নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

জনদাবির প্রতি সন্মান প্রদর্শন করে সর্বাত্মক হরতাল পালন করুন।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১২

অবৈধ দখলদার ইউনুস প্রশাসনের নতুন ভ্যাটনীতির প্রতিবাদে বাংলাদেশে ১৮ তারিখ সকাল-সন্ধা হরতাল। উক্ত হরতাল পালনের জন্য সবাইকে অনুরোধ করছি।

দাবীসমূহ:

-বর্ধিত ভ্যাট প্রত্যাহার
-দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ
-হামলা-নির্যাতন বন্ধ
-মামলা প্রত্যাহার
-রাজবন্দীদের মুক্তি
-আগুন সন্ত্রাস বন্ধ
-অবৈধ ব্যর্থ ইউনূসের পদত্যাগ
আমরা বাংলার জনগণের স্বার্থে আজিবন লড়াই করবো। এই অকর্মন্য পঙ্গু সরকার তাদের ব্যর্থতা জনগণের উপর চাপাতে চাইছে!
যেহেতু তারা নির্বাচিত নয় । তাই তাদের ধারনা কোন দ্বায়বদ্দতা নেই ‼️জনগণের টাকায় বেতন নিয়ে ।সকল সুযোগ সুবিধার বিনিময়ে সুদের ব্যবসায়ী এবার আমার আপনার রক্ত শুষে নিতে চাইছে। আওয়ামিলীগ সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে । প্রয়োজনে আবারো দাঁড়াবে ইংশাআল্লাহ্ ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

আহবানে,

জননেত্রী শেখ হাসিনার সমর্থনে
#ATeam- এটিম

#ATeam 20250141
১৮ই জানুয়ারীর হরতাল সম্পর্কে কিছু কথা -

১) এটিম আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করে না। এটিম বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭১এর আদর্শ ধারণ করে। এই আদর্শের পক্ষে যায়, এরকম যে কোনো কর্মকাণ্ডেই এটিমের সমর্থন আছে।

২) বর্তমানে ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে রক্ষায়, মানুষের সাধারণ মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী "শেখ হাসিনার আহবান করা" ১৮ তারিখের হরতালও এটিম সমর্থন করে।

৩) আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ও ছাত্রলীগের মতো তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ১৮ তারিখে হরতাল পালন করবে কি না, বা কিভাবে করবে, এটি একান্তই তাদের নিজস্ব বিষয়। আমরা মনে করি, এই হরতাল হবে বাংলাদেশের দেশপ্রেমী সাধারণ মানুষের প্রতিবাদ। রাজনৈতিক সংগঠনগুলোর এজেন্ডা তাদের নিজস্ব বিবেচনার বিষয়।

৪) আমাদের কাছে হরতাল অর্থ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আপনি যদি মনে করেন বর্ধিত ভ্যাট, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ না করে আরো বাড়ানোর জনবিরোধী উদ্যোগ, আগুন সন্ত্রাস, হয়রানিমূলক মামলা ইত্যাদির প্রতিবাদ করা উচিত, আপনি সেটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদ হতে পারে মিছিল, মানববন্ধনের মতো অহিংস। হরতাল এই প্রতিবাদকে সিনক্রোনাইজ করার একটি আহবান। কাউকে জোর করে হরতালে বাধ্য করা যাবে না। জনজীবনে অশান্তিমূলক কোনো কাজ করা যাবে না।

৫) শনিবারে কেন হরতাল ডাকা হয়েছে, অনেকের এ প্রশ্নের জবাবে আমাদের মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হরতালের মাধ্যমে দেশের অর্থনৈতিক কোনো ক্ষতি হোক, সেটি চান না বলেই শনিবারকে বেছে নিয়েছেন। রবিবার থেকে বৃহস্পতিবার যাতে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকে। এটিম এমন ভাবনাকে সমর্থন করে।

বটমলাইন: শেখ হাসিনার নির্দেশনাকে আমরা সমর্থন করি মাত্র...
@albd1971 @sajeebwazed @ChiefAdviserGoB

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩১

কামাল১৮ বলেছেন: হরতাল সমর্থন করি কিন্তু প্রস্তুতি ছাড়া বাস্তবায়ন সম্ভব না।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২০

ক্লোন রাফা বলেছেন: ব্ঙ্গবন্ধুর দল সদা সর্বদা প্রস্তুত। ইতিহাস সাক্ষি , আওয়ামিলীগ যখন কোনঠাসা থাকে। সেই দল ইতিহাসের স্রষ্ঠার হয়ে ফিরে আসে!
ইংশাআল্লাহ্ শুণ্য নয় বিয়োগান্ত সময় থেকে আওয়ামিলীগ ফিরতে পারে যদি । তাহলে এখন কি তার চাইতে কঠিন সময়⁉️ গেল্জিরা প্রকৃত আওয়ামিলীগ দেখেনি। এবার দেখবে ইংশাআল্লাহ্‼️

ধন্যবাদ,কামাল১৮।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭

এ পথের পথিক বলেছেন: অযোউক্তিক দাবি । দেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গী তৎপরতা চালানো হচ্ছে । প্রশাসন কে অনুরোধ করব শক্ত হাতে দমন করার জন্য ।
গত ১৫ বছর দেশ বিক্রি করে খাওয়ার পর এখন বদ হজম হচ্ছে নাকি ?
আগে বলেন আপনি " মানুষ নাকি আওয়ামীলিগ" ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭

ক্লোন রাফা বলেছেন: চাঁদাবাজ আর সুবিধাভোগী দালালদের কাছে সব দাবিই অযৌক্তিক হয় ।বিক্রি করে দেওয়া দেশ কিনলো কে⁉️রাজ পথের সৈনিকরা বরকন্দাজ পেয়াদা’ ভয় করেনা। বাঁশের লাঠি দিয়ে দেশ স্বাধীন করা বীরদের উত্তরশুরীদের ভয় দেখিয়ে কোন লাভ নেই। আমি, আমরা এবং বাংলাদেশ এক স্বত্তা । মরলেও জনগণের , বাংলাদেশের, বাঁচলেও সাধারণের , বাংলাদেশেরই আমরা।

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু॥

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৪

ইএম সেলিম আহমেদ বলেছেন: :D :D :D

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

ক্লোন রাফা বলেছেন: :(( B:-) :-*

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৬

পথিক২৪ বলেছেন: এই গুলা জন দাবি নাকি খুনি স্বৈরাচারের দাবি :D ?
শুধু ১ম টা বর্তমানে যৌক্তিক কিন্তু ১৫ বছর যে খেয়েছ যার ঘানি এখন আমরা টানছি ।
লজ্জা করে না ?
মানুষ নাকি আম্লিগ

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২

ক্লোন রাফা বলেছেন: Do You like unrest situation everyday Click This Link

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৭

ক্লোন রাফা বলেছেন: আমার ধারণা আপনি সুবিধাবাদি দলের ক‍‍াডার শ্রেনির একজন চাদাবাজ। এই কারনে জনদাবীর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। অথবা একজন হারাম উপার্জনকারি দায়িত্ব জানহীন অকর্মণ্য সুবিধাভোগী নাগরিক।
আওয়ামিলীগ, আমি,আমরা এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। বাংলার মানুষ যদি মারে, কাটে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। আমি তাদের যারা ৭১-এর পক্ষে । এবং তাদের যারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে। তাদের অধিকার আছে জবাব চাওয়ার।

আমি লজ্জিত বা ভীত নই আমার পরিচয়ে । কারন, জন্মভূমির অনেক গভীরে আমার শেকড়।

ধন্যবাদ, পথিক২৪॥

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩০

সৈয়দ কুতুব বলেছেন: হরতাল আবার ফিরে এলো?

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৩

ক্লোন রাফা বলেছেন: আর কোনো পথ রাখেনি । রাজপথের আওয়ামিলীগ অনেক বেশি শক্তিশালী। দাবি যদি যৌক্তিক হয় তাহলে জনগণ সারা দেবে ইংশাআল্লাহ্।
ধন্যবাদ সৈ.কুতুব॥

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯

শিশির খান ১৪ বলেছেন: ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে আপনাদের নেতারা। এখন ব্যাংক গুলো গ্রাহকের অর্থ ফেরত দিতে পারছে না এমন অবস্থায় ভ্যাট না বাড়ালে রাষ্ট্র পরিচালনার অর্থ আসবে কথা থেকে ?

স্বৈরাচারী হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইচ্ছামতো টাকা ছাপিয়ে এস আলম কে দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত লক্ষ লক্ষ কোটি টাকা ছাপানোর ফলে বাজারে মূল্যস্ফীতি তৈরী হয়েছে। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতির জন্য মূলত আপনারাই দায়ী দেশের জনগণ এখন আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করতেছে ।

হামলা নির্যাতনে আপনারা ইতিহাসের সব রেকর্ড ব্রেক করছেন। মনে নাই আপনারা সাধারণ মানুষ কে কিভাবে জিম্মি করে অয়না ঘরে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন করতেন। বিনা বিচারে মানুষকে হত্যা করে লাশ গুম করে দেওয়া তো আপনাদের কাজ ছিল এতো তাড়াতাড়ি ভুলে গেলেন।

আপনাদের স্বৈরাচারী সরকার একেক জন বি এন পি নেতার নামে ৩০০ থেকে ৪০০ মামলা দিয়েছিলো মনে নাই বি এন পি নেতাদের প্রত্যেক দিন মামলার হাজিরা দিতে হতো ভুলে গেছেন

রাজবন্দী কাকে বলে বুঝেন এরা চিন্নিত ঋণখেলাপি ,হত্যা মামালার আসামি ,হুন্ডি ব্যাবসায়ী ,সোনা চোরাকারবারি ,ইয়াবা ব্যাবসায়ী ,শেয়ার বাজার লুটেরা ,টেন্ডারবাজ ,চাঁদাবাজ ,ভূমিদস্যু ,জুয়াড়ি যদি রাজবন্দী হয় তে হইলে জেলখানায় আর কাউকে আটকে রাখার দরকার নাই।

আগুন সন্ত্রাস এটা জানি কে বলতো ও মেনন আর ইনু গং বলতো তাই না ? মেনন এর যুক্তরাজ্যে কয়টা বাড়ি আছে জানেন

আওয়ামীলীগ কোন আমলে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ?

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২২

ক্লোন রাফা বলেছেন: কোন আলম পরিবার কিংবা দরবেশ’কে ডিফেন্ড করা আমার দায়িত্ব কিংবা কর্তব্য নয়। আমার , আমাদের বঙ্গবন্ধু এবং তার দলের একজন সৈনিক হিসেবে সব সময় ছিলাম এবং থাকবো। কোন অপরাধী আমার কিংবা দলের প্রতিনিধিত্ব করার অধিকার রাখেনা।
প্রতিটি অপরাধীর অপরাধের বিচারের পক্ষে আমার অবস্থান।

বিচার করতে অক্ষম এই সরকারের বিদায় চাই। কোন অবৈধ সরকারের অধিকার নেই অন্যায়ভাবে ক্ষমতা আকরে থাকার।বৈষম্য দুর করার চক্রান্ত করে ক্ষমতায় বসে আরো অধিকতর বৈষম্যের নতুন নতুন রেকর্ড করেছে । এই তথাকথিত এনজিওগ্রাম ও সমন্বয়ক গোষ্ঠির কোন অধিকার নেই দেশ ধ্বংস করার।

আওয়ামিলীগ ,আমি ও আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষের । তাদের জন্য আমরা। তারা সব অধিকার রাখে আমাদের ভুলের বিচার করার।
কোন জঙ্গী , স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দখল মানিনা ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ॥

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

নতুন বলেছেন: =p~

আয়ামীলীগের মুখে জনগনের পক্ষে কথা?
ভুতের মুখে রাম নাম।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫

ক্লোন রাফা বলেছেন: এই দেশের ৯০% অর্জণ আওয়ামিলীগের হাত ধরেই। মরলেও আওয়ামিলীগ বাঁচলেও আওয়ামিলীগ ।বাংলাদেশ , আওয়ামিলীগ, আর আমি ও আমরা এক স্বত্ত্বা । এই দেশের প্রতিটি স্বাধীন নাগরিকের জন্য আমরা।জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের নই । কথা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৯

ইএম সেলিম আহমেদ বলেছেন: জনদাবি। জনগুলো কারা হাম্বালীগ? =p~ =p~ =p~

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

ইএম সেলিম আহমেদ বলেছেন: রাস্তায় নেমে দেখ? হাত পা নিয়ে বাড়ি ফিরতে পারবি না। X((

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরেক নতুন জঙ্গির আবির্ভাব। X((

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪

ক্লোন রাফা বলেছেন: জঙ্গীর যম আর স্বাধীনতা বিরোধীদের জন্য আজরাইল । বাংলাদেশ রক্ষার অতন্দ্র প্রহরী । বঙ্গবন্ধু’র সৈনিক আমরা। জিবনেও বাংলাদেশ, মরণেও বাংলাদেশ॥
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ॥

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

কিরকুট বলেছেন: টাইম পাস না করে নিজেদের দুর্বলতা গুলো খুজে বের করুন ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

ক্লোন রাফা বলেছেন: আত্মসমালোচনা করতে ভুলে গেছেন । চাটূকারদের জয় জয়কার। সেই সম্রাট, রাজা, বাদশাহ’দের যুগে যেমন ছিলো আধুনিক যুগেও ব‍্যাতিক্রম নেই।সেই খেসার গুনতে হোচ্ছে অতি সাধারন সমর্থক ও নিবেদিত প্রাণ সাধারণ কর্মিদের।

মুল‍্য’তো আমাদেরকেই চুকাতে হবে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫

কিরকুট বলেছেন: রাজপথের আওয়ামিলীগ অনেক বেশি শক্তিশালী।


যদি তাই হতো , ৫ আগস্ট পুর্ববর্তি সময় কই ছিলেন ?

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫

ক্লোন রাফা বলেছেন: কাদের ডিফেন্ড করতে দাঁড়াতাম তখন⁉️ এস আলম, দরবেশ, ওকা , হাইব্রিড কাউয়াদের প্রতি ন‍্যুনতম সহানুভুতি নেই আমার এবং আমার মত অনেকের‼️
ওরা ঝাঁকে ঝাঁকে এসেছিলো দল’কে বিক্রি করে অবৈধ আয় উপার্জনের সুযোগ নিতে। আর আমরা কাজ করছিলাম বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করতে। কাজেই তাদের কাতারে গিয়ে তাদের রক্ষার মিশন আমার নয়।

তবে ৩২ নম্বরের আগুনের শিখা আর বঙ্গবন্ধুর অপমানের কথা শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলবোনা।শুধু সেই ঋণ শোধ করার জন্যই আবার লড়াই করতে হবে। ইংশাআল্লাহ্ জয় আমাদের হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ॥

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনাই এখন প্রকৃত জনদাবি।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩

ক্লোন রাফা বলেছেন: এই ফ‍্যাসিবাদিদের বিচার করতে হবে আগে। এরা রাজাকার আর জঙ্গিদের দালাল। ধোঁকা দিয়েছে সবাইকে। নিজেরা হত‍্যা করেছেসেই দায় চাপিয়েছে পুলিশের উপর। আবার জঙ্গি দিয়ে হত্যা করিয়েছে পুলিশ। সব হত‍্যার দায় মেটিকুলাস প্ল‍্যান্র মাস্টার মাইন্ড ক্রিমিনালদের।
সব অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ।তবে এই ক্রিমিনালদের মাধ্যমে অবশ্যই নয়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৬

এ পথের পথিক বলেছেন: এরা কারা ? অনলাইনে জঙ্গীবাদ ছড়াচ্ছে ?
জ্বালা জ্বালা অন্তরে জ্বালা ।

ইতিহাস সাক্ষী পলাতক খুনি হাসিনার ডাকে ১০ নভেম্বর কেউ সাড়া দেয়নি । দীর্ঘ ১৫ বছর শাসন করেও রাজপথে কেউ নামেনি ।
হাসিনা হিন্দুস্তানে লাক্সারি জীবন যাপন করছে, তার কর্মীরা হুদাই অনলাইনে হুদাই লাফালাফি করছে সারাদেশে ।

ভোগে নয় ত্যাগ - ত্যাগেই প্রকৃত সুখ । আসুন পরিচিত হই অভাগা দেশের এক মহান ত্যাগী পরিবারের সাথে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০

ক্লোন রাফা বলেছেন: গার্বেজ বিকলাঙ্গ মানুষের চিন্তা ভাবনা বিকলাঙ্গই হয়।এই টার্মে নব্য রাজাকার ছানাদের জন্য ফাঁসির দড়ি তৈরি হোচ্ছে প্রতিটি ঘরে । প্রতিটি হত্যার বিচার হবে ইংশাআল্লাহ। ধারী রাজাকারের বিচার হয়েছে এবং চলছে ।
পরের টার্মে অবশ্যই নব্য রাজাকা ও তার আওলাদদের বিচার হবে।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের চেয়ে আওয়ামীলীগ ভালো।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেতারা পালিয়ে আয়েশি জীবন যাপন করছে টু শব্দ নাই,আর কিছু বেক্কল নাকি উল্টাই ফালাইবে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪

ক্লোন রাফা বলেছেন: বেক্কেলদের কাজই উল্টাই ফেলানো। এই বেক্কলরাই ৭১-এ বাশের লাঠি সম্বল করে ঝাঁপায় পড়ছিলো। ঐ কারনেই আপনার মত বুদ্ধিমান’রা ব্লগে আইসা, সেই বেক্কলদের গালি দিতে পারতেছেন।

ধন্যবাদ, গি.উ.লিটন আপনাদের ভন্ডামি আর চতুরতার জন‍্য

১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন:


জানলাম । ভেবেছিলাম কাল বের হবো । এই বার্তা পড়ে আমি আগামী সাত দিন স্বেচ্ছায় ঘৃহবন্ধি থাকার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মহামূল্যবান তথ্য শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.