| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন সামু'তে না ঢুকলে যেন চলেই না। অফিসে কাজের ফাঁকে একটু সময় পেলাম, ব্যস ব্রাউজারে আগে থেকেই ওপেন করে রাখা সামু'র ট্যাব এ রিফ্রেশ বাটন চেপে দেখে নিই কোন নতুন লেখা পোষ্ট হয়েছে কিনা। বাসায় যতক্ষন থাকি মোবাইলে সামু আছে সারাক্ষন। আমি অবশ্য গল্পের পোকা। কোন নতুন গল্প পেলে দেরী না করে পড়ে ফেলি। বাঘা বাঘা সব গল্পকার আছেন ব্লগে। তাদের গল্পগুলো অসাধারন। অাগে অনেক বেশি পরিমানে ভাল গল্প পাওয়া যেত ক্ষনে ক্ষনে। একটা পড়ে শেষ করার আগেই দেখা যেত আরেকটা চলে এসেছে। কিন্তু ইদানীং ভালো মানের গল্প পাওয়া কিছুটা অসাধ্য। আর ব্লগাররা কেন জানি মনে হয় আজকাল আলতু ফালতু বিষয় নিয়ে বেশীই ভাবেন। যার ফলে পোষ্টগুলোও হয় ঐ বিষয়ভিত্তিক। আর ঐ সব ব্লগে আলোচনা-সমালোচনার ঝড় উঠে যায়। বাস্তবতা হলো সামুতে আমার মত পাঠকের সংখ্যাই বেশী। যারা মূলত ভিজিটর। যারা নিরবে পড়তে ভালবাসে। যারা ব্লগার হতে চায় না। তারা চেয়ে থাকে ভাল কোন পোষ্টের আশায়। যে কারনে সময় পেলেই সামু'তে ঢু মারে আমার মত। কিন্তু বেশীর ভাগ সময়েই নিরাশ হতে হয়।তবুও আশায় বুক বাধি। তবুও ব্লগার ভাইদের কাছে ভালো মানের আরো বেশী বেশী পোষ্ট কামনা করি। আমার বিশ্বাস ব্লগার ভাইয়েরা বিষয়টি নিয়ে ভাববেন ও পাঠকের পাঠতৃষ্ণা মেটানোর ব্যাপারে আরো বেশী উদার ও মনোযোগী হবেন। জয় হোক সামু'র। জয় হোক সামু ব্লগারদের। জয় হোক মেধা ও সৃজনশীলতার।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
এহতেশাম আহমেদ বলেছেন: জয় হোক কবিদের, গল্পকারের তথা সামু ব্লগারদের।
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আসলে ব্লগে নিরব পাঠকের সংখ্যাই বেশি, যারা ভালো পোস্ট পড়তে চান। আপনাকে ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
শাহিন বিন রফিক বলেছেন:
আমি অন-লাইনে আসলে প্রথমে প্রথম আলো অন-লাইন দেখি তারপর সামু তারপর ফেবু, যতক্ষন থাকি এই তিনটা উল্টাই পাল্টাই দেখি। খেলা থাকলে অবশ্য তখন ওখানে বেশি কাটে, যেমন গতকাল বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ দেখেছি ফেবুতে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
এহতেশাম আহমেদ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ শাহিন ভাই।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব গ্রহণ যোগ্য ভালো কিছু কথা বলছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ মামা
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
আখেনাটেন বলেছেন: আপনি তো দেখছি খাঁটি পাঠক ভায়া।
আপনার ব্লগবাড়ি ঘুরে এলুম। মজারু মজারু কৌতুকে ছয়লাব হয়ে আছে। ব্লগে নিয়মিত ল্যাখেন। সাথে আছি... ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ আখেনাটেন ভাই।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথায় আছে, আগে দর্শনদারী পরে গুণ বিচারী।' তাই পোস্টের শিরোনামই পাঠককে প্রথম আকৃষ্ট করে।
অনেক ভাল লিখক পোস্টের চমৎকার শিরোনাম দিতে পারেন না। এ কারনে অনেক ভাল লিখাও পাঠকের চোখ এড়িয়ে যায় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই মন্তব্য করার জন্য।
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার মত একজন খাঁটি পাঠক এ ব্লগের অমূল্য রতন। আপনার এ পোস্টটা পড়ে আমার খুব ইচ্ছে হচ্ছে একটা গল্প লিখি। কিন্তু এ নিয়ে আমার প্রচুর সীমাবদ্ধতা রয়েছে। তবুও চেষ্টা করবো।
পোস্ট ভাল লেগেছে, তাই প্লাস + + দিয়ে গেলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
এহতেশাম আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ব্লগের রিসেন্ট একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, যা ভালো ব্লগিঙের অন্তরায়। কিছু মনে করবেন না, আপনাকে টার্গেট করেই শুরু করি। আপনার এ পোস্টটি মূলত ফেইসবুকের স্টেটাস জাতীয় একটা পোস্ট। ফেইসবুকে আমরা এক শব্দ, এক বাক্য, ছোটো প্যারাগ্রাফ জাতীয় স্টেটাস দিই, যাতে কোনো বিশ্লেষণ থাকে না। লাইক, কমেন্ট করে লাইক কমেন্টের সংখ্যা বাড়ানোই তার উদ্দেশ্য। ব্লগে একটু বিশ্লেষণধর্মী পোস্ট দেয়া সঙ্গত। ব্লগের পোস্টের মান এবং পাঠকের মনন ও মান বাড়ানোর জন্য ব্লগাররাই দায়ী। আমরা যদি বেইসবুকীয় স্টেটাসধর্মী পোস্ট না দিয়ে বিশ্লেষণমূলক পোস্ট দিই, আমরা ধীরে ধীরে ঐ ধরনের পোস্ট পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবো এবং যারা নতুন তারাও বুঝতে পারবেন কী ধরনের পোস্ট পাবলিশ করা হয় এখানে। এখন যে ট্রেন্ড চালু হয়েছে, তা হলো সামুকে কত ভালোবাসি, ব্লগারদের কত ভালোবাসি, এ ধরনের পোস্ট, আর আমরা ওখানেই ঝাঁপিয়ে পড়ি। এ ধরনের পোস্টের নেগেটিভ দিকটা কেউ ইন্ডিকেট না করে পোস্টদাতাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছি। এজন্যই আপনি আগের মতো ঐ ধরনের পোস্ট পাচ্ছেন না।
এই ব্লগে এখনো খুবই উন্নত মানের কয়েকজন গল্পকার আছেন, কবিও আছেন। কিন্তু তারাও এই ব্লগিঙের নতুন ট্রেন্ডের খপ্পরে পড়ে নিজেদের ক্রিয়েটিভিকে ক্ষুণ্ণ করছেন, এর ফলে অভিনব কিছু সৃষ্টি করার সময়ও খোয়াচ্ছেন। এটা সার্বিক ভাবে ক্ষতির কারণ।
আপনার পোস্টটাকে আমিও ভূয়সী প্রশ্নংসায় ভাসিয়ে দিতে পারতাম। কিন্তু কাউকে না কাউকে চোখে আঙ্গুল দিয়ে ক্ষতিকর দিকটা তুলে ধরতে হবে।
আমার এই কমেন্টটা শুধু আপনাকে লক্ষ্য করেই না, এটা মনে রাখবেন প্লিজ।
ভালো থাকুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য। তবে লাইক অথবা কমেন্ট পাওয়া নয়, ভাল পোষ্ট পাওয়ার আশায় ব্লগারদের দৃষ্টি আকর্ষনের উদ্দেশ্যে আমার এ পোষ্ট।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: আশাকরি ব্লগাররা আপনি বিষয়টি নিয়ে সিরিয়াস হবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই মন্তব্য করার জন্য।
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই ব্লগরার তো সবাই কাদা ছোড়া ছুড়ি নিয়ে বেশি ব্যস্ত থাকে.......মাঝে মাঝে এই ব্যাপার গুলো বিরক্ত লাগে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
এহতেশাম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। সহমত।
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
@ এহতেশাম আহমেদ ভাই, শুভেচ্ছা রইলো৷ আপনি সামুর একজন সিনিয়র ব্লগার; তবে লেখার চেয়ে পাঠক হিসেবেই আপনার বিচরণ বেশি৷আপনার আজকের এ পোস্ট মূলতঃ একজন পাঠকের দৃষ্টিতে৷আমিও মনে করি সামুর নিউক্লিয়াস হলেন সম্মানিত পাঠক সমাজ৷আসলে ব্লগ আর ফেইসবুকের মধ্যে গুণগত পার্থক্য আছে৷এজন্য ফেইসবুকের ১-২ লাইনের স্টেটাস ব্লগে পোস্ট করা মোটেও সমীচীন নয়; এছাড়া কোন লেখা পোস্ট করার আগে তা মানসম্পন্ন কিনা তা বিবেচনায় রাখাও বাঞ্ছনীয়৷পাঠকদের আস্থা অর্জন করার জন্য ব্লগের লেখকদের সচেতনতা জরুরী ৷
সম্মানিত ব্লগার @ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এ বিষয়ে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন, "ফেইসবুকে আমরা এক শব্দ, এক বাক্য, ছোটো প্যারাগ্রাফ জাতীয় স্টেটাস দিই, যাতে কোনো বিশ্লেষণ থাকে না। লাইক, কমেন্ট করে লাইক কমেন্টের সংখ্যা বাড়ানোই তার উদ্দেশ্য। ব্লগে একটু বিশ্লেষণধর্মী পোস্ট দেয়া সঙ্গত। ব্লগের পোস্টের মান এবং পাঠকের মনন ও মান বাড়ানোর জন্য ব্লগাররাই দায়ী। আমরা যদি বেইসবুকীয় স্টেটাসধর্মী পোস্ট না দিয়ে বিশ্লেষণমূলক পোস্ট দিই, আমরা ধীরে ধীরে ঐ ধরনের পোস্ট পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবো এবং যারা নতুন তারাও বুঝতে পারবেন কী ধরনের পোস্ট পাবলিশ করা হয় এখানে। এখন যে ট্রেন্ড চালু হয়েছে, তা হলো সামুকে কত ভালোবাসি, ব্লগারদের কত ভালোবাসি, এ ধরনের পোস্ট, আর আমরা ওখানেই ঝাঁপিয়ে পড়ি। এ ধরনের পোস্টের নেগেটিভ দিকটা কেউ ইন্ডিকেট না করে পোস্টদাতাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছি।"
আশা করি সামু হবে জ্ঞান অর্জনের একটি মাধ্যম; আপনাকে ধন্যবাদ ৷
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
কিশোর মাইনু বলেছেন: আমার কাছ থেকে কি আপনার পড়ার যোগ্যতা সম্পন্ন কোন পোস্ট পেয়েছেন?!?!?
নাকি সব আলতুপালতু পোস্ট???
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
জলকণা থেকে মুক্তো জন্ম নিতে সময় লাগে
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
৩ বছরে ৫০টির কম মন্তব্য করেছেন, আপনি কার গল্প পড়েন?
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০
সনেট কবি বলেছেন: জয় হোক গল্পকারের।