![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
১৫ই আগস্টের নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ...।
শেখ হাসিনা যখন বলতেন, আওয়ামী লীগ না থাকলে দেশে মুক্তিযুদ্ধ থাকবেনা, তখন আপনারা ভাবতেন তিনি চেতনা বিক্রি করছেন। এখন সত্যতা পেয়েছেন?
তিনি যখন বলতেন, একটি দেশের কথা মতো আমি যদি সেন্টমার্টিন, বন্দর ও করিডোর দিয়ে দেই তাহলে আজীবন ক্ষমতায় থাকতে পারবো। তখন আপনারা ভাবতেন ক্ষমতায় থাকার জন্য এইসব বলছেন তিনি। এখন সত্যতা পেয়েছেন?
শেখ হাসিনা যখন বলতেন, তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায়। আপনারা বলতেন তিনি ব্যক্তিগত শত্রুতা থেকে এসব বলছেন। এখন সত্যতা পেয়েছেন ?
শেখ হাসিনা যখন বলতেন, আওয়ামী লীগ না থাকলে এদেশে নারীরা অনিরাপদ হয়ে যাবে, তখন অনেককেই হাসতে দেখেছি। এখন হারে হারে টের পাচ্ছেন?
শেখ হাসিনা যখন বলেছিলো কোটা আন্দোলন একটা বিদেশী ষড়যন্ত্র, আপনারা কান দেননি। এখন বুঝতে পেরেছেন?
শেখ হাসিনা যখন বলেছিলো জংগীবাদ ও মৌলবাদ দেশের মূল সমস্যা আপনারা বলতেন সবই নাটক। এখন সবকিছুই দিনের আলোর মতোই ফকফকা।
অপেক্ষা করুন, আরও অনেক কিছুই দেখতে পাবেন।
২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২২
ক্লোন রাফা বলেছেন: মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যদি মুক্তি পাওয়া যেত তাহলে হাসিনা আপা এখনও গণভবনে থাকতেন। কারন উনি সবার চাইতে বেশি কথা গুলো বলতেন।
আমি কাউয়ার সর্দার আর তাদের ধ্বংস করার কাজে আছি।হাইব্রিড অতি আওয়ামীলীগ আর ছাত্রলীগের অভ্যান্তরে লুকিয়ে থাকা গো.আজমের জারজদের ডিটেক্ট করার চেষ্টা করতেছি। অতি ক্ষুদ্র একজন মুক্তিযুদ্ধের চেতনার ধারক হয়ে কতটুকু করতে পারি চেষ্টা করে যাচ্ছি।
একটা জেনারেশন আছে “আই হেট পলিটিক্স”/ ঠিক তেমনি আরেকটা জেনারেশন গজিয়েছে মুক্তিযুদ্ধের প্রতি এলার্জি।
তাদের জন্য আমার কথা বলা বন্ধ হবেনা।যারা বিরক্ত হওয়ার তারা বিরক্ত হোক। আমার কিছু যায় আসেনা। আমি অস্কার পাইলেও তারা বিরক্ত হবে।
ধন্যবাদ, বিরক্ত হয়ে মন্তব্য করার জন্য।
২| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৩:৩৭
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: সমগ্র বিশ্ব যখন প্রতিটা সেক্টরে নিজেদের আপডেট করে যাচ্ছে, তখন আমরা পড়ে আছি স্বাধীনতার চেতনা নিয়ে। আমি বলছি না এটা অন্যায়, তবে এটা অবশ্যই বাড়াবাড়ি।
২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৪৫
ক্লোন রাফা বলেছেন: আপনার ধারনা যারা মুক্তিযুদ্ধের কিংবা স্বাধীনতার চেতনার কথা বলে তারা পশ্চাৎপদ মানুষ⁉️নাকি দেশের অগ্রগতি নিয়ে তাদের কোনো স্বপ্ন বা কাজ করার সাহস নেই ‼️
আপনার পিতা মাতা তো অচল এই যুগে তাহলে পরিত্যক্ত নিশ্চয়ই। যদিও তুলনাটা ভালো না।যে জনগোষ্ঠি অতীতের গৌরব মনে রাখে না তাদের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম। অতীত মানুষ’কে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
ধন্যবাদ, আপনার অমূল্য উপদেশের জন্য।
৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৩:৩৮
শ্রাবণধারা বলেছেন: হাসিনা-বিহীন দেশ আসলেই অনেক ভালো আছে, এবং এটা বোঝার মতো বুদ্ধিশুদ্ধি আপনার নেই। নতুন সমস্যা এসেছে, এবং সেটা সাঙ্ঘাতিক সমস্যা। কিন্তু এতে হাসিনার পুনর্বাসন হবার সম্ভাবনা নেই, এতে দেশের সুবিধাও নেই ।
হাসিনার অপশাসন, কুশাসন, গণহত্যা, লুটপাট ও হেলমেট বাহিনীই আসলে রাজাকার এবং স্বাধীনতা-বিরোধী শক্তির উত্থানের সবচেয়ে বড় কারণ। কিন্তু এ কথাটা বোঝার মতো বুদ্ধি আপনার নেই। অতএব বলে লাভ নেই।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৫৩
ক্লোন রাফা বলেছেন: আপনি এন্টি হাসিনা সিনড্রোমে আক্রান্ত একজন মানুষ। এই প্রথম নয় এরকম অসংখ্য মানুষ আছে আমাদের দেশে। রাজাকার, আলবদর, আলশামস কিংবা শান্তি কমিটির অথবা স্বাধীনতা বিরোধীরা সকাল , দুপুর, রাতে তার মৃত্যু কামনা করে। তাদের ঘৃণা করার যুক্তি সঙ্গত কারণ আছে। কারণ হাসিনা তাদের কাছে সাক্ষাৎ যম।
দেশ যদি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়, তবুও চাইবেন না হাসিনা দেশের মানুষের পাশে থাকুন।ঐ যে বললেন সাংঘাতিক সমস্যা। এটা আসলে কিছুই না, প্রারাম্ভ মাত্র । হতভাগ্য দরিদ্র মানুষগুলো এবং মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী যারা তারা চরম সংকটে পড়বে। আপনার মনে হয় সেরকম কিছু হবে না। হাওয়ায় পাল তুলে যারা তাদের কখনো কোনো সমস্যা হয়না।
ঠিক বলেছেন, হাসিনার কু শাসন, অপশাসন, জঘন্য লুটপাট সব শেষ গণহত্যা। যদিও হত্যার দায় পুরোপুরি হাসিনারত নয়ই বরং প্রতিপক্ষের দায়টা দশগুণ বেশি মনে করি আমি। শতভাগ তদন্তের মাধ্যমে কঠোর বিচারের পক্ষে আমরা।
এখন মূল কথায় আসি ! বলুন’তো বাংলাদেশের ৫৪বছরের ইতিহাসে কোন শাসনামলে দুধ আর মধুর নহর হয়ে গেছে। কিংবা কোন শাসনামলে চন্দ্র বিজয় করে উন্নতির চরম শিখরে পৌছে ছিলো ⁉️
একটা কথা খুব পরিষ্কার করে বলছি। মাথার ভিতরে ঢুকিয়ে রাখুন। পরিসংখ্যান মিলিয়ে দেখবেন । বাংলাদেশের নব্বই ভাগ পজেটিভ অর্জন এসেছে আওয়ামিলীগ এবং শেখ হাসিনার হাত ধরে।
আমাকে বলার কোন প্রয়োজন নেই স্বাধীনতার বিরোধী শক্তির উত্থান শেখ হাসিনার কারনে। আমি একজন অতি নিরীহ নির্বোধ সাধারণ নাগরিক। আপনার অতি মূল্যবান কথা গুলো প্যাকেট করে রাখুন। আর আপনার অনুগত অনুসারীদের সাথে কপচাতে থাকুন ।
আপনার অতি মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ॥
৪| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২৬
মাথা পাগলা বলেছেন: দেশে যখনই রাজাকার মাথা-চাড়া দিয়ে উঠে, এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আন্দোলন করার জন্য আওয়ামী লীগের মতো বড় দল বাংলাদেশে আর কোন দল নেই। আওয়ামী লীগের জন্মই হয়েছে রাজাকারদের অ্যাগেইনস্টে কথা বলার জন্য।
কিন্তু আওয়ামী লীগের কোর চিন্তা-ভাবনাগুলো হাসিনা ধরে রাখতে পারেনি। হাসিনার আমলে অনেক খারাপ কাজ হয়েছে যেটা আপনাকে মানতেই হবে। ক্ষমতার লোভে হাসিনা ধর্মের নামে কিছু বাল-ছাল দলের মধ্যে বেশি করে পৃষ্টপোষকতা করেছে যা দলগতভাবে আওয়ামী লীগের চিন্তা-ভাবনার বিপরীতপন্থী। এখনকার পরিস্থিতির জন্য হাসিনা অনেকটাই দায়ী। কিন্তু এখনকার পরিস্থিতি ভালো নেই তার অলটারনেটিভ "আপা" সেটা না ভাবলেই দেশের জন্য ভালো হবে। কারন এটা করলে এখনকার কুশাসনের মতো অতীতের কুশাসনকেই সাপোর্ট দেয়া হবে।
আমার গোঁজামিল চিন্তা-ভাবনাঃ দেশে কে ক্ষমতায় থাকবে, বেশিরভাগ সময়ই সেটা বাইরের শক্তি ঠিক করে দেয়, আজকের রাজাকার শাসনটাও বাইরের শক্তি ঠিক করে দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি হাসিনার কর্মকাণ্ডের বিরোধী, কিন্তু জুলাইয়ের CIDI এর পক্ষে। এক পক্ষকে সমর্থন দিলে অন্য পক্ষের বিরোধিতা করতে হবে - এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেশের ভালোর জন্য পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গিই সবচেয়ে দরকারি।
৫| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৩১
কামাল১৮ বলেছেন: হাসিনার সাথে সাথে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে সরকার ভুল করেছে।এই ভাবে চলতে থাকলে দেশ অনেক সমস্যায় পড়বে।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৩
ক্লোন রাফা বলেছেন: Click This Link
মেটিকুলাস জঙ্গি মাহফুজের দৌড় ‼️
৬| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৩৭
মাথা পাগলা বলেছেন: @ক্লোন রাফা, বিরক্ত হবার কিছু নেই। যে কোনো মতামতেই ভালো-মন্দ দুটো দিক থাকবে। বর্তমানের খারাপ দিকের সমালোচনা করতে গেলে অতীতের ভালো বা খারাপ দিকের উদাহরণ টেনে আনা একেবারেই স্বাভাবিক। হাসিনার আমলে দেশের উন্নয়নে অনেক ভালো জিনিস হয়েছে যেটা অস্বীকার করার কোন উপায় নাই আবার গুম-হত্যা-মানবাধিকার লংঘনের মতো অনেক কিছু হয়েছে। রাজনীতির মূল্যায়নে তাই একপাক্ষিক হওয়া ঠিক নয়। সঠিক সমালোচনা আর স্বীকারোক্তি - দুটোই প্রয়োজন। লেখা চালিয়ে যান, আলোচনা আরও সমৃদ্ধ হবে।
৭| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৪০
মাথা পাগলা বলেছেন: কামাল১৮ বলেছেন: হাসিনার সাথে সাথে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে সরকার ভুল করেছে।এই ভাবে চলতে থাকলে দেশ অনেক সমস্যায় পড়বে।
ভারতের সাথে খারাপ সম্পর্ক আর পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হবে - এই চুক্তিতেই রাজাকাররা দেশ চালাচ্ছে।
৮| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৩৮
আমি নই বলেছেন: শেখ হাসিনার পরিবার এই রাষ্ট্রের মালিক নয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতাও তাদের একক সম্পত্তি নয়।
আর হাসিনা কি কম দিয়েছেন? উনিতো নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি তা ওরা আজীবন মনে রাখবে, যদি ভারত ছারাও আরো কাউকে কিছু দিলে আজীবন ক্ষমতায় থাকতে পারত তাহলে দিয়ে দিতেন।
তার পরের যুক্তিগুলো হাস্যকর, কোনো যুক্তিই তার অপশাসনকে ডিফেন্ড করতে পারে না।
কামাল১৮ বলেছেন: হাসিনার সাথে সাথে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে সরকার ভুল করেছে।এই ভাবে চলতে থাকলে দেশ অনেক সমস্যায় পড়বে।
হাসিনার সাথে কিভাবে সম্পর্ক ভাল থাকত বলে আপনি মনে করেন?? আর ভারততো বাংলাদেশের জনগনের সাথে সম্পর্কের চাইতে হাসিনার সাথে সম্পর্ককেই বেশি প্রাধান্য দিচ্ছে, তাহলে সম্পর্ক ভাল হবে কিভাবে?
৯| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৫
নাহল তরকারি বলেছেন: ১৯৭১ সাল আমাদের জাতীয় জীবনে একটি মহেন্দ্রক্ষণ।
১০| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কেবল বাংলাদেশ কে বিপদে ফেলেন নাই তিনি লিগ কে ফিনিশ করে দিয়েছেন। এখন ভারতে বসে নিরামিষ খান ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৩:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনারা "বর্তমান পরিস্হিতে কি মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এই সমস্যা থেকে মুক্তি চাচ্ছেন"?
আমেরিকান ক্যু'এর পর রাজাকারেরা ও স্বাধীনতা-বিরোধীতা জিতে গেছে; কি কারণে তারা আজকে "মুক্তিযুদ্ধের বিজয়ের গান গাইবে?" আপনাদের মগজ কাজ করে? যা ঘটেছে, যা দেখছেন, এটা বাস্তব; এখন সময় নিয়ে ভাবেন, আবার কি করে রাজাকারদের পরাজিত করতে হবে। খালি খালি এসব পোষ্ট দিয়ে ৩০ জন ব্লগারকে বিরক্ত করছেন।