্ষণ দেখে রাজকুমারী রাপুনজেল আর ইউজিনের বিয়ে হয়ে গেল।
কি করে হবে? অনাথ ইউজিনের সাথে রাজকুমারীর বিয়ে হতে পারে? একটা রাজকুমার লাগবে যে!
হবে না কেন পাগল! শুধু রাজপুত্তুর হলেই বুঝি বিয়ে হয়? ইউজিনতো রাপুনজেলকে ভালবাসে প্রাণ দিয়ে আর বাসবে সারাজীবন। এ্টাইতো সবচেয়ে দরকার, না?
তারপরে...........and then they lived happily ever after and after and after...........![]()
ছোটবেলায় আপুর মুখে শোনা স্বর্ণকেশী রাজকুমারীর গল্পটা এত পছন্দ ছিল আমার! আর তারপরে অবাক হয়ে দেখি গল্পটাই এত্ত সুন্দর একটা সিনেমা বানিয়েছে। এত্ত ভাল লাগল দেখে! মনে হল আনন্দটা আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। বন্ধুরা, তোমাদেরও ভাল লেগেছে নিশ্চয়ই।
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৪০
ফুল পরী বলেছেন: ছবিটাতো চমৎকারই! অনেক অনেক বেশি। কিন্তু ওঙ্কার তুমিতো আমার গল্পটা পড়লেই না।
আর টুথপেস্ট হবে কেন বলতো? যতবার বলেছে ততবার কিন্তু আমি রাপুনজেলই শুনেছি, রিপানজাল না। আর ছোটবেলায় যতগুলো গল্পের বই পড়েছি সবগুলোতেই রাপুনজেলই লেখা ছিল। কি জানি ভুলও হতে পারে হয়তো।
২|
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৬
নাআমি বলেছেন: ছবিসহ রাজারানীর গল্পটা দারুন লাগল !
রাপুনজেল...রাজকুমারীর নামটা কিন্তু দারুন!
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৪
ফুল পরী বলেছেন: রাজকুমারীর নামটা যেমন দারুণ, সে দেখতেও তেমনি সুন্দর আর কত সুন্দর করেই না কথা বলে আর গান গায়.................ইশ আমি যদি পারতাম!
রাজা রানীর গল্পতো সবসময়ই দারুণ!![]()
৩|
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৩
সাধারন কেউ বলেছেন: ছবিটা আমার ও অনেক ভালো লেগেছে। আপনার বর্ণনা অনেক সুন্দর হয়েছে ফুল পরী
১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৪
ফুল পরী বলেছেন: ফুল পরীর লেখা যে! সুন্দর হতেই হবে।
৪|
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৫
ওঙ্কার বলেছেন: ছবিটা আমি দেখেছি, সেজন্যই বললাম, সেখানে মেয়েটার মা তাকে 'রিপানজল' বলেই তো ডাকছে!
বাংলায় যদি তার নাম বদলে দিয়ে বই লিখে তাহলে সেটা ভিন্ন কথা।
এখানে দেখো.. Click This Link কিভাবে রাপানজল উচ্চারন করছে।
'পিইউএন' 'পান্' এভাবেই হচ্ছে। 'পুন' নয়।
তোমার লেখাটা তিতে করে দেবার কোনো ইচ্ছেই নেই।
সুন্দর মুভি, সুন্দর লেখা।
আমার বউ তো ঘোড়াটার বেশি পাগল... ম্যক্সিমাস। চোওও কিউট!
১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৫২
ফুল পরী বলেছেন: আমিতো বলেইছি ভুল হতেও পারে। শুনলাম, ওইরকমই বোধহয়। কিন্তু প্লীজ প্লীজ এখন আবার সব ঠিক করতে বলো না। কত্তগুলো বানান যে ঠিক করতে হবে তাহলে!
৫|
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৬
ওঙ্কার বলেছেন: আমার ভালো লেগেছে লেকের ওপরে ফানুস খচিত আকাশের দৃশ্যটা। থ্রিডিতে অসাধারন লাগে।
১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৬
ফুল পরী বলেছেন: সত্যি! ওই জায়গাটা কি যে সুন্দর! যখন রাপানজাল আর ইউজিন হাত ধরে বসে থাকে আর চারপাশে উড়তে থাকে ফানুসগুলো। সুন্দর! সুন্দর! সুন্দর!
৬|
১১ ই মার্চ, ২০১১ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন: বাহ! ফুল পরী'র কাছ থেকে স্বর্ণকেশী রাজকুমারীর সুন্দর গল্প জানা হলো।
যাক শেষ পর্যন্ত রাপুনজেল আর ইউজিনের বিয়ে হয়ে গেল। আমিতো ভেবেছিলাম কি থেকে কি হয়। টেনশনে মরে যাচ্ছিলাম
১২ ই মার্চ, ২০১১ রাত ১২:০২
ফুল পরী বলেছেন: যাহ মুনাপু টেনসনের কি হল? জানো না এটা হল রূপকথা আর রূপকথায় যত যাই ঘটুক না কেন সবার শেষে কিন্তু they lived happily ever after and after and after...........![]()
অনেকটা বাংলা সিনেমার মতই![]()
৭|
১১ ই মার্চ, ২০১১ রাত ১০:০১
ওঙ্কার বলেছেন:
১২ ই মার্চ, ২০১১ রাত ১২:০৮
ফুল পরী বলেছেন: ম্যাক্সিমাস সত্যি কিউট। কি সুন্দর করে চোখ নাচায় আর ভঙ্গী করে মুখের! he is a real sweetheart ![]()
৮|
২১ শে জুলাই, ২০১১ রাত ১২:২৭
শায়মা বলেছেন: র্যাপান্জেলের একটা বাংলা গল্পও আমি শুনেছি কমলাসুন্দরী নামে।
সেখানে র্যাপান্জেল র্যাপান্জেল লেট ডাউন ইওর হেয়ার এর বদলে বলে কমলা কমলা চুল খুলে দাও ........![]()
০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৫১
ফুল পরী বলেছেন: বান্ধবী কমলাসুন্দরীর গল্পটা লিখে ফেলোতো একদিন ঝটপট ![]()
৯|
০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৩৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আমার একটা বন্ধু আছে, ওকে আমি রাপুনজেল নামে ডাকি। ও আমাকে বলেছিলো রাপুনজেল নামের নাকি একটা প্রিন্সেস ছিলো। ওই প্রিন্সেসের অনেক বড় চুল ছিলো। আমার ওই ফ্রেন্ডেরও অনেক বড় আর সুন্দর চুল ছিলো। তাই ওকে রাপুনজেল নামে ডাকতাম।
তোমার সব পোস্ট সময় করে পড়তে হবে। আমার এমন পোস্টগুলা অনেক ভালোলাগে। ![]()
০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৫৬
ফুল পরী বলেছেন: স্মৃতির নদী তোমার বান্ধবীটাকে দেখতে ইচ্ছা হচ্ছে খুব। দেখি আমার সাথে প্রতিযোগিতায় ও পারে কি না ![]()
১০|
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: এহ!! আসছে প্রতিযগিতায় নামতে। তুমি বিশ্বসুন্দরী হইলেও আমার ফ্রেন্ড তোমার চেয়ে বেশী সুন্দর। যদিও এখন চুল আর আগের মত এত বড় নেই। তাও তুমি ওর কাছে হেরে যাবা।
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২৫
ফুল পরী বলেছেন: তুমি কি হিংসুটে স্মৃতির নদী! আমি কি বলেছি আমি সুন্দরী হ্যাঁ? কিন্তু আমার চুল এখনও পড়ে যাচ্ছে না গো, এই লম্বা এখনও এখনও ![]()
১১|
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: কাটুন দেহিনা
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৫৬
ফুল পরী বলেছেন: কাটুন দেখো না! কি দেখো হামা হুম হুম? সব মারামারি আর কাটাকাটি? উহ দেখেলেই তো কেমন লাগে!
১২|
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৩৩
প্লাকিং বলেছেন: এই ছবিটা কম্পুতে আছে। দেখবো দেখবো করে দেখা হচ্ছে না। একটু টেনে টেনে দেখেছি। রাজকুমারীর লম্বা চুল দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ। পুরাটা দেখলে কি হবে মাবুদ জানে।
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৫৯
ফুল পরী বলেছেন: তুমি যদি রূপকথাকে সত্যি ভেবে দেখতে চাও তাহলে তো বোকার মত হাসি পাবেই প্লাকিং। রূপকথা দেখতে হয় রূপকথার দেশে হারিয়ে যেয়েই। বুঝলে? ![]()
১৩|
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:৪৩
ম্যাভেরিক বলেছেন: সুন্দর কাহিনীটি পড়ে ফেললাম। রাপুনজেলের মা লেটুস পাতার সালাদ খাওয়ার কারণে মেয়ের নাম হয়েছে রাপুনজেল। কাহিনীর মূল, জার্মান ভাষায় উচ্চারণ রাপুনজেল, ইংরেজিতে কিছু পরিবর্তিত হয়েছে।
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৯
ফুল পরী বলেছেন: থ্যাংকু ম্যাভেরিক। ![]()
আমিওতো তাই জানতাম 'রাপুনজেল'। কিন্তু মুভিটাতে অন্যরকম করে বলছিল যে!
১৪|
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:৪৭
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: এই কার্টুনতো আমি দেখিনি
আপনারকি হাতে ব্যথা???
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:০৪
ফুল পরী বলেছেন: এই কার্টুন দেখো নি পাগলাঘোড়া? দেখে ফেল ঝটপট ![]()
আর আমার হাতে ব্যথা হবে কেন? হাততো ভালই আছে। ![]()
১৫|
০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:১৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
অনেক সুন্দর! ছবি লেখা দুটোই! +
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:৪৫
ফুল পরী বলেছেন: ফুল পরীর লেখা যে! আর গল্পটা এক স্বর্ণকেশীর...সুন্দর না হয়ে যাবে কোথায় ![]()
১৬|
০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১০:১৫
অদৃশ্য বলেছেন: পরী............আপনার লিখাটি পাঠ করা হলো.......অবশ্যই ভালো লেগেছে। আর এই মুভিটাও দেখে ফেলেছি........
আপনার কবিতার জন্য অপেক্ষায় থাকলাম। লিখা দিলে জানায়েন।
শুভকামনা রইলো.......
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:৪৭
ফুল পরী বলেছেন: মুভিটা অনেক অনেক সুন্দর না অদৃশ্য? ![]()
আর ফুল পরীতো কবিতা লেখে না, ফুল পরী লেখে পরীবিতা। বুঝলে?
১৭|
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:৪৮
ফাইরুজ বলেছেন: দারুণ পোস্ট। এত দেরীতে কেন পোস্টটা পড়লাম শুধু সেটাই ভাবছি।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৯:০৬
ফুল পরী বলেছেন: থ্যাংকস ফাইরুজ। ![]()
এখন থেকে আর দেরী করো না, বুঝলে? ![]()
১৮|
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৮:৫৬
ধ্রুবমেঘ বলেছেন: এনিমেশনটা দারুণ লেগেছিল। ![]()
০৩ রা আগস্ট, ২০১১ রাত ৯:০৭
ফুল পরী বলেছেন: সত্যি অনেক অনেক সুন্দর বানিয়েছে ![]()
১৯|
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৫:২৮
শোশমিতা বলেছেন: ফুল পরীর দেশে এসে স্বর্ণকেশী রাজকুমারীর সুন্দর গল্প পড়লাম
অনেক ভালো লাগলো!
০৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫৮
ফুল পরী বলেছেন: স্বর্ণকেশী রাজকুমারীটা যে কত সুন্দর সুস্মি।
একদম তোমার এই ছবিটার মতই।![]()
২০|
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৯
দুখী মানব বলেছেন: সুন্দর একটা ফিল্ম
০৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫৯
ফুল পরী বলেছেন: অনেক অনেক সুন্দর একটা ফিল্ম দুখী মানব। ![]()
তুমি দুখী কেন গো? ![]()
২১|
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৮
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: সত্যি অনেক অনেক সুন্দর
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪৯
ফুল পরী বলেছেন:
সত্যি রাফী!
২২|
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:০০
আকাশগঙ্গা বলেছেন: বালা লাগিচে।মুভিটা দেখিনাই।দেকতি হবি।
সুন্দর পোষ্টের জন্যে ফুলপরীকে কাটার শুভেচ্ছা।
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৭
ফুল পরী বলেছেন: তোমাকে এত্তগুলা ফুলের শুভেচ্ছা আকাশগঙ্গা। কি সুন্দর নামটা তোমার।
হ্যাপ্পি ফ্রেন্ডশীপ ডে
![]()
২৩|
০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৪
আকাশগঙ্গা বলেছেন: তোমাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা।
যদি বন্ধু হও
হাতটা বাড়াও
হ্যাপ্পি ফ্রেন্ডশীপ ডে
![]()
আমি তোমার ব্লগে আসলাম,তুমি কিন্তু আমার ব্লগে যাও নাই
০৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫৮
ফুল পরী বলেছেন: ইইইই এক্ষুণি যাচ্ছি আকাশ বাতাস
২৪|
১১ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫৪
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: অনেক সুইট ফেয়ারী টেল ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১০
ফুল পরী বলেছেন: ফেয়ারী টেলতো সবসময় সুইট...ফেয়ারীরাই যে একেকজন সুইটের খনি... ![]()
২৫|
১১ ই আগস্ট, ২০১১ রাত ৯:১৬
হাসান মাহমুদ তানভীর বলেছেন: চুলের ক্ষমতা চোখের পানিতে গেল কি করে!
?
অনেক কষ্ট করেছেন
উপস্থাপনা চমৎকার .........
++++++++++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৩
ফুল পরী বলেছেন: রাপুনজেলতো স্বর্ণফুল ধোয়া পানিটা খেয়েছিল ছোট্টবেলায়, তাই তার সবকিছুতে সেই ক্ষমতা চলে গিয়েছিল বুঝলে?
আর পরীদের গল্প লিখতে কিচ্ছু কষ্ট হয় না, বিশেষ করে ফেইরী টেল হলেতো আরো না। ![]()
২৬|
১১ ই আগস্ট, ২০১১ রাত ৯:৪৮
হাসান মাহমুদ তানভীর বলেছেন: চুলের ক্ষমতা চোখের পানিতে গেল কি করে!
?
অনেক কষ্ট করেছেন
উপস্থাপনা চমৎকার .........
++++++++++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৬
ফুল পরী বলেছেন: তোমাকে অনেক থ্যাংকস তানভীর। ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১১ রাত ৯:২৫
ওঙ্কার বলেছেন: ছবিটা চমৎকার... তবে মেয়েটার নাম রিপানজাল না!!?
রাপুনজেল কি কোন দাঁত মাজার টুথপেস্ট নাকি?