নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আন্দোলনে আহতদের বলছি...
তোমাদের কারও চোখ নেই, কারও হাত নেই, নেই কারও পা। চিকিৎসা সহায়তার জন্য রাস্তায় তোমরা আন্দোলন করছো।
কিন্তু, তোমরা কি জানো, তোমাদের চিকিৎসা হবে না?
তোমরা কি জানো, তোমরা বিনা চিকিৎসায় মারা না গেলে এ সরকারই তোমাদের এক এক করে টার্গেট কিলিং করে আওয়ামী লীগের উপর দোষ চাপাবে?
তোমরা কি জানো, তোমরা এ সরকারের জন্য কত ভয়ংকর বিপদ? কত ভীবৎস বিষফোঁড়া?
কারণ একটাই। তোমরাই এ আন্দোলনে তাজা গুলি খাওয়া প্রত্যক্ষ স্বাক্ষী। যারা মারা গেছে তারা তো আর স্বাক্ষী দিতে পারবে না, তাই না?
আজ হোক আর কাল হোক, তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসবে, গুলিটা কি আদৌ পুলিশ করেছিলো? পুলিশ কোথায় ছিলো, তুমি কোথায় ছিলে, গুলি কোন দিক থেকে এসে তোমার শরীরের কোথায় লাগলো?
তোমাদের মনে কি প্রশ্ন আসেনা, কেন আন্দোলনে কেবল নিহতদের জন্য মামলা হয়েছে? তোমাদেরকে আহত করার জন্য মামলা কোথায়?
না, তোমাদের জন্য মামলা হবে না। কারণ, মামলা হলে বিচারকালে তোমাদের জেরার সম্মুখীন হতে হবে। নিহতদের ক্ষেত্রে সেই সুযোগ নেই, ক্লিয়ার?
তোমরা কি শুনো নাই, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কী বলেছে? বলেছে, এ অভ্যূত্থান ব্যর্থ হলে সকলের মুখোশ খুলে দেবে! কাদের মুখোশ?
তোমরা কি শুনো নাই, সমন্বয়ক হাসিব কী বলেছে? বলেছে, মেট্রোরেলে আগুন আর পুলিশ না মারলে এ অভ্যূত্থান সফল হতো না। একটু মাথা খাটাও, অভ্যুত্থান সফলের জন্য যদি লাশেরই প্রয়োজন হয়, কোন লাশ পাওয়া সহজ? পুলিশের, নাকি তোমাদের?
তোমাদের শরীরের সেই নিষিদ্ধ ৭.৬২ বোরের বুলেট কারা ছুঁড়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের অনুমান শুনছো কি? আর্মি থেকে বহিস্কৃত কমান্ডো যারা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেনেড দিয়ে খেলেছি, বুলেট দিয়ে খেলেছি তারা কাদের গুলি করেছে, ভেবেছো কি?
ড. ইউনুসের ভাষ্যমতে, এ অভ্যুত্থান একটি মেটিকিউলাস প্ল্যানের সফল বাস্তবায়ন। তোমাদের চোখ, তোমাদের হাত, তোমাদের পা সেই প্ল্যানের অংশ কি?
বিগত সরকার তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নামাবে, নাকি অন্য কেউ মেটিকিউলাসলি তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে সরকার তাড়ানোর প্ল্যান করবে?
ভাবো। ভাবতে তোমাদের হবেই। কারণ ক্ষতিটা যে হয়েছে তোমাদেরই।
#ATeam 20241150
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
কেউ কেউ
আবার বলছেন-
বিপ্লব!
আরে রামছাগল, বিপ্লব সম্পর্কে কোন ধারণা আছে?
কোন পড়াশোনা আছে?
বেকারদের চাকরি পাবার কোট বদলানোর আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়ে চান্স নেয়।
তারা চালায় সীমাহীন জ্বালাও, পোড়াও আর নারকীয় হত্যাকান্ড।
পচা শামুকে পা কাটে শেখ হাসিনার।
এর কোমলমতিরা মন্ত্রী হয়ে গিয়ে বলতে থাকে বিপ্লব করে ফেরেছে।
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
ক্লোন রাফা বলেছেন: এখানে বিপ্লব হোক আর গণ অভুথ্যান হোক ! যে যা খুশি বলুক ! আমি বুঝতে পারছি শেখ হাসিনা চলে গেছেন দেশ ছেড়ে। আমি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাই। অপরাধিদের সত্যিকার অর্থেই বিচার চাই। বাংলাদেশটা আমাদের সকলের। এরকম অনিয়মে একটি দেশ যুগের পর যুগ অতিক্রম করতে পারেনা।সব কিছু রাজনৈতিক কালার দিয়ে পার পেয়ে যাক এটা কাম্য নয়। অনেক’তো হলো এবার নিয়ম শৃংখলার মাধ্যমে পরিচালিত হোক আমাদের স্বাধীন বাংলাদেশ।
ধন্যবাদ॥
৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৪
কামাল১৮ বলেছেন: বক্তব্যের সাথে সহমত।যেদিন প্রথম শুনলাম আমি রাজাকার সে দিনই নিশ্চিত হয়ে গেলাম এরা সত্যি রাজাকার।
১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
ক্লোন রাফা বলেছেন: পরিকল্পিত ভাবেই শাব্দিক অর্থে রাজাকারের গ্রহণযোগ্যতা বাড়ানোর অপচেষ্টা আছে।এবং প্রকৃত অর্থেই উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে রাজাকারের আওলাদদের এই আন্দোলনে!
কিছু কিছু দল রাজাকারদের রাজাকার না বলে নিষ্পাপ হিসেবে উপস্থাপন করে থাকে হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
ধন্যবাদ॥
৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫
আহরণ বলেছেন: বঙ্গবন্ধু কন্যা আগেই বলেছিলেন : এখানে ছাত্রদের কোন ভুমিকা ছিল না। এই আন্দোলন জামাত শিবির জঙ্গিরা দখল করে নেয়।
৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪০
মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর ইউনুস যে মিটিকিউলাস ও প্ল্যনন্ড আন্দোলনের কথা বলেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।দেশব্যপী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বয়ক গঠন করে যেভাবে একটা আন্দোলন সংগঠিত ও পরিচালনা করা হয়েছে তা অবস্যই ইউনিক । পার্শ্ববর্তী বৃহত্তম দেশের সরাসরি সমর্থনে বছরের পর বছর জোড়পুর্বক বসে থাকা এই বিশ্বের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর এক মাফিয়া রেজিমকে ঊৎখাত করা এই বৈষম্যবিরোধী আন্দোলন ইতিহাসের পাতায় স্থান করে নেবে সেটা নিশ্চিত থাকতে পারেন। শুধু আমাদের দেশেই নয়, বিভিন্ন দেশে এই আন্দোলন নিয়ে অনেক গবেষনা হবে, অনেক থিসিস লেখা হবে সামনে।
এবার আসা যাক আন্দোলনের সময়ে সংঘটিত হত্যকান্ড ও জ্বালাও পোড়াও বিষয়ে। জুলাই -অগাস্ট আন্দোলনে হত্যকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমিও মনে করি। শেখ হাসিনা রক্তের বন্যা বইয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আইন শৃংখলা বাহিনী ও সেনাবাহিনী তার সাক্ষী। এই বিষয়ে আপনাদের অপপ্রচার বিশেষ কার্যকরী হবে না।
তবে ব্রিগেডিয়ার সাখোয়াৎ যে কিছু অস্ত্র বেসামরিক লোকদের হাতে গিয়েছে বলে বক্তব্য দিয়েছিল তার তদন্ত হওয়া উচিৎ বলেই মনে করি। কাদের কাছে গেছে সে অস্ত্র জানাটা জরুরী। বিএনপি ও জামাত যে ছাত্র আন্দোলনের সুযোগ নেবে তা বোঝার জন্যতো আইন্সটাইন হবার প্রয়োজন নাই। মেট্রো রেল স্টেষন, বিটিভি ভবনে কারা আগুন দিল , থানাগুলো কারা হামলা করেছে এসব প্রশ্নের উত্তর জানা জরুরী। বিএনপি/ জামাত বিচারের বিষয়ে একেবারেই আগ্রহী নয়। আন্দোলনে তাদের অনেক কর্মী মারা গেছে সেটা তারা মুখে বলছে কিন্ত দলের পক্ষ থেকে একটা মামলাও করা হয়নি !! নির্বাচনের জন্য তাদের মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগে বোঝাই যাচ্ছে যে , তারা তাদের অপকর্ম প্রকাশ হবার ভয়ে আছে।
৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এই রকম আন্দোলনের নামে নারকীয় ধ্বংসযজ্ঞ এই দেশে আগে আর কখনোই হয়নি।
এই অপকর্মের বিচার করবে কারা?
৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: পালাইসেরে পালাইসে শেখ হাসিনা পালাইসে। শেষ পর্যন্ত জামাতের কাছেই ধরাটা খাইল
৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
তাবরিযি বলেছেন: গুলি করি, মরে একটা, আহত হয় একটা, ঐ একটাই যায় স্যার বাকিডি যায় না... মেটিকিউলাস প্ল্যান... ভ্যাঁ...ভ্যাঁ...
৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ব্লগার রাফা, আমরা আপনার পুরানো নিকটির ইমেইল পরিবর্তন সংক্রান্ত বিষয়টি নিয়ে কাজ করছি। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা দুঃখিত।
১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ , আপনাদের প্রচেষ্টার জন্য । আশা করি আমি আমার নিকটি ফেরত পাবো।
১০| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
আরইউ বলেছেন:
রাফা,
আন্দোলনে নিহত আর আহতরা হচ্ছে দাবার খুটি! এদের মিটিকুলাসলি ব্যবহার করা হয়েছে; ব্যবহার শেষে টিস্যু পেপারের মত ফেলে দেয়া হয়েছে। সেই টিস্যু পেপার যখন টয়লেটের রাস্তা ব্লক করেছে (রাস্তায় নেমে আন্দোলন করেছে) তখন জামাতের ভাড়প্রাপ্ত আমীর আসিফ নজরুল সহ এডভাইজররা গেছে সেই ময়লা পরিষ্কার করতে।
ব্লগে রগকাটার তালিকা প্রস্তুতকারী ঢাবিয়ান ওরফে মেঠোপথ২৩-এর কানে কানে ক্লিনটন কোটায় নোবেল পাওয়া ইনুচ বইলা গেছে মিটিকুলাস প্লান বলতে সে কী বুঝাইছে। ইনুচ আর ঢাবিয়ান মনে ঐতছে ইয়ার দোস্ত!
মেট্রো রেল-এ আগুন দেয়া আর পুলিশ হত্যার দায়তো এক মেধাবী নিজেই নিছে। এগুলা না করলে আন্দোলন সফল হইতোনা। আন্দোলন সফল করতে মেধাবীরাই এইসব ধংসযজ্ঞ আর গণহত্যা চালাইছে। মেধাবীর নিজেরা নিজেদের কতজনের লাশ ফেলছে আন্দোলন সফল করতে তার নির্মোহ তদন্ত হওয়া জরুরী।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এখানে কারা ছাত্র?
আর কারা জনতা?