নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির মানুষের পক্ষে । বহুরুপি বা

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

ছাত্র জনতা আহতদের কাছে জিজ্ঞাসা

১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২১


আন্দোলনে আহতদের বলছি...

তোমাদের কারও চোখ নেই, কারও হাত নেই, নেই কারও পা। চিকিৎসা সহায়তার জন্য রাস্তায় তোমরা আন্দোলন করছো।

কিন্তু, তোমরা কি জানো, তোমাদের চিকিৎসা হবে না?

তোমরা কি জানো, তোমরা বিনা চিকিৎসায় মারা না গেলে এ সরকারই তোমাদের এক এক করে টার্গেট কিলিং করে আওয়ামী লীগের উপর দোষ চাপাবে?

তোমরা কি জানো, তোমরা এ সরকারের জন্য কত ভয়ংকর বিপদ? কত ভীবৎস বিষফোঁড়া?

কারণ একটাই। তোমরাই এ আন্দোলনে তাজা গুলি খাওয়া প্রত্যক্ষ স্বাক্ষী। যারা মারা গেছে তারা তো আর স্বাক্ষী দিতে পারবে না, তাই না?

আজ হোক আর কাল হোক, তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসবে, গুলিটা কি আদৌ পুলিশ করেছিলো? পুলিশ কোথায় ছিলো, তুমি কোথায় ছিলে, গুলি কোন দিক থেকে এসে তোমার শরীরের কোথায় লাগলো?

তোমাদের মনে কি প্রশ্ন আসেনা, কেন আন্দোলনে কেবল নিহতদের জন্য মামলা হয়েছে? তোমাদেরকে আহত করার জন্য মামলা কোথায়?

না, তোমাদের জন্য মামলা হবে না। কারণ, মামলা হলে বিচারকালে তোমাদের জেরার সম্মুখীন হতে হবে। নিহতদের ক্ষেত্রে সেই সুযোগ নেই, ক্লিয়ার?

তোমরা কি শুনো নাই, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কী বলেছে? বলেছে, এ অভ্যূত্থান ব্যর্থ হলে সকলের মুখোশ খুলে দেবে! কাদের মুখোশ?

তোমরা কি শুনো নাই, সমন্বয়ক হাসিব কী বলেছে? বলেছে, মেট্রোরেলে আগুন আর পুলিশ না মারলে এ অভ্যূত্থান সফল হতো না। একটু মাথা খাটাও, অভ্যুত্থান সফলের জন্য যদি লাশেরই প্রয়োজন হয়, কোন লাশ পাওয়া সহজ? পুলিশের, নাকি তোমাদের?

তোমাদের শরীরের সেই নিষিদ্ধ ৭.৬২ বোরের বুলেট কারা ছুঁড়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের অনুমান শুনছো কি? আর্মি থেকে বহিস্কৃত কমান্ডো যারা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেনেড দিয়ে খেলেছি, বুলেট দিয়ে খেলেছি তারা কাদের গুলি করেছে, ভেবেছো কি?

ড. ইউনুসের ভাষ্যমতে, এ অভ্যুত্থান একটি মেটিকিউলাস প্ল্যানের সফল বাস্তবায়ন। তোমাদের চোখ, তোমাদের হাত, তোমাদের পা সেই প্ল্যানের অংশ কি?

বিগত সরকার তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নামাবে, নাকি অন্য কেউ মেটিকিউলাসলি তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে সরকার তাড়ানোর প্ল্যান করবে?

ভাবো। ভাবতে তোমাদের হবেই। কারণ ক্ষতিটা যে হয়েছে তোমাদেরই।

#ATeam 20241150

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:



এখানে কারা ছাত্র?

আর কারা জনতা?

২| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


কেউ কেউ
আবার বলছেন-

বিপ্লব!

আরে রামছাগল, বিপ্লব সম্পর্কে কোন ধারণা আছে?
কোন পড়াশোনা আছে?

বেকারদের চাকরি পাবার কোট বদলানোর আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়ে চান্স নেয়।
তারা চালায় সীমাহীন জ্বালাও, পোড়াও আর নারকীয় হত্যাকান্ড।

পচা শামুকে পা কাটে শেখ হাসিনার।

এর কোমলমতিরা মন্ত্রী হয়ে গিয়ে বলতে থাকে বিপ্লব করে ফেরেছে।

১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

ক্লোন রাফা বলেছেন: এখানে বিপ্লব হোক আর গণ অভুথ্যান হোক ! যে যা খুশি বলুক ! আমি বুঝতে পারছি শেখ হাসিনা চলে গেছেন দেশ ছেড়ে। আমি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাই। অপরাধিদের সত্যিকার অর্থেই বিচার চাই। বাংলাদেশটা আমাদের সকলের। এরকম অনিয়মে একটি দেশ যুগের পর যুগ অতিক্রম করতে পারেনা।সব কিছু রাজনৈতিক কালার দিয়ে পার পেয়ে যাক এটা কাম্য নয়। অনেক’তো হলো এবার নিয়ম শৃংখলার মাধ্যমে পরিচালিত হোক আমাদের স্বাধীন বাংলাদেশ।
ধন্যবাদ॥

৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৪

কামাল১৮ বলেছেন: বক্তব্যের সাথে সহমত।যেদিন প্রথম শুনলাম আমি রাজাকার সে দিনই নিশ্চিত হয়ে গেলাম এরা সত্যি রাজাকার।

১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১

ক্লোন রাফা বলেছেন: পরিকল্পিত ভাবেই শাব্দিক অর্থে রাজাকারের গ্রহণযোগ্যতা বাড়ানোর অপচেষ্টা আছে।এবং প্রকৃত অর্থেই উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে রাজাকারের আওলাদদের এই আন্দোলনে!
কিছু কিছু দল রাজাকারদের রাজাকার না বলে নিষ্পাপ হিসেবে উপস্থাপন করে থাকে হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
ধন্যবাদ॥

৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫

আহরণ বলেছেন: বঙ্গবন্ধু কন্যা আগেই বলেছিলেন : এখানে ছাত্রদের কোন ভুমিকা ছিল না। এই আন্দোলন জামাত শিবির জঙ্গিরা দখল করে নেয়।

১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

ক্লোন রাফা বলেছেন: হুম....ভুমিকা ছিলোনা এটা পুরোপুরি সত্য নয়। তবে আন্দোলনের নিয়ন্ত্রন তারা হারিয়েছিলো এটাও খুব পরিষ্কার। এখন সময় বলে দেবে তারা আসলে কার পারপাস সার্ভ করলো শেষ পর্যন্ত‼️
ধন্যবাদ॥

৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪০

মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর ইউনুস যে মিটিকিউলাস ও প্ল্যনন্ড আন্দোলনের কথা বলেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।দেশব্যপী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বয়ক গঠন করে যেভাবে একটা আন্দোলন সংগঠিত ও পরিচালনা করা হয়েছে তা অবস্যই ইউনিক । পার্শ্ববর্তী বৃহত্তম দেশের সরাসরি সমর্থনে বছরের পর বছর জোড়পুর্বক বসে থাকা এই বিশ্বের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর এক মাফিয়া রেজিমকে ঊৎখাত করা এই বৈষম্যবিরোধী আন্দোলন ইতিহাসের পাতায় স্থান করে নেবে সেটা নিশ্চিত থাকতে পারেন। শুধু আমাদের দেশেই নয়, বিভিন্ন দেশে এই আন্দোলন নিয়ে অনেক গবেষনা হবে, অনেক থিসিস লেখা হবে সামনে।

এবার আসা যাক আন্দোলনের সময়ে সংঘটিত হত্যকান্ড ও জ্বালাও পোড়াও বিষয়ে। জুলাই -অগাস্ট আন্দোলনে হত্যকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমিও মনে করি। শেখ হাসিনা রক্তের বন্যা বইয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আইন শৃংখলা বাহিনী ও সেনাবাহিনী তার সাক্ষী। এই বিষয়ে আপনাদের অপপ্রচার বিশেষ কার্যকরী হবে না।

তবে ব্রিগেডিয়ার সাখোয়াৎ যে কিছু অস্ত্র বেসামরিক লোকদের হাতে গিয়েছে বলে বক্তব্য দিয়েছিল তার তদন্ত হওয়া উচিৎ বলেই মনে করি। কাদের কাছে গেছে সে অস্ত্র জানাটা জরুরী। বিএনপি ও জামাত যে ছাত্র আন্দোলনের সুযোগ নেবে তা বোঝার জন্যতো আইন্সটাইন হবার প্রয়োজন নাই। মেট্রো রেল স্টেষন, বিটিভি ভবনে কারা আগুন দিল , থানাগুলো কারা হামলা করেছে এসব প্রশ্নের উত্তর জানা জরুরী। বিএনপি/ জামাত বিচারের বিষয়ে একেবারেই আগ্রহী নয়। আন্দোলনে তাদের অনেক কর্মী মারা গেছে সেটা তারা মুখে বলছে কিন্ত দলের পক্ষ থেকে একটা মামলাও করা হয়নি !! নির্বাচনের জন্য তাদের মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগে বোঝাই যাচ্ছে যে , তারা তাদের অপকর্ম প্রকাশ হবার ভয়ে আছে।

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪০

ক্লোন রাফা বলেছেন: যদি দেশের কল্যাণে তারা কাজ করে অবশ্যই সমর্থন থাকবে আপামর সাধারন মানুষের। আন্দোলন নাকি মিটিকুলাস প্ল্যান এখনও সঠিক তথ্য প্রমাণ পরিলক্ষিত হয় নাই। বিগত সরকার শতভাগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই। ২০১৪ সালের নির্বাচন করার বিকল্প কিছু ছিলোনা! কারন দেশে তখন অরাজক পরিস্থিতি ছিলো। জামাত/ শিবির/ ছাত্রদল ও বিভিন্ন জঙ্গি সংগঠন দেশটাকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করার জন্য হেনো কোন অপকর্ম নাই তারা করে নাই! আশা করি এত দ্রুত সৃতি থেকে মুছে যায় নাই‼️যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার প্রচেষ্টা ছিলো সেটা। জীবন্ত মানুষ , গরু, ছাগল, হাঁস,মুরগি কোন প্রাণি রক্ষা পায় নাই তাদের নৃশংস আক্রমন থেকে। আগুনে ঝলসে দিচ্ছিল সব কিছু। সেই বিবেচনায় নির্বাচন করার কোন পরিবেশই ছিলোনা। দেশের মানুষ এবং সম্পদ রক্ষার জন্য আবশ্যিক ছিলো আওয়ামিলীগের সরকারে থাকা।

২০১৮’তে সঠিক নির্বাচন করার সুযোগ পেয়েছিলো আওয়ামিলীগ । সকল দল নিয়ে সুবর্ন সুযোগ ছিলো একটি দৃষ্টান্তমুলক সুন্দর নির্বাচন করার। কিন্তু তখন দল চলে গেছে কিছু লোভি, পিশাচ ও অসৎ কিছু দুর্ণিতীব্জ সরকারি কর্মকর্তা , ব্যাবসায়ি, সন্ত্রাসী ও হাইব্রিড নেতা কলংকজনক একটি নির্বাচন উপহার দেয়! ২০২৪-এর নির্বাচনটারও বারোটা বাজিয়েছে মুলত ঐ রাক্ষসরা। এটা আসলে কোন নির্বাচনই ছিলোনা।

এখন আমি চাই বর্তমান প্রেক্ষাপটে যে পট পরিবর্তন হয়েছে তার প্রতিটি ঘটনার স্বচ্ছ ছবি। প্রতিটি হত্যাকান্ড ও নাশকতার সঠিক তদন্ত ও বিচার। কোন ইন্ডেমিনিটি দেওয়া চলবেনা। আমি পুলিশের বিরুদ্ধে প্রচুর পোষ্ট করেছি। কিন্তু আমি চাই তারা যে নৃশংসতার শিকার হয়েছে তার প্রতিটি ঘটনার বিচার হোতেই হবে। প্রতিটি ছাত্র হত্যার ক্রিস্টাল ক্লিয়ার তদন্ত ও বিচার । হোক সেটা আত্মঘাতী, চক্রান্ত কিংবা তৃতিয় পক্ষের কারসাজি কিংবা কোলাটরেল ড্যামেজ। কারন কোথাও না কোথাও থেকে শুরু করতেই হবে। ইতি হোক
পরবর্তি সৈরাচার তৈরির প্রক্রিয়া।

আমি আমার পক্ষের বা পছন্দের দল এবং আদর্শ’কে সততার সাথে অবশ্যই ডিফেন্ড করবো। আশা করি বুঝতে পেরেছেন আমার অবস্থান।
ধন্যবাদ॥

৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:

এই রকম আন্দোলনের নামে নারকীয় ধ্বংসযজ্ঞ এই দেশে আগে আর কখনোই হয়নি।
এই অপকর্মের বিচার করবে কারা?

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮

ক্লোন রাফা বলেছেন: বিচার হয়েছে / আবার অনেক বিচার হয়নি। হয়নি কারন কেউ কেউ বিচার চায়নি ও করেনি! তবে আমার দৃঢ বিশ্বাস ২০২৪-এর ঘটনার বিচারও হবে ইংশাআল্লাহ্ ।
ধন্যবাদ॥

৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭

বাকপ্রবাস বলেছেন: পালাইসেরে পালাইসে শেখ হাসিনা পালাইসে। শেষ পর্যন্ত জামাতের কাছেই ধরাটা খাইল

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭

ক্লোন রাফা বলেছেন: তাহলে আপনার ধারনা বর্তমান প্রেক্ষাপট তৈরির মুল কারিগর জামাত/ শিবির ⁉️ আপনি কি খুশি জামাতের সাফল্যে?

ধন্যবাদ॥

৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

তাবরিযি বলেছেন: গুলি করি, মরে একটা, আহত হয় একটা, ঐ একটাই যায় স্যার বাকিডি যায় না... মেটিকিউলাস প্ল্যান... ভ্যাঁ...ভ্যাঁ...

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৩

ক্লোন রাফা বলেছেন: পুরো ভিডিও দেখেছেন আপনি⁉️ আমি দেখেছি, এবং ব্রেনে সেভ করে রেখেছি ...

৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ব্লগার রাফা, আমরা আপনার পুরানো নিকটির ইমেইল পরিবর্তন সংক্রান্ত বিষয়টি নিয়ে কাজ করছি। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা দুঃখিত।

১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ , আপনাদের প্রচেষ্টার জন্য । আশা করি আমি আমার নিকটি ফেরত পাবো।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

আরইউ বলেছেন:


রাফা,

আন্দোলনে নিহত আর আহতরা হচ্ছে দাবার খুটি! এদের মিটিকুলাসলি ব্যবহার করা হয়েছে; ব্যবহার শেষে টিস্যু পেপারের মত ফেলে দেয়া হয়েছে। সেই টিস্যু পেপার যখন টয়লেটের রাস্তা ব্লক করেছে (রাস্তায় নেমে আন্দোলন করেছে) তখন জামাতের ভাড়প্রাপ্ত আমীর আসিফ নজরুল সহ এডভাইজররা গেছে সেই ময়লা পরিষ্কার করতে।

ব্লগে রগকাটার তালিকা প্রস্তুতকারী ঢাবিয়ান ওরফে মেঠোপথ২৩-এর কানে কানে ক্লিনটন কোটায় নোবেল পাওয়া ইনুচ বইলা গেছে মিটিকুলাস প্লান বলতে সে কী বুঝাইছে। ইনুচ আর ঢাবিয়ান মনে ঐতছে ইয়ার দোস্ত!

মেট্রো রেল-এ আগুন দেয়া আর পুলিশ হত্যার দায়তো এক মেধাবী নিজেই নিছে। এগুলা না করলে আন্দোলন সফল হইতোনা। আন্দোলন সফল করতে মেধাবীরাই এইসব ধংসযজ্ঞ আর গণহত্যা চালাইছে। মেধাবীর নিজেরা নিজেদের কতজনের লাশ ফেলছে আন্দোলন সফল করতে তার নির্মোহ তদন্ত হওয়া জরুরী।

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৬

ক্লোন রাফা বলেছেন: আপনার চাওয়ার সাথে আমার চাওয়ার মিল আছে । আমি সত্যিকার অর্থেই সঠিক তদন্ত ও বিচার চাই। উপসংহার টানা যায় ঘটনার পর ঘটনা পর্যবেক্ষন করে। কিন্তু আমি আইনি প্রক্রিয়ায় প্রমাণের ভিত্তিতে শতভাগ শাস্তি নিশ্চিত করা হোক।
ধন্যবাদ॥

১১| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই; চুয়াত্তর জন কোরআনের হাফেজ কেন মারা গেল? কোটা আন্দোলনের সাথে তাদের কি সম্পর্ক? আমার নিজের ফুফাতো ভাই কোরআনের হাফেজ।অভাব অনটনের সংসারের জ্বালা সহ্য করতে না পেরে সে সৌদি আরব গিয়ে এখন শেখ দের রিসোর্ট দেখা শোনা করে। এই যে চুয়াত্তর জন হাফেজ মারা গেল তাদের ম্যাক্সিমাম দরিদ্র পরিবারের সন্তান।তারা যে শিক্ষায় শিক্ষিত হয় তা দিয়ে দেশে জীবিকা নির্বাহ সবার পক্ষে সম্ভব হয় না। এদের কে মাদ্রাসার বড়ো হুজুরেরা রাস্তায় নামাইসে।তাবলীগ জামাতের সাদ পন্থী হুজুরদের কথায় অনেক টা ক্লিয়ার যে জুবায়ের পন্থী হুজুর ( হেফাজতি) রা মাদ্রাসার ছোট ছোট ছেলেদের রাস্তায় নামায় গেঞ্জাম করার জন্য। এই হতভাগ্য ছেলে গুলো ওস্তাদের কথায় রাস্তায় নামে; গুলি খায় মারা যায়। তার বিনিময়ে ইন্ট্রাম সরকারের ধর্ম উপদেষ্টার পথ পান খালিদ হোসাইন; যাত্রাবাড়ীতে একটি বেওয়ারিশ লাশ মর্গে ছিল। এই লাশ একজন মাদ্রাসার ছাত্রের।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২০

ক্লোন রাফা বলেছেন: আপনার জানতে চাওয়াটা খুব বাস্তব। জানতে চাওয়ার পুর্বেই, যাঁদের জানানো ফরজ ছিলো । তারা প্রত্যেকেই নিজ’কে রাজা, মহারাজা , সম্রাট মনে করে! অথচ দেশটা মুক্ত স্বাধীন করলো যে সাধারন মানুষ। তাদের’কে প্রজা বানিয়ে প্রভুর আসনে বসে গেছে কিছু মানুষের মত দেখতে দানব! মানুষের মত দেখতে হোলেও সবাই কিন্তু মানুষ হয়না। এখন যারা মেটিকুলাসলি আমাদের ত্রানকর্তা হিসেবে আবির্ভুত হয়েছেন । তারা কিন্তু ছল চাতুরি করে ধোকা দিয়ে তাদের প্রভুর আশির্বাদে অধিষ্ঠিত। কাজেই তারা আমার আপনার পারপাস সার্ভ করবে কোন কারন নেই। তারা বর্গীর মত উড়ে এসে জুড়ে বলেছে!
মনে হয় না ম্যাজিক্যাল কিছু ঘটবে । কাজেই কোন জিজ্ঞাসার উত্তর পাবেননা নিশ্চিত থাকুন!

১২| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮

তানভীর_আহম্মেদ বলেছেন: সবখানে দেখি এতিমের কান্নাকাটি। :D
প্রোপাগান্ডার পার পোস্ট কত করে?
বমি শিয়ালের শাবক ছানার দল।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: এই ব্লগ’টি একজন স্বাধীনতা একাত্তরে বিশ্বাসী অতি নগণ্য সাধারন নাগরিকের । এখানে শার্লক হোমস অথবা কিরিটি রায়ের উদঘাটন করার কিছু নেই!
বাঁশের কেল্লার পাঠাদের ম্যাতকার করার বিপদ জনক এলাকা। ২য় বার কোন সুযোগ না দিয়ে খোয়ারে প্রেরণ করা হয়।

Remember,also Mind it .

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: অনেক হত্যার সরাসরি ভিডিও আছে আবার অনেক হত্যার ভিডিও নাই।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২০

ক্লোন রাফা বলেছেন: সঠিক , কিন্তু সব হত্যা , হত্যাই । এবং প্রতিটি হত্যার বিচার করা ফরজ। আমাদের চাওয়া একই মনে করি আমি। সঠিক তদন্ত এবং সুষ্ঠ বিচার।
ধন্যবাদ,প্রামানিক।

১৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

মেঘনা বলেছেন: জুলাই- আগস্টের আন্দোলন একাত্তরের প্রতি বিপ্লব।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৩

ক্লোন রাফা বলেছেন: এভাবে ভেবে দেখিনি ! একটু ব্যাখ্য করে বলুন’তো কেনো আপনার এমন মনে হোচ্ছে⁉️

ধন্যবাদ,মেঘনা॥

১৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের পতন দরকার ছিলো; তবে, যাদের হাতে এখন দেশ আটকা পড়েছে, এরা ভয়ংকর লোকজন।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২

ক্লোন রাফা বলেছেন: হয়’তো দরকার ছিলো। আমি প্রচন্ড রকম হতাশ এবং বিরক্ত ছিলাম ! দুর্ণিতী , অযোগ্য লোক ছিলো অধিক! অনিয়ম’কে নিয়মে পরিনত করা হয়েছিলো! চাটুকারদের জয় জয়কার ছিলো। মানুষ যত সফল হয় ততটাই অমায়িক হোতে হয় । ভিন্ন মতের প্রতি ঘৃণা কেনো পোষণ করতে হবে⁉️

ধন্যবাদ, চাঁদ গাজী।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: বাহ! এতোগুলো (প্রায় দুইহাজার) ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। হেলিকপ্টার থেকে, বহুতল ভবনের ছাদ থেকে স্নাইপার দিয়ে। হত্যা করে আবার লাশ পুড়িয়ে দেয়া হলো। আর আপনি আইছেন BAL এর ষড়যন্ত্র তত্ত্ব লইয়া ছাত্রদের জন্য মায়া কাঁদা কান্তে। একটা খুনী ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে তাদের সব অপকর্মকে জাস্টিফাই করতে লজ্জা করে না আপনাদের? পতিত সরকারের জন্য যতোই কান্নাকাটি করেন, স্বৈরাচারী ডাইনীর আর পূর্নবাসন হবে না বাংলার মাটিতে। ড. ইউনুস ব্যর্থ হলে তার জায়গায় আরেকজন আসবে। কিন্তু ভোটচোর, খুনী, ১৮ লক্ষ কোটি টাকা পাচারকারী, গুমখুনের নায়িকাকে আর বাংলার মসনদে বসতে দেয়া হবে না। তাই কান্নাকাটি কম কর পিও।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০০

ক্লোন রাফা বলেছেন: হুম....২ হাজার অথবা ২জন হোক প্রতিটি হত্যার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের পক্ষে আমার অবস্থান। আপনি’তো আপনার দৃষ্টিকোন থেকে রায় দিয়ে দিলেন। এটাই হলো মিডিয়া এবং প্রোপাগান্ডার সফলতা। অনেক সময় যা দেখা যায় ঘটনা তেমন নাও হোতে পারে।

আমি কি চাই বা না চাই সেটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনার সাথে আমার চাওয়ার ভিন্নতা থাকতেই পারে। যাচাই বাছাই করার জন্য লক্ষ কোটি মানুষ আছে । তাদের’কে কি মাইনাস করে দিতে চান! যদি মানুষ তাকে ফিরিয়ে আনে কি করবেন আপনি⁉️

শতভাগ সৈরাচারের লক্ষন দেখতে পাচ্ছি আমি আপনার আর বর্তমান এনজিওগ্রাম সরকারের মাঝে‼️সময় আছে সংযত হোন এবং সুস্থ আচরন করুন।
ধন্যবাদ॥

১৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৮

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আমি কি চাই বা না চাই সেটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনার সাথে আমার চাওয়ার ভিন্নতা থাকতেই পারে। যাচাই বাছাই করার জন্য লক্ষ কোটি মানুষ আছে ।
বাহ। পনের বছর ভোট চুরি করে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল যে সরকার, সেই খুনী, ফ্যাসিস্টদের সমর্থক হয়ে এখন নিজের 'গণতান্ত্রিক অধিকার' নিয়ে বেশ সোচ্চার হলেন দেখছি ! লক্ষ কোটি মানুষের ভোটাধিকার পায়ে দলে যখন দিনের ভোট রাতে করা হয়েছিল, আমি-ডামির হাস্যকর নির্বাচন করা হয়েছিল তখন কোথায় ছিল লক্ষ কোটি মানুষের প্রতি এমন আস্থা ! এই দেশের মানুষ এখনও এতো পাগল হয়নি যে মতপ্রকাশের অধিকার হরণকারী, ভোটচোর, খুনী, টাকা পাচারকারী রক্তচোষা মাফিয়াদের আবার বাংলার মাটিতে ফেরত আনবে। ওদের জন্য রয়েছে কেবলই ঘৃণা আর জন ধিক্কার।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১০

ক্লোন রাফা বলেছেন: তখনকার অবস্থানও পরিস্কার করেছি।কোন ভোট কেমন হয়েছে কোন কিছু বলার বাকি রাখিনি! আইন শৃংখলা , খুন ,রাহাজানি , সন্ত্রাস , দুর্ণীতি কখনই সমর্থন করিনি! আমি রাত কানা কিংবা দল কানা নই। একই পথে হাটলে একইভাবে বলবো এখনও!
এখন আরও বেশি বলবো , কারন সেই প্রতিশ্রুতি দিয়ে এরা এসেছে। অবশ্য আমার সন্দেহ আছে এদের এজেন্ডা ভিন্ন মনে হোচ্ছে‼️
পুরোপুরি জঙ্গি আর স্বাধীনতা বিরোধীদের জগা খিচুরি এনজিওগ্রাম দেখতে পাচ্ছি।সংগ্রাম চলছে , চলবে।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.