নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আমি যদি গাজী’ ভাইয়ের যায়গায় হতাম জিবনেও সামু’তে লেখার জন্য ফিরে আসতাম না।
হয় বিকল্প কোন প্লাটফর্ম করে নিতাম নিজের জন্য। অথবা বাঁশের কেল্লার মত কোথাও লিখতাম।
নিচে ব্লগার মিররডডল-এর করা পুরো কমেন্ট দিয়ে দিলাম। আমার’ও ধারনা ঠিক এমনি।
I feel so sorry for him.
I'm shocked!!!
আমি জানি ওনার কিছু বিল্ট-ইন প্রবলেম ছিলো, উনি নিজেকে কন্ট্রোল করতে পারেনা কিন্তু সেটা খুব সহজেই ম্যানেজেবল।
যাদের ওনার কমেন্টে প্রবলেম হয় তারা তাকে ব্লক করতে পারতো, কমেন্ট ইগ্নর করতে পারতো।
ব্যান না করেও ওনাকে ওনার মতো ব্লগিং করতে দেওয়া যেতো।
আমি ওনার অসংলগ্ন আচরণকে সমর্থন করিনা, কিন্তু এটা বুঝি যে এই আচরণ ওনার নিয়ন্ত্রনের বাইরে।
এই একটা বিষয়ে ওনার নিজের ওপর কন্ট্রোল নেই। উনি বার বার প্রমিজ করেও প্রমিজ রাখতে পারেন না।
তাই আমি এটাকে ওনার একটা মানসিক সমস্যা হিসেবেই দেখি, যার কোন নিরাময় নেই।
আমার অবজারভেশন হচ্ছে ওনার যেমন অনেক ভুল আছে, একইভাবে অনেক ব্লগারেরাও ওনার সাথে অনেক অন্যায় করে। আবার অনেকে অনেকসময় ওনাকে সঠিক বুঝতে পারে না বা ভুল বোঝে। সমস্যা ওনার একার নয়।
এনিওয়ে, এটা ব্লগ টিমের সিদ্ধান্ত।
আমাদের অনেকের পরিবারেই ওনার বয়সের সিনিয়র সিটিজেন আছেন, যারা এই ধরণের আচরণ করে থাকে।
পরিবারে অনেকেই বিরক্ত হয়, তারপরও মানিয়ে নেয়। কারণ তারা পরিবারের একটা অংশ।
সামুকে আমরা মুখে মুখে পরিবার বললেও আমাদের আচরণ সেটা বলেনা।
আমার সাথেও কত সময় খেলাঘরের কনফ্লিক্ট হয়েছে।
লাস্ট ফিউ মান্থস উনি আমাকে কমেন্ট ব্লক করে রেখেছে।
So what?
আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি, হয়তো আমার কোন আচরণ ওনার ভালো লাগেনি তাই অভিমান থেকে করতেই পারে।
আমার দৃঢ় বিশ্বাস উনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেনা, it's kind of disorder.
That's why I feel for him.
I wish I could help him, but unfortunately that's how he is, it's a built-in problem.
এনিওয়ে, খেলাঘর আমার অনেক প্রিয় একজন ব্লগার।
With all his shortcomings, I do like him and respect him.
My best wishes always for him.
I'll miss you খেলাঘর।
পরিশেষে বলি উনা’কে ব্লগে লিখতে দিন। মন্তব্য’ও করতে দিন। জিবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়া ১জন স্বাধীনতা সৈনিকের স্বাধীনতা টুকু ফিরিয়ে দিন। একটু বড় ক্যানভাসে উনার অবদান চিন্তা করুন। এটাই আমার,ব্লগ কতৃপক্ষের নিকট অনুরোধ॥
সবাই’কে ধন্যবাদ । যারা চাঁদ গাজী’র পাশে থাকছেন সব সময়। এমনকি যারা তার বিরোধিতা করছেন তাঁদেরকেও। একটু ভাবুন সহ ব্লগার হিসেবে মনে হয় খুব বেশি চাওয়া নয়।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০২
ক্লোন রাফা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সহমর্মিতার জন্য।
কতটুকুই বা আমাদের জিবনের পরিধি ! একটু সহনশীল মনে হয় হোতেই পারি আমরা।
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৩
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার সাথে এই বিষয়ে সহমত ,ধন্যবাদ।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৯
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, আ. যুবরাজ।সহমতের জন্য।
৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫১
জনারণ্যে একজন বলেছেন: @ রাফা, আপনার এই পোস্ট পড়ে বড়ই অবাক হলাম। আপনার কি জানা নেই, এই ব্লগে ব্যক্তি-আক্রমণকারী একমাত্র ব্যক্তি হলেন সোনাগাজী? প্রমান দিতে পারবো না, তবে আমার ক্ষীণ সন্দেহ - অন্যান্য যেসব আইডি থেকে অন্য ব্লগারদের সমালোচনা-সূচক ইতরামি টাইপ পোস্ট আসে এবং সেসব পোস্টে যেয়ে যেসব আইডি মন্তব্য/প্রতিমন্তব্য করে আহ্লাদে গদ-গদ হয়ে সমস্বরে হুক্কা হুয়া রব তুলেন, ঐগুলিও সোনাগাজী'র আইডি। অন্যদের প্রতি আমার নিজেরই করা মন্তব্য পড়ে মাঝে মাঝে সংশয়ে পড়ে যাই, ভাবি আমার এই আইডি'ও বুঝি সোনা সাহেব ইউজ করেন। কারণ অতীব সহজ - সোনাগাজী ছাড়া এরকম ইতরামি মার্কা পোস্ট/মন্তব্য অন্য কেউ করতেই পারেন না।
যেমন ধরেন, জনৈক পত্রলেখক। পত্রলেখিকা বলাই বোধহয় অধিকতর শ্রেয়। কারণ আরেক জনৈক ব্লগারের করা এক মন্তব্য থেকে জানতে পারলাম, উনি নাকি আমাদের ভাবি হন, আই মিন সোনা-ভাবি। সোনাগাজীর প্রতি ওনার অবসেশন দেখেই নাকি ওই ব্লগার এই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং কোনো প্রতিবাদ না দেখে আমিও সেটাই সন্দেহ করছি। আর কি বলবো! অন্য ব্লগারদের প্রতি ওই আইডি থেকে যেমন ইতরামি মার্ক পোস্ট আসে, আগেই সন্দেহ হয়েছিল, এটা নিশ্চিত সোনাগাজী ছাড়া আর কেউ নয়। অথবা ওই আইডিতে নিশ্চই সোনাগাজীর একসেস আছে।
থাকতেই পারে, হাজার হোক সুযোগ্য সহধর্মিনী বলে কথা!!
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:১১
ক্লোন রাফা বলেছেন: আমি আসলে বুঝতেই পারিনি আপনার মন্তব্যের মোজেজা ।
ধন্যবাদ,জ.একজন।
স. রা.ঝিঁঝিঁ না বললে’তো কঠিন রাগ থাক’তো এখনও।
৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫২
জনারণ্যে একজন বলেছেন: যাই হোক, আবার ধরেন, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা কামাল সাহেব। মতের মিল না হওয়াতে ওনাকে যারা 'হা#রাম@@জাদা সম্ভাষণ করেছেন, আমার ধারণা ঐগুলিও সোনাগাজীর আইডি।
অতি সম্প্রতি এক মহিলা ব্লগারকে যে আইডি থেকে বলা হয়েছে, ‘সোনাগাছি থেকে উঠে আসা’ - সেটাও নিশ্চই সোনাগাজীর আইডি। এখানে অন্য ব্লগারগণ এমন কুৎসিত ভাষায় গালি-গালাজ করতেই পারেন না!
সুতরাং, প্রমাণিত হলো, এই ব্লগে একমাত্র ব্যক্তি-আক্রমণকারী হলেন - এক এবং অদ্বিতীয় "সোনাগাজী"। এক এবং অদ্বিতীয় বলছি এই কারণে, উনি নিজেই ওনার অন্য আইডি থেকে নিজেকে কুকুরের লেজের সাথে তুলনা করে পোস্ট দিয়েছেন।
অনুরোধ রইলো, আপনি অবিলম্বেই কাকুতি-মিনতি সূচক এই পোস্ট প্রত্যাহার পূর্বক, ব্লগের অতি বিচক্ষণ, বিবেচক, সততা এবং ন্যায়ের পরাকাষ্ঠা - মডারেটরগণের নিকট করজোড়ে ক্ষমা প্রার্থনা করবেন। তেনাদের প্রতি আমার আস্থা ব্যাপক; তেনারা অবশ্য অবশ্যই উপরোক্ত সব ব্যাপারে জ্ঞাত থেকেই সোনাগাজীর আইডি ব্যান করার মতো সুকঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শুভকামনা রইলো, গ্রানাইট-সদৃশ সুকঠিন সিদ্ধান্ত নেয়ার পার্শপ্রতিক্রিয়া হিসেবে যেন কোষ্ঠ্যকাঠিন্য আক্রান্ত না হন তেনারা।
বিঃ দ্রঃ ভাবছি দেশে ব্যাক করে একটা ভাতের হোটেল খুলবো।
২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৩
ক্লোন রাফা বলেছেন: আমি জানিনা আপনি কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন ⁉️আপনার কি ধারনা সামু ব্লগের নিরাপত্তা ব্যাবস্থা এতটাই ঠুনকো এবং সস্তা⁉️ যদি তাই হয় তাহলে আমি আমার একমাত্র নিক ২ বছরের চেষ্টা করে এখনও ফেরত পাচ্ছিনা‼️ আমার মনে হয়না ব্লগের এত করুন ও দৈন্য অবস্থা ‼️
আমি যে কোন অকাট্য প্রমাণে বিশ্বাসী। আপনি প্রমাণ করুন। চাঁদ গাজী মাল্টি নিকের মাধ্যমে কোন ব্লগার’কে কুৎসিত আক্রমন বা ব্লগ আইনের বিরুদ্ধে কিছু করেছে। তাহলে আমি আমার পোষ্ট প্রত্যাহার করে নিবো।
নোটিশ বোর্ড, ব্লগ টিম কিংবা মডারেটর দ্বারা নিশ্চিত করতে হবে প্রমাণের স্বপক্ষে ।
ধন্যবাদ॥
৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমি মনে করি
উনি যদি ফেসবুকে একটি পেজ খুলেন
তাহলে উনার কয়েক লাখ পাঠক হবেন।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৭
ক্লোন রাফা বলেছেন: চাদ গাঁজী ,মনে হয় ফেসবুকে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই ওখানে একাউন্ট করেন নাই।
ধন্যবাদ, না. ইউনুছ॥
৬| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: রাফা, আপনি ৩, ৪ নং মন্তব্যের স্যাটায়ার টা ধরতে পারেননি। যাইহোক, মানুষের মিষ্টি বিতরণ দেখে অবাক হয়েছি, এমন বাচ্চাদের মত কাজ ব্লগে মানুষ করে! আজব পুরা।৷
সোনাগাজীর জন্য শুভকামনা। একটা এইজের পর মানুষ খুব অসহায় হয়ে যায়।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৩
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, স.রা.ঝিঁঝিঁ ‼️আসলেই আমি বুঝতে পারি নাই‼️আপনি বলার পর আবার পড়ার পর সবকিছু পরিস্কার !নিজে’কে বোকা বোকা লাগছে! তারপরও মডারেটরের জন্য উত্তরটা রেখে দিলাম।
স্যাটায়ার পড়া মনে হয় ভুলে গেছি হা...হা....হা দাঁড়ি, কমা ছাড়া চোখ বুলিয়ে গেছি শুধু
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৪
ক্লোন রাফা বলেছেন: মিষ্টি বিতরন করলো নাকি আপনিও আবার স্যাটায়ার করলেন আমার সাথে‼️
৭| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
চাঁদগাজীর মূল্যায়ণ করার মতো পাঠক এই ব্লগে আসেন। তবে তারা নীরব।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৪
ক্লোন রাফা বলেছেন: মনে হয় অনেকের দৃষ্টি’তে আসেনি এখনও।
৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বাংলাদেশের বাকস্বাধীনতা আছে।
আগেও ছিল।
সামনেও থাকবে।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮
ক্লোন রাফা বলেছেন: বাক স্বাধীনতা পৃথিবির সব যায়গায় আছে। কিন্তু সত্য বলার এবং প্রকাশ করার স্বাধীনতা মনে হয় কোথাও নেই। যেমন , আমেরিকাকে বলা হয় গণতন্ত্রের পৃষ্ঠপোষক। অথচ এই দেশে আইন করা হয়েছে ইহুদির বিরুদ্ধে কথা বললে এ্যন্টিসেমিটিক বলে আপনার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পারবে। কাজেই সাধু সাবধান।
৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
৩৬ জুলাইয়ের আ*দা স্বাধীনতা চাই না।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৮
ক্লোন রাফা বলেছেন: বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে যা বলছে তার পুরোটাই মিথ্যার উপর ভিত্তি করে । কাজেই ঐটা আসলে নাই আমাদের কারোই।
১০| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৫
জনারণ্যে একজন বলেছেন: @ রাফা,
(১) আমার উপরোক্ত মন্তব্য দু'টি মাথায় গ্রে ম্যাটার কম আছে, এমন কারো জন্য প্রযোজ্য নয়।
(২) আলু জাতীয় সবজি আমার পছন্দ নয়। আলু'র বৈশিষ্ট জানেন তো? সব ধরণের তরকারিতেই চলে।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
ক্লোন রাফা বলেছেন: ওকে বুঝলাম, আমার মাথায় কম না বেশি একটু জানান দেখি। লবন অপছন্দ হোলেও সব তরকারিতে অপরিহার্য । যদি না কারো মৃত্যু ঝুঁকি থাকে। লবন নিশ্চই আপনার অপছন্দের তালিকায় নেই।
১১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
কামাল১৮ বলেছেন: নিরাময় না থাকলে সেটা কোন সমস্যাই না।সমস্যা হলে তার অবশ্যই সমাধান আছে।সমাধান হীন কোন সমস্যা পৃথিবীতে নাই।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২
ক্লোন রাফা বলেছেন: নিরাময় না থাকলেও আলেচনায় সমঝোতা করা যায়। চেষ্টা করতে দোষ নেই। বরং চেষ্টা না করলেই সমস্যা ।
ধন্যবাদ, কামাল১৮।
১২| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার সোনাগাজী নতুন ব্লগারদের সাপোর্ট দেন সবসময়। আমিও উনার সাপোর্ট পেয়েছি। আরো ১/২ টি নতুন নিকে যারা লিখেন তাদের ও সাপোর্ট দিয়েছেন। তিনি সবার লিখা নিশ্চিত পড়ছেন। অভিমান ভুলে ফিরে আসুন গাজী সাহেব।
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
ক্লোন রাফা বলেছেন: সবাই’কে উত্সাহিত করার জন্য মন্তব্য করা দিয়েই শুরু করেছিলেন এখানে।সেটাই এখন বড় সমস্যা হয়ে দাডিয়েছে তার জন্য।ফিরে আসবে কি করে ‼️ উনার ব্লগটি স্থগিত করেছে কর্তৃপক্ষ । হ্যা পড়ছেন হয়’তো সবার পোষ্ট। এবং হয়তো অপেক্ষা করছেন আবার লেখার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য।
ধন্যবাদ,সৈ.কুতুব।
১৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৫
এম ডি মুসা বলেছেন: চাঁদ গাজীর ব্লগ মুক্তি চাই
২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২১
ক্লোন রাফা বলেছেন: বলুন লেখার স্বাধীনতা চাই চাঁদ গাজী’র। উনার সাথে থাকুন ।
ধন্যবাদ, এম.ডি.মুসা।
১৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
পবন সরকার বলেছেন: চাঁদগাজী না থাকলে ব্লগটা খালি খালি লাগে।
২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪০
ক্লোন রাফা বলেছেন: স্রোতের বিপরীতে চলা মানুষ সব সময় খুব সরব থাকে। আসলে থাকতে হয় তাদের । তাই হয়তো মিস করছেন।চাঁদ গাজীর সাথে থাকুন সবাই।
১৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
শোভ বলেছেন: চাঁদগাজী হলো চিনির প্রলেপ লাগানো বিষের মত , ওনি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে । অন্যদের বল্গে তুচ্ছ তাছিল্য করে।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২
ক্লোন রাফা বলেছেন: এটা উনি অনিচ্ছাকৃতভাবেই করেন।সেল্ফ কন্ট্রোল ডিজঅর্ডারের কারনে হয়। ভ্যাটার্ন সোলজারদের মধ্যে একটু বেশি।
১৬| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১০
রাকু হাসান বলেছেন:
লেখার স্বাধীনতা দেওয়া হোক ,শোধরানোর সুযোগ কাজে লাগানো উচিত । বছরের পর বছর উনার ব্লগে তা হয়ে যাচ্ছে ,কোন পরিবর্তন নেই । ব্যক্তি আক্রমণের কারণে কেউ কেউ ব্লগ লেখা শুরু করেও বিদায় নেয়,বা চালিয়ে যায় ,সেই হিসাব কে রাখে ?
যা,হোক ব্যান তুলে নেওয়ার পক্ষে আমি । যেহেতু সামু একটা নীতিমালার উপর নির্ভর করে,মেনে চলে,আমাদের উচিত সেগুলোর প্রতি সম্মান রেখেই ব্লগিং করা ।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ , রা. হাসান ।
আপনার সমর্থন জানানোর জন্য। আমাদের নিজেদের জন্যই নিয়ম মেনে ব্লগিং করা উচিত।
১৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবতে ই অবাক লাগছে,
বাংলা সাহিত্যর বাধঁ ভাঙ্গার ব্লগে, বাধঁ দিয়ে সাহিত্যর উন্মুক্ত আকাশে
কালা কানুন দিয়ে এর বিশালতাকে ফ্রেমে আবদ্ধ করা হয়েছে !!!
.......................................................................................................
যে কোন ব্লগারকে আইন করে তার লেখাকে থামায়ে দেয়া যায় না,
ব্লগে যথেষ্ট আইন আছে যা দিয়ে নিয়ন্ত্রন করা যায়।
ব্লগে মুক্তচিন্তা মুক্ত আকাশে বিচরন করার অবকাশ না থাকে,
তাহলে এই ব্লগও একদিন মুসলিম লীগের মতো
হারায়ে যাবে ।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৪
ক্লোন রাফা বলেছেন: মুক্ত চিন্তা মুক্ত থাকাই বান্ছনিয় । ব্যান নয় সংশোধন করুন! ধন্যবাদ, চাঁদ গাজীর জন্য ব্লগের প্রতি আপনার আহবানে।
১৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৯
নান্দাইলের ইউনুছ বলেছেন:
লেখকের স্বাধীনতা নামে কোনো টার্ম থাকা উচিত না।
লেখক কেন পরাধীন থাকবেন?
এক জন লেখক লেখার ব্যাপারে সব সময়েই স্বাধীন।
জয়বাংলা।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৮
ক্লোন রাফা বলেছেন: লেখক না হোলেও / সবারই মতামত প্রকাশ করার অধিকার থাকা উচিত। আশা করি চাঁদ গাজী তার অধিকার ফিরে পাবে। আমি বিশ্বাস রাখতে চাই ব্লগ টিমের উপর।
ধন্যবাদ॥
১৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫১
মিরোরডডল বলেছেন:
জনারণ্যের স্যাটায়ার মন্তব্যগুলোতে সমর্থন জানিয়ে আরও একটা বিষয় যোগ করতে চাই।
কিছু ব্লগার কোন প্রকার যুক্তি প্রমাণ ছাড়াই মিথ্যা প্রচারনা করে বা এবারও করেছে।
খেলাঘর যখন পার্মানেন্টলি চাঁদগাজী নিক হারালো, তখন তারই একনিষ্ঠ ভক্ত বিভিন্ন পোষ্টে তাকে অনুকরণ করে কমেন্ট করতে শুরু করলো। আর ওমনি এন্টি-খেলাঘর ব্লগারেরা বলতে শুরু করলো সেই ভক্ত ব্লগারের নিক থেকে খেলাঘর কমেন্ট করছে। যারা খেলাঘরকে এতটুকু বোঝে, তারা জানে যে এটা একেবারেই সঠিক না।
সেই ষ্টুপিড ব্লগার (sorry for my language) এই ধরণের অপকর্ম করে খেলাঘরকে আরও লেইটডাউন করেছে।
মানছি তার অনেক দোষ আছে কিন্তু খেলাঘর আর যাই হোক, অন্য ব্লগারের নিক থেকে এসে কমেন্ট করার ব্যক্তি না।
এবারেও সে হয়তো আবার নতুন নিক থেকে আসবে, বরাবরের মতোই উল্টাপাল্টা কমেন্ট করে ব্যান খাবে, যাবে আবার আসবে।
এটা চক্রাকারে চলতে থাকবে, যেভাবে চলছে। চলুক, তারপরেও বলবো সবাই যার যার মতো ব্লগিং করুক। সব মানুষ একরকম হয়না। এটা মেনে নিলে কোন সমস্যাই সমস্যা না।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৩
ক্লোন রাফা বলেছেন: আপনার কমেন্ট নিয়ে, অনুমতি ছাড়া পোষ্ট দিয়েছি ! এখন আর কোন সংকোচ থাকবেনা। আপনার কমেন্টই অনুমতি হিসেবে ধরে নিলাম।
ধন্যবাদ, মিররডডল!
বুঝতে পারছিনা এটা কি নতুন স্বাধীনতার প্রতিক্রিয়া নাকি! ব্লগে কি থাকা বা লেখা কঠিন হয়ে যাচ্ছে নাকি⁉️
২০| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
মিরোরডডল বলেছেন:
বুঝতে পারছিনা এটা কি নতুন স্বাধীনতার প্রতিক্রিয়া নাকি! ব্লগে কি থাকা বা লেখা কঠিন হয়ে যাচ্ছে নাকি
আই ডোন্ট থিংক সো।
সব ঠিকই আছে আগের মতোই, কারণ আমি ব্লগে একটিভ হবার পর ২০২০-২১ থেকেই এমনটা দেখে আসছি।
এটা একটা চলমান প্রসেস।
থ্যাংকস রাফা।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৪
ক্লোন রাফা বলেছেন: পক্ষ / বিপক্ষ ‼️ নাকি আপনার বিশ্বাস নেই এতে⁉️ বুঝতে পারছি আপনার চিন্তা ভাবনা সহজ সরল পথে প্রবাহিত হয় । যদি, কিন্তু , এবং / নাই মনে হয় আপনার আপনার সিলেবাসে .....। এই ব্লগে একবার মাত্র আমাকে কমেন্ট ব্যান করা হয়েছিলো । এবং আমি মনে করি সেটা আমাকে অন্যায় ভাবে করা হয়েছিলো। কারন আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি ব্লগের নীতিমালার ব্যাপারে।
ধন্যবাদ, মিররডডল, আপনার মতামতের জন্য॥
২১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: পক্ষ / বিপক্ষ ‼️ নাকি আপনার বিশ্বাস নেই এতে⁉️ বুঝতে পারছি আপনার চিন্তা ভাবনা সহজ সরল পথে প্রবাহিত হয় । যদি, কিন্তু , এবং / নাই মনে হয় আপনার আপনার সিলেবাসে .....
এই প্রতিমন্তব্য বুঝলাম না, তবে এটা বুঝলাম আমার শেষ মন্তব্য রাফা মনে হয় বোঝেনি।
রাফার প্রশ্ন ছিলো
বুঝতে পারছিনা এটা কি নতুন স্বাধীনতার প্রতিক্রিয়া নাকি! ব্লগে কি থাকা বা লেখা কঠিন হয়ে যাচ্ছে নাকি
তার উত্তরে আমি যেটা বলতে চেয়েছি, আমার মনে হয়না এটা কোন প্রতিক্রিয়া, অথবা ব্লগে থাকা বা লেখা কঠিন হয়ে যাচ্ছে।
আমি যখন থেকে আছি ২০২০-২১ থেকে এমনটাই দেখছি।
বিশেষ করে যেই বিষয়ে কথা বলছিলাম, খেলাঘরের ব্যান খাওয়া, নতুন নিক থেকে আবার আসা, আবার ব্যান খাওয়া এগুলো।
চলমান প্রসেস মানে এমনটাই চলছে লাস্ট ফিউ ইয়ারস।
সম্ভবত এভাবেই চলবে।
আশা করি এবার বোঝাতে পেরেছি।
এই ব্লগে একবার মাত্র আমাকে কমেন্ট ব্যান করা হয়েছিলো । এবং আমি মনে করি সেটা আমাকে অন্যায় ভাবে করা হয়েছিলো। কারন আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি ব্লগের নীতিমালার ব্যাপারে।
এই নিয়ে অভিজ্ঞতা না থাকায় বলতে পারছিনা, তবে কাউকে ব্যান করলে মনে হয় কারণটা জানিয়ে দেয়।
রাফাকে জানিয়ে থাকলে ইউ নো কি কারণে ব্যান করেছিলো।
আর যদি রাফা মনে করে কারণটা ব্লগ নীতিমালা ভঙ্গের মাঝে পরেনা, then you could challenge them.
২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০০
ক্লোন রাফা বলেছেন: গ্রেট , মিরেরডডল আমি আপনাকে বুঝাইতে পারি নাই । বিঁশেষ সময়ে অনেক কিছুই সব স্বাভাবিক সময়ের মত চলেনা। মনে করেন সরকার জরুরি অবস্থা ঘোষণা করলো । তখন আপনি অনেক প্রচলিত আইনও প্রয়োগ করতে পারবেন কি⁉️
সো মনে করুন ব্লগ কর্তৃপক্ষ যদি অনুধাবন করে।এখন আরো অতিরিক্ত সতর্কতার প্রয়োজন । তখন যা সাধারন সময়ে হয়তো ইগনোর করা যেতো এখন সে তা তো করবেই না । বরং অনেক সঠিক বিবেচনা করা থেকেও বিরত থাকবে নিজেকে রক্ষা করার জন্য। আমি বলতে চেয়েছি, আপনি হয়তো তেমন করে ভাবেন না ,এটুকুই ।
I think , I explain crystal clear like Mirror .
Thanks .
২২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০১
জনারণ্যে একজন বলেছেন: এই নিয়ে অভিজ্ঞতা না থাকায় বলতে পারছিনা, তবে কাউকে ব্যান করলে মনে হয় কারণটা জানিয়ে দেয়।
@ মিররডডল, নট অলওয়েজ। যেমন ধরুন আমার "স্মৃতিভুক" নিকের পশ্চাৎদেশে যখন বাঁশ দেয়া হলো, কোনো ধরণের নোটিশ'ই কিন্তু দেয়া হয়নি। পরে যখন জনাব মডারেটরকে (হাসির ইমো হবে) কোনো এক পোস্টে জিজ্ঞাসা করলাম, তখন 'ক', 'খ', 'গ', 'ঘ' বিভিন্ন ধারা দিয়ে বুঝানো হলো। মাগার নোটিশ কেন দেয়া হলো না, এই এই সম্পর্কে প্রশ্ন করলে বাইম মাছের মতোই পিছলায়া গেছিলো।
বাই দ্য ওয়ে, আমার অপরাধটা বেশ ফানি ছিল। সোনাগাজীর কয়েকটা নিককে এই ব্লগের সেরা ব্লগার হিসেবে মনোনীত করে মন্তব্য করেছিলাম। ফলাফল: সোনাগাজীর সকাতর কান্না-কাটি এবং জনাব মডারেটরের পাত্থরের মতো মন গলে যাওয়া। আউটপুট হইলো ওই নিক ব্যান।
মাগার .....একই ধরণের কাজ কিন্তু আমাদের "সোনা-ভাবি'ও" ওই পোস্টে করেছিলেন। কিন্তু জানেনই তো, "সোনা-ভাবি" বলে কথা!!
২৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১২
জনারণ্যে একজন বলেছেন: সাম্প্রতিককালের আরেকটা বেশ ফানি উদাহরণ দেই।
তার আগে বলে রাখি, এইখানের সোনা-দানা-তামা-রূপা কারো প্রতিই আমার আকর্ষণ বা বিকর্ষণ কিছুই নেই। জাস্ট লজিক্যাল উত্তর খুঁজছি - যেহেতু জনাব মডারেটরগণ বলে থাকেন তারা কতটা নিরেপক্ষ।
সোনাগাজী সাহেবের তারেক সাহেবকে নিয়ে করা এক মন্তব্য দেখলাম ডিলিট করা হয়েছে (ওয়ার্নিং সহ)। কুমির, ফুমির এই টাইপের কিছু একটা বলেছিলেন উনি।
মাগার জুলভার্ন সাহেবের মৃতা মতিয়া চৌধুরীকে (জনাব বললাম না, কারণ কারো কারো পশ্চাৎদেশে আগুন ধরে যেতে পারে) গালি-গালাজ সম্বলিত এক মন্তব্য ডিলিট করা দূরে থাকুক, অন্যতম এক মডারেটরকে দেখলাম তার পক্ষে সাফাই গাইছেন, গালিগালাজ কে জাস্টিফাই করে।
এটা কি দ্বিচারিতা নয়?
বিঃ দ্রঃ এইখানে রাজনীতি টাইনা না আনাই ভালো। তারপরেও যদি কোনো অর্ধশিক্ষিত ত্যানা পেচাইতে চায়, সরাসরি বলি - আমার পেশাগত লিমিটেশন আছে, রাজনৈতিক কিংবা অন্য যেকোনো বিতর্কিত ব্যাপারে মন্ত্যব্যের ক্ষেত্রে।
ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৯
ক্লোন রাফা বলেছেন: উত্তর নিচে⬇️
২৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৪
ক্লোন রাফা বলেছেন: মতিয়া চৌধুরিকে নিয়ে করা কমেন্ট আমি দেখেছি। আমার রুচি হয়নি ঐ বিষয়ে কথা বলার । কারন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ১৯৭১ নিয়ে কথা বললে । একটা শ্রেনির পশ্চাদ্দেশে আগুন লেগে যায়!
রাজনীতির বাহিরে থাকা খুবই কঠিন এখন পৃথিবী'তে । ঐ যে প্রেমে পরিনির মত প্রেমই এসে পরেছে আর কি । রাজনীতিই আপনা'কে জাপটে ধরবে!
ধন্যবাদ, জ.একজন।
২৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
মিরোরডডল বলেছেন:
আমি বলতে চেয়েছি, আপনি হয়তো তেমন করে ভাবেন না ,এটুকুই ।
সেটা আগেই বুঝতে পেরেছি।
আর সে কারণেই খেলাঘর যখন তারেক কে নিয়ে মন্তব্য করে, তখন আমি বলেছিলাম সম্ভাব্য প্রাইম মিনিস্টার নিয়ে এমন উক্তি ব্লগটিম হয়তো পছন্দ করেনি।
এই পোষ্টে আমার করা ৫ আর ৯ নং মন্তব্য দেখবে
থ্যাংক ইউ রাফা।
২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০৬
ক্লোন রাফা বলেছেন: পড়লাম , আপনি নিশ্চই চাঁদ গাজীর কমেন্ট’ই লিখলেন। তাহলে আপনার কমেন্ট না মুছে শুধু চাঁদ গাজীর কমেন্ট কেনো মুছে দিলো⁉️ এটার কি কোন যুক্তিসংগত ব্যাখা দিয়েছে ব্লগ কর্তৃপক্ষ ‼️ নিশ্চই না , দল বেধে চাদগাজী’কে হেনস্তা করার এমন কোন কুট কৌশল নেই । যা প্রয়োগ করা হয়নি‼️যদি কারো পছন্দ না , তাকে ব্লক করে রাখুক। কিন্তু এটা সমর্থন যোগ্য নয় একই অপরাধের ভিন্ন প্রতিক্রিয়া‼️
ধন্যবাদ, মিররডডল।
২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪৭
ক্লোন রাফা বলেছেন: একই কমেন্ট আপনি রিপিট করলেন । সেটা ডিলিট করলো না। কিন্তু চাঁদ গাজীর’টা কেনো করলো⁉️ এখানেই কবি নিরব ‼️
থ্যাংকস, মিররডডল।
বৈশম্যের আদিও নাই অন্তও নাই‼️
২৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
মিরোরডডল বলেছেন:
থ্যাংকস জনারণ্যে, নোটিশ যে সবসময় দেয়না সেটা জানা ছিলো না।
বাকি কমেন্টের কথা কি বলবো, এটাতো আমারও প্রশ্ন।
খেলাঘর নিয়ম ভঙ্গ করে শাস্তি পায়, একই নিয়মভঙ্গ প্রতিনিয়ত যে বা যারা করছে তাদের ক্ষেত্রেও সেইম আইন এপ্লাই হওয়া উচিত।
অনেকেই ভাবে আমি খেলাঘরের সাইড নেই, বিষয়টা তা না।
আমিও এটাই দেখেছি সে যেমন অন্যায় করে, তার সাথেও অনেক অন্যায় হয় কিন্তু সেগুলো এড্রেস হয়না।
পার্থক্য হচ্ছে সে একা, আর বাকিরা দলবদ্ধ হয়ে আসে।
সে একজন সিনিয়র সিটিজেন, নিয়ারলি ৮০ হবে, আর এতোগুলো ইয়াং পোলাপাইন সারাক্ষণ তাকে পোক করতে থাকে।
যখন সে ভলনারেবল এবং ভিকটিম হয়, তখন তার হয়ে বলি, কারণ আমার খারাপ লাগে।
খেলাঘর তার নিজস্ব কিছু বাক্যবাণে অন্যদের বকাঝকা করে, অবশ্যই সেটা উচিত না, I agree.
কিন্তু সবাই মিলে যেই লেভেলে নোংরা ভাষায় তাকে গালিগালাজ করে, এরকম মেইনস্ট্রিম টিপিক্যাল গালাগালি আমি তাকে একদিন একবারের জন্যও করতে দেখিনি।
ইভেন সে যে এখন নেই, তারপরও দেখলাম তাকে নিয়ে ক্রিটিসাইজ করে পোষ্ট।
এরপর সত্যি আর কিছু বলার থাকে না।
যাইহোক, খেলাঘর ভালো থাকুক।
মতিয়া চৌধুরীর বিষয়টা আমিও দেখেছি, আমারও ভালো লাগেনি।
মানুষ যখন মারা যায়, সন্মান না করুক কিন্তু তাকে অসম্মান করে কথা বলতে হয়না।
আমরা অনেক অসহনশীল, অল্পতেই মানুষকে জাজ করি।
যেই কাজের জন্য অন্যকে দোষারোপ করি, সেই কাজ নিজেরা করি, তখন অন্ধ ও বধির হয়ে যাই।
এনিওয়ে অনেক কথা বলে ফেললাম।
ভালো থাকবে অরণ্য।
থ্যাংক ইউ।
২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৯
ক্লোন রাফা বলেছেন: জ. একজনের দৃষ্টি আকর্ষন করছি।
২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
ক্লোন রাফা বলেছেন: হ্যালো , মিররডডল সব পেষ্ট ড্রাফটে নিয়েছেন কেনো⁉️
২৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
মিরোরডডল বলেছেন:
আমিতো লিখিনা রাফা।
কিছু পোষ্ট ছিলো গান টান শেয়ার করা আর কি, তেমন কিছু না।
আর শেষ পোষ্ট টা সাময়িক ছিলো, তাই সরিয়ে নিয়েছি।
২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২০
ক্লোন রাফা বলেছেন: না লিখলে , এখন এই মুহুর্ত থেকে লিখতে শুরু করুন।যা মনে আসে তাই লিখুন।গল্প,কবিতা বা সম সময়িক বিষয়ের উপর লিখতে শুরু করে দিন! আমার বিশ্বাস আপনি একজন লজিক্যাল পার্সন। কাজেই আপনার লেখার মধ্যে অন্তত সেটুকু পাবে পাঠক। ব্লগে এখন খুব বেশি লেখকের প্রয়োজন । অবশ্যই সৎ লেখকের বেশি প্রয়োজন । কারন এখন দায়িত্ব প্রাপ্তদের কেউ বিশ্বাস করেনা! কারন দায়িত্ব প্রাপ্ত হয়ে গেলেই কর্তৃপক্ষের পারপাস সার্ভ করা শুরু করে দেয়! ধন্যবাদ॥
২৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: সোনাগাজীকে যারা ব্যাক্তি আক্রমণ করে অর্থাৎ দেবতা গণ দের কবে ব্যান করা হবে? যারা সোনাগাজীকে ব্যাক্তি আক্রমণ করার জন্য ৫৭১ টা নিক রেজিস্ট্রেশন করেছেন তাদের ব্যাপারে কর্তৃপক্ষ নীরব কেন?
২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
ক্লোন রাফা বলেছেন: মিলিয়ন ডলার প্রশ্ন ।আমার কাছে তথ্য প্রমাণ নেই, তাই ছাই দিয়ে ধরে উত্তর চাইতে পারতেছিনা। আপনার কাছে থাকলে কর্তৃপক্ষের কাছে জবাব চান।শতভাগ সমর্থন পাবেন আমার।
ধন্যবাদ,ঘু.ভা.শহরে...।
২৯| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৩
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: শত শত প্রমাণ আছে। মডু নিজে বলছেন চাঁদগাজীরে হেনেস্তা লাঞ্চিত ও ব্যাক্তি আক্রমণ করার জন্য ৪৬৮ টা নিক রেজিস্ট্রেশন করা জয়েছে আমার হিসেবে ৭২৩ টা। চাঁদগাজীকে ব্যাক্তি আক্রমণ করে ৩ হাজারের বেশি পোস্ট দিয়ে ৪/৫ জনে মাল্টি থেকে ৪০/৫০ জনের ভেক ধরে লক্ষ লক্ষ মন্তব্য করে ব্যাক্তি আক্রমণ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।চাঁদগাজী তাদের কখনো পালটা গালি দেয়নি। অথচ চাঁদগাজী সোনাগাজী দুইটা নিকই ব্যান করা হল। ৩ হাজার পোস্ট দিয়ে লক্ষাধিক মন্তব্যের মাধ্যমে যারা অজস্র বার গালিগালাজ করছে তাদের কখনো নীতি মালায় আনা দূরের কথা উলটো দুধ খাওয়ানো হচ্ছে।
৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২১
ক্লোন রাফা বলেছেন: পুরো ব্লগের বর্তমান পর্যবেক্ষনে মনে হয় ! যত সংখ্যা বললেন তত পরিমান ব্লগার নেই ! কিছু বাঁশের কেল্লার আর কিছু বঙ্গ জাতিয়তাবাদের শাবকের আনা গোনা লক্ষনীয়। এটুকু পরিবর্তন হয়েছে ।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৯
আহরণ বলেছেন: সোনাগাজী/চাঁদগাজী দাদার উপর ঠেকে ব্যান তুলে নেয়া হোক। এই সময়ে সামুতে উনার মত একজন বড় মাপের মুক্তমনা ব্লগারের খুব বেশি প্রয়োজন। উনি ৭১ রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে হিসেবে আমি মডারেটর ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ ক্লোন রাফা, আপনাকে।