![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)
এখনো আছে সময়, আমি জানি
এ হাল ছাড়ব না তাই আমি!
ছাড়বো না কখনো!
না না না! ছাড়ব না!
আমি তো আমার পথ খুঁজে নিতে জানি!
জানি-ই!!!
জানি!
আমি শক্তি,
আমি সাহস,
আমি অনির্ভর!
আমি স্বাধীন!
চারপাশে ছড়িয়ে আছে পরাধীনতার জঙ্গল!
আসবে শতকথা, আছে নেই মঙ্গল!
পথে তো থাকবেই বিছানো কাঁটা,
সন্তপর্নে রাখতে হবে পা-টা!!
জানি-আমি জানি!!
আমি খেলব!
আমি জিতব!
আমি কেড়ে নেব জয়!
আকাশে কালো মেঘের ভেলা!
আসবে কালবোশেখীর অশান্ত সে খেলা!
কেড়ে নেবই নেব এ বিজয়! আমারি!!
বিশ্বাস করি নিজেকে আমি!
এই বৈপরিত্যের সাথে!
আমি খেলব!
আমি জিতব!
গলায় তৃষ্ণা জাগলে,
হৃদ শুকিয়ে যেতে পারে!
আমি মরিচীকা চিনে নেব!
কখনো বলব না
বৃষ্টি আমাকে দিতে হবে!
আছে কোথাও, আছে কাছেই
আমি খুঁজে নেব আমার ভাগ্য আমি নিজেই!
আমি অন্য, আমি ভিন্ন, আমি স্বতন্ত্র!
কোথাও কেউ অবশ্যই আছে
আমার দুর্দিনের জন্য!
না না না!
কখনোই না!
আমি আমারি জন্য!
আমি ধরব, সময়ের হাল!
চিনে নিবো, অচেনা চলকের চাল!
সময়ের দ্রোহ দমন করে হব আমি তার প্রভু!
বিক্ষিপ্ত মুহুর্তগুলো মহাশুন্যে দেব ভাসিয়ে! সুযোগ দেব না কভু!
আমি চিনে নেব, আমারি পথ! আমারি জগত! আমাকে গড়তেই হবে!! হবে!!
জানি আমি! আমি জানি! খুব করে জানি! জানি আমি! আমি জানি!!
হাল ছাড়ব না তাই! ছাড়ব না!! ছাড়বো না কখনো!
এখনো আছে সময়, আমি জানি
না না না! কখনো না!
হাল ছাড়ব না!
কখনো না!
না!
|
|
|
|
|
|
__________________________________________________
কেমন হলো বলে যান! এইটা নিয়া ভিডিও-বাজি করার ইচ্ছে আছে!
|
__________________________________________________
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ
একেবারে কাজী নজরুল!
বিদ্রোহী!!!!!
ওটা একটা মাস্টারপিস! স্বয়ং রবিঠাকুরের কবিতাও ব্লার হয়ে যায় এটা পড়ার সময়! তবে অবশ্যই রবিঠাকুর বাংলার অনুপম রত্ন!!
ভিডিও তাইলে করতেই পারি!
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
অতঃপর হৃদয় বলেছেন: আমি তো অবাক!!!!!!!!!!! এত সুন্দর গান মানুষ কেম্নে লেখে!!!!!!
ভাইয়া, ভালো আছেন? আপনি গান গাইতে পারেন? আমাকে গান শোনাবেন কবে?
অনেক সুন্দর হইছে গানের লিরিক্স!!!!!!!!
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪
গেম চেঞ্জার বলেছেন: !
হাঃ হাঃ হাঃ
গান রেডি হলেই শুনতে পারবে!!
ভাল থেকো।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে মনু
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫
গেম চেঞ্জার বলেছেন: তাইলে তো উকে!!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫
গেম চেঞ্জার বলেছেন: থেংকু সুমন'দা!
৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫১
ওমেরা বলেছেন: সবাই তো ভাল বল্ল তাই আমার ও মনে হচ্ছে ভালই হয়েছে ভিডিও বাজি শুরু করতে পারেন ভাইয়া ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯
গেম চেঞ্জার বলেছেন: সবার কথা বলিইলে তো চলবে না ওমেরাবিবি! আপনার কথা বলেন!
৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর। অনেক ভালো লাগলো গানের গুলো। সুর শুনার অপেক্ষায় রইলাম।
ভিডিও করেন, শুভকামনা রেখে গেলাম।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪
গেম চেঞ্জার বলেছেন: সুর শুনলে হবে খালি মিয়াভাই! দেখতেও হবে তো!
৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৩
রাবেয়া রাহীম বলেছেন: কখনো না!
হাল ছাড়ব না!
কখনো না!
না!
হাল না ছেড়ে এগিয়ে চলেন ভাইয়া --- সত্যি ভাল হয়েছে।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫
গেম চেঞ্জার বলেছেন: থেংকু রাবুপু!!
৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩
হাসান মাহবুব বলেছেন: গতকাল রাতে রোদ্দুর রায়ের একটি ভিডিও দেখার পর থেকে পিনিকে আছি। তারে দিয়া বানান।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
গেম চেঞ্জার বলেছেন: মাফ চাই, ডোয়া চাই!
৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩
ধ্রুবক আলো বলেছেন: ভিডিও-বাজি করুন, ভালো লাগছে আমার, হিট হবে । +++
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮
গেম চেঞ্জার বলেছেন: থেংকু!
১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: গেমু ভাইয়া আবার গানও লেখে! ভিডিও করলে আমাদের সাথে শেয়ার কইরেন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ সোহেল ভ্রাতা!
১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১
বিলিয়ার রহমান বলেছেন: গান কিন্তু সুর নির্ভর!
সুর যত ভলো হবে গান ততো সুন্দর হবে!
লিরিক্স ভালো হয়েছে!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
গেম চেঞ্জার বলেছেন: ধইন্যবাদ বিলুভাই!
১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: লিরিকটায় প্রেরণার উৎস আছে ঢের । এখন গান হয়ে যাক, তখনই বোঝা যাবে কতটা জ্বালাময়ী হয়েছে !!
শুভ কামনা ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
গেম চেঞ্জার বলেছেন: নিশ্চয়ই!
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭
গেম চেঞ্জার বলেছেন: ছবিপু!
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২
জুন বলেছেন: আমি ভয় করবোনা, ভয় করবোনা,
দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না,
আমি ভয় করবো না।
ভালোলাগা রইলো আপনার ভবিষ্যৎ ভিডিওতে গেম
+
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনার জন্য শুকরিয়া জুনাপু!!
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
নীলপরি বলেছেন: আমি চিনে নেব, আমারি পথ! আমারি জগত! আমাকে গড়তেই হবে!! হবে!!
ভীষণ ভালো লাগলো । এখন ভিডিয়োর অপেক্ষায় রইলাম ।
শুভকামনা ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ভিডিও করতে অনেক বাকি! প্রকল্পের প্রোমো হিসেবে ভিডিও রিলিজ করা হবে কি-না!!!!!!!!
আপনার জন্য শুভকামনা নীলপরি।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
আমি তো আমার পথ খুঁজে নিতে জানি!
জানি-ই!!!
জানি!
তাইতো যে মানি -
আমরা করবো জয়
আমরা করবো জয় একদিন !!
ওহো বুকের মাঝারে
আছে যে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয় !
বলে তো যেতে পারবোনা , লিখে দিলুম ।
তা , কবে নাগাদ ভিডিওটা গড়বেন ? বাজি, মাৎ হবে কবে ??
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭
গেম চেঞ্জার বলেছেন: প্রকল্প নির্মাধীন! আগে সেটা শেষ হোক, এরপর প্রমো হিসেবে!!
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
ক্লে ডল বলেছেন: খুব ভাল লেগেছে!! ভিডিও দেখার জন্য আগ্রহী হলাম।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ ক্লে!!
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
রিফাত হোসেন বলেছেন:
এই ভিডিওটার কথামালাও ভাল লেগেছে। জোশ আসত জোশের ঠেলায় শরীর গঠন এ মনোযোগ দিয়ে এক সময় মাশাল্লাহ ওজন কমিয়ে শারীরিক গঠনে পরিবর্তন এনেছিলাম, এই বড় পেট থেকে-পিটানো শরীর হয়েছিল। এই দেশে প্রথম বাংলাদেশী হিসেবে ম্যারাথন এ নাম লেখানোর ধান্দায় ছিলাম
কিন্তু ফিক্সড নায়িকা আসার পর সব বাদ আবার আগের মত ভোম্বল। হাহাহাহ
পোষ্ট +++
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আসল কথা কই-
এইটা দেইখা ম্যালাক্ষণ হাসতে হইছে!!
আপনার কমেন্টও হিউমোর ওয়ালা!!
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিরিক লিখেছেন তো গেম ভাই! ভিডিওবাজি দেখার অপেক্ষায়......
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০০
গেম চেঞ্জার বলেছেন: থেংকু উম্মে সায়মা!!
(অঃটঃ উম্মে মানে কি মা?)
২০| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩
দৃষ্টিসীমানা বলেছেন: এগিয়ে যান শুভ কামনা রইল ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১
গেম চেঞ্জার বলেছেন: ভাল থাকুন দৃষ্টিআপু!
২১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯
চিন্তক মাস্টারদা বলেছেন: বাহ!
ভিডিওটার কাজ শেষ করত প্রকাশ করে ফেলেন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
গেম চেঞ্জার বলেছেন: উকে দা!
২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাল হয়েছে ও ভাল হবে ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩
গেম চেঞ্জার বলেছেন: থেংকু সার্চ ম্যান!!!!!!
২৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১
ওমেরা বলেছেন: সবার সাথে আমারটাও + করে দিয়েছি ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! ওকে, বুঝে নিলুম!!
২৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: Click This Link
এই গান মনে পড়ে গেলো....... গেম্বু.......
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
গেম চেঞ্জার বলেছেন: শুনলাম আর ঘুম পেল!!
২৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০
শায়মা বলেছেন: ঘুম!!!!!!!!!!!!!!!!!!!!!!!
https://www.youtube.com/watch?v=8fTlwZ1ZQ5E' target='_blank' > মোর ঘুম ঘোরে এলে
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫
গেম চেঞ্জার বলেছেন: আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।
:
২৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪২
উম্মে সায়মা বলেছেন: প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ গেম ভাই।
অঃটঃ উম্মে মানে কি মা?
তাই তো জানি
২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১
গেম চেঞ্জার বলেছেন: তাহলে আপনি হচ্ছেন সায়মা'র মা!
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
সবাই চেস্টা করে, অনেক জানে না, কি করে হাল ধরে থাকতে হয়, সেটার জন্য অনেক দক্ষতার দরকার।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
গেম চেঞ্জার বলেছেন: ঠিক কথা!
২৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২
জেন রসি বলেছেন: ভালো হয়েছে। বলে গেলাম।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
জেন রসি বলেছেন: ভিডিও কই?
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫
গেম চেঞ্জার বলেছেন: এইটা কিন্তু ঢং!! আপনি তো বেকেন্ড কাহানী জানেন!! সেটা শেষ হলে এটা প্রোমো হিসেবে!!
৩০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১
জেন রসি বলেছেন: কাহিনী কিতা? আজকে শায়মা আপুও বলল ঢং! আপনিও বললেন ঢং! আজকে সবাই এত সিরিয়াস কেন?
ভাবনার বিষয়!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
সিরিয়াস!!
বাট, ইউ!
ওয়াই সো সিরিয়াস?
৩১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: ৩০. ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১ ০
জেন রসি বলেছেন: কাহিনী কিতা? আজকে শায়মা আপুও বলল ঢং! আপনিও বললেন ঢং! আজকে সবাই এত সিরিয়াস কেন?
ভাবনার বিষয়!
কেনো আবার!!!!!!!!
বুঝো না বাচ্চু ভাইয়ু!!!!!!!
আবারও ঢং!!!!!!!!
কোন ঢঙ্গীর পাল্লায় পড়লে!!!!!! এতদিনে জানতাম আমিই বড় ঢঙ্গী এখন দেখি আরও কেউ আছে!!!!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
জিনিভাই তাহলে কারো পাল্লায় পড়লো!
৩২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: সেই তো চিন্তার বিষয়!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬
গেম চেঞ্জার বলেছেন: কিসের চিন্তার বিষয়!! এইটা ফুর্তির বিষয়!
৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
নাগরিক কবি বলেছেন: গেমু স্টাইল হয়েছে
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯
গেম চেঞ্জার বলেছেন:
৩৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩
এডওয়ার্ড মায়া বলেছেন: কবিতা এবং গানের ওয়ার্কশপে গিয়েছিলাম-
তারা যা বললেন লিরিক্স লেখার ক্ষেত্রে -যারা সুর করেন তারা আট মাত্রা কে চার মাত্রা দিয়ে সুর বাঁধেন ।লিরিক্স লেখার ক্ষেত্রে চার মত্রা মাথায় রাখা জরুরী - সেটা থেকেই চার মাত্রা গাওয়ার পর সুর,তাল,লয় ঠিক রাখা হয়।
মাত্রা ৬ লাইন ও হতে পারে আবার ১২ মাত্রার ও হতে পারে।তবে অষ্টকের চার মত্রা রেখেই গাইতে হবে।
তখন আমি একটা প্রশ্ন করেছিলাম- এখানকার তৈরি গানে ত মত্রা ফলো করে না।
তা ঠিক তবে রবীন্দ্রনাথ,কাজী নজরুল ওই ভাবেই লিখতেন।
তিনি উদাহরন হিসেবে এই গানটি শুনিয়ে দিলেন
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২০
গেম চেঞ্জার বলেছেন: সুরি ভ্রাতা!
আমি এই ক্লাস করিনাই!
তয় নেক্সট টাইমে বিবেচনা কইত্তারি!
৩৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬
নায়না নাসরিন বলেছেন: গেম ভাইয়া ভিডিওটা তারাতারি প্রকাশ করে ফেলেন।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩
গেম চেঞ্জার বলেছেন: তারাতারি বলতে ২০১৮ এর মধ্যে তো অবশ্যই!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল।।
আপনার লিরিক্স পড়া মাত্র এটার কথা মনে পড়ে গেলো। দেরি না করে ভিডিওর কাজে নেমে যান। দারুণ হয়েছে।