নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির মানুষের পক্ষে । বহুরুপি বা

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

কিলিং মিশন শেখ হাসিনা , বাংলাদেশ

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬


বাংলাদেশে কোটার জন্য যে আন্দোলনটা হলো প্রকৃতপক্ষে সেটা কি আর কোটার আন্দোলন ছিলো⁉️ নাকি এটা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে হত্যার জন্য একটি ঘৃণ্য চক্রান্ত ছিলো‼️

আসুন ফিরে দেখি আন্দোলনের সময়ে। একটু ভাবুন শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং দেশে থাকলেন। খুব একটা পরিবর্তন কি হবে? যদি তিন মাসের ব্যাবধানে একটি নির্বাচন হয় তাহলে আওয়ামিলীগ কি নিশ্চিহ্ন হয়ে যেতো? একটু নব্বইয়ের পটভুমি মনে করে দেখুন’তো। জাতিয় পার্টিকে বিন্দু পরিমান নির্বাচনের মাঠে দাঁড়াতে না দেওয়ার পরেও ! কতগুলো আসন নিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিলো। যে দলটি আন্চলিক দল হিসেবে পরিচিত! আওয়ামিলীগের ভীত কিন্তু জাতিয় পার্টির তুলনায় অনেক বেশি। কাজেই পাওয়ার পলিটিক্সে আওয়ামিলীগের অবস্থান জামাত/বিএনপি+। এত সহজ নয় নিরপেক্ষ নির্বাচন করে আওয়ামিলীগ’কে ক্ষমতা থেকে দুরে রাখা। কাজেই এটা আওয়ামিলীগ’কে ক্ষমতাচ্যুত করার আন্দোলন ছিলোনা।

প্রকৃতপক্ষে এটা ছিলো আওয়ামিলীগ’কে ধ্বংস করে দেওয়ার নীল নক্সা । ঠিক পচাত্তরের মত পটভুমি সৃষ্টি করে শেখ হাসিনাকে হত্যা করে করাই সম্ভব। ঠিক ৭৫-এ যেমন বঙ্গবন্ধু’কে হত্যা করে আওয়ামিলীগ’কে জীবমৃত করে রেখেছিলো ! তার বেনিফিসিয়ারি ছিলো জিয়া এবং স্বাধীনতা বিরোধীরা। এবারও একই পরিনতি করার পথে ধাবিত ছিলো তথাকথিত বিপ্লবিরা! শেখ হাসিনা’কে হত্যার কয়েকটি প্ল্যান ছিলো এদের।
প্ল্যান ১/ দুর থেকে স্নাইপার দিয়ে হত্যা / এটা ইন্টেলিজেন্ট জানতে পেরে নিস্ক্রিয় করে । এবং আটক হয় স্নাইপার। ক্ষমতার পালাবদলে মুক্ত এখন!
প্ল্যান ২/ জনগণের সহায়তায় মব ক্রিয়েট করে হত্যা করে বিশ্বে প্রচার করা ক্ষুদ্ধ মানুষ হত্যা করেছে (গাদ্দাফি মডেল) ।
প্ল্যান ৩/ আমেরিকান স্টাইলে, গ্রেফতার করে ক্যাংগারু কোর্টের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়া।সাদ্দামের কথা কি মনে আছে⁉️

অলিক কল্পনা বা সিনেমার কাহিনি মনে হোচ্ছে তাইনা! তাহলে একটা সুত্র দেই - শেখ হাসিনা যে পালিয়ে যাচ্ছে এটা ভিডিও করলো কে⁉️ নিশ্চই তখনকার প্রসাশন এটা প্রকাশ করবেনা। এটা করেছিলো প্রকৃতপক্ষে সেই স্নাইপার‼️

শেখ হাসিনা’কে হত্যার চেষ্টা কিন্তু এটাই প্রথম নয়।বার বার চেষ্টা করেও হত্যা করতে পারে নাই! কারন সাধারন মানুষের দোয়া আর স্বয়ং সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন। কার সাধ্য আছে তাকে হত্যা করে!

এই চক্রান্তের সাথে কম বেশি প্রতিটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে! মুল হোতা হোচ্ছে জামাত/শিবির , হরকাতুল জিহাদ সহ কিছু তথাকথিত বুদ্ধি বিক্রেতা । নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত অনেকের সম্পৃক্ততা রয়েছে । এই যাত্রায় শেখ হাসিন বেচে গেছে এস, এস ,এফের সাহসী ভুমিকার জন্য। দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশও আছে! কিছু হাই অফিসিয়াল আছে বিভিন্ন সংস্থার।


নতুন তথ্য পেলে সংযুক্ত করা হবে।

ধন্যবাদ॥ [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/fzzaman/fzzaman-1732084301-3bc0f83_xlarge.jpg
এই হোচ্ছে সংযোগ

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: যারা ৩২ নম্বরে আগুন দিয়েছে, শেখ মুজিবের ভাস্কর্যে মুতেছে, তাদের অবশ্যই বিচার করা হবে।

দেরী হোক যায়নি সময়।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০১

ক্লোন রাফা বলেছেন: পোষ্ট না পড়ে মন্তব্য করা কোন কাজের কথা নয়‼️

২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুঝতে পারছি ২ হাজার লোককে হত্যা এবং লক্ষাধিক লোকের অংগহানী আপনার কাছে খেলনা মনে হচ্ছে।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৮

ক্লোন রাফা বলেছেন: কেকরেছে হত্যা,একটু ভাবুন ⁉️মানুষ সবচাইতে বেশি ক্ষুদ্ধ হয় কিসে একটু চিন্তা করুন। বাংলাদেশে একটা আন্দোলনও সফল হয়নি লাশ ছাড়া ! এমনকি সড়ক আন্দোলনেও নিহত হয়েছে মানুষ। আপনার, আমার আদর্শ ভিন্ন হোতে পারে । কিন্তু যখনই লাশের পর লাশ ! তখন মানুষ চায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ! রক্তে আগুন লাগানোর জন্য প্রয়োজন হয় লাশ!

একটু গতানুগতার বাহিরে গিয়ে ভাবুন! শুধু জাস্টফাই করার গন্ডি থেকে বেরিয়ে ভাবুন।

ধন্যবাদ॥

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: পাবলিকের পেটে ভাত দিতে না পারলে আবেগ কাজ করবে না।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

ক্লোন রাফা বলেছেন: কমেন্ট প্রাসাঙ্গিক না হোলে’তো মুসকিল‼️ এখানে ভাত আর সরকার নিয়ে কিছু বলিনি!
ধন্যবাদ॥

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০০

জ্যাকেল বলেছেন: আওয়ামীলীগ একটা কাল্টে পরিণত হয়েছে যাহার গড মুজিব, প্রফেট হাসিনা। ইহা ৯৯% জনগণ মানতে অস্বীকার করেছে (প্রমাণ নির্বাচনে ১% এর কম প্রকৃত ভোট।
মুক্তিযুদ্ধ করল সাধারণ জনতা ৯ মাস ধরে, সেক মুজিব প্রধানমন্ত্রী হইবার লালসায় সুটকেস গুছিয়ে পাকিস্তানে স্বেচ্ছায় রাজবন্দী হোন। ফল ভোগ করলেন সুযোগ পেয়েই। দেশের মানুষের গলা চিপে ধরে সব রাজনীতি নিষিদ্ধ করলেন। আর সেই কুখ্যাত মুজিবকে সামনে রেখে রাজনীতির বয়ান হাজির করেছিল আওয়ামীলীগ।
কি বোকা!

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

ক্লোন রাফা বলেছেন: আপনার মন্তব্য দেখে মনে হয় আপনি এখনি মঙ্গল গ্রহ থেকে পৃথিবি নামক গ্রহে প্রথম কোন এলিয়েন‼️ ৯৯% আর ১% -এর হিসাব নাই ধরলাম। গড , প্রফেট এগুলো কোথায় পেলেন বুঝতে পারছিনা! দালাল আর চাটুকারদের দেখে আপনি আওয়ামিলীগের হিসাব করছেন‼️ ৭১-এ অবশ্যই জনযুদ্ধ করেছে এই দেশের বেশিরভাগ অতি সাধারন মানুষ। এবং সেই মুক্তির যুদ্ধ’টা করেছে শেখ মুজিবের ডাকেই। আপনার মানা না মানায় বিন্দুমাত্র কিছু যায় আসেনা । অন্ধ হোলে যেমন প্রলয় বন্ধ হয়না। কিছু কিছু মানুষ আছে যাঁদের যুক্তি একটাই শেখ মুজিব মানেই জঘন্য।
শেখ মুজিব এতটাই নির্বোধ ছিলেন যে সে পালিয়ে বিচ্ছিন্নতাবাদির খাতায় নাম লেখায়নি! আরে যা করেছিলো তার কার্যক্রম শুরুই করতে পারেনি । সেই মতবাদ নিয়েই কত বিতর্ক। চিলে কান নিয়েছে শুনেই ছুটছে চিলের পেছনে !
আসলে বঙ্গবন্ধু কিছু বাঙালীর ব্যাপারে সত্যিই নির্বোধ ছিলেন, যেমন আপনি এখনও মানুষ হোতে পারলেন না‼️ মানুষের মত শুধু দেখতেই । আসলে কিন্তু মানুষ নয়!
ধন্যবাদ॥

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৭

আহরণ বলেছেন: ভারতের সবচেয়ে ভুল হয়েছে ১৯৭১ এ বাংলাদশ কে স্বাধীন করে। বাংলাদেশি মুসলমানরা হামাস, আইসিস, তালেবান হয়ে থাকতে চায়। আক্ষেপ!! এই অভিশপ্ত দেশে আমার জন্ম। ভাইয়া?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬

ক্লোন রাফা বলেছেন: ভারত স্বাধীন করেনি! আমরা লক্ষ প্রাণের আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি‼️বাংলাদেশে জন্ম নিয়ে লজ্জিত নয় গর্ভ বোধ করা উচিত।
ভুলে গেলে কি চলবে মির্জাফরের জন্ম এই বাংলায়! মোস্তাকের আর গো.আজমের আওলাদেরা স্বপ্ন দেখে তালেবান আর আল কায়েদা হওয়ার।কাজেই তাদের কাছে আমরা হেরে গেলে, হেরে যাবে বাংলাদেশ।
ধন্যবাদ॥

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০১

শিশির খান ১৪ বলেছেন: বাহ্ ,আপনি তো খুব বুঝদার মানুষ।কি সুন্দর যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা গুলো উপস্থাপন করলেন সবার আপনার কাছ থেকে শেখা উচিত।আমি আপনার লেখার সাথে আরো কিছু পয়েন্ট যোগ করে দিচ্ছি দেখেন তো হয় নাকি আপনার মতো ? সাবেক ভূমি মন্ত্রী লন্ডনে যে সাতশো বাড়ি কিনছে সেগুলা আসলে জামাত শিবিরের বাড়ি উনি সেখানে কেয়ারটেকার হিসাবে চাকরি করে । এস আলম যে একের পর এক আটটা ব্যাংক দখল করছে সেটা আসলে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে । সামিট সহ আওয়ামীলীগের অন্যান্য সংসদ সদস্য যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে পাচার করছে সেটা আসলে সিঙ্গাপুরের দুস্থ জনগণ কে জাকাত দেওয়ার জন্য। ভারত প্রতি সপ্তাহে ফেলানির মতো যাদের গুলি করে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে তারা আসলে মুম্বাই এর ভয়ংকর দাউদ ইব্রাহিম গ্যাং এর সদস্য। আয়না ঘরে মানুষকে গুম খুন করা হয় এগুলা ভুয়া কথা তাদের কে সেখানে জামাই আদরে রাখা হয় যাতে তাদের বাড়তি বাসা ভাড়া না দেওয়া লাগে।বৈদেশিক রিজার্ভ অর্ধেক হওয়া গেছে কারণ স্বাধীনতার অপশক্তি জামাত শিবির রাতের বেলা বাংলাদেশ ব্যাংক এর দেয়াল টপকে ভিতরে ঢুকে সব রিজার্ভ চুরি করে নিয়ে গেছে। রাতের ভোট হইছে কারণ মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য পাগল হওয়া গেছিলো তাই উত্তেজনার ঠেলায় তারা রাতেই ভোট কেন্দ্রে ঢুকেগেছে এগুলা জনগণের ভালোবাসা এখানে কারচুপির কি হইলো ? বিসিএস সহ এইচএসসি ,এস এস সি পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছে সে গুলো আসলে দুর্বল ছাত্রদের মুখের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে দেওয়া হয়েছে। ইয়াবা যদি আসলে বোকা শোকা মানুষ উনি আসলে ঘুমের ট্যাবলেট মনে কইরা ভুলে ইয়াবা টেবলেট নিয়া আসতো ? ব্যাবসায়িক উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান জনতা ব্যাংক এর বাইশ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হইছে তো কি হইছে উনি স্বাধীনাতর পক্ষের শক্তি উনার প্রয়োজনে উনি নিতেই পারে। ছাত্রলীগ টি এস সি তে মে দের সাথে হেলমেট পরে কানামাছি ভো ভো খেলছিলো এখানে সন্ত্রাসী কর্মকান্ডের কি হলো ? যে পনেরোশো মানুষ মারা গেছে তিরিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে তারা আসলে নেশাগ্রস্থ ছিলো নিজেরাই নিজেদের মারছে।হেলিকপ্টার এ বইসা স্নাইপার দিয়া গুলি কইরা মারছে কে বলছে ? হেলিকপ্টার থেকে তখন আসলে ডেঙ্গু মশার ঔষুধ ছিটানো হচ্ছিলো ……………হইতাছে ভাই আপনার মতো ? জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু ,জয় মোদী জি ,জয় ট্রাম্প


২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১

ক্লোন রাফা বলেছেন: কিছু বলার নেই ‼️ আমার অনুমান ,আপনি একজন বাঁশের কেল্লার মুজাহিদ নিশ্চিত।
বেশিরভাগ মানুষের সমর্থন ছিলো আন্দোলনে । কিন্তু এখন কেনো নেই , বিশ্লেষন করুন। এটা আপনার টাস্ক । দেখি কি আপনার লেভেল।
ধন্যবাদ॥

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯

মিরোরডডল বলেছেন:




কিলিং মিশন প্রাই মিনিষ্টার , বাংলাদেশ

শিরোনামে শব্দটা প্রাইম হবে?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, পুরোপুরি নির্দিষ্ট করে দিলাম । কোন সংশয় না থাকে যেনো।

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২০

মিরোরডডল বলেছেন:




প্রকৃতপক্ষে এটা ছিলো আওয়ামিলীগ’কে ধ্বংস করে দেওয়ার নীল নক্সা ।

গত পনেরো বছর আওয়ামীলীগের শাসনামল কেমন ছিলো?
সুশাসন কি ছিলো?
রাফার মন্তব্য জানতে চাই, কেনো আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য নীল নক্সার প্রয়োজন হয়েছে?
রাফার দৃষ্টিতে আওয়ামী সরকারের কোন ত্রুটি কি ছিলো, ভুল ছিলো? যদি থাকে, তবে সেগুলো কি?


২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

ক্লোন রাফা বলেছেন: অবশ্যই ছিলো । অসংখ্য ভুল ছিলো, এখনও আছে ! সবচাইতে বড় ভুল ছিলো বিনা বিচারে হত্যা। আমি একজন মানুষকেও অন্যায়ভাবে হত্যার পক্ষে নই । এমনকি হত্যাকারি হলেও তার বিচারের মাধ্যমে শাস্তি প্রাপ্য! বিনা অপরাধে আটকে রাখা অন্যায়। তা রাজনৈতিক হোলেও। লুট ,পাট হয়েছে যা দুর্ণীতি , ঘুষ । আমার প্রথম চাওয়া ছিলো যে কোন উপায়ে হোক এই লাগামহীন দুর্ণীতি বন্ধ করা ! মনে হয়েছে ইচ্ছে করে সুযোগ দিচ্ছে অযোগ্যদের ।

আরো যোগ করতে পারবেন হয়’তো / কিন্তু কিছুই করেনি সরকার উন্নয়নে তা কি গ্রহণযোগ্য⁉️

ধন্যবাদ,মিররডডল।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

ক্লোন রাফা বলেছেন: ও আরেকটা ভুল করে সবাই তা বলে দেই । পনের বছরের হিসেব’টা কি⁉️ ২০০৯-এ সবচাইতে ভালো নির্বাচনে বিজয়ি দল আওয়ামিলীগ ! সেটার পিরিওড ছিলো ২০১৪ পর্যন্ত। ২০১৩/১৪সালে কোন নির্বাচন করার পরিবেশ ছিলোনা। আমি তখনকার পরিস্থিতি নিয়ে কোন কথা বলছিনা। একটু তখনকার পত্রিকা দেখে নিবেন অনুগ্রহ করে। ২০১৮ থেকে পুরো বিচ্যুতি ঘটে সব দিক দিয়ে।

৯| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা এখনো আম্লিগের গুনগান গাওয়ার চেষ্টা কারে তাদের আর যাই বলা যাক অন্ততপক্ষে মানুষ বলা যাবেনা। বলতে তুই মানুষ না তুই আম্লিগ।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের যত অর্জন তার নব্বই ভাগ এসেছে আওয়ামিলীগের হাতে। এমনকি বাংলাদেশের জন্মের সাথ জড়িয়ে আছে আওয়ামিলীগ। ঐ যে আপনার নিকে বাঙালী শব্দ আছে সেই বাঙালী জাতিয়তাবাদের জনক আওয়ামিলীগ ‼️ যত নবীন আপনি হয়ে থাকেন একটু পড়া লেখা করুন ইতিহাস নিয়ে তাহলেই পরিস্কার হবে অনেক কিছু।
দলিয় ইতিহাস পড়লে অন্ধ্রই থেকে যাবেন মৃত্যুর পুর্ব পর্যন্ত ।
ধন্যবাদ॥

১০| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: অবশ্যই ছিলো । অসংখ্য ভুল ছিলো, এখনও আছে ! সবচাইতে বড় ভুল ছিলো বিনা বিচারে হত্যা। আমি একজন মানুষকেও অন্যায়ভাবে হত্যার পক্ষে নই । এমনকি হত্যাকারি হলেও তার বিচারের মাধ্যমে শাস্তি প্রাপ্য! বিনা অপরাধে আটকে রাখা অন্যায়। তা রাজনৈতিক হোলেও। লুট ,পাট হয়েছে যা দুর্ণীতি , ঘুষ । আমার প্রথম চাওয়া ছিলো যে কোন উপায়ে হোক এই লাগামহীন দুর্ণীতি বন্ধ করা ! মনে হয়েছে ইচ্ছে করে সুযোগ দিচ্ছে অযোগ্যদের

এতটুকু বলার জন্য থ্যাংকস।

তারেকের অরাজকতার সময় যখন হাসিনা এলো, তখন তার কাছে অনেক প্রত্যাশা ছিলো।
অনেক সময় পেয়েছিলো কাজ করার জন্য, তার উচিত ছিলো সেটার প্রপার ইউটিলাইজ করা।
কিন্তু সে মিসইউজ করেছে। ক্ষমতার অপব্যবহার করেছে।

প্রতিমন্তব্যে উল্লেখ করা সমস্যাগুলো যদি এড্রেস করতো, পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিতো, তাহলে জনগণের ভোটেই সে আবার আসতো কিন্তু উনি সেটা করেনি।

মনে হয়েছে ইচ্ছে করে সুযোগ দিচ্ছে অযোগ্যদের

মনে হচ্ছে না, আসলেই তাই করেছে।
নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।
ওনার মতো তীক্ষ্ণ বুদ্ধির রাজনীতিবিদও যখন ক্ষমতার যথার্থ প্রয়োগ না করে, অপপ্রয়োগ করে, তার কর্মফল ভালো কিছু হবে না, ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। কোনকিছুতেই অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না।
বিগত সব সরকারই সিস্টেম ব্রেইক করেছে, হাসিনার শাসনামলে সেটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছিলো।

থ্যাংকস রাফা।

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০১

ক্লোন রাফা বলেছেন: নীল নক্সার অংশ মনে হোচ্ছে ‼️অংক ধীরে ধীরে মিলে যাচ্ছে‼️শিবির/জামাত/ ওয়াকার / ড. শফিক / হিজবুত তাহেরির মাহফুজ আলম (মাষ্টার মাইন্ড) । সবকিছু কেমন যেনো সিক্যুয়াল চলছে...সুত্র -https://www.facebook.com/share/v/NoByAVwigY8mjVuS/?mibextid=UalRPS

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩

ক্লোন রাফা বলেছেন: Click This Link

১১| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬

Ruhin বলেছেন: দেশের মানুষের গলা চিপে ধরে সব রাজনীতি নিষিদ্ধ করলেন।

তখনকার সময়ে ইরান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া,মিশর কোনোটাতেই বহুদলীয় নির্বাচন ছিলনা । একনায়কতন্ত্র ছিল । সেসব দেশ অনেক স্যাকুলার ছিল তখন,পশ্চিমা সংস্কৃতির ছিল । অধিকাংশ শহরের মেয়েরাই মিনি স্কার্ট,শর্ট ড্রেসসহ বহু ধরনের পশ্চিমা পোশাক পড়ত । বীচে বিকিনি ও পড়ত । তাছাড়া অর্থনীতি, মানুষের জীবনের মান,আয়ের দিক দিয়েও এসব দেশ প্রচন্ড উন্নত ছিল । ইরাকের মুদ্রার মান সম্ভবত ডলার বা ইউরো থেকে বেশি ছিল । মিশর, সিরিয়া, ইরান‌ও উন্নত সারির দেশ ছিল। শেখ মুজিব‌ও‌ দেশ স্যাকুলার করে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে সেসব দেশের পথে হাটছিল। তবে সে অনেক বড় ভুল করেছে। বাঙালিরা যাই হোক, আরবদের মতো পশ্চিমা কালচার ও শর্ট ড্রেস কখনোই মেনে নিবেনা,সেটা‌ সে বুঝেনি। কারন‌ বাঙালি ও ভারতীয় উপমহাদেশের মানুষরা ধর্ম বাদ দিলেও অনেক রক্ষনশীল,আর মুসলিম হলে তো‌ আল্ট্রা রক্ষনশীল। 1950-80 পর্যন্ত মিশর, ইরান, ইরাক, সিরিয়ার মেয়েরা যে ধরনের ছোট ড্রেস পড়ত, মিনি স্কার্ট পড়ত,বীচে বিকিনি পড়ত তা তখন ভারতের হিন্দু নারীরাও চিন্তা করতে লজ্জা পেত এবং এখনো অনেকেই করে । ভারতের নারীরা যখন স্লিভলেস ড্রেস পড়তেই অস্বস্তি বোধ করত । এখনো ও করে অধিকাংশ।

তবে শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল হয়েছে দেশ স্বাধীনের পর দুর্নীতি, লুটপাট, বিশৃঙ্খলা বন্ধ করতে না পারা। তাছাড়া সে তোষামোদ কারীকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিতেন । নাহলে হয়তো বাংলাদেশ‌ও‌ তখনকার মিশর, ইরাক, ইরানের মতো উন্নত দেশ হতে পারত।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

ক্লোন রাফা বলেছেন: আমার যুক্তি হয়তো আপনি সমর্থন নাও করতে পারেন কোন সমস্যা নেই।বাংলাদেশ স্বাধীন হয়েছিলো দু’টো পরাশক্তির বিরুদ্ধে। অধিকাংশ মুসলিম দেশের সমর্থন ছিলোনা আমাদের। যুদ্ধ বিদ্ধস্ত দেউলিয়া একটি দেশ পেয়েছিলো বঙ্গবন্ধু । সবকিছ ছিলো ধ্বংসস্তুপ। সম্পদ বলতে ছিলো সাত কোটি মানুষের শুণ্য হাত। সারে তিন বছরে কি আশা করেন উনার কাছে⁉️
তারপর যা উনি বিদেশি সাহায্য আনতেন সেগুলো চোরের দল লুট পাট করে শেষ করে দিত।প্রশাসনে ছিলো সেই পাকিস্তানের প্রতাত্মা।
বাকশাল করে ছিলেন সবাইকে নিয়ে দেশ গড়বেন মনে করে! তা ইমপ্লিমেন্ট করার পুর্বেই হত্যার শিকার হলেন‼️ভুল করেছিলেন উনি মানলাম। কিন্তু হত্যা করে কি আমরা উন্নতির চরম শিখরে পৌছে ছিলাম! তাহলে আজো কেনো দরিদ্র দেশের তালিকায় বাংলাদেশ⁉️
অভিযোগ করা খুব সহজ । দেশের জন্য কাজ করি কত জন⁉️ শুরু করতে হয় নিজের ঘর থেকেই। কিন্তু সেটাই করিনা আমরা। যদি সবাই মিলে বলি আজ থেকে কেউ ঘুষ দিয়ে কোন কাজ করাবোনা । কারো সাধ্য আছে ঘুষ খাবে⁉️

১২| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪

আহরণ বলেছেন: লেখক বলেছেন :" ভারত স্বাধীন করেনি! আমরা লক্ষ প্রাণের আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি‼️বাংলাদেশে জন্ম নিয়ে লজ্জিত নয় গর্ভ বোধ করা উচিত। ব্লা ব্লা ব্লা......"

জীঁ ভাইয়া!!? ১৯৭১ এ ভারত আমাদের স্বাধীন না করে দিলে বাঙ্গু মুসলমানরা এখনো গাজার হামাসের মত আল্লা আল্লা চিৎকার দিয়ে ইঁদুরের গর্তও খুঁজে পেতো না। পাকিদের পা টিপতেন........... নাকি ভুল বল্লাম @ ভাইয়া???

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

ক্লোন রাফা বলেছেন: হ্যালো , ভারত আমাদের সহযোগিতা করেছে , এই জন্য কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা টেবিল চেয়ারে বসে হয়নি ।
এই জন্য ভারতের করদ রাজ্য হয়ে থাকবো নাকি⁉️ বাংলাদেশ নিয়ে কোন অবজ্ঞা দেখতে চাই না।

১৩| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

পুরানমানব বলেছেন: ইহা বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামীলীগারদের উপাসনালয়। বিগত ১৬ বছরে যত জারজ লীগ লুটপাট করিয়াছিল সবগুলো এই উপাসনালয়ে আসিয়া দীক্ষা লইয়া যাইতো। ইহা গণশৌচাগার বানাইয়া দিলে দেখিবেন কত মানুষ হাগিতে মুতিতে যাইবে।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

ক্লোন রাফা বলেছেন: আমি’তো মনে করলাম গুহা মানবের আবির্ভাব ঘটেছ! এখন দেখিতেছি নিতান্তই কাঁঠাল পাতা ভক্ষক হাজির হয়েছে! যথা সময়ে খোয়ারে প্রেরণ করিতে হইব মনে হয়।

১৪| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯

নান্দাইলের ইউনুছ বলেছেন: কেউ কেউ আবার বলছেন-

বিপ্লব!

আরে রামছাগল, বিপ্লব সম্পর্কে কোন ধারণা আছে?
কোন পড়াশোনা আছে?

বেকারদের চাকরি পাবার কোট বদলানোর আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়ে চান্স নেয়। তারা চালায় সীমাহীন জ্বালাও, পোড়াও আর নারকীয় হত্যাকান্ড।

পচা শামুকে পা কাটে শেখ হাসিনার।

এর কোমলমতিরা মন্ত্রী হয়ে গিয়ে বলতে থাকে বিপ্লব করে ফেরেছে।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

ক্লোন রাফা বলেছেন: পাগলের সুখ মনে! বিপ্লবিরা কোথায় ? এনজিওগ্রাম সরকার হয় কিভাবে⁉️ এটা হোচ্ছে মিটিকুলাসলি প্ল্যানড দখল করার ষড়যন্ত্র ।
ধন্যবাদ॥

১৫| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

পুরানমানব বলেছেন: লেখক বলেছেন: আমি’তো মনে করলাম গুহা মানবের আবির্ভাব ঘটেছ! এখন দেখিতেছি নিতান্তই কাঁঠাল পাতা ভক্ষক হাজির হয়েছে! যথা সময়ে খোয়ারে প্রেরণ করিতে হইব মনে হয়
তৈলের যে বয়ামখানা লইয়া আওয়ামীলীগের পাছায় মালিশ করিতেছেন তাহা আপাতত নিজের হোগায় মালিশ করিতে থাকুন। সামান্য হইলেও কাজে দিবে।
খোয়ার চিনেন তো ?
সোজা ভারত
যেইখানে আপনাগো মাম্মা এখন আরাম করিতেছে।

১৬| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

রাকু হাসান বলেছেন:


আওয়ামী লীগকে কেউ ধ্বংস করার নীল নকসা করেনি। নিজ অপকর্মের জন্যই এই আজকের এই দশা । তিন স্বৈরাচারের মাঝে দুইটাই আওয়ামী লীগ থেকে। ইতিহাস কেউ মোছতে পারে না , জনতা মুছে দেয় ,অপ্রাসঙ্গিক হয়ে যায় ।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮

ক্লোন রাফা বলেছেন: Click This Link

১৭| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ২০১৪ সালে অনেক জনপ্রিয় ছিলেন; উনি পরে দুষ্টদেরকে সরকারে স্হান দেয়য় ও ব্যুরোক্রেটদের হাতে দেশ ছেড়ে দেয়াতে সবকিছু নষ্ট হয়ে গেছে।

২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

ক্লোন রাফা বলেছেন: একেবারে চরম সত্য , সাথে যোগ হয়েছে কিছু ব্যাংক ডাকাত । এবং কিছু ক্রিমিনাল ব্যাবসায়ি।
ধন্যবাদ॥

১৮| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: শেখ হাসিনা দেশ থেকে না পলালে পরিবেশটা অন্যরকম হতো

২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

ক্লোন রাফা বলেছেন: আপনার মতামত কি ভালো হইতো নাকি খারাপ⁉️

আমার মনে হয় আরো বেশি মানুষের মৃত্যু হইতো!
ধন্যবাদ , প্রামানিক।

১৯| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

ক্ষণিকের যাত্রী বলেছেন: নাই মামার চেয়ে কানামামা ভালো ,হাসিনা হলো কানামামু। আওয়ামীলীগ এর বিপক্কে প্রচুর গুজব চড়ানো হইছ।হাসিনার তিনটি ভুল -১। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করে নাই ২। কর্মসংস্থান সৃষ্টি করে নাই ৩। আওয়ামীলীগ কে মাফিয়া বাহিনীতে পরিণত করছে

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৩

ক্লোন রাফা বলেছেন: কোন সন্দেহ নাই অনেক ভুল আছে আওয়ামিলীগের! আমাদের অবস্থান দুর্বল দলকে প্রভাবিত করার ক্ষেত্রে। ভুল সংশোধন করতেই হবে। কাউয়া’র মত নেতৃত্ব দলকে ভুল পথে নিয়ে গেছে।
তবুও বাংলাদেশের নব্বই ভাগ অর্জন আওয়ামিলীগের হাত ধরেই! আওয়ামিলীগ সংশোধিত হয়ে ফিরবে দ্বিগুন শক্তিতে , ইংশাআল্লাহ্...।

২০| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

দূর পথিক বলেছেন: আপনাদের লজ্জা নাই? হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিলো কি শেখ হাসিনাকে মারার জন্য নাকি সাধারন মানুষ মারার জন্য যাদের টাকায় হেলিকপ্টারগুলো কেনা হয়েছিলো?

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১৬

ক্লোন রাফা বলেছেন: আমি বলবোনা হত্যার বিপরীতে হত্যার কথা ! হাজার হাজার পুলিশ, আনসার হত্যার দায় কার⁉️ প্রতিটি হত্যার বিচার চাই সঠিক তদন্তে। হেলিকপ্টার থেকে গুলিতে কে নিহত হয়েছে ‼️লজ্জিত কেনো হবো , বিচার করতে হবে ! বিচার চাই।

ধন্যবাদ॥

২১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: এই প্রতিবেদনটি কালকে অন লাইনে দেখেছি।যুদ্ধের ঘোষণা দিয়েছে,সেটা নিয়ে কিছু বলুন।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৭

ক্লোন রাফা বলেছেন: কোনটা ⁉️ লিংক আছে থাকলে দিন ?

২২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫০

আমি নই বলেছেন: তাই নাকি? তো স্নাইপার ভিডিও করার সুযোগ পেল কিন্তু গুলি করার সময় পেল না? হেলিকপ্টারে উড়ে যাওয়ার ভিডিওটা নিশ্চই কোনো আরপিজি ওয়ালা করেছিল, ভিডিও ঠিকই করেছিল কিন্তু আরপিজি মারার সুযোগ পায় নাই।

লেখাটা বাশের কেল্লার চাইতেও নিম্নমানের হয়েছে।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৫

ক্লোন রাফা বলেছেন: তার পুর্বেই কট হয়ে গেছে । শেখ হাসিনা ছিলোই না সেখানে! ক্যামোফ্ল্যাজ একটা পার্ট আছে আশা করি সেটা জানেন ! এত আরপিজি আরপিজি করতেছেন।মনে তো হয় জঙ্গি ট্রেনিং আছে ‼️

২৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

পলক শাহরিয়ার বলেছেন: একজন ভোদাই আম্লিগের ব্যাপক জ্ঞানগর্ভ বাল্পুস্ট।

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

ক্লোন রাফা বলেছেন: Click This Link

২৪| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: তার পুর্বেই কট হয়ে গেছে । শেখ হাসিনা ছিলোই না সেখানে! ক্যামোফ্ল্যাজ একটা পার্ট আছে আশা করি সেটা জানেন ! এত আরপিজি আরপিজি করতেছেন।মনে তো হয় জঙ্গি ট্রেনিং আছে ‼️

ভিডিওতে যাদের দেখা গেছে তাদের মাঝে শেখ হাসিনা ছিলোই না? B:-)

আমনে স্নাইপার কইলে জঙ্গি হয় না, আর আমি আরপিজি কইলেই জঙ্গি!! =p~ =p~

বর্তমানে যারা গেমস খেলে তারা, এমনকি গেমস খেলা ১২-১৪ বছরের বাচ্চারাও শত শত আর্মসের নাম জানে। আপনার মনে হয় না সেটা জানা আছে। আর যুক্তিতে না পারলেই জঙ্গি ট্যাগ দেয়া আর মানুষ খায়নাগো দাদা।

২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:২২

ক্লোন রাফা বলেছেন: অপেক্ষা করুন সব কিছুই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে । সংযুক্ত করা হোচ্ছে তথ্য প্রমাণ । একটু ধৈর্য্য ধারন করুন!

২৫| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

জ্যাকেল বলেছেন: মিথ্যা সবসময়ই হেরে যায়, আপনার এই পোস্টের লাইকের দিকে দেখুন, মাথা খারাপ করে মানুষকে জঙ্গি ট্যাগ দিতেছেন। আপাতত ব্লগ থেকে বেরিয়ে কোন সমুদ্র সৈকত/হাওরের পাশের রাস্তা ঘুরে আসুন। আপনার মানসিক দুরবস্থার জন্য খারাপ লাগছে।

আর মনে রাখবেন, মিথ্যার বেসাতি করে আম্লীগের ফ্যাসিজম ফেরানো সম্ভব না। পরবর্তী নমরুদ যুগ পর্যন্ত অপেক্ষা করুন অথবা শান্তি নিয়ে বেঁচে থাকুন।

২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৭

ক্লোন রাফা বলেছেন: অবশ্যই মিথ্যার পরিচয় নিশ্চিত। সেটা হয় সত্যের কাছে । আপনার সত্য’টা কোথায় , একটু দেখান’তো‼️কাউকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় নাই ! সংশয় আর ট্যাগ এক না ।আমার মাথা পুরোপুরি ঠান্ডা আছে । আমার’তো মনে হোচ্ছে আপনারই একটু বিশ্রামের প্রয়োজন।
লাইক দিয়ে কি করবো ! এটা’তো কোন মহাকাব্য না‼️কিংবা কোন থিসিস আবিস্কার না! শুধু কিছু সমিকরন । তাতেই আপনাদের এই অবস্থা ⁉️
ধন্যবাদ , আপনার মহা মুল্যবান মন্তব্যে‼️

২৬| ২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৯

ক্লোন রাফা বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.