![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)
আমাদের বড় তাড়াহুড়া,
বেচারা সুবোধ কোনদিকে পালাবে সে রাস্তা যেখানে খুজে পাচ্ছে না,
সেখানে আমি!
দিব্যি বেনসন ফুকে ইশ্বরের দিকে ধোয়া ছুড়ে আরাম খুজি।
আহাঃ মানুষ!
দু-পায়ের ফাকের ফিকির নিয়ে সবসময় তারা মত্ত,
আর চিত্রকরের ফাসি নিয়ে,
তারা ব্যস্ত।
ঘোলা লেকের পানি শ্যাওলাগুলো দখল করে নিয়েছে সেই কবে,
অথচ রুপা জানালার গ্লাসটা খুলেও দেখেনি।
মতি মিয়া
আজ ভোরে এসে একটা দুঃসংবাদ দিয়ে গেল।
কাল রাত চারটার ট্রেনে নাকি ইশ্বর ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
মিসির আলির সাথে বেঞ্চে বসে স্যার এ নিয়ে আলাপ করছেন।
আমরা সেসব দেখি না।
এই চারপাশ ছাইপাশ দেখেই কুপোকাত
কার সাধ বাবা জাহাজি খবরে হতে মাৎ!
তাই, সেসব খবর আমরা রাখি না।
আমরা জানি না,
সেই-ই কবে থেকে হিমুরা নিখোজ।
সুবোধরা ভিত, চাতক।
অসহায় হয়ে ওরা কার প্রতিক্ষায় যেন বসে আছে।
থাকুক।
ছবিঃ গুগল ইমেজ'স
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
গেম চেঞ্জার বলেছেন: হুমায়ুন আহমদকে নিয়ে অনেক মানুষকে আজকাল ব্যস্ত থাকতে দেখি। স্যারের ব্যক্তিজিবন নিয়ে আলোচনা করে তাকে ছোট করাতেই যেন স্বার্থকতা খুজে পাওয়া যায়। সুবোধদের হারিয়ে যাওয়াটা দেয়ালে দেয়ালে দেখি আমরা। এই সুবোধ যে আমাদেরই হারিয়ে যাওয়া বোধ- তাও আমরা জানি না।
যা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেটা আবর্জনা বানিয়ে, খেয়ালের বশে তুচ্ছতা নিয়েই ব্যস্ত আমরা, এলোমেলো- এই কবিতার মতই। আর হুমায়ুন আহমদ স্যার যা চেয়েছিলেন- সেটাও উপেক্ষা করছি আমরা। জিবনকে সহজভাবে দেখতে শিখিনি এখনো আমরা।
এইসবই বলতে চেয়েছিলাম কবিতায়।
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: সুবোধের কাহিনীগুলো আমার ভালোলাগে, তয় ইশ্বরের আত্মহত্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে লেখা কবিতা আমার ছোট মাথায় ঢোকে না।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
গেম চেঞ্জার বলেছেন: উপরে রিপ্লাই দেখতে পারেন কামাল ভাই।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
সাদা মনের মানুষ বলেছেন: তবে আজকে ফেজবুকে একটা জোক পড়েছি এমন,.................
বাংলার ক্লাসে স্যার জিজ্ঞাসা করলেন - কবিতা আর নাটকের পার্থক্য কি?
দোস্ত শুভ্র কিছুক্ষন ভেবে বলল - শ্যালিকার মুখ থেকে বার হওয়া প্রত্যেকটা কথাই "কবিতা"। আর বৌএর মুখ থেকে বার হওয়া প্রত্যেকটা কথাই "নাটক"।
দোস্ত শুভ্র আরো কিছু বলতে যাচ্ছিল, স্যার থামিয়ে দিলেন।
স্যারের চোখে জল, গলা বুজে এল। আর বলিসনা পাগলা, আয় তোকে ক্লাসের মনিটর করে দিচ্ছি।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: সবখানে রশ্যিকার!!!!!!!!!
কবিতা এক্সসেলেন্টো!!!!!!!!!!
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
দীর্ঘ-ইকার, ণ এই দুটার ফাঁসি দিয়ে দিয়েছি।
ঁ বিন্দুর বিচার চলছে!
৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
সাদা মনের মানুষ বলেছেন:
চা খাইবেন্নি?
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কি স্বর্গিয়!!!!!!!!!!!!
৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: ঈশ্বরও কি তাই ইশ্বর হয়ে গেছে!!!!!
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
গেম চেঞ্জার বলেছেন: সিউর!!!!!!!!!!!!
এটা কিন্তু জাস্ট আমরা কিভাবে নিচ্ছি সে ব্যাপার। আপেক্ষিক।
শব্দগুলোকে শৃংখলায় আনতে পারলে আমাদেরই ভাল। ব্যাকরণ থেকে উদ্ভুত হওয়া জঞ্জাল থেকে বের হওয়ার উপায় খুঁজছি!!
৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল হয়েছে
পাঠে মুগ্ধ
তবে চিন্তায় আছি
ইশ্বরকে এখন
কোথায় খুঁজব ।
শুভেচ্ছা রইল
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
ইশ্বরকে পেতে কারা যেন সাকারি সেন্ট্রাল প্লানেট অব গ্যালাক্সিতে গিয়েছিল। সেখানে ওরা এক ভন্ড জাদুকর পেয়েছিল।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ূন আহমেদ কে বাঙালি মনে রাখবেন অনেক দিন।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
গেম চেঞ্জার বলেছেন: ঠিক কথা বলেছেন।
৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
খুঁজে পেয়েছি তারে
তাঁকে বলেছি শুধু
দয়াল পার কর আমারে ।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
গেম চেঞ্জার বলেছেন:
আপনার বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রইল।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
জাহিদ অনিক বলেছেন:
একসেলেন্টো [ইন ট্রাদিশনালো জাপানিজো একসেন্তো)
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
https://www.youtube.com/watch?v=kymHnF8qTJ4
১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
করুণাধারা বলেছেন: দারুন!
ভাল লাগা জানিয়ে গেলাম।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ আপনাকে!
১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
জাহিদ অনিক বলেছেন:
আপনারা সবাই মিলে আমাকে রাঙামাটি ঠেলেঠুলে পাঠিয়েই দিবেন দেখছি !
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
গেম চেঞ্জার বলেছেন: আমি তো এখানে ঘাঁটি গেড়ে বসে আছি!!
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
জাহিদ অনিক বলেছেন:
তাহলে তো আপনার ঘাঁটিতে হামলা করতেই হয় !
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এসে পড়েন। আমিও রেডি হয়ে নিচ্ছি তাহলে।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমায়ুন আহমেদ স্যার এর মত এতো পাঠক কারো হয়তো এখন নেই । ওনার জীবন যেমনি হোক ,ওনার লেখা সহস্র বছর ওনাকে বাঁচিয়ে রাখবেন । কবিতায় অনেক ভালো লাগা রইল
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
গেম চেঞ্জার বলেছেন: অনেক শুভকামনা রইল!
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
জাহিদ অনিক বলেছেন:
ওকে ব্রাদার, কলিং বেল দিয়ে আসব।
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
গেম চেঞ্জার বলেছেন: ওকা ।
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
সুবোধ একা, অনেক সুবোধ, কোটী সুবোধ, তারপরও সুবোধেরা একা; তাই তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে আলাদা আলাদা কক্ষ পথে
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
গেম চেঞ্জার বলেছেন: সুবোধদের জন্য জায়গা দেয়া কঠিন কিছু না। কিন্তু আমরা সেই কাজটা করতে তৎপর নই।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
মানুষ চিরটাকাল নিজেকে নিয়েই ব্যস্ত ছিলো । আজও তাই । সিষ্টেমটাই এমন যে, এর মাঝেও যারা মানুষের কথা ভাবেন , তাদেরকে মানুষেরাই আখ্যা দেয় মতলববাজ বা পাগল বলে । সে কারনেই সুবোধদের জন্ম হয় । এই সমাজ-রাষ্ট্র থেকে সুবোধদের পালিয়ে যাওয়াই মনে হয় মঙ্গল ।
কবিতা ভালো হয়েছে ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
গেম চেঞ্জার বলেছেন: নিজেকে নিয়ে ব্যস্ত থাকা খারাপ কিছু না। কিন্তু সেই নিজকে ডিফাইন করতে না পারায় সুবোধদের থাকা সম্ভব হচ্ছে না। এটাই মোদ্দা কথা জি_এস ভাই।
আপনাকে ধন্যবাদ!
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
নীলপরি বলেছেন: কবিতাখুব ভালো হয়েছে । পাঠককে ভাবাতে সক্ষম । +++++
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
ধ্রুবক আলো বলেছেন: অনেক হতাশার চিত্র ফুটে উঠেছে কবিতায়। এবং অদ্ভুতভাবে।
কবিতায় +++++
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০
গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভ্রাতা!
২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতার মধ্যে সূক্ষ্ম প্রতিবাদ রয়েছে তাচ্ছিল্যের মুখোশে । লেখা ভাল লেগেছে । ভেতরের অর্থ অনর্থক মানুষদের দিকে তীর ছুঁড়ে বলা হয়েছে !
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
গেম চেঞ্জার বলেছেন: মমম!!!!!!
একেবারে অলিন্দে হাত দিয়েছেন!!
শুভকামনা কথা ভাই!
২১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
মোশফেক জামান সফল বলেছেন:
আপনার থেকে এমন মন্তব্য আশা করিনি ভাই!
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
গেম চেঞ্জার বলেছেন: আমি স্যরি!! এই পোস্টের সাথে আপনার লেখার মিল পাচ্ছিলাম এই কারনে।
২২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
নাগরিক কবি বলেছেন:
কবিতা - বাজান - কবিতা
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
গেম চেঞ্জার বলেছেন: হ বাপজান ।
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লিখেছেন,মাশাই।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
গেম চেঞ্জার বলেছেন: ভালো না ছাই, কবিতা লেখার মানুষ আমি না। এটাই জানি মাশাই।
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারণ কবিতা ।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ হাসু মামা!
২৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সুবোধ তুই পালিয়ে যা- সময় এখন পক্ষে নেই।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
গেম চেঞ্জার বলেছেন:
ব্যাপারটা ঠিক মানতে পারছি না।
২৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
সুবোধ্য কবিতা!
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ ডানা ভ্রাতা!
২৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
কালীদাস বলেছেন: সুবোধ নিয়া যেমনে টানাহেঁচড়া শুরু হৈসে, শিঘ্রি বাংলার টিশার্ট পল্লী চে গুয়েভারার ছবি সড়ায়া সুবোধ মরাধরার ছবিসহ টিশার্ট বানানি শুরু করব। দেইক্ষেন।
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
গেম চেঞ্জার বলেছেন: সুবোধকে নিয়ে এভাবে কিছু ঘটলে খুব একটা বড় সমস্যা হবে না। সুবোধ তো চায়-ই তাকে নিয়ে সবাই কিউরিয়াস হোক, জানুক, জাগুক!
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
আখেনাটেন বলেছেন: আমাদের অবচেতন মনেই কি সুবোধের বাস? তবে সে পালাতে চায় কেন? রুখে দাঁড়াক।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
গেম চেঞ্জার বলেছেন:
সুবোধের রুখে দাড়ানোর শক্তি নেই। তাই তাকে পালাতে হবেই!! পালাবার শক্তিও একসময় হারিয়ে ফেলবে।
২৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
কালীদাস বলেছেন: সুবোধকে নিয়ে কিছুই হবে না। আমরা জাতিগতভাবে হুজুগে, কিছুদিন হুমহাম করার পর ঠিকই সবকিছু ভুলে যাই। সারাদুনিয়ার মধ্যবিত্তের মত আমাদের মধ্যবিত্তেররও আরেকটা বাজে স্বভাব গ্রো করছে বিগত বছরগুলোতে, খানিকটা গন্ডারের চামড়ার স্বভাবটা। মেশিন হওয়া শুরু করেছি
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
গেম চেঞ্জার বলেছেন: সুবোধের জন্য সম্ভাবনা অনেক দুরে, সেটা সিউর। তবে ওকে সার্বাইভ করতে হবে। এরপর রেসিস্ট করতে হবে।
মধ্যবিত্তের চিত্তে আগুন জ্বললে সুবোধরা রেসিস্ট করা শুরু করবে!!
হোপ, সো ভ্রাতা!!
৩০| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
সোহানী বলেছেন: হিমুরা নিখোঁজ হয় না গুম হয়... তবে শুধু হিমু না তার বাবা সহ চৈাদ্দগোষ্ঠিরই কোন খোঁজ নেই.................
কবিতায় ভালোলাগা সহ +++++++++++++
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
গেম চেঞ্জার বলেছেন: থেংকিউ সোহানি আপু!
শুধু হিমু না তার বাবা সহ চৈাদ্দগোষ্ঠিরই কোন খোঁজ নেই.................
হাঃ হাঃ হাঃ
৩১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
সোহানী বলেছেন: গেমু তুমি কই..!! তোমারে এতো বড় বাঁশ নিয়ে করি করি দৈাড়ানো দিসে!!!!!!!!!!!!!!হাহাহাহাহ
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
পাগলের সুখ তো হয় আপন ভুবনে। কি করি'র বাচ্চা আর কি করবে!!
পারলে ব্লগে এসে দেখাক।
৩২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
বিলিয়ার রহমান বলেছেন: সুবোধ নিঁখোজ !!!
আর আফনে কিনা বেনসন ফুঁকসেন তাও আবার স্বয়ং ঈশ্বরের দিকে!!!!
আফনে মানুষ না গেম ভাই আফনে আস্ত একটা নিরো!!
++
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৫
গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা বিলু ভাইটি!
৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
জেন রসি বলেছেন: সুবোধ, মিসির আলী, হিমু, ইশ্বর, বেনসন.......নানা রকম মানুষের নানা রকম গল্প।
কবিতা ভালো হয়েছে গেমু ভাই।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
শুভেচ্ছা রইল রসিভাই।
৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২২
রুদ্র জাহেদ বলেছেন: আমরা চোখের আর মনের দৃষ্টি আবদ্ধ রেখে আলোতে যেতে চাই। কবিতা খুব ভালো লাগছে গেম ভাইয়া...
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ জাহেদ।
৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
গুলশান কিবরীয়া বলেছেন: খুব সুন্দর!! ভালো লেগেছে।
গেমু নানা আপনি কই? কতদিন কথা হয় না!!!
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
গেম চেঞ্জার বলেছেন: অনেক দেরি করে ফেললাম। আশা করি ভাল আছেন গুলনানি!
৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
বিজন রয় বলেছেন: ওহে গেমু!!
সমাচার কি? একবারে হাওয়া??
চলে আসুন নতুন পোস্ট নিয়ে।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ভাল আছেন?
৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
খায়রুল আহসান বলেছেন: এই সুবোধ যে আমাদেরই হারিয়ে যাওয়া বোধ- তাও আমরা জানি না - ১ নং প্রতিমন্তব্যে এ কথাটা খুব ভাল বলেছেন।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন: আপনাকেও ধন্যবাদ খায়রুল ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ, দারুণ, অসাধারণ কবিতা উপহার দিলেন ভাই।
আমার কাছেও তাই মনে হয়, স্রষ্টার প্রিয় সৃষ্টি মানুষের বর্তমান কাজকারবার দেখে স্রষ্টা হয়তো আত্মহত্যাই করেছে!!
মানুষের চেয়েও কুকুরের প্রতি বেশি ভালোবাসা দেখায় মানুষ