নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির মানুষের পক্ষে । বহুরুপি বা

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

এদের’কে চিনে রাখুন। ৭১’কে মুছে দিতে চাওয়া গোষ্ঠি‼️

২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৪





উপরের ছবিটি একটি দম্পতির ছবি । আধুনিক জেনজি জেনারেশনের অতি প্রিয় অন্তত একজন । জি হ‍্যা আমি
ড.তাসনিম জারার কথা বলছি। সোস‍্যাল মিডিয়ার কল্যাণে তাসনিম জারা, মোটামুটিভাবে অনেকের পরিচিত এবং প্রিয় ইনফ্লুয়েন্সার ।

করোনাকালে বিভিন্ন উপদেশ মূলক পরামর্শ দিয়েছেন। সেই একই রকম ভুমিকা রেখেছেন ২০২৪ এর জুলাই/আগস্টের তথাকথিত আন্দোলনের সময়ে। এই সময়ে খুবই ভালো পরামর্শ দিয়েছেন! কি করে টিয়ার গ্যাস ও রাবর বুলেট থেকে বেঁচে আন্দোলন চালিয়ে যেতে হয়!এমনকি রক্তক্ষরণ বন্ধে কি করনীয়।মোটামুটি ফার্স্ট এইডের পুরো দায়িত্ব পালন করে ভুমিকা রেখেছেন। এই পর্যন্ত আমার দৃষ্টিতে বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণী হিসেবে চমৎকার।
কিন্তু যখন নাগরিক কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে দেখতে পাই। তখন একটু জানার কৌতূহল হয় তাকে নিয়ে। কারণ নাগরিক কমিটি পুরোপুরি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বর্তমান ইন্ট্রিম সরকারের সাথে নাগরিকদের সংযোগ । তার চেয়েও গুরুত্বপূর্ণ ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে এই কমিটি!

আমি কারো দল গঠনের বিরুদ্ধে নই ! বরং নতুন দিক নির্দেশনা নিয়ে ভুমিকা রাখার পক্ষে। কিন্তু যখন দেখি এদের শেকড় আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এবং পুরনো দেশবিরোধী শক্তির পক্ষের অবস্থানকে শক্তিশালী করতে কাজ করছে । তখন পুরোপুরি হতাশ ।আরো চমৎকৃত হতে হয়। যখন দেখি এদের জন‍্য এটাই স্বাভাবিক ।
কারন এরা উত্তরাধিকার সূত্রেই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে ,করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে মনে হচ্ছে ‼️ আসলে এদের সকলের শেকড় এক বৃন্ত থেকে । বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যা সৈয়দা রিজওয়ানা হাসানের পিতা কে ছিলেন জানেন কি⁉️ উনার পিতা সিলেট হবিগঞ্জ মুসলিম লীগের এম,এল,এ/ তৎকালীন শান্তি কমিটির নেতা সৈয়দ মহিবুল হাসান । ৭১-এ সক্রিয় ছিলেন ,মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন একাগ্রতা নিয়ে! এই ড.তাসনিম জারা হচ্ছেন রেজওয়ানা হাসানের চাচাতো বোন। রাজাকারের ভাতিজি পরিচয়ে পরিচিত ।২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে ছিলো অবস্থান ।

ধারনা করেছিলাম মানুষ যেমন নেগেটিভলি বদলায় তেমনি পরিবর্তন পজেটিভ ও হয় । কিন্তু এরা প্রত্যেকেই মনে প্রাণে বাংলাদেশের নাগরিক হিসেবে হীনমন্যতায় ভোগে । তাই মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে অবস্থান ।এবং প্রকৃত রাজাকারের আদর্শ ধারণ ও বহন করা প্রকৃত কুশিক্ষিত শাবক ছানা।মানুষ মৃত্যুর পর পচে যায় ।বেঁচে থাকলে প্রতিনিয়ত বদলায়। কেউ আলোতে ফিরে আসে/ আবার কেউবা আরো অন্ধকারে নিমজ্জিত হয় । এরাও ঠিক অন্ধকারের পূজারি।

বিঃদ্রঃ- তাসনিম জারার স্বামী, মাদ্রাসা পড়াকালীন জামাতের/শিবিরের সাথী ছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ফান্ডে উচ্চ শিক্ষার সুযোগ পাওয়া । “আরোগ্য ও সহায়” দুটি এনজিও পরিচালিত করেন জঙ্গি সহায়তায়।আর বর্তমানে পুরো সরকারটাই একটি এনজিওগ্রাম সরকার । কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিনই না অসম্ভব বর্তমানে। ভবিষ্যতে এদের আমলনামার হিসেব নেয়া হবে ইংশাআল্লাহ্ ।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥ধন্যবাদ ॥

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯

ধুলো মেঘ বলেছেন: এরা যতক্ষণ না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোব বিবৃতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন অবস্থাতেই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলতে পারেন না। মুক্তিযুদ্ধ আমাদের চেতনার গভীরে। কোন জেনজির পক্ষে এই চেতনা মুছে দেয়া কোনভাবেই সম্ভব না।

মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনাকে কেউ যদি পচিয়ে গন্ধ করে থাকে, তো সে হচ্ছে স্বয়ং শেখ হাসিনা ও তাঁর চ্যালাচামুন্ডারা। তারাই ইতিহাস বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধকে কলংকিত করেছেন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন গভর্নর তালুকদার সাহেব কেন এই সরকার এর গুড বুকে??? বুঝতে পারছেন কিছু....।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে কথাগুলো বলেছেন তার প্রমাণ আছে? কেউ জামাত-শিবির হলেই জঙ্গি হবে এইভাবে বলতে থাকলে বিভাজন সৃষ্টি হবে সমাজে। আগে আওয়ামী লীগের আমলনামার হিসাব নিতে হবে। আপনাদের ভাবখানা এমন যে আওয়ামী লীগ খুবই জনপ্রিয় দল ছিলো, নির্বাচনে ফেয়ার ভাবে জয়ী হয়ে সরকার গঠন করেছে। কিছু লোক তাদের বিরুদ্ধে আন্দোলন করে ৬ মাসের মধ্যে ক্ষমতাচ্যুত করেছে। ১৫ বছর ক্ষমতায় থাকার পর ও এমন মনোভাব হাইস্যকর। ;) :-P

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭

ক্লোন রাফা বলেছেন: Click This Link
একজন সমন্বয়ক... এদের প্রত‍্যেকের ফাইল তৈরি হোচ্ছে। কি প্রমান ! জামাত শিবিরের সংশ্লিষ্টতার নাকি এজেন্ডার বাস্তবায়ন করছে তার⁉️
আওয়ামিলীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। অন‍্য দলের মত এই দলেরও অনেক ভুল ত্রুটি আছে অবশ্যই।সবচাইতে বড় দুর্ভাগ্য আওয়ামলীগের সাথে প‍্যারালাল রাজনিতী করার মত একটি দল পায়নি আওয়ামিলীগ ‼️
বিএনপি হোচ্ছে আওয়ামিলীগ বিরোধী একটি প্লাটফর্ম। যে দলের কোন রাজনৈতিক আদর্শ নেই! শুধু আওয়ামী লীগের বিরোধিতা করাই আদর্শ । কিংবা আজীবন ভারত বিরোধিতা মূল এজেন্ডা! দেশের জন্য কি করবে , মানুষের কল্যাণে কি করবে কিছুই ধারণাটুকু পর্যন্ত দিতে পারেনা। আর জামাত শিবির’তো দেশবিরোধী অপশক্তি। আজ পর্যন্ত ৭১-এর ভুমিকার জন্য ক্ষমা চায় নাই! এর পরেও কি এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে⁉️ অথচ জিয়া, বহুদলীয় গণতন্ত্রের নামে এদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ।
এখনো নির্বাচন হোলে আওয়ামিলীগের সম্ভাবনা বেশি । চক্রান্ত কিংবা কোন দল কাউকে সমর্থন না করে এককভাবে নির্বাচন করুক তখন প্রকৃত ফলাফল দেখতে পাবেন ।
ধন‍্যবাদ॥

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

পথিক২৪ বলেছেন: আপনার পোস্টে উগ্রতা ছাড়া কিছু খুঁজে পেলাম না । বাংলায় মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না, মুছে ফেলতেও পারবে না । কিন্তু কেউ যদি অস্বীকার করে, মুছে ফেলে তা একমাত্র শুধুমাত্র বালের দল ( BAL ) ছাড়া কেউ করবে না । এই বালের দল মুক্তিযুদ্ধকে আমাদের সামনে এমন ভাবে উপস্থান করেছে যে বাচ্চারাও এখন মুক্তিযুদ্ধের কথা শুনলে বলে " হেশ বাল, থাম তো ! " । এর দায় বাল এড়াতে পারবে না ।
আর আপনি খুব হা হুতাশ করছেন দেখছি । জ্বালা জ্বালা অন্তরে জ্বালা ।
বাংলার মানুষ এখন আর জঙ্গি নাটক খায় না ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

নতুন বলেছেন: আপনি আফসোসলীগ সেটা বোঝা যাচ্ছে।

এরা কি ৭১ এর চেতনাকে বিরোধীতা করেছে? যখন এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধতা করবে তখন জনগন এদের ঘৃনা করবে। যেমন টা মানুষ আয়ামীলীগকে ঘৃন্যা করছে।

এরা কি আয়ামীলীগের সন্ত্রাসীদের মতন মানুষ হত্যা করেছে?

আগে আয়ামীলীগের এতোগুলি হত্যা, দূনিতির জন্য একটু অনুসুচনা করুন, তারপরে না হয় তত্বকথা শোনাতে আসবেন। ;)

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৫

ক্লোন রাফা বলেছেন: আমি যা সমর্থন করি তা প্রকাশ্যে করি। আপনাদের মত যদি, কিন্তু তবে দিয়ে জাষ্টিফাই করতে হয় না।অবশ্যই এরা ২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে ছিলো।
রাজাকার, আলবদর , আলশামস-এর সদস্যরা অবশ্যই আওয়ামীলীগ’কে ঘৃণা করে। সাথে যুক্ত হয়েছে নব‍্য রাজাকার ও তাদের পরিবারের সদস্য এবং সুবিধাভোগী । বিএনপি তাদের প্রতিবন্ধী হিসেবে আওয়ামীলীগ’কে ঘৃণ করবে । আপনি উপরের কোন দলের সদস‍্য বা সমর্থক⁉️
অপরাধের বিচার হোক । প্রতিটি হত্যার বিচার চাই। আংশিক নয়, কোন ইন্ডেমিনিটি চাই না। যদি এই সরকার কোন পক্ষের না হয়ে থাকে তাহলে সকল হত‍্যার বিচার করতে অসুবিধা কোথায় ⁉️

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

আলামিন১০৪ বলেছেন: বঙ্গবন্ধুকে কেন পাকিস্তান হজম করতে পারেনি নাকি অন্য কোন বিষয় ছিল? এবিষয়ে কোন তখ্য সূত্র থাকলে, চেতনা দন্জধারিরা কেউ লিঙ্ক দিন বা বই এর রেফারেন্স দেন পি লি জ লাগে ...

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্ট যাদের কথা বলেছেন এরা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কী বলেছে সেটা আপনার পোস্টে নাই। অযথাই চেতনার ব্যবসা করার চেষ্টা করছেন। পোস্ট দিলে যুক্তি সহ দেয়া উচিত। খালি আফসোস করলে হবে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি যা সমর্থন করি তা প্রকাশ্যে করি। আপনাদের মত যদি, কিন্তু তবে দিয়ে জাষ্টিফাই করতে হয় না।

আপনি প্রকাশ্যা সমর্থন করেন সেটা ভালো। সত্যিকারের মানুষ হলে তার সরাসরী জবাব দেবার সাহস থাকা উচিত।

কিন্তু বলুন তো জুলাইয়ে ছাত্রলীগের হামলা, আয়ামীক্যাডারের খুন, পুলিশী খুনের বিষয়ে আপনার কি মতামত?

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩

ক্লোন রাফা বলেছেন: নিচে আপনার প্রতিউত্তর দেখুন⬇️

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৯

স্বাধীন আকন্দ বলেছেন: যে দেশে যারা সংখ্যাগরিষ্ঠ, তারাই সে দেশের চেতনা ঠিক করবে। মুক্তিযুদ্ধ কোন ধর্ম নয়। আওয়ামী লীগও তার ঠিকাদার নয়ম মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানি আধিপত্য ও বৈষম্যের বিরুদ্ধে। সে সময় যারা লড়েছিল অবশ্যই তারা বীরশ্রেষ্ঠ। ইনসাফের পক্ষে যারাই থাকবে তারাই বীর। কিন্তু মুক্তিযুদ্ধকে পুজি করে আর কোন জুলম চলবে না। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখপাত্র যারক হতে পারবে না, তাদের পাকিদের মতোই ঝেটিয়ে বিদায় করা হবে।
আর রাষ্ট্রও কোন স্থির বিষয় না। এক সময় ব্রিটিশ, তারপর পাকিস্তান এখন বাংলাদেশ। এই দেশের জনগোষ্ঠীর চেতনাও সবসময় এক থাকে নি, থাকবে না। লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র। আর এজন্য যারাই কাজ করবে জনগণও তাদের পক্ষে থাকবে। জারা তাসনিমরা যদি ন্যায়ের পক্ষে থাকে, অবশ্যই বাংলার মানুষ তাদের সমর্থন করবে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩১

ক্লোন রাফা বলেছেন: শুধু ওখানে থেমে গেলেই চলবে ‼️ জেলখানা ভেঙে জঙ্গিদের মুক্ত করলো কারা ! আনসার ক‍্যাম্পে হামলা করে হত‍্যা! পুলিশ হত্যা করে আবার নৃশংসতার নমুনা দেখাতে ঝুলিয়ে রাখার কি ব‍্যাখ‍্যা⁉️ সব কিছু যুক্ত করে বলুন। প্রতিটি হত্যার তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ।
আমি শুধু বিচার চাই না শাস্তি হোক এটাই চাই । ধন্যবাদ ॥

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫২

নতুন বলেছেন: শুধু ওখানে থেমে গেলেই চলবে ‼️ জেলখানা ভেঙে জঙ্গিদের মুক্ত করলো কারা ! আনসার ক‍্যাম্পে হামলা করে হত‍্যা! পুলিশ হত্যা করে আবার নৃশংসতার নমুনা দেখাতে ঝুলিয়ে রাখার কি ব‍্যাখ‍্যা⁉️ সব কিছু যুক্ত করে বলুন। প্রতিটি হত্যার তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ।
আমি শুধু বিচার চাই না শাস্তি হোক এটাই চাই । ধন্যবাদ ॥


এই তো আপনি তেনা প্যাচানো শুরু করছেন। B-))

আমি কোন হত্যাই সমর্থন করিনা। কিন্তু কিছু পুলিশি হত্যার পেছনে পুলিশের জনগনের উপরে গুলি চালিয়ে হত্যার ঘটনাগুলির প্রভাব আছে। পুলিশ যখন জনগনকে গুলি করে হত্যা করেছে তখন যদি কোন পুলিশ একা জনগনের মাঝে পড়ে যায় তবে কি হতে পারে সেটা সবাই অনুমান করতেই পারে।

কিছু হত্যার পেছনে জামাত/বিএনপির হাত হাছে। তারাও চেয়েছে ঝামেলা বাড়ুক।

কিন্তু আপনি আর হাকা ভাই যেমন আয়ামীদেবদূতদের কোন অপরাধ দেখেন না। হজরত শেখ হাসিনার কে পীরের মতন মনে করেন তাদের সাথে আলোচনা করার কোন অর্থ হয় না।



২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

ক্লোন রাফা বলেছেন: শাবাস, ত‍্যানা পেঁচানো কাহারে বলে তা আপনার এই মন্তব‍্য দেখলেই বুঝতে পারবে জনগণ ।পুলিশ জনস্বার্থে গুলি আকরতে পারে । পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষার্থে শক্তি প্রয়োগ । সর্বোপরি সেল্ফ ডিফেন্স বলে একটি টার্ম আছে।
আপনি সব কিছুর খন্ডিত বিচার চান। পুলিশ তার অর্ডার পালন করতে অবশ‍্যই বাধ‍্য। আপনি একজন এক চোখা মানুষ। যাদের অপরাধের মাত্রা যত বেশি এই অকর্মণ্য সরকার তাদের পক্ষের।
কিছু হত‍্যার পিছনে জামাত/ বিএনপির হাত থাকলে কি তা জায়েজ হয়ে যায়! তাহলে স্বিকার করতে বলেন আন্দোলনের নিয়ন্ত্রন তাদের হাতে ছিলোনা‼️
একটা কথা খুব ভালো করে মনে রাখবেন । আন্দোলনের ডাক যারা দেয় দ্বায় তাঁদেরই নিতে হয়। আওয়ামীলীগের দায় কখনই বিএনপি নিবে না।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০১

বাকপ্রবাস বলেছেন: ওনি কিসের ডাক্তার? চুলকানির অশুধ চাইসি দিতে পারেনাই। চেতনার অসুধ চাইসি দিতে পারিনাই। না পালানোর অশুধ চাইসি দিতে পারিনাই। যেটা পারসে সেটা হল

Dr Tasnim Jara
December 23 at 5:09 PM ·
আন্দোলনে আহতদের সেবা দেওয়ার জন্য আমি মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। আমি এখানে বিনা বেতনে কাজ করছি।
গত সপ্তাহে আমাদের টিম থেকে কী কী করেছি, সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে জবাবদিহিতা থাকে। সাথে অনুরোধ করবো: আন্দোলনে আহত হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না এমন কাউকে চিনলে এই নম্বরে কল দিতে বলবেন: ১৬০০০।
আমি জানি যে আন্দোলনে আহতদের চিকিৎসা যেভাবে হওয়া উচিত ছিলো, অনেক ক্ষেত্রেই সেভাবে হয় নি। তবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে। আপনারা শুধু আহতদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন।
কাজের আপডেট:
গত সপ্তাহে ৭৭ জন আমাদের কাছে চিকিৎসা সহায়তার জন্য এসেছিলেন। এর মধ্যে আমরা ৬৭ জনকে সেবা দিয়েছি। এই সেবার মধ্যে ছিল:
১। চিকিৎসা পরামর্শ প্রদান
২। প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে (যেমন পিজি হাসপাতাল, সিএমএইচ) ভর্তির ব্যবস্থা করা
৩। হাসপাতালে ভর্তির পর রোগীদের সেবার মান নিশ্চিত করার জন্য ফলো-আপ এবং অভিযোগ থাকলে তা সমাধানের চেষ্টা
গুরুতর রোগীদের ক্ষেত্রে:
যে ৭৭ জন যোগাযোগ করেছিলেন তাদের মধ্যে ৮ জনের অবস্থা এমন ছিলো যে হাসপাতালে চিকিৎসা নেয়া প্রয়োজন। আমরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের সাথে কাজ করছি:
- ৩ জনের সিএমএইচ ট্রমা ম্যানেজমেন্ট সেন্টারে, ২ জনের বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) এবং ১ জনের ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটে চিকিৎসার গ্রহণের ব্যবস্থা করেছি। এসব ক্ষেত্রে আমরা আগে থেকে হাসপাতালের সাথে কথা বলি যাতে তারা রোগীর জন্য রেডি থাকে। রোগীর সাথে যোগাযোগ রাখি যাতে তারা কোন অসুবিধার সম্মুখীন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।
- ১ জন রোগী অর্থোপেডিক্সে ঢাকার বাইরে বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছিলেন। তার জন্য আমরা একজন বিশেষজ্ঞের কাছে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছি। এটা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের রেসিডেন্ট সার্জন আন্তরিকতার সাথে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
- ১ জনের মিটফোর্ড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করার ব্যবস্থা করেছি ও তার চিকিৎসার ব্যপারে সার্বক্ষণিক সহায়তা দেয়ার চেষ্টা করেছি।
বিদেশে চিকিৎসা:
আমাদের কাছে ২জন রোগী এসেছেন যাদের বিদেশে যাওয়ার রেফারেল লেটার আছে হাসপাতাল থেকে, কিন্তু বিদেশে যাওয়ার কোন ব্যবস্থা হয় নি। আমরা এই দুইজন রোগীকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছি। মিনিস্ট্রির কাছে রোগীর সকল প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে সাবমিট করেছি। আগের সপ্তাহেও ২জন রোগীর বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র রেডি করে সাবমিট করেছিলাম। মিনিস্ট্রির কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছি এই ৪ জন রোগীর বিদেশে পাঠানোর বর্তমান অবস্থা কী এবং রোগীকে সে বিষয় অবহিত করে রাখছি। এছাড়া একজন রোগী এসেছেন যিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছি। পরীক্ষা নিরীক্ষার পর সেখান থেকে যে ফলাফল আসবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
বিদেশে পাঠানোর ক্ষেত্রে যে কাজগুলো করে আমরা সাহায্য করার চেষ্টা করি:
রোগীর জন্য বিদেশে কোন হাসপাতাল সবচেয়ে ভালো হবে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, সেটা বিভিন্ন দেশের এক্সপার্টদের সাথে কথা বলে খুঁজে বের করি। যেমন আমরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মিশর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ডাক্তারদের সাথে কথা বলেছি ও পরামর্শ নিয়েছি। এসব পরামর্শ নেয়ার পর যে হাসপাতাল বা ডাক্তার সবচেয়ে ভালো হবে তাদের সাথে যোগাযোগ করে রোগীর সম্পর্কে বিস্তারিত জানাই। তাদের কাছ থেকে ট্রিটমেন্ট প্লান ও অনুমানিক খরচ সংগ্রহ করতে কাজ করি।
মানসিক স্বাস্থ্য সেবা:
আন্দোলনে আহত অনেকেই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। যেমন ডিপ্রেশন, পিটিএসডি, প্যানিক ডিজঅর্ডার, ইত্যাদি। আমরা ৪৯ জন রোগীর প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছি। ১১ জন রোগীর দীর্ঘমেয়াদি কাউন্সেলিং প্রয়োজন ছিল। তাদের সেবা নিশ্চিত করার জন্য আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH) এবং সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেছি।
আর্থিক সহায়তা:
৫ জন জরুরি আর্থিক সহায়তা চেয়ে যোগাযোগ করেছিলেন। তাদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে ফাউন্ডেশনের ভেরিফিকেশন এবং ফাইনান্স টিমের সঙ্গে কাজ করছি।
যোগাযোগের সমস্যা:
যে ১০ জন রোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি (ফোন ধরেননি, কল কেটেছেন, বা ফোন বন্ধ ছিল), আমরা তাদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব।
অন্য কাজ:
চিকিৎসা সেবার পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি। বর্তমানে সমস্ত ডকুমেন্টেশন গুগল শিটের মাধ্যমে করা হচ্ছে। এই কাজটা এফিশিয়েন্টলি করতে আমাদের একটা সফটওয়ার তৈরি করা প্রয়োজন, যেখানে রোগীর সাথে প্রতিটি কথোপকথন নোট করা থাকবে। কোথায় কোন রোগীর সেবা দিতে দেরি হচ্ছে, কার টেবিলে যেয়ে কাজ আটকে থাকছে, সেটা দ্রুত বের করতে পারবো। এতে জবাবদিহিতা বাড়বে ও কাজে আরও গতিশীলতা আসবে। এই সফটওয়্যার তৈরি করতে আমি একটি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট (PRD) তৈরি করেছি এবং টেক টিমকে সেটা বুঝিয়ে দিয়েছি। সফটওয়্যারটি তৈরি হলে আমাদের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
আমাদের টিমটা খুব ছোট, তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত ও যত ভালভাবে সম্ভব আমাদের কাছে যারা আসছেন সকলের সুচিকিৎসা ও সেবা দিতে। কোনো দিনই আমাদের কাজ বিকাল ৬টায় শেষ হয় না। রাত ১২টা-১টাও বেজে যায়। ছুটির দিনেও আমরা কাজ করি।
আবারও অনুরোধ করছি, আপনার পরিচিত কোন আহত ব্যাক্তির চিকিৎসা সংক্রান্ত কোন সহায়তা লাগলে আমাদের জানাবেন। ১৬০০০ নম্বরে কল দিয়ে।
আমরা সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত আছি; আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: @নতুন, আওয়ামী লীগের অনেক ছুপা স্লিপার সেল আছে সমাজে। এরা জুলাই অভ্যুত্থানের ৮/১০ দিন আগেও আওয়ামী লীগের সাপোর্ট করতেন তবে মনে মনে। মুখে বলতেন তারা ছাত্র-জনতার পক্ষে। এসব ছুপা স্লিপার সেলের মধ্যে আছেন : অসৎ মুক্তিযোদ্ধা, অসৎ শিল্পী, অসৎ রাজনীতিবিদ, অসৎ সুশীল। এরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনদিন বিরোধিতা করে নাই। নিজের স্বার্থে আঘাত আসলে অথবা নিজেদের ফেইস ভ্যালু টিকিয়ে রাখতে এরা শেখ হাসিনার সমালোচনা করতেন। ডিজিএফআইয়ের টাকা খেয়ে কতগুলো ছোট দল মাঝে মধ্যে প্রেসক্লাবের সামনে আওয়ামী রেজিম কে গালাগাল দিতো। আমরা তো শুধু আওয়ামী লীহ ও জাপা কে সমালোচনা করেছি। কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাকি দলগুলো কোথায়? আমরা মেনন, ইনুর দলকে কিছুই বলেনি।

আওয়ামী লীগের যারা বিরোধী তারা হচ্ছে মাথামোটা টাইপের। তাদের সংগীসাথী রা সব গুলো চরমপন্থী মনোভাবের। তারপর ও এরা চেয়েছিল আওয়ামী লীগের পুরো নেক্সাস কে ধ্বংস করে নিজেদেরকে সে জায়গায় বসাতে। তাদের উদ্দেশ্য ও ভালো মনে হচ্ছে না। খারাপ কে দিয়ে আপনি খারাপ কে সরাতে পারবেন কিন্তু দেশের ভালো কিছু করতে পারবেন না।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

Ruhin বলেছেন: রাষ্ট্রও কোন স্থির বিষয় না। এক সময় ব্রিটিশ, তারপর পাকিস্তান এখন বাংলাদে

মিশর,ইরাক এরা আদিকাল থেকেই এই নামে পরিচিত, তাদের নামের পরিবর্তন হয়নি

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: @নতুন, আওয়ামী লীগের অনেক ছুপা স্লিপার সেল আছে সমাজে। এরা জুলাই অভ্যুত্থানের ৮/১০ দিন আগেও আওয়ামী লীগের সাপোর্ট করতেন তবে মনে মনে। আওয়ামী লীগের যারা বিরোধী তারা হচ্ছে মাথামোটা টাইপের। তাদের সংগীসাথী রা সব গুলো চরমপন্থী মনোভাবের। তারপর ও এরা চেয়েছিল আওয়ামী লীগের পুরো নেক্সাস কে ধ্বংস করে নিজেদেরকে সে জায়গায় বসাতে। তাদের উদ্দেশ্য ও ভালো মনে হচ্ছে না। খারাপ কে দিয়ে আপনি খারাপ কে সরাতে পারবেন কিন্তু দেশের ভালো কিছু করতে পারবেন না।

একটা দেশে যখন আফসোসলীগের মতন এতো সমর্থকেরা অনুসুচনা ছাড়া এতগুলি হত্যা, হামলা, দূনিতি করা দলের পক্ষে সাফাই গাইতে পারে তথন কিভাবে দেশে ভালো কিছু হবে ভাবা যায়?

দেশের বিরাট অংশই দূনিতিবাজ তারা দুনিতির বিরুদ্ধে অভিজান চায় না। তারা চায় বিএনপি ক্ষমতায় আসুক সব কিছু আবার ঠিক মতন চলুক। /:)

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৯

শিশির খান ১৪ বলেছেন: অবাক লাগে কিছু হাবা বলদ এখনো আওয়ামীলীগ সাপোর্ট করে। তাসনিম জারার যোগ্যতা বুঝার মতো জ্ঞান সৃষ্টিকর্তা আপনাকে দেয় নাই। এক মুক্তিযুদ্ধের চেতনা আর কতো বিক্রি করবেন ? আপনার নেত্রীর গুষ্টি তো মুক্তিযুদ্ধের চেতনা দোহাই দিয়া দেশ খালি কইরা ফেলছে সেটা দেখেন না। বাংলাদেশের টাকা চুরি কইরা লন্ডনের এমপি হওয়া গেছে টিউলিপ সামনের সপ্তাহে তদন্ত শুরু হবে। ইতিমধ্যে আপনার নেত্রী ও তার গুণধর ছেলের টাকা চুরির সব তথ্য দুদকের কাছে চলে এসেছে। আপনাদের নেতারা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বইলা লন্ডন দুবাইতে শত শত বাড়ি কিনছে সেটা আপনার নজরে পরে না ? আপনার কি মনে হয় আপনাদের নেতারা যারা হাজার হাজার কোটি টাকা পাচার কইরা ভাগছে তারা আবার দেশে ফেরত আসবে ? একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু ,জয় শ্রীরাম , ভারত মাতা কি জয়

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০০

জ্যাকেল বলেছেন: প্রোপাগান্ডা ছড়ানোয় কালবুশেখী হুজুররে ছাড়াই যাওয়ার প্লান করছেন নাকি রাফা সাব? জারা ২৪ এর আন্দোলনে পরামর্শ দিয়ে সাহায্য করেছিল বলে এখন উনার পিছে লাগছেন?

বাংলাদেশের শান্তিপ্রিয় নীরিহ মানুষগুলোকে র এর প্লান মোতাবেক জংগি সাজিয়ে খুন করা হচ্ছিল। যখন প্রথ+মালু ও দিল্লী স্টারের সহযোগিতায় বাংলাদেশের অসাম্প্রদায়িক ইমেজকে ধ্বংস করার ভয়াবহ সার্বভৌমত্ব বিরোধী কাজ করা হচ্ছিল তখন ৭১'র চেতনা কোথাই ছিল?

এখন যখন আপনার প্রভুর চোখের পানি নাকের পানি ডঃ ইউনুস এক করে ফেলেছেন তখন নয়া ধান্দা নিয়া মার্কেটে আইছেন?

আসেন। চিল্লাইয়া মার্কেট ফাওন যাইত না।

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: সরকারের পতন হয়েছে আর্মির ষড়যন্ত্রের কারনে।আর্মি পুলিশকে নিষ্ক্রিয় করেছে।আর্মি সরকারের নির্দেশ পালন করে নাই অন্য কারো ইশারায়।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৭

এ পথের পথিক বলেছেন: এক কাপ প্রোপাগান্ডা, ৪ টেবিল চা চামচ উগ্রতা, ১ হাড়ি শুয়ো ও গোবরে পোকায় গিজ গিজ করা পচা চেতনা, ২ টেবিল চা চামচ মায়া কান্না, ১ কাপ নাকের পানি দিয়ে মিক্সার কোরে যা খাওয়াইতে চাইলেন বর্তমানে মানুষ এগুলা খায় না ভাই । এইগুলা খুনি হাসিনার ও তাদের দলের লোকের কাছে বিতরনের চেষ্টা করেন । এসব নাটক দেখে শুনে ঘেন্না ধরে গেছে ।
আপনাদের মা এত দরদি, পালায় না । দেশ ছেড়ে পালাল কেন ?
এসব খাওয়া লোকজন এখনো বুঝল না, যে নেত্রি ঘুমায় খাটে আরামে, কর্মি মরে ব্লগে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.