|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ক্লোন রাফা
ক্লোন রাফা
	আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
 ২৬ লক্ষ না শুধুমাত্র ১০ লক্ষ লোক’কে চাকুরি দিয়ে প্রমাণ করুক তাদের অভিযোগ আংশিক হলেও সত্যি‼️ আমি সত্যিকার অর্থেই বাংলাদেশের বেকারত্বের নিরসন হোক সেটা চাই। আয়না ঘর নিয়ে এত কাহিনি শুনলাম এখনও এটার কোন প্রকৃত অবয়ব দেখতে পেলাম না। এটার বাসিন্দা বলে যারা দাবি করছেন তাদের প্রত্যেকেরই নাদুস নুদুস চেহারা দেখতে পেলাম ‼️প্রকৃত অর্থে একজনেরও বিদ্ধস্ত রুপ দেখিনি। কি সুন্দর প্রত্যেকেই সিনেমার কাহিনির মত বলে যাচ্ছে কিন্তু কোন প্রতিফলন দেখছিনা তাদের শারীরিক বা মানসিক‼️
 ২৬ লক্ষ না শুধুমাত্র ১০ লক্ষ লোক’কে চাকুরি দিয়ে প্রমাণ করুক তাদের অভিযোগ আংশিক হলেও সত্যি‼️ আমি সত্যিকার অর্থেই বাংলাদেশের বেকারত্বের নিরসন হোক সেটা চাই। আয়না ঘর নিয়ে এত কাহিনি শুনলাম এখনও এটার কোন প্রকৃত অবয়ব দেখতে পেলাম না। এটার বাসিন্দা বলে যারা দাবি করছেন তাদের প্রত্যেকেরই নাদুস নুদুস চেহারা দেখতে পেলাম ‼️প্রকৃত অর্থে একজনেরও বিদ্ধস্ত রুপ দেখিনি। কি সুন্দর প্রত্যেকেই সিনেমার কাহিনির মত বলে যাচ্ছে কিন্তু কোন প্রতিফলন দেখছিনা তাদের শারীরিক বা মানসিক‼️ 
মুল যেটা নিয়ে প্রকৃতপক্ষেই কিছু করার ছিলো তা নিয়ে তেমন পদক্ষেপ দেখতেই পাচ্ছিনা‼️আমি দুর্নীতির কথা বলছি । টাকা পাচারের কথা বলছি। সেই কথা নিয়ে খুব একটা কার্যকর কোন ভুমিকা রাখতে দেখছিনা কোন সংস্থাকে‼️এর দুটো কারন থাকতে পারে হয় যে স্কেলে প্রচার হয়েছে তার দুই পার্সেন্ট সত্য হবে হয়তো কিংবা ভাগ বাটোয়ারা করে হয়’তো সমাধানের পথে রয়েছে এই সরকার। আমার বিশ্বাস লাগামহীন দুর্নীতি হয়েছে এবং এর জন্য কঠিন ব্যাবস্থা এবং টাকা উদ্ধারে সর্বশক্তি নিয়োগ।এবং শ্বেত পত্রের মাধ্যমে প্রতিটি দুরণীতিবাজের মুখোঁশ উন্মোচন এবং ভবিষ্যতের জন্য ব্ল্যাক লিস্টেড করা হোক।  
 
অনেকগুলো অপরাধ হয়েছে এই আন্দোলনের আঁড়ালে তার প্রত্যেকটির বিচার চাই। ছাত্র জনতার চেয়ে অধিক আইন শৃংখলা বাহিনীর সদস্য হত্যা করা হয়েছে এ কথা কেউ বলছেনা। ধানমন্ডি ৩২ নাম্বারে কেনো আগুন দেওয়া হলো⁉️ক্ষমতার সাথে কোন সম্পর্ক নেই এই মিউজিয়ামের । এটা আমাদের জাতিয় সম্পদ। ধানমন্ডি ৩২ নাম্বার শুধু ইট কাঠের একটি ভবন নয়। এটা বাংলাদেশের জন্মের সুতিকাগার । এর প্রতি প্রচন্ড আক্রোশ একমাত্র স্বাধীনতা বিরোধীদের। জেলখানায় কারা রক্ষীদের হত্যা করে জঙ্গীদের মুক্ত করার সাথে আন্দোলনের সম্পর্ক কি⁉️
সারাদেশে থানা আক্রমন করে অস্র, গোলা,বারুদ লুট করলো কারা এই আন্দোলন’কে ব্যাবহার করে⁉️ থানা ,ফারি জ্বালিয়ে সরকারি সম্পদ ধ্বংসের কারিগর কারা⁉️ আনসার ক্যাম্পে হত্যা এবং ধ্বংসযজ্ঞের সন্ত্রাসী কার্যকলাপের দ্বায় কাদের⁉️ আরো অনেক প্রশ্ন আসবে সামনে ।আমাদের শহিদ মিনারে জাতির জনকের অপমানের কারন কি⁉️ আশা করি বর্তমান সরকার পরিচালকরা তথ্য সহকারে স্বচ্ছ জবাব দিবেন কোন অজুহাত না দেখিয়ে। কারন আমার ধারণা এটাই আন্দোলনের মুল স্পিরিট। 
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:১৯
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:১৯
ক্লোন রাফা বলেছেন: স্বাধীনতা ২.০ তাহোলে কোন স্বাধীনতা⁉️
২|  ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৩
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৩
আরািফন বলেছেন: স্বাধীনতা ২.০ হলো স্বৈচার পতনের স্বাধীনতা
  ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৯
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৯
ক্লোন রাফা বলেছেন: আন্দোলনের ট্যাগ লাইন কি ⁉️
৩|  ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২১
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: 
লেখক বলেছেন:  আয়না ঘর নিয়ে এত কাহিনি শুনলাম এখনও এটার কোন প্রকৃত অবয়ব দেখতে পেলাম না  
আয়নাঘরের ভিক্টিমদের দেখার পরেও যাদের আয়নাঘর নিয়ে সন্দেহ আছে, আমার তাদের পৃথিবীতে এক্সিস্ট করা নিয়ে সন্দেহ আছে। কারন আমরা তাদের বাবা-মাকে একত্রে মিলিত হতে দেখিনি। সুতারং তারা যে আসলেই জন্ম নিয়েছে তার প্রমান কি? হতে পারে এটা চোখের ভ্রম
  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ৭:৪৫
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ৭:৪৫
ক্লোন রাফা বলেছেন: পাকি বির্যে অবৈধ জন্মগ্রহণকারিদের মনে অনেক উদ্ভট প্রশ্নের উদয় হয়। কারন আত্মপরিচয়ের গ্লানি নিয়ে সব সময় সংকিত এই গোষ্ঠি না ঘর’কা না ঘাট’কা ‼️এটা বাঁশের কেল্লা না , এটা আমাদের সামু ব্লগ .....
৪|  ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২৭
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:২৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: 
এই নিন আপনাদের ভারতীয় কর্মীর প্রমান। শুধু নির্মাণ সেক্টরেই নয়,  এখানে ক্লিল করে  গার্মেন্টস সেক্টরে ভারতীয় কর্মীর সংখ্যাও দেখুন। 
  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ৭:৫০
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ৭:৫০
ক্লোন রাফা বলেছেন: কাঠালপাতা ভক্ষনকারির উপলব্দি করার কোন সক্ষমতাই। যথাযথ প্রশ্নের তথাকথিত উত্তর না প্রকৃত উত্তরের সাথে বর্তমান ফলাফল দেখতে চাই।
৫|  ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪  ভোর ৬:৩৪
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪  ভোর ৬:৩৪
ক্লোন রাফা বলেছেন: Click This Link তখন বোন ছিলো ,এখন কোটায় নিয়োগ পাওয়ার পর আমার কেউ হয় না । শুধুই পরিচয় পিতা/মাতার সন্তান। হায়রে মানুষ....।
৬|  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৩০
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: 
লেখক বলেছেন: কাঠালপাতা ভক্ষনকারির উপলব্দি করার কোন সক্ষমতাই।
এই বাক্য কোন অর্থ প্রকাশ করছে কি? গোমূত্র  পার করলে এর চেয়ে বেশি কিছু অবশ্য পারার কথা না।
  ১১ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৩৫
১১ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৩৫
ক্লোন রাফা বলেছেন: Click This Link ক্ষমা নাই .... রেকর্ডে থাকবে..
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:১২
১১ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১২:১২
শূন্য সারমর্ম বলেছেন:
সমন্বয়কদের চোখ ব্লগে পড়লে সমস্যা হবে।