| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেম চেঞ্জার
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

ঢাকার কিংবা বাংলাদেশের যেকোন শহরের/মফস্বলের ২০ বছরের তুলনা করলে আশান্বিত হতে হবে, কারণ ২০ বছরে বেশিরভাগ এলাকারই রাস্তাঘাট কাঁচা-কর্দমাক্ত/সাঁকো/চাটাইসেতু থেকে উন্নত হয়ে এখন পাকা রাস্তা পাকা সেতুতে পরিবর্তন করা হয়েছে। আগে বাঁশের/মাটির/কাঠের ঘর ছিল অজস্র সেখানে আজ নেই বললেও চলে। আগে তিনবেলা ভাত খেতে পারতো না এমন মানুষের সংখ্যা কমেছে। ৮০/৯০ দশকের ছবি আর আজকের মানুষদের ছবির দিকে তাকালেই বুঝা যাবে আসলেই আমারদের স্বাস্থ্যগত উন্নতিও ঢের ভাল হয়েছে।
এত জায়গায় উন্নতি হয়েছে বলে খুবই গুরুত্বপুর্ণ অনেক কিছুই ঢাকা পড়ে আছে আজও। তেমনই একটা অবনতির জায়গা হলো মানসিকতা তথা দৃষ্টিভঙ্গির উন্নতি।
"কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ শিবলী সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। একমাত্র কন্যা স্নেহা। ধানমণ্ডিতে সালমা ও শিবলী বসবাস করে আসছিলেন। সম্প্রতি সালমার পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই সাদিককে ডিভোর্সের উদ্যোগ নেন।”
এই খবরের প্রতিক্রিয়া দেখুন নিচে-
সালমা ও এমপি সাদিকের সেপারেশন নিয়ে মন্তব্য এইগুলো। খোলা প্লাটফর্মে উনাদের এইসব মন্তব্য শুধু উনাদের একার মতামত হলে ব্যাপারটা তেমন গুরুত্বপুর্ণ কিছু ছিল না। কিন্তু উনার আশপাশে আরো অনেকেই(সিংহভাগের) মতামতই হলো ফকিন্নির মাইয়া পটিয়ে ফেলেছিল রাজার কুমারকে!
জনতার জন্য সমস্যা হলো এমপি সাহেব উদ্যোগ নেন নি, উদ্যোগটা সালমা নিয়েছে। সালমার জাত ছোট হয়ে গেছে কারণ সে নিম্ন-মধ্যবিত্ত থেকে উঠে এসেছে। সালমাকে একজন শিল্পী হিসেবে সবাই জ্ঞান করেছিল একসময়, সময়ের পরিবর্তনে আজ তাকে মাটিতে নামিয়ে আনতে দেরি করেনি।
সবচেয়ে বড় কথা একজন মানুষের পারসোনাল লাইফ নিয়ে থার্ড পারসনের মন্তব্য করাই হলো নিম্নশ্রেনির মানসিকতা। মানুষের ক্লাস নির্ধারিত হয় তার আচরণে, তার ভেতরের দৃষ্টিভংগি নির্বাচনে, বিবেকবোধ থেকে, রুচিবোধ থেকে।
এটা পড়ার সময়ও হয়তো আপনিও তাদের মতো করেই ভাবছেন। আমার অভিজ্ঞতানুসারে বাংলাদেশের অন্তত ৮০% মানুষ এইরকম জাত-শ্রেণি-বংশ-অর্থ ভিত্তিক শ্রেণিকরণ করে থাকেন। সুর্যোদয়/অস্তের মতো এইভাবে বিশ্বাসও করে থাকেন বংশের মধ্যেই মর্যাদা নিহিত!
আদিম যুগ থেকে যে আমরা বেরিয়ে আসতে পারছি না এর অন্যতম স্থুল উদাহরণ হলো এইরকম নির্লজ্জ বর্ণবাদী মনোভাব! প্রগতির আলো না আসা পর্যন্ত এরা অন্ধকারেই বাস করতে থাকবে। এরা জানবে না মানুষের মর্যাদা তার নিজের কাছে। সে কতটুকু সৎ ও উচ্চ মানসিকতার তাতেই তার মর্যাদা প্রতিষ্টিত হয়।
এইসব অন্ধকারী জীবেরা জানতেই পারবে না তার মর্যাদা নিহিত থাকে তার চারপাশের মানুষদের সাথে চলাফেরায়, বক্তব্যের স্পষ্টতায়, আচার আচরণে ও লেনদেনে।
একটা লোক উচ্চ বংশের হয়েও যদি ভন্ডামি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা ঠকায়, অন্যায় করে তাতেও এদের কাছে বিশ্বাস থাকবে লোকটা উচ্চ বংশের, সেই উচ্চশ্রেণি! অথচ মানবতার জয়গান লালন গেয়েছেন বহুত আগেই-
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
গেম চেঞ্জার বলেছেন: না বললে আরো খারাপ! কারণ সেটা কোন এক সময়ে ফণা তুলে ঠিকই ক্ষতিটা করতো।
২|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
মেয়টা কি ইডিয়ট নাকি, চোর ডাকাত মাফিয়া'কে কেন বিয়ে করতে গেলো?
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
গেম চেঞ্জার বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না। এমপি মাত্রই চোর-ডাকাত এই ভাবনাও ঠিক নয়। মেয়েটার জন্য খারাপ লাগছে না আমার, খারাপ লাগছে মানুষদের লো ক্লাস মেন্টালিটির আধিক্য দেখে। :
৩|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
জেন রসি বলেছেন: এদেশের মানুষ প্রতিনিয়ত ফেবুতে তাদের ধ্যান ধারনার পরিচয় দিয়ে যাচ্ছে! তবে ক্লাস কনসাসনেসের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করার জন্য কিছুক্ষন পর আসছি।
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
গেম চেঞ্জার বলেছেন: একদম ঠিক, মানুষদের ভেতরের মনোভাব রিয়েল লাইফে না আসলেও অনেক সময় অনলাইনে সেটা দমিয়ে রাখতে পারে না। ভেতরের কদর্যরুপটা প্রকাশ হচ্ছে অন্তত।
তবে খারাপ লাগছে, এত জঘন্য মানুষ আমাদের আশপাশে বাস করে যে ঘৃণা হয় এদের উপর! ![]()
আর ক্লাস কনশাসনেসের ব্যাপারে আলোচনায় আমি দারুণভাবে আগ্রহী! ![]()
৪|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
জেন রসি বলেছেন: চাঁদগাজী সাহেব,
কোন মেয়ে ধর্ষিত হলে এদেশে মানুষ বলতে শুরু করে যে মেয়ে কেন অমুক জায়গায় গেল? তমুকের সাথে মিশল? আপনিও দেখি একই টাইপ চিন্তা করেন! ![]()
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
গেম চেঞ্জার বলেছেন: অবশ্য আমি উনাকে এই মনোভাবাপন্ন মনে করছি না। উনার প্রগতিশীল মনোভাব ভালই লাগে আমার। তবে সমস্যা হলো উনি দ্রুত-প্রতিক্রিয়াশীল! ![]()
৫|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচেয়ে বড় কথা একজন মানুষের পারসোনাল লাইফ নিয়ে থার্ড পারসনের মন্তব্য করাই হলো নিম্নশ্রেনির মানসিকতা।
মানুষের ক্লাস নির্ধারিত হয় তার আচরণে, তার ভেতরের দৃষ্টিভংগি নির্বাচনে, বিবেকবোধ থেকে, রুচিবোধ থেকে।
শতভাগ সত্য।
ব্লগেও আমরা তেমনই দেখি কত রংয়ে কত রুপে।
+++++++++++++
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
গেম চেঞ্জার বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ ভৃগু ভাই!
শুভকামনা সতত!! ![]()
৬|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু এই আলোচনায় ছিলাম না ![]()
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
গেম চেঞ্জার বলেছেন:
সেটা তো দেখতেই পাচ্ছি! ![]()
৭|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আখেনাটেন বলেছেন: মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর ডিজিটাল যুগে মানুষ নিজের চাইতে অন্যের ব্যাপারে বেশি নাক গলাচ্ছে বেশি সামাজিক প্লাটফর্মগুলো সহজলভ্য হওয়ার দরূন। পারিবারিক অশিক্ষা-কুশিক্ষা এর অন্যতম বড় কারণ।
রাষ্ট্রের যুবসমাজের এই অবনতি নিয়ে মাথাব্যথা নেই। খেলাধুলা, সংস্কৃতি চর্চা ইত্যাদি ভালোমতো থাকলে হ্য়ত কিছুটা এর থেকে পরিত্রাণ পাওয়া যেত। এসবের অভাবের কারণে এই সব অশিক্ষিত-কুশিক্ষিত ছেলেমেয়েরা সামাজিক মাধ্যমকে অসামাজিক মাধ্যমে পরিণত করেছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭
গেম চেঞ্জার বলেছেন: বাঙালিরা ডিজিটাল যুগের আগে থেকেই অন্যের বিষয়ে নিজের নাক গলাতে পছন্দ করে জানি। কিন্তু আজকাল সেটা মাত্রা ছাড়িয়েই গেল বোধহয়!
অসভ্যতা বলতে প্রকৃতার্থে যা বুঝায়, ঠিক সেটাই এরা করে আনন্দ পায়। একজন শিল্পীকে পতিতা হিসেবে ভাবতে ও প্রকাশ করতে নুন্যতম কমনসেন্স তারা রাখেনি!
তবে এর সমাধানও আছে। শিক্ষার আলো এদের কাছে পৌঁছে দেবার কঠিনতম কাজ করতে হবে তাহলে।
৮|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: এই বোধ ফিরবে না
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
গেম চেঞ্জার বলেছেন: বর্তমান গতিতে চললে অবশ্যই এই উল্টা পথ থেকে ফিরে আসা আকাশ কুসুম স্বপ্ন!
৯|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: সব মানুষই রক্ত-মাংসের, নারী-পুরুষের বিবাহ বিচ্ছেদ বহু কারণেই হতে পারে , এটা নতুন কিছু নয় , এটা শুধু উচ্চ বিত্ত , নিন্ম বিত্ত , কিংবা উচ্চ জাত ও নিন্ম জাতের মধ্যেই সীমাবদ্ধ নয় । এটা সমাজের প্রায় সকল স্তরের শরীরেই জড়িয়ে আছে দেখতে পাওয়া যায় , আবার অনেক সময় কোন কোন বিবাহ বিচ্ছেদ মাধুর্যলোকেও উত্তীর্ণ হয়ে যায়, প্রিন্সেস ডায়নার রাজকীয় বিচ্ছেদ এর জলন্ত উদাহরণ ।
আমাদের দেশে বৈবাহিক সম্পর্ক স্থাপন বেশীর ভাগ ক্ষেত্রেই জাতভেদ প্রথার অন্তর্ভুক্ত। দেখা যায়, নিম্ববিত্তের মানুষগুলো অস্পৃশ্য গোত্রের মানুষগুলোর মতোই উচ্চবিত্ত বা মধ্যবিত্তের মানুষদেরকে সহজে স্পর্শ করে না। এক সাথে খাওয়া, পাশাপাশি বসবাসের সংস্কৃতি গড়ে ওঠেনি । এই সামাজিক অসামঞ্জস্যতা থেকে পরিত্রাণ পেতে হলে এই অচলায়তন ভাঙ্গতে হলে এখনো পৃথিবীকে অনেকটা পথ হাঁটতে হবে। কারণ, উৎপত্তির উৎস ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে চর্চিত যা অনেক সাধারণ জনগণের মাঝে টিকে আছে সমাদরে দারুন ভাবে।
নিম্নবিত্তের মানুষগুলোকে নিম্নশ্রেণী আখ্যায়িত হয় ঠিক নিম্ন গোত্রের অনুকরনে যেমনটি দেখা যায় এ পোস্টে সংযোজিত কিছু ক্রস সেকশন অব পিপুলের মতামত প্রকাশের ভাষায় যেখানে ভেসে এসেছে ফকিরনী জাতীয় কিছু শব্দমালার অবতারনা ও চারিত্রিক কলুসতার কালিমা লেপনের মত কথামালায় । জাতপাত নিয়ে আশঙ্কা ভাবাবেক , মানবিক দৃস্টিভঙ্গী নিয়ে কিছু কথা উঠে এসেছে এ পোস্টের লিখায় কবিতার আকারে । তবে মনে হচ্ছে এই হীন মানসিক অবস্থা থেকে পরিত্রাণের উপায় বড়ই কঠিন , জাতীয় মুল্যবোধ বৃদ্ধির সাথে সাথে পরবর্তী প্রজন্মকে প্রগতিশীল মনন, স্বচ্ছ দৃষ্টিভঙ্গী এবং বিজ্ঞানভিত্তিক সামাজিক কাঠামোতে বিশ্বাসী এবং আস্থাশীল করে গড়ে তোলাই হবে এখন কাজের কাজ । তবে মনে হচ্ছে শত শত বছরের অচলায়তন ভাঙ্গতেও শত বছরের হয়ত প্রয়োজন হবে।
ধন্যবাদ সমাজ সচেতনামুলক এই গুরুত্বপুর্ণ পোস্টটি সামুতে উপন্থাপনের জন্য ।
শুভেচ্ছা রই ল
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ!
আসলে সমাজের/রাষ্ট্রের সার্বিক উন্নতির জন্য দৃষ্টিভঙ্গির উন্নয়ন সবচেয়ে বেশি জরুরী। মানুষকে শ্রেণিকরণ করতেই হবে জীবনের প্রয়োজনে কিন্তু সেটার অযৌক্তিক বিভাজন করলে চলছে না। অবশ্যই সেটার পেছনে উৎকৃষ্ট কারণ থাকতে হবে।
জীনগত একটা ব্যাপার আছে সেটা সত্য। তবে সেটা নগন্য মাত্রায়ই প্রভাব রাখে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে বিকালে বদলায়!
এটা জানেন নিশ্চয়ই মশাই। আর বদলে যাওয়ার পেছনে অবশ্যই যৌক্তিক কারণ থাকার কথা।
শুভকামনা জানবেন।
১০|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ফেইসবুকের এসব পোলাপানদের এমন আচরণ অনেক আগে থেকেই দেখে আসছি। এক প্লাটফর্মে যখন অনেক রকমের মানুষ মিলিত হয় তখন কিছু মানুষের মানুষিকতা অন্যের সাথে নাও মিলতে পারে , তবে আমাদের দেশের প্রেক্ষিতে ব্যাপারটা অন্যরকম। বাংলাদেশের মানুষের হাতে হাতে এখন ইন্টারনেট পৌঁছে গেছে এবং অনেকে ফেইসবুক ব্যবহার করতেই ইন্টারনেট ব্যবহার করেন , অল্প শিক্ষিত এবং অশিক্ষিত গন্ড মূর্খ গুলোও আজকাল ফেইসবুকে ছড়িয়ে গেছে যত্র তত্র। অনেক দেশ-বিদেশী ভেরিফাইড করা পেইজে এদের মন্তব্য দেখলে যে কারো এদের জন্ম নিয়েও প্রশ্ন উঠতে পারে।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
গেম চেঞ্জার বলেছেন: কথা সত্য, বাংলাদেশে বসবাসকারি জনগোষ্টির মধ্যে কি পরিমাণ থার্ড ক্লাস আছে সেটা ফেসবুক না আসলে জানাই যেত না। এটা অবশ্যই সত্য যে, তৃতীয় ব্যক্তি হয়ে (ব্যক্তিগত ব্যাপারে) যখন নাক গলানো হয় সেটা হয় মুর্খতা। কিন্তু যখন সেই নাক গলানোটা অশ্লীলতা ও হস্তক্ষেপের পর্যায়ে পড়ে সেটা অসভ্যতা। এই টেকনোলজির যুগে হ্যারিকেন/কুপিবাতির সভ্যতা ধারণ করে চলেছে এই নিম্নশ্রেণির মানুষেরা। এদের ঠিক না করা যাক, পরের প্রজন্ম যাতে শিক্ষা পেয়ে নিজেদের এইসকল নিম্নবৃত্তি থেকে বিরত রাখতে পারে সেটা ভাবার সময় এখনই!
১১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯
কলাবাগান১ বলেছেন: বানান, মানসিকতা, নারীর দোষ দেওয়া এসব দেখলেই বুঝা যায় আজকাল ফেসবুকে "অল্প শিক্ষিত এবং অশিক্ষিত গন্ড মূর্খ গুলো ই ফেইসবুকে ছড়িয়ে গেছে যত্র তত্র।"
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
গেম চেঞ্জার বলেছেন: একমত। এইসকল ছাগলরা জাতিগত ভাবমুর্তিতে চুনকালি মাখছে!
১২|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
জেন রসি বলেছেন: রাস্তায় বাপ দাদাদের বয়সী অনেকের সাথেই তুই তোকারি করতে দেখা যায়। কারন তারা হয় রিক্সাচালক কিংবা বাসের হেল্পার। এই কাজটা মধ্যবিত্তরাই বেশী করে। আবার বিত্তবান বা ক্ষমতাবান কাউকে দেখলেই বিনয়ের অবতার। ব্যাপারগুলো কমবেশী আমাদের মধ্যেও আছে। এই যে ক্লাশ নিয়ে যে দ্বন্দ্ব তা আসলে একটা সিস্টেমের নামে আমরাই টিকিয়ে রাখি। আমি সিউর যে ছেলেটা স্মার্টনেস দেখানোর জন্য একজন রিক্সাচালককে তুই বলে, সে রিক্সাচালক যদি পাল্টা তুই তোকারি করে তবে ছেলেটা ভয় পেয়ে যাবে। কিন্তু সে এই বিশ্বাস থেকেই করে যে তুই তোকারি করার অধিকার তার আছে। এই বিশ্বাসটাই আসলে সিস্টেম। পাল্টা আঘাত ছাড়া যা ভাঙবে না। মানুষই আসলে মানুষকে মাথার উপরে ছড়ি ঘুরানোর সুযোগ করে দেয়!
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
গেম চেঞ্জার বলেছেন: বাপ-দাদা বয়সী লোকদের তুই তোকারি বলাটা অবশ্যই উগ্রতা। এটা সভ্য মানুষের কাজ হতে পারেনা। পেশাগত ভিন্নতার কারণে এইরকম শ্রেণিকরণ করাটা সেকেলে চিন্তাভাবনা ছাড়া কিছু না। অন্তত তুমি' সম্বোধন করা উচিত। অবশ্য এর একটা কারণও আছে, এদের প্রাপ্য সম্মান দিলে সেটাকে দুর্বলতা ভেবে অন্য সমস্যা করে ফেলে! :
ক্ষেত্রবিশেষে বিনয় তাই সীমিত করাই উচিত। আর চড় দেওয়া/গায়ে হাত তোলা অবশ্যই মেনে নেওয়া যায় না। মধ্যযুগীয় মানসিকতা ছাড়া আর কিছু না এটা। স্রেফ স্মার্টনেসের ঠেলায় এটা করা স্রোতে ভাসা ময়লা ছাড়া আর কী।
শ্রেণিকরণ অবশ্যই হওয়া উচিত তবে সেটা হোক মানুষের সততা, মানসিকতা, দৃষ্টিভঙ্গী, রুচি, ব্যবহার দিয়ে। টাকা পয়সা কিংবা বংশ গৌরব অথবা ক্ষমতা দিয়ে নয়।
১৩|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
উল্টা দূরবীন বলেছেন: জাত হিসেবে আমাদের সামগ্রিক মানসিকতা বরাবরই নিচুশ্রেণীর এবং আমরা দলগতভাবে সেটা বারবার প্রমাণ করে যাই।
মানসিকতা, বিবেক, মূল্যবোধ, চিন্তাশক্তি, আত্মসম্মানবোধ এ দেশে কিছু মানুষ বা একদল মানুষের আগামী একশ বছরেও হবে না।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫
গেম চেঞ্জার বলেছেন: //জাত হিসেবে আমাদের সামগ্রিক মানসিকতা বরাবরই নিচুশ্রেণীর এবং আমরা দলগতভাবে সেটা বারবার প্রমাণ করে যাই।//
জাত হিসেবে আমরা নিচু শ্রেণির!!!!!!
সিরিয়াসলি!
আমি কিন্তু সেটা ভাবি না। আমার মনে হয় কিছু ছাগল-ছ্যাঁচড়ার কারণেই এমনি মনে হয়। বাস্তব জীবনেও বেশিরভাগ মানুষ নিরিহ প্রকৃতির। এরা কিছু অপ্রীতিকর কিছু দেখলে পাশ দিয়ে চলে যাবে তবু প্রতিবাদ করবে না এমন গোছের। এটাও অবশ্যই অন্যায় কিন্তু পুরোপুরি অন্যায়ের ভার চাপিয়ে দেওয়া ঠিক না। তাই আমার মতে সামগ্রিকভাবে আমরা ছা-পোষা নিরীহ টাইপের, ভদ্রমুখোশ গোছের!
//মানসিকতা, বিবেক, মূল্যবোধ, চিন্তাশক্তি, আত্মসম্মানবোধ এ দেশে কিছু মানুষ বা একদল মানুষের আগামী একশ বছরেও হবে না।//
হ্যাঁ, সেটা সত্য। কারণ আমাদের পঙ্গু শিক্ষাব্যবস্থায় এটা হবার না।
১৪|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা অতীব নীচু অভদ্র অশিক্ষিত (জিপিএ ৫ আর এমএ পাশ হলেই হয়না!) হিংস্র, পরশ্রীকাতর, দুর্বিনীত। সম্মান দিতে জানিনা নিতেও জানিনা। আরো বলব? ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮
গেম চেঞ্জার বলেছেন: স্যরি বস, অনেক হয়ে গেছে! আর না। বেশিই হয়ে গেছে। ![]()
১৫|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪
ডার্ক ম্যান বলেছেন: আমাদের রক্তেই সমস্যা। যতদিন পর্যন্ত আমরা স্বশিক্ষিত না হল ততদিন এ সব চলতে থাকবে। অনলাইনে অনেকেই প্রগতিশীলতার ভান ধরে কিন্তু বাস্তবে এরা চরম প্রতিক্রীয়াশীল।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: রক্তে সমস্যা!
এটাও একটু বেশি হয়ে গেল না?
এই যেমন তীব্র প্রতিক্রিয়া!!!!!!!!!!
১৬|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
সামাজিক অস্থিরত্ব দিনদিন প্রকট হচ্ছে। প্রভাব কারো জীবনে অথবা অনলাইন পাতায়। এর ব্যতিক্রম যারা তারা নিয়ন্ত্রিত জীবনে। আমাদের তাই নিয়ন্ত্রিত হতে হবে।
ভাল পোষ্ট! কণ্ঠশিল্পী সালমার প্রতি শুভকামনা রইল। উনি সুখী থাকুন সে কামনা করি। খুবই সুন্দর গলাটা যেন এই সামাজিক পারিবারিক অস্থিরতা গলাটিপে না দেয় সেই কামনা আরো বেশি করছি।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫
গেম চেঞ্জার বলেছেন:
দিনদিন প্রকট হচ্ছে এটা সত্য। তবে আসলে মানুষের মানসিকতা নীচ যে সেটাই ওরা বুঝতে পারে না। প্রচলিত এমএ পাশ লোকও কিন্তু এইরকম নীচ আচরণ করে ভুরিভুরি উদাহরণ আছে। তাই এই শিক্ষাব্যবস্থা দিয়ে সামাজিক ও মানসিক উন্নয়ন সম্ভব নয়।
ভাবতে হবে। আরো ভাবতে হবে। ![]()
১৭|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
কলাবাগান১ বলেছেন: প্রায় সব পত্রিকাই লিখেছে "সালমার সংসার ভাঙলো" কেউ লিখলো না "সালমা-শিবলীর সংসার ভাঙলো"
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭
গেম চেঞ্জার বলেছেন: সালমা নিজেই এটা ভেঙ্গেছে। এরপরও এইসব ছাগলা চুনোপুটির কলমে লেখা হয় সংসার ভেঙ্গেছে! কত নিম্ন মানসিকতা এদের!! ![]()
১৮|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
আখেনাটেন অনেক সুন্দর কথা বলেছেন যার শেষটা এই - খেলাধুলা, সংস্কৃতি চর্চা ইত্যাদি ভালোমতো থাকলে হ্য়ত কিছুটা এর থেকে পরিত্রাণ পাওয়া যেত। এসবের অভাবের কারণে এই সব অশিক্ষিত-কুশিক্ষিত ছেলেমেয়েরা সামাজিক মাধ্যমকে অসামাজিক মাধ্যমে পরিণত করেছে।
ডঃ এম এ আলী বলেছেন - তবে মনে হচ্ছে শত শত বছরের অচলায়তন ভাঙ্গতেও শত বছরের হয়ত প্রয়োজন হবে।
অগ্নিঝরা আগন্তুক এদেশীয় সত্যটি তুলে ধরেছেন ।
উল্টা দূরবীন ঠিকই বলেছেন , জাত হিসেবে আমাদের সামগ্রিক মানসিকতা বরাবরই নিচুশ্রেণীর এবং আমরা দলগতভাবে সেটা বারবার প্রমাণ করে যাই।
ঢাকাবাসী বলেছেন আসল কথাটি --- জিপিএ ৫ আর এমএ পাশ হলেই হয়না!
ডার্ক ম্যান চরম সত্যটি ফাঁস করেছেন --- আমাদের রক্তেই সমস্যা।
এতো কিছু বলার পরে আর বলার কিছু থাকেনা ।
শুধু ভ্রমরের ডানার মতো আমিও বলি ----খুবই সুন্দর গলাটাকে যেন এই সামাজিক পারিবারিক অস্থিরতা গলাটিপে না দেয় ।
আপনার এমন সচেতনতার প্রতি শ্রদ্ধা জানাই ।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
গেম চেঞ্জার বলেছেন: বেশদিন পর আপনার সাথে মত বিনিময় করতে পেরে ভাল লাগছে। আমার কনসার্ন আসলে মানুষের লো মেন্টালিটির কারণে। এরা ক্যামনে পারে এইসব পশুত্ব সমাজের সামনে তুলে ধরতে!! নিজের ভেতরে লালন করাটা অবশ্যই খারাপ, কিন্তু প্রকাশ করে অন্যদের উসকে দেওয়াটা আরো খারাপ পর্যায়ের সেটা তো অবশ্যই!!
আপনার গঠনমূলক কথাগুলো পেয়ে ভালই লাগছে। ![]()
শুভকামনা সতত!!
১৯|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না। এমপি মাত্রই চোর-ডাকাত এই ভাবনাও ঠিক নয়। মেয়েটার জন্য খারাপ লাগছে না আমার, খারাপ লাগছে মানুষদের লো ক্লাস মেন্টালিটির আধিক্য দেখে। "
-৪৬ বছরে একজন এমপি পার্লামেন্টে মানুষের জন্য ১ টা বিল আনতে পারেনি; নিজেরা আইনের বাহিরে, কিংবা আইন ভংগ করে সম্পদ দখল করেছে, কিংবা সম্পদের মালিক হয়েছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
গেম চেঞ্জার বলেছেন: (৭২ এর পর থেকে ) সাধারণ মানুষের জন্য ১টা বিল আনতে পারেনি সেটা মিথ্যা!! তবে কাজের কাজ খুব কম লোকই করেছে এটা সত্য। মানুষের মত মানুষ হতে হলে দরকার মনুষত্যবোধের। তারা জনগণের জন্য এমন কিছু করতে পারেনি! ![]()
(অনেক বিল এসেছে যেটা জনগণের মাঝে যোগাযোগ/অন্ন/নিরাপত্তা দিয়েছে! প্রমাণ চাইলে দিতে পারব।)
২০|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভদ্র হতে পারি নি আমরা।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬
গেম চেঞ্জার বলেছেন: সত্যিই!
২১|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৪
রেভ বলেছেন: চমৎকার পোষ্ট!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ!
২২|
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: আমরা নিজেদের সমালোচানা করাটা আজও শিখলাম না
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
গেম চেঞ্জার বলেছেন: গন্ডমুর্খ ঐসব লোকেরা সমালোচনা কোত্থেকে শিখবে! শব্দটাই এদের অনেকের কাছে অপরিচিত।
২৩|
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
দিগন্ত জর্জ বলেছেন: আমরা যেই পাত্রে খাই, ওই পাত্রেই মূত্র বিসর্জন করি। এই আমরাই একসময় সালমাকে "বাহ" "বাহ" করেছিলাম, সেই আমরাই এখন ওকে নিচু জাত বলে গালাগালি দিচ্ছি। মানসিকতায় আসলেই আদিম যুগে রয়ে গেলাম।
আপনার সাথে একমত, সেই সাথে পোস্টে ভাললাগা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ দিগন্ত ভ্রাতা!
২৪|
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১
রানার ব্লগ বলেছেন: উপরের মন্তব্য গুল আর কিছুই না ইন্টারনেট এর সহজলভ্যতার জন্য আমরা কারনে অকারনে যেখানে ইচ্ছা ঝাঁপিয়ে পরি অন্যের চরিত্র বিশ্লেষানে। একে আপনি নির্বুদ্ধিতা বলতে পারেন। বাংগালীর সহজাত বৈশিষ্ঠ অন্যের বদনাম গাওায়া, এর সাথে অর্থ বারার বা কমার কোন সম্পর্ক নাই। কুটনামি ও বদনাম গাওায়া আমাদের জন্মগত অধিকার, নতুবা জলশা বা জি যাহা দেখায় উহা ধৈর্য ধরে দেখা আদৌ কি সম্ভব। এই সব কমেন্ট দানকারিদের প্রত্যাখ্যান করা উচিৎ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৫
গেম চেঞ্জার বলেছেন: ইন্টারনেটের দাম বাড়ানো/না কমানো কোন সমাধান না। এইসকল বিকৃত মানসিকতার মানুষদের নেটের বিল বাড়িয়ে কমানো সম্ভব না। আসল কাজ হবে যদি এদের লো মেন্টালিটি পরিহারের কোন ইফেক্টিভ উপায় বের করতে হবে।
(আপনার জন্য প্রতিউত্তর করেছিলাম, সামু খেয়ে দিয়েছে।
কি আর করা)
২৫|
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
এডওয়ার্ড মায়া বলেছেন: সবচেয়ে বড় কথা একজন মানুষের পারসোনাল লাইফ নিয়ে থার্ড পারসনের মন্তব্য করাই হলো নিম্নশ্রেনির মানসিকতা। মানুষের ক্লাস নির্ধারিত হয় তার আচরণে, তার ভেতরের দৃষ্টিভংগি নির্বাচনে, বিবেকবোধ থেকে, রুচিবোধ থেকে।
গেমু সাহেব কিন্তু ফালতু টপিক এনে একটা জাজমেন্ট তৈরি করলেন ???
ফালতু টপিক কেন বলছি -শুনেন আগে-
মিডিয়া ব্যাক্তিত্বের সংসার ভাঙ্গা এবং আমাদের আম জনতার মন্তব্য দিয়ে নিম্নশ্রেনির মানসিকতা জাজমেন্ট ঠিক হয়নি ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৮
গেম চেঞ্জার বলেছেন: //গেমু সাহেব কিন্তু ফালতু টপিক এনে একটা জাজমেন্ট তৈরি করলেন ??? ///
এটা ফালতু টপিক (!)
একজন মানুষ শিল্পী হবার কারণেই তার পারসোনাল লাইফ নিয়ে আপনি যা ইচ্ছে তাই বলবেন? এই স্বাধীনতা কে দিয়েছে? কোন সভ্য মানুষ এটাকে স্বাধীনতা হিসেবে ভাবতে পারে না বলেই জানি।
কাহিনী কি মায়াভাই! আপনিও কি এইভাবে....। ![]()
২৬|
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: কিছু বলার নাই। আশাবাদী মানুষ সুন্দরের আশাতে রইলাম।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা রইল! ![]()
২৭|
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে আমাদের ফেস প্রকাশিত হলো। ![]()
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
২৮|
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
এটা জানেন নিশ্চয়ই মশাই। আর বদলে যাওয়ার পেছনে অবশ্যই যৌক্তিক কারণ থাকার কথা।
আপনার পোস্টের প্রতিটি বক্ত্যব্য কে জোরালোভাবে সমর্থন করে গেছি । আমার লিখায় যদি কোন অস্পস্টটা থাকে
তাহলে সে দায় আমারী , আশা করি ভুল বুঝবেন না । হা প্রতিটি বদলে যাওয়ার পিছনেই যৌক্তিক কারণ থাকে
তাতে কোন সন্দেহ নেই। তবে চাই পরিবর্তনটা যৌক্তিকভাবে পজিটিভ দিকে ধাবিত হোক ।
শুভেচ্ছা রইল ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
গেম চেঞ্জার বলেছেন: না, আপনার মন্তব্য অষ্পষ্টতা নেই! মোটেও ভুল বোঝার কিছু নেই! ![]()
(পুনঃ শুভেচ্ছা!)
২৯|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুকে এর চেয়ে উঁচু মানের কমেন্ট আসাটাই তো অস্বাভাবিক। সামনাসামনি গালি দিলে মার খাওয়ার ভয় আছে, পত্র পত্রিকায় এইসব ভাষায় সমালোচনা লিখে পাঠালে ছাপা হবে না, কিন্তু নিরাপদ বর্জ্য ভাণ্ডার ফেসবুক তো আছেই!।
ধিক এসব হীন মানসিকতার মানুষদের!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই!
বেশ ক-দিন ধরে আপনার লেখাজোখা পাচ্ছিনা! ![]()
৩০|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এ সবি ইমোশন; আর সময়ক্ষেপন মাত্র। জীবন যেখানে যেমন। নরকের মধ্যে একটু ভাল থাকা যেমন ভাল লাগবে তেমন স্বর্গের মধ্যে একটু খারাপ থাকা মন্ধ লাগবে।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০
গেম চেঞ্জার বলেছেন: আপনার মতে এগুলো স্বাভাবিক!!
আমি কিন্তু মোটেও সেটা মনে করি না। জাতিগত অবক্ষয়ের একটা নিদর্শন হলো এইসকল মন্তব্য! সগৌরবে মাথা উঁচু করে কখনোই দাঁড়ানো সম্ভব না যদি এভাবে অবক্ষয় চলতে থাকে।
৩১|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাকা বেড়েছে সত্য, জীবনযাত্রার মান বেড়েছে সত্য কিন্তু জাতিগত উন্নতি আমাদের হয়নি কথা সত্য!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ গিয়াসভাই!
৩২|
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৭
দেবজ্যোতিকাজল বলেছেন: আমি একটা মানবিক ঈশ্বর চাই
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
গেম চেঞ্জার বলেছেন: ইশ্বর মানবিক হন না কখনো!
৩৩|
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২০
ফারিহা তাহানি মিমি বলেছেন: আমাদের দেশে অতি অল্প সংখ্যক মানুষ নিরপেক্ষ ভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করে তারা যদি তা করত তবে কাউকে নিয়ে কথা বলার আগে ভাবত। বাঙালি যা ভাবে তা বলে না আর যা বলে তা নিয়ে ভাবে না
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
গেম চেঞ্জার বলেছেন: //বাঙালি যা ভাবে তা বলে না আর যা বলে তা নিয়ে ভাবে না//
পয়েন্ট টু বি নোটেড! এরকম হলে পরিস্থিতি আরো মারাত্মক হবার সম্ভাবনা রাখে! ![]()
৩৪|
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
এডওয়ার্ড মায়া বলেছেন: কাহিনী কিছু না ভাই ।
মিডিয়া পার্সন নিয়ে কিছু বিরুপ মন্তব্য হওয়া স্বাভাবিক ।
সেখানে আমি সভ্য অসভ্য খোজতে যাই না ।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
গেম চেঞ্জার বলেছেন: বুঝা গেছে ব্যাপারটা!
৩৫|
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
অনিন্দ্য অবনী বলেছেন: ভাই,, এতো কিছু হয়ে গেলো, অথচ এখনো চুঝবার পারতেছি না আমি কোন দলের.
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
গেম চেঞ্জার বলেছেন: পোস্টে কমেন্ট করার আগে অন্তত একবার রিভিউ দেওয়া দরকার ছিল। ![]()
৩৬|
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
কবীর বলেছেন:
ফেসবুক মিডিয়া মানেই গুজুব আর গজব মিডিয়া।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
গেম চেঞ্জার বলেছেন: ফেসবুক মিডিয়া না হোক এটা গুজবের দারুণ একটা কারখানা! সাথে ব্লেমিং তো আছেই!!
৩৭|
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: সালমার জন্য অনেক অনেক দোয়া রইলো। সে একজন প্রকৃত শিল্পী। আমার তার গান ও তাকে অনেক ভালো লাগে।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
গেম চেঞ্জার বলেছেন: আমার অতোটা ভাল লাগে না। তবে একজন শিল্পী হিসেবে অবশ্যই মানি। ![]()
৩৮|
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১১
নীলপরি বলেছেন: দারুন লিখেছেন পোষ্টটা । সহমত আপনার সাথে ।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা নীলপরি!! ভাল থাকুন!
৩৯|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: এমন মনমানসিকতা বাঙ্গালীর এখনো গুছলো না ।
সালমা বিয়ের পর পাঁচ বছর গান গায় নি তাদের পরিবারের স্বার্থে । একজন প্যাসোনেট পারসন তার প্যাসন থেকে এতো দূরে সরে যাওয়া মানে সেখানে অনেক কথাই লুকিয়ে থাকে ।
তাকে নিয়ে এমন খারাপ মন্তব্যগুলো যারা করেছে তারাই মূলত তাদের বংশের যথার্থ পরিচয় দিয়েছে ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কয়েকজনের হাতে আম দেখে অন্য একজনেরও সেটার প্রতি লোভ জাগে!
শুভকামনা রইল!
৪০|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: এদেশের মানুষের মানসিক স্তরটা বা রুচির লেভেলটা কোথায় তা প্রতিদিন ভাবি আর শিউরে উঠি।
আপনি তো একটি প্রমাণ দিলেন মাত্র।
এরা কখনোই প্রকৃত শিক্ষা পায় নাই।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা রইল বিজন-দা! ![]()
৪১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
মহাসিন মহী বলেছেন: একটা ব্যক্তগত ইস্যু সারজিক্যাল স্টাইক মতো লাগছে!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
গেম চেঞ্জার বলেছেন: বুঝা গেল না ব্যাপারটা! ![]()
৪২|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
মহাসিন মহী বলেছেন: একজন ব্যক্তি বিশেষের দ্বারা পুরো জাতি বিবেচ্য হয় কি করে?
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
গেম চেঞ্জার বলেছেন: একজন ব্যাক্তি দিয়ে আমি বিবেচনা করিনি। এখানে মন্তব্যকারির সংখ্যা কমপক্ষে কয়েকশো। এদের মধ্যে শতকরা ৯০% ভাগের মত ছিল অন্যায়কে প্রশ্রয় দিয়ে যা পোস্টে উল্লেখ করেছি।
৪৩|
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই লজ্জাজনক ব্যাপার ছিল সেটা। মানুষ মুখ থাকলেই কথা বলে। তবে এমন কথা আমাদের পরশ্রীকাতরতাকেই ফুটিয়ে তুলেছে। সবাই ছালমাকেই দোষি বানিয়েছে। কিন্তু একবারও কেউ সাংসদ সাহেবেরও দোষ থাকতে পারে সেটা ভাবেনি। সত্যিই জাতিগত দিক থেকে আমাদের উন্নতি হয়নি। সমাজে এখন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় মানুষের অর্থ আর ক্ষমতার উপর ভিত্তি করে। মানুষ অর্থ-ক্ষমতার কাছে নিজের বিবেকটাকে খুব অল্পতেই বিসর্জন দিয়ে দেয়।
ভালো লাগলো আপনার আলোচনা।
৪৪|
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই লজ্জাজনক ব্যাপার ছিল সেটা। মানুষ মুখ থাকলেই কথা বলে। তবে এমন কথা আমাদের পরশ্রীকাতরতাকেই ফুটিয়ে তুলেছে। সবাই ছালমাকেই দোষি বানিয়েছে। কিন্তু একবারও কেউ সাংসদ সাহেবেরও দোষ থাকতে পারে সেটা ভাবেনি। সত্যিই জাতিগত দিক থেকে আমাদের উন্নতি হয়নি। সমাজে এখন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় মানুষের অর্থ আর ক্ষমতার উপর ভিত্তি করে। মানুষ অর্থ-ক্ষমতার কাছে নিজের বিবেকটাকে খুব অল্পতেই বিসর্জন দিয়ে দেয়।
ভালো লাগলো আপনার আলোচনা।
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা রইলো!
মানসিকতার পরিবর্তন হোক এ সমাজের, এই কামনা করছি!
৪৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৭
পলাশমিঞা বলেছেন: এই সমস্যা শুধু আমাদের নয়, সব দেশে আছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
গেম চেঞ্জার বলেছেন: আমাদের দেশে খুব বেশি.....। ![]()
৪৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭
পলাশমিঞা বলেছেন: কিছু বিশেষ কারণে এমন মনে হয়।
ব্লগে আসলে অনেক কিছু দেখা যায় এবং শিখা যায়।
আমাদের দেশে ১৬ বছর পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করলে আমরা অনেক দূর যাব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
গেম চেঞ্জার বলেছেন: একমত, এসএসসি পর্যন্ত এখন বাধ্যতামূলক করা দরকার!
৪৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
পলাশমিঞা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
গেম চেঞ্জার বলেছেন:
শুভকামনা ভ্রাতা!
৪৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ বান্ধব।
একটা পোস্ট করেছি, মনে ধরলে মন্তব্য করবেন
৪৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪
বেচারা বলেছেন: আপনার অনেক আগের পোষ্ট এবং এখন মন্তব্য করাটা আর তেমন চোখে পড়বে বলে মনে হয়না। তবু বলছি। এই দেশের তথাকথিত মধ্যম ইনকামের দেশ হবার প্রসব যন্ত্রনার ভিতর দিয়ে যাচ্ছে দেশ। তারই আউটবার্স্ট এগুলো। আর অন্যের বেডরুমে ঢুকে পড়াটা এদেশে নতুন কিছু নয়। পুরোনো খাসলত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
গেম চেঞ্জার বলেছেন: অনেক শুভকামনা রইল! ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
এটাও এক ধরণের ভাবনা আর কি, বললে বলা হয়, না বললে আরো ভালো হয়।