নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
জুলাই – আগষ্ট/২০২৪ এর ঘটনাবলী নিয়ে
জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিয়ে জ'ঙ্গি ইউনুস সরকারের নীরবতা কেন?
প্রতিবেদনের গুরুত্বপুর্ন সুপারিশ বাস্তবায়ন না করে উল্টোটা করা হয়েছে।
জুলাই-আগষ্ট /২০২৪ এ বাংলাদেশে সংগঠিত ঘটনাবলী নিয়ে জাতিসংঘ একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ১৬ আগষ্ট /২০২৪ তারিখে (পুরো রিপোর্ট ohchr.org এ প্রকাশ করা হয়েছে)। উক্ত প্রতিবেদনের শিরোনাম REPORT Preliminary Analysis of Recent Protest and Unrest in Bangladesh .লক্ষ্য করুন জাতিসংঘ জুলাই আগস্ট এর ঐ ঘটনাবলী কে Protest and Unrest অর্থাৎ প্রতিবাদ ও অস্থিরতা হিসেবে সংগায়িত করেছে। জাতিসংঘের অফিসিয়াল অবস্থান এখনও তাই। ইতঃমধ্যে সকলের কাছে এটা পরিস্কার যে জুলাই আগস্ট এর ঐ ঘটনাবলী দেশি ও বিদেশি ষড়যন্ত্র ও পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে জ'ঙ্গিবাদি রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছিল। গত ০৫ মাসের ঘটনাবলী পর্যবেক্ষণ করলে তা স্পষ্ট। ছাগল বুদ্ধিজীবী ও রাজনৈতিক পতিতারা এবং মৌলবাদী সন্ত্রাসীরা একে গন অভ্যুথান, বিপ্লব উল্লেখ করলেও জাতিসংঘের সংজ্ঞা তা বাতিল করে দিয়েছে অর্থাৎ সারা পৃথিবীতে এ ঘটনা Protest & Unrest হিসেবেই সঠিক ভাবে চিহ্নিত হবে। জাতিসংঘের এই অবস্থান কে ইউনুসের জ'ঙ্গি সরকারের হজম করা ছাড়া কোন উপায় নেই।
এখন আসুন দেখি, এ রিপোর্টে অবৈধ ইউনুস সরকার কে কি কি করতে বলা হয়েছিলঃ
প্রথমেই বলা হয়েছে – আইন শৃঙ্খলা রক্ষা করার পদক্ষেপ নিতে হবে, যা মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে করতে হবে। অবৈধ ইউনুস সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশে যে গনহত্যা, নির্যাতন, মানবাধিকারের লঙ্ঘন হয়ছে তা জাতিসংঘ ও সারা দুনিয়া দেখেছে।
আর একটি সুপারিশ ছিল ‘‘Facilitate peaceful protests without discrimination, while protecting public and private property from unlawful violence.’’
অর্থাৎ, কোন রকম বাধা ছাড়া শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করতে হবে এবং অবৈধ সন্ত্রাস থেকে ব্যাক্তিগত সম্পত্তি রক্ষা করতে হবে। ইউনুস এর সন্ত্রাসী বাহিনী কী করেছে তা পুরো দেশ এবং সারা পৃথিবী দেখেছে। আজ ও টেক্সট বুক বোর্ডের সামনে শান্তি পূর্ণ সমাবেশে হামলা করে ইউনুস এর গুণ্ডারা অনেকের মাথা ফাটিয়েছে।
মিডিয়ার ব্যাপারে সুপারিশ ছিল ‘‘Allow media to operate freely and safely without intimidation or reprisals. Ensure access to information and freedom of the press.’’ ইউনুস এর খিলাফতে মিডিয়ায় বাতাবি লেবুর চাষ তো আপনারা দেখছেনই।
রহস্যজনক কারণে ইউনুসের জ'ঙ্গি বাহিনী এখন জাতিসংঘ মিশন এর বিস্তারিত তদন্তের রিপোর্টের কথা ভুলেও উচ্চারন করে না। জাতিসংঘ মিশন ইতোমধ্যে তদন্ত শেষ করেছে। তাদের তদন্তে স্পষ্ট যে, ০৫ আগস্ট এর পরের ১০ দিন হত্যা ও সন্ত্রাস অনেক গুন বেশি হয়ছে। জাতিসংঘ মিশন সকল ঘটনার বিস্তারিত ডকুমেন্টেশন করেছে এবং ভিকটিম দের বক্তব্য রেকর্ড করেছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য জাতিসংঘ মিশন ইউনুস বাহিনীর কাছে কিছু তথ্য চেয়েছে, কিন্তু তারা জাতিসংঘ মিশনকে তথ্য দিচ্ছে না বরং এ রিপোর্ট যেন প্রকাশিত না হয় এ জন্য লবিস্ট নিয়োগ করেছে। এ দিকে তারা হ'ত্যা ও সন্ত্রাস সম্পর্কিত বিভিন্ন রেকর্ড মুছে ফেলছে। প্রচলিত নিয়ম অনুযায়ী সকল অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে জেলা প্রশাসন মাসিক প্রতিবেদন মন্ত্রীপরিষদ বিভাগে প্রেরণ করবে। আগস্ট ও পরবর্তী মাসগুলোর প্রতিবেদনে অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি বাদ দেয়া হয়েছে। কোন কোন জেলা থেকে আংশিক সংখ্যা এলেও মন্ত্রীপরিষদ সচিব ( বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টির কর্মী) তা পরিবর্তন করার জন্য চাপ দিয়েছে। এ বিষয় নিশ্চিত করার জন্য সকল বিভাগে বিভাগীয় কমিশনার পরিবর্তন করা হয়েছে। যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের করোর ইউএনও হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও প্রশিক্ষণ নেই অথচ তাদের বিভাগীয় প্রশাসনের প্রধা নের দায়িত্ব দেয়া হয়েছে এক গোপন মিশনের জন্য।
আমরা জানতে চাই মেটিকুলাসলি সকল হত্যার জন্য কার দোষ কতটুকু ⁉️বিগত সরকারের এই দায় এড়াতে পারেন না যদি তারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে। ঠিক তেমনি অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই প্রতিটি হত্যার বিচার করতে হবে সঠিকভাবে তদন্ত করে।কোন মিটিকুলাসের ডিজাইনার যেনো পালাতে না পারে।
আমরা আশা করবো জাতিসংঘ মিশন দ্রুত প্রতিবেদন দেবে আর এতে দেরি হলে কেন দেরি হচ্ছে তা স্পষ্ট করবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হোক
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০১
ক্লোন রাফা বলেছেন: Click This Link আপনার ভাই
২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের মানুষ তো সবই দেখেছে। এখন আর এই সব রিপোর্ট দিয়ে কি হবে?
যারা গেছে যে েসব জিনিস গেছে কখনোই আর ফিরে আসবে না।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:০৩
রিফাত হোসেন বলেছেন: ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০১
ক্লোন রাফা বলেছেন: Click This Link আপনার ভাই...।
ভিডিও এর ১০ সেকেন্ড দেখে পুরো সিদ্ধান্তে আসা যাবে না। উনি কি বিষয়ে কোন ক্ষেত্রে বলেছেন সেটা জানার পরেই বলা সম্ভব। পাকিস্তানের সব সিদ্ধান্ত খারাপ হবে সেটা হবে না। তেমনি ভারত যাই করবে তাও সঠিক হবে না। ভারত ভাল অনেক কিছুই করতে পারে। যাই হোক।
হাসিনা পালানো ঠিক করে নাই। অনেক লীগের লোকও মেনে নিতে পারে নাই। শেখ মুজিব ১৯৭৫ এ পালান নাই। যাই হোক। বাংলাদেশ চিরজীবী হোক।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৩
এইচ এন নার্গিস বলেছেন: দেশে শান্তি কবে আসবে? আর কত দিন ইউনুস আর তার লাঠিয়াল বাহিনী থাকবে?
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: শহীদদের তালিকা প্রকাশ করেছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২২
হাসানুল আমীন বলেছেন: LULLLLLLLLLLLLLLLL