নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

৩২-এর অবদানকে এত ভয়‼️

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

বান্দির পুতেরা কয় কি রে...
আওয়ামীলীগ পরাজিত শক্তি? কোন এংগেলে?

কার লগে আওয়ালীগ পরাজিত শক্তি?

৫ তারিখে যা হইছে অবশ্যই আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ভুল ছিলো, যার পরিনতি আজকে এই অবস্থা, আগষ্টের ১ তারিখ থেকে সেনাবাহিনী না রেখে যদি শুধু ঢাকা শহরে ২০ লাখ লোকের সমাগম হাতের নাগালে ছিলো, উনি রক্তারক্তি চান নাই, ফলে প্রতিপক্ষ জিতে গেছে। এতেই আওয়ামীলীগ পরাজিত শক্তি হয়ে গেছে?

ভাইয়েরা এতো গাঞ্জা খাইলে হবে না, ১৬ বছরে আওয়ামীলীগ শত্রু বানাইছে বিএনপি রে, জামাতি জংগী রাজাকার সহ অন্য সকল সাম্প্রদায়িক জংগীদের, ভোটের হিসেবে মাঠে যাদের আজকে ইলেকশন হলেও জামানত বাজেয়াপ্ত হবে। এতেই আওয়ামীলীগ পরাজিত শক্তি?

শুনেন অনেক বেশি লাফাইয়েন না, লাফানোর জন্য যা দরকার অর্থ্যাৎ পায়ের তলার শক্ত মাটি সেটাতে নজর দেন....

কি মনে হয়? তল্লাবাহক প্রশাসন, নিষ্কর্মা নির্বাচন কমিশন, নানান অপরাধে বরখাস্ত হওয়া কিংবা অবসরে পাঠানো পুলিশ সদস্য, সচিব আমলা কেবল সমর্থক ভোটার দিয়া নির্বাচন করে জিতে গেলেই আপনারা বিজয়ী? হাস্যকর....

এতো ভাত দুধ দিয়া খাইয়েন না....

আওয়ামীলীগের উপরে জনরোষ শব্দটা একটা ধান্দাবাজী শব্দ। ভীতি সঞ্চার করে সাময়িক গতিরোধ পসিবল, দেয়ালে পিঠ ঠেকে গেলে খাড়াইয়া নি:শ্বাস নেওয়ার সময় পাবেন?

মাকসুদ কামাল নামের এক চার আনার ছাগল ত্যানাপ্যাচাইয়া রিসেন্ট একটা হিসেব দিচ্ছে যার সার্মেয় দাঁড়ায় ১ কোটি ভোট আছে আওয়ামীলীগের। ওকে এই ছাগল্ডার হিসেব মেনে নিয়েই আরেকটু আগে বাড়াই.....

আওয়ামীলীগ পরাজিত শক্তি তো?

সামান্য একটা হিসেব দেই
৫ তারিখের পরে দেশে পোশাক শ্রমিক বেকার হইছে কত? হিসেব আছে? কোন অবস্থায় ৫০ লাখের কম না।

সামাজিক কর্মসুচি সাহায্য সুবিদা বঞ্চিত (বয়ষ্ক, বিধবা, পক্ষঘাতগ্রস্থ আরো অন্যান্য) আওয়ামীলীগ আমলে ভাতা পাইতো, মোট সংখ্যাটা কত? আইডিয়া আছে? ১ কোটি ৯৮ লক্ষ।

কেবল টিসিবির কার্ড বাতিল করা হইছে ৪৩ লক্ষ, হা পরিবর্তে টিসিবির কার্ড পুনরায় যাদের কাছে বিতরন হইছে তারা কিন্তু বিএনপি জামাতি জংগী মৌলবাদী দলের নেতা কর্মীদের কাছে। আপনাদের অর্জন কি? অথচ আওয়ামীলীগ ৪৩ লক্ষ টিসিবির কার্ড দল বিবেচনায় নয়৷ কেবল যাদের দরকার তাদের দিয়েছিলো। এই ৪৩ লক্ষ বিএনপি জামাতি জংগীদের ভোট দিবে তো?

ইজতেমার সাদ পন্থী, খুব নীরিহ টাইপের ধার্মিক, সবাই যে আওয়ামীলীগের ভোটার ছিলো তা নয়। সারাদেশে সংখ্যা কত? ১ কোটির নিচে হবে? সেই সাদ পন্থীদের আওয়ামী এজেন্ট বানিয়ে, তাদের কাছে ভোট চাইবেন কোন মুখে?

সুফী তরিকার মাজারপন্থী এই সংখ্যাটা কত হবে? সবাই বাল পাকনা। বুঝেন তো? সংখ্যাটা কত হবে ধারনা আছে? আনুমানিক? এদের মাজার ভাংচুর লুটপাট স্বৈরাচার আওয়ামীদের দালাল বানিয়ে, এদের ভোট পাবেন তো?

শিল্প সংষ্কৃতি, লালন, এর পেশাজীবি বা ভক্ত কত? পিটিয়ে এদের অনুষ্ঠান বন্ধ করে, এদের ভোট বা সমর্থন আপনাদের আছে তো?

মুজিববর্ষে প্রাপ্ত বাড়িঘরওয়ালা, রিক্সা শ্রমিক, সহ অন্য কারো কথা আর নাই বা বললাম।

তারপরেও নির্লজ্জের মতো বলেন আওয়ামীলীগের উপরে জনরোষ, আরে বান্দির পোলারা ভোট দে, একদম ফ্রী ফেয়ার, বিএনপি জামাত জংগী হেফাজত আরো যারা আছে সবাই সেপারেট প্রার্থী দিবে, আওয়ামীলীগ একলা ভোট করবে। তারপরে দেখ এতো সমর্থন থাকার পরেও জামানত বাজেয়াপ্ত ঠেকাইতে পারিস কি না। আসছিস আওয়ামীলীগ কে পরাজিত শক্তি মারাইতে..... হালারা ফাউল কোনহানের। ক্ষমতার চেয়ারে বসে আত্মতৃপ্তি নিজের আয়নার সামনে গিয়া বল, কেমন শোনায় তারপরে দেখ।
কৃতজ্ঞতায় , সুলতান মির্জা ॥

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭

অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগের এতোই যখন ভোট তা পরপর তিনবার ভোট চুরি করে, গায়ের জোড়ে ক্ষমতায় থাকতে কেন হল?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২০

ক্লোন রাফা বলেছেন: জোড করে থাকার পথটা তৈরি করে দিয়েছে । আওয়ামিলীগের বিরোধী দেশের শত্ররা । আপনাদের মেমোরি কি এতটাই দুর্বল যে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভুলে গেলেন⁉️ স্বঘোষিত বঙ্গবন্ধুর খুনিদের নির্বাচিত করে । ক্ষমতায় থাকতে চেয়েছিলে জামাত/বিএনপি। সেই সুবাদে ৩বারের প্রধানমন্ত্রী হয়ে গেলেন তিনি‼️
আওয়ামিলীগকে নিশ্চিহ্ন করার মিশনে কোথায় ছিলো আপনাদের বিবেক বুদ্ধি⁉️২১ শে আগস্ট কি নাটক ছিলো‼️আওয়ামিলীগ সুস্থভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই ২০০১ সালে! আওয়ামিলীগ’কে বার বার মরে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্র চায়‼️আওয়ামিলীগ তাদের পথে হেটে জোড় করে ক্ষমতায় থেকেছে সেই আতংকে। ২০১৩/১৪ কি করেছে দেখেন নাই! তখন কি কোন নির্বাচন করার পরিবেশ ছিলো⁉️

ভালোমন্দ যাই হোক রাজাকারের বিচার শুরু করেছে আওয়ামিলীগ ।বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে আওয়ামিলীগ । চার নেতা হত্যার বিচার করেছে আওয়ামিলীগ । আরো অসংখ্য ভালো কাজ করেছে।
কিন্তু সবকিছু ম্লান করে দিয়েছে দুর্নীতিই প্রধানত। কারো কারো বেপরোয়া শক্তি প্রদর্শন । অসংখ্য ভুল করেছে আওয়ামিলীগ । এখন কি খুব ভালো করছে বর্তমান সমন্বয়ক এনজিওগ্রাম অনির্বাচিত ক্রিমিন্লরা। সেই একই পথে হাটছে নয় কি⁉️
ধন্যবাদ॥

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গর্তে থেকে এতো লাফ যাপ কেনো!
দেখছিতো এতোটা বছর পুলিশ, র্যাব, আর্মি আর প্রশাষণ নিজের প্রপার্টি করে ক্ষমতার বাহার। তখন কোথায় ছিল জনগনের মতামতের তোক্কা? খেলার জন্য মাঠে ডেকে মাঠে নেই এই কেমন খেলোয়ার! পালাইনা বলে দাদার দেশে। দেখা হবে রাজ পথে, হিসেবও ওখানেই হবে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬

নতুন বলেছেন: চেতনা বিক্রি করার জন্যই জনগনের সমর্থন হারিয়েছে আয়ামীলীগ।

সেই সব চেতনার ব্যবসায়ীদেরই কোট করছেন আপনি। /:)

৫ তারিখে যা হইছে অবশ্যই আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ভুল ছিলো, যার পরিনতি আজকে এই অবস্থা, আগষ্টের ১ তারিখ থেকে সেনাবাহিনী না রেখে যদি শুধু ঢাকা শহরে ২০ লাখ লোকের সমাগম হাতের নাগালে ছিলো, উনি রক্তারক্তি চান নাই, ফলে প্রতিপক্ষ জিতে গেছে। এতেই আওয়ামীলীগ পরাজিত শক্তি হয়ে গেছে?

এতোগুলি মানুষ পঙ্গু হলো, মানুষ মারা গেলো আর বলেছেন শেখ হাসিনা রত্তারত্তি চান নাই? =p~
পুলিশ আর আয়ামীলীগের সন্ত্রাসীরা কিভাবে গুলি করেছে মানুষ হত্যার জন্য সেই ভিডিও দেখেও এইভাবে মিথ্যা মানুষ কিভাবে বলে? B:-)

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১১

ক্লোন রাফা বলেছেন: চেতনার কোটেশন ব‍্যবহার করেই আপনাদের লাল স্বাধীনতার লালুরা ধোঁকা দিয়েছে। শুধু তাই নয় এরা অধিকাংশ সমন্বয়ক সত‍্যিকার অর্থেই রাজাকারের আওলাদ। তাই শ্লোগান তুলেছে তুমি কে আমি কে রা...। ঐ হত‍্যা দেখার পূর্বেই অনেক আওয়ামিলীগ সমর্থন পেয়েছে এই রাজাকাররা।
কিন্তু প্রকৃত অর্থে এরা প্রথম থেকেই হাসিনার পতনের আন্দোলন করছিলো।যার কারনে কোন আলোচনায় আগ্রহী ছিল না ‼️তখন থেকেই আমরা বলেছিলাম রাজনৈতিকভাবে মোকাবেলা করতে। অতি আত্মবিশ্বাসী হয়ে হাসিনা ভুল করেছে।
রাজাকারদের আওলাদ আর জঙ্গিদের সহায়তায় পুলিশকে প্রভোক করে গুলি করতে বাধ‍্য করেছে। পৃথিবীর যে কোন দেশে পুলিশ হত্যা তো দুরের কথা ! হত্যার প্রচেষ্টা করলেই গুলি করে । আমেরিকায় এটা অহরহ ঘটছে।এখানকার ছাত্র আন্দোলন এত সুশৃঙ্খল হওয়ার পরও পৈশাচিক নির্যাতন চালিয়ে গেছে। কিন্তু একজন পুলিশের গায়েও ঢিল ছুড়ছে এরকম নজির নেই।
আর বাংলাদেশে মধ্য যুগের বর্বরতা লক্ষ করেছি।তারাই নিরীহ ছাত্রদের হত‍্যা করে আন্দোলনকে জঙ্গি রূপ দিয়েছে। লাশের প্রয়োজনে এই হত‍্যা। কাজেই এই হত্যার দায় মূলত তাদেরই। হেলমেট বাহিনীর পরিচয় বের হোচ্ছে। এরা ছিলো ছাত্রলীগের চাইতেও অধিকতর ছাত্রলীগ।
কাজেই এখন তাদের অন‍্যায় জাস্টিফাই করা পরত‍্যাগ করুন। আওয়ামিলীগের নামে যারা প্রকৃত অপরাধ , অপকর্ম করেছে তাদের বিচার করলে খুশি হইতাম। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় প্রতিনিয়ত মব লিন্চিং করছে এই দেশের শক্ররা। আওয়ামী লীগ সরকার গঠন করলে এই প্রতিটি হত‍্যার বিচার করার জন‍্য আমি অন্তত সোচ্চার থাকবো ইংশাআল্লাহ্ ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪

মায়াস্পর্শ বলেছেন: এভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে ''বান্দির পুত'' বলা সমীচীন নয়। এই লেখার নিন্দা জানিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৪

ক্লোন রাফা বলেছেন: আপনি যদি নিজেকে তাই মনে করেন !আমার কি করার আছে‼️ ঠিক স্বঘোষিত বঙ্গবন্ধুর খুনি ও রাজাকার যেমন মনে করে শ্লোগান দেয়। তুমি আমি .....রা/খু

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০০

নতুন বলেছেন: মায়াস্পর্শ বলেছেন: এভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে ''বান্দির পুত'' বলা সমীচীন নয়। এই লেখার নিন্দা জানিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।


জনগনকে এইভাবে খেপিয়ে তোলা আয়ামীলীগের বর্তমানের একটা স্ট্রাটিজি। এরা এমন প্রভোকিং কাজ করে মূর্খ জিহাদী জজবা ওয়ালাদের আক্রমন করতে প্রভুব্ধ করবে। আর সেইগুলি বাইরের দেশে প্রচার করবে এরা।

সরকারের উচিত এমন কাজগুলি প্রতিরোধ করা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৮

ক্লোন রাফা বলেছেন: আপনিও নিজেকে তাই মনে করেন নাকি,বা.পু⁉️
প্রভোক কত প্রকার কি কি সেটা এই আন্দোলনের আগে পরে করে দেখিয়েছে লালে লাল লালুরা‼️

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের নাম অবশ্যই চেঞ্জ করতে হবে। শেখ পরিবার কে বাদ দিতে হবে। সকল পলাতক বেতাদের বাদ দিতে হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাইকে আত্নসমর্পণ করতে হবে। আমরা ১৯৫৪, ১৯৭০ সালের আওয়ামী লীগ কে দেখতে চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ আর বাংলাদেশ এক সত্তা । আওয়ামিলীগ ভুল করেছে পরাজিত শক্তি ও তার দোষরদের সমূলে উৎপাটিত না করে।বাংলাদেশের জন্মের বিরোধিতাকারি কোন দলের রাজনীতি করার অধিকারই নেই। আরেকটা শুদ্ধি অভিযানের মাধ্যমে সুসংহত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা।
রাজাকারদের ছানাপোনা এবং তাদের মদত দাতা সবাইকে বিতাড়িত করে তাদের পূর্বপুরুষের দেশে পাঠানো হবে॥ আওয়ামিলীগ আবার স্বনামেই থাকবে অনন্তকাল।হাইব্রিড আওয়ামী লীগারদের জন্য আর কোন সুযোগ থাকবে না ইংশাআল্লাহ॥

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মায়াস্পর্শ বলেছেন: এভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে ''বান্দির পুত'' বলা সমীচীন নয়। এই লেখার নিন্দা জানিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মায়াস্পর্শ বলেছেন: এভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে ''বান্দির পুত'' বলা সমীচীন নয়। এই লেখার নিন্দা জানিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি
সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

ক্লোন রাফা বলেছেন: আপনি যে মন্তব্য করেছেন ইহাকে প্রভোক/প্রভাবিত করা বলে‼️ লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নিজেকে সেই দলের মনে করেন নাকি নিজেকে। যে দেশে বসবাস করেন সেখানে এটা ডালভাত।
ব্লগে প্রথম মন্তব‍্যেই অযাচিত আক্রমণ করার মানসিকতা থেকে বের হয়ে আসেন॥
ধন্যবাদ॥

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: #সৈয়দ কুতুব ভাই আপনে কোন পক্ষের লোক..। আপনাকে আমার বহুরূপী মনে হয়। এখানে বান্দির পুুত বলে গালি দেয়ার পরও আপনি প্লাসে ক্লিক করেছেন। আপনার কি এই গালি পছন্দ হয়েছে? জবাব দিবেন।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২

কোমলমতিরপ্যাদানি বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন নতুন বলেছেন: মায়াস্পর্শ বলেছেন: এভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে ''বান্দির পুত'' বলা সমীচীন নয়। এই লেখার নিন্দা জানিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি

০৯ ই মার্চ, ২০২৫ রাত ২:১৬

ক্লোন রাফা বলেছেন: বিশাল জনগোষ্ঠী যখন ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের হত‍্যা করছিলো‼️ তখন কোথায় ছিলো আপনাদের এই সচেতনতা ⁉️

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭

রাসেল বলেছেন: লেখক বলেছেন: ৫ তারিখে যা হইছে অবশ্যই আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ভুল ছিলো, যার পরিনতি আজকে এই অবস্থা।
আর কোনো ভুল হয় নাই।
আমাদের নৈতিকতা দেখলে হাসি পায়। টাকা পয়সা নিয়ে কবরে বা চিতায় যেতে পারবো না।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯

এ পথের পথিক বলেছেন: আম্লিক মানে বালের দল (BAL সংক্ষিপ্ত রুপ) তারা ব্লগে এত মুখের ভাষা খারাপ করছে, সবাইকে গালাগালি করছে এডমিন রা কি করছে ?
যারা জুলাই ২০২৪ কে অস্বীকার করে তাদের বলতে চাইঃ ৩২ মানেই হত্যা, খুন, ধর্ষনের প্রতীক ।
এই ফ্যাসিবাদের দোষর, খুনি হাসুর চ্যালা চামুন্ডাদের বলতে চাই ভাই আম্লিক হইয়েন না, মানুষ হন, মানুষের মাঝে বাচুন ।
নেত্রী ঘুমায় মোদির সাথে, কর্মি মরে অলিতে গলিতে ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: কাজী ফাতেমা ছবি@আমি নিরপেক্ষ তাই দুধভাত! আমার আগে সবাই উনার লেখা নিয়ে কমপ্লেন জানিয়েছে। তিনি আজকে আমার পোস্টে কি কমেন্ট করেছে তা আগে দেখেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এরা এখন পরাজিত শক্তি। এদের সাথে তর্কে গিয়ে সময় নষ্ট।

আমি এই পোস্টে পূর্বে যে কমেন্ট করেছি তা আম্লিকের পক্ষে জীবনে সম্ভব নয়। এরা খুব শীগ্রই মুসলীম লীগ হতে চলেছে।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: উনি রক্তারক্তি চান নাই ফলে প্রতিপক্ষ জিতে গেছে
হাস্যকর কথা
সত্য কথা মরার ভয়ে মাঠ থেকে পরাজিত হয়ে পালিয়ে গেছে।



১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২

এ পথের পথিক বলেছেন:

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১২

আদিত্য ০১ বলেছেন: সামনের নির্বাচন ফ্রি ফেয়ার হলে, আওয়ামীলীগ অনেক ভোট পাবে অনেক। কিন্তু জামাত আর বর্তমান উপদেষ্টারা নির্বাচনে কারসাজি করবে। বিএনপিকে মাইনাস করার চেষ্টায় আছে

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৬

এনামেল হউক বলেছেন: খাঙ্কির পুতের তো এরকম-ই চিন্তা করার কথা, ঠিকই আছে।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনিও নিজেকে তাই মনে করেন নাকি,বা.পু⁉️
প্রভোক কত প্রকার কি কি সেটা এই আন্দোলনের আগে পরে করে দেখিয়েছে লালে লাল লালুরা‼️


আমি জানি এই রকমের প্রভোকিং কাজ নিচু স্থরের বুদ্ধিমত্তার মানুষ করে । আপনি বস্তির মানুষের ঝগড়া দেখলে বুঝতে পারবেন।

মূর্খরা প্রভকিংের ফাদে পা দিয়ে বই মেলার স্টল ভাংতে যায়, ৩২ নং ভাঙ্গতে যায়।

জ্ঞানীরা আয়ামীলীগে থাকলে শেখ হাসিনাকে অনুসুচনা করতে বলতো, দল থেকে সন্ত্রাসী নিধনে অভিজানে নিজেই নেত্রিত্ব দিতো, জনগনের সামনে ক্ষমা চেয়ে আবার রাজতিনি করতো। তবে জনগন তাকে সমর্থন দিতো।

মূর্খরা সেটা না করে এখনো আপা আপা আপনি মহান জিকির করে যাচ্ছে। =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৩

ক্লোন রাফা বলেছেন: বঙ্গবন্ধু’র কোটেশন ব‍্যবহার করে আন্দোলনের পালে হাওয়া লাগিয়ে। এখন বঙ্গবন্ধু হয়ে গেছে সবচেয়ে বড় দুষমন‼️
সময় ও ইতিহাস সঠিক সময়ে জবাব দিয়ে দিবে ।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুনি শেখ পরিবার ও আম্লিগ মুক্ত বাংলাদেশই আপমোর জনতার কাম্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৭

ক্লোন রাফা বলেছেন: স্বাধীনতা বিরোধী রাজাকার, আলশামস,আলবদর , জঙ্গি এবং এলিট ক্লাব জামাতের বি টিম বিএনপির বাংলাদেশ কায়েম করতে চান নাকি⁉️
সুস্বাগতম জঙ্গির বাংলাদেশে॥

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের জন্য অবশ্যই এটা বড় অবদান।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯

ক্লোন রাফা বলেছেন: কোনটা বড় অবদান ,রাজিব ভাই ⁉️

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার আপার রাজনীতি নাকি শেষ আজীবনের জন্য? কি এক অবস্থা জাতিসংঘে পর্যন্ত রাজাকার ,জামাত ফামাত ঢুকে গিয়েছে। আপাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করলো ! বেচারি নাকি পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে যেতে পারবে না। আফসোস !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৬

ক্লোন রাফা বলেছেন: ভালো তো লালুরা লাল স্বাধীনতা দিয়েছে। এর পর বাংলাদেশ শনৈ শনৈ উন্নয়ন করবে। আপাকে ধইরা আনবে নাকি আপা এসে এদের বিচার করবে। সেই অপেক্ষায় আছি। দেখি এদের দৌড় পাকিস্তান না মিশরে গিয়ে শেষ হয়॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.