![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
২৫শে মার্চ দিবাগত কালো রাতের অপারেশন সার্চলাইটের পরক্ষনেই।২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক ৫৬ হাজার বর্গমাইলের ভুমি’কে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করেন। সেদিন থেকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু। এই স্বাধীনতার পটভুমি হঠাৎ করে গজিয়ে উঠা কোন স্বপ্ন নয়।
দীর্ঘ ২৪ বছরের বন্চনা অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের পথপরিক্রমায় জাতিকে তৈরি করা হয় চুড়ান্ত লড়াই করে বিজয় ছিনিয়ে আনার জন্য।পৃথিবির ইতিহাসে বাংলাদেশ সহ আর একটিমাত্র দেশ ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জণ করে।
৩০ লক্ষ তাজা প্রাণ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ ভুলন্ঠিত করার স্পর্ধা দেখায় ২৪শের তথাকথিত লাল বিপ্লবীরা‼️
বাংলাদেশের সবচাইতে গৌরবময় অধ্যায় , ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। ৭২ থেকে শুরু হয় ইতিহাস’কে কলংকিত করার প্রয়াস । যা ২০২৪/২৫শে এসেও অব্যাহত রয়েছে। ২০২৪-শের কোটা আন্দোলনকে ব্যবহার করা হোচ্ছে ৭১কে মুছে ফেলার প্রয়াসে‼️
বিগত বছরগুলোতে চলেছে স্বাধীনতার ঘোষণা দখল করার অপতৎপরতা।আর এখন যুক্ত হয়েছে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার অপচেষ্টা! বর্তমান অবৈধ ক্ষমতা দখলকারি অপশক্তি বাধা প্রধান করে প্রমান করছে তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির দোষর! বিভিন্ন স্থানে জাতিয় স্বৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে প্রতবন্ধকতা তৈরি করছে। কোথাও কোথাও তালা দিয়ে রেখেছে যেনো মানুষ শ্রদ্ধা জানাতে না পারে।
ধ্যার্থহিন ভাষায় বলছি সকল অপচেষ্টা ব্যার্থ করতে বদ্ধপরিকর আমরা । অস্র জমা দিয়েছি ঠিকই কিন্তু ট্রেনিং জমা দেইনি।প্রয়োজনে আবারো লড়াই করে আমাদের বিজয় সুসংহত করবো ইংশাআল্লাহ্॥
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৭
ক্লোন রাফা বলেছেন: নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে ৭২ থেকেই । না মুছে ফেলতে পারলেও আংশিক বিতর্কিত করা সফল কিছুটা। তাই নতুন প্রজন্মের অনেকেই সঠিক দিবসের কথা বলতে পারেনা। এবং বুঝতে পারে বল মনে হয়না।
২| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:২১
চেংগিস খান বলেছেন:
আমেরিকার ভাড়াটে জল্লাদদের আমেরিকা নিজেই মুছে দিবে; আমেরিকা জংগী লালন পালন করে না। "৩৬শে জুলাইর স্বাধীনতার" জল্লাদেরা পালিয়ে যাবে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪১
ক্লোন রাফা বলেছেন: না মুছবে না কখনো। বার বার অপশক্তির অপব্যবহার করে নিজেদের কুটচাল বাস্তবায়ন করবে। একমাত্র বাংলাদেশ এবং মায়ানমার ভেঙ্গে নিজেদের একটি করদ রাষ্ট্র করতে পারলেই ক্ষান্ত দিবে।ভারত, চায়না আর রাশিয়াকে রুখতে তাদের এই অন্চলে ঘাঁটি প্রয়োজন!
বর্তমানে ড.ইউনুস তাঁদের কারজাই সরকার।বাংলাদেশের সেনাবাহিনীকে ক্ষুদ কুঁড়া দিয়ে পকেটে পুরে রেখেছে!অথচ এই বাহিনী একটি মুক্তিযুদ্ধের ফসল।ইউরোপ,আমেরিকা সহ চৌদ্দটি দেশ খেলছে বাংলাদেশ নিয়ে ‼️নির্বোধ দালাল, মির্জাফর আর স্বাধীনতা বিরোধীদের দিয়ে দেশ অস্থিতিশীল করা হচ্ছে।
৩| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৪
শায়মা বলেছেন: আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভাইয়া!
ইতিহাস কখনও মোছা যাবে না ......
২৭ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৬
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক স্বাধীনতা দিবস পালন করলো এই অবৈধ জঙ্গি সরকার ‼️
৪| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১১
সৈয়দ কুতুব বলেছেন: ইতিহাস মোছা সহজ নয়।
২৭ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৪০
ক্লোন রাফা বলেছেন: মুছতে পারুক বা না পারুক । বিকৃত করার অপচেষ্টা অব্যাহত আছে!
৫| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
কামাল১৮ বলেছেন: ইউনুস তার ভাষণে স্বাধীনতার কথা উল্লেখ করলেন কিন্তু কাদের অবধান তা উল্লেখ করলেন না।
২৮ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৫২
ক্লোন রাফা বলেছেন: কারন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে প্রতিটি তারিখ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথাই বলে।
শুধু তাই নয় পাকিস্তানি হানাদার এ রাজাকার শব্দ উচ্চারণ করতেও লজ্জা লাগে। কারন এদের পুর্বপুরুষের ইতিহাস শুধুই কলংকের কথা বলে।
জানেয়ার আর নরপিশাচদের সহচর এরা ‼️
৬| ২৬ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
রিফাত হোসেন বলেছেন: ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ বিকৃত করবে ক্ষমতালিপ্সুরা। পাক-ভারতের দালালদের দিয়েই সম্ভব। জয় বাংলা - জয় বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, মাতৃভূমি আমার প্রিয় বাংলাদেশ।
২৮ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২৭
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের জন্মের ইতিহাসে আজ পর্যন্ত এমন ন্যাক্কারজনক স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসের অবমাননা দেখেনি মানুষ॥
এতেই বোঝা যাচ্ছে জাতির ঘাড়ে কারা সওয়ার হয়েছে।
৭| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেবের কিছু সমস্যা আছে। উনি জামাত শিবিরিকে বন্ধু ভাবছেন।
২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:১৫
ক্লোন রাফা বলেছেন: পৈত্রিক সূত্রে উনি সেই ধারার মানুষ। কাজেই তিনি তার পরিবারের পথে হাঁটতে শুরু করেছেন ‼️
৮| ২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১৩
রাসেল বলেছেন: ভারতীয় দালালমুক্ত, চোর বাটপারমুক্ত বাংলাদেশ চাই।
২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:২৩
ক্লোন রাফা বলেছেন: রাজাকার , আল বদর , আল শামস, জঙ্গি , ষড়যন্ত্রকারি সাম্রাজবাদি শক্তির দালাল সমন্বয়ক ও এনজিওগ্রাম দখলদার মুক্ত বাংলাদেশ চাই ।
বাকি সবাইক আমরা ঠেঙ্গিয়ে ঠিক করে ফেলবো ইংশাআল্লাহ্ ।
৯| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২১
ক্লোন রাফা বলেছেন: লাল বিপ্লবের নিত্য উপহার Click This Link
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৯
আমি ব্লগার হইছি! বলেছেন: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কোনদিন মুছা যাবেনা। জয় বাংলা।