নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে খুঁজে ফিরি সারাক্ষণ.. স্বপ্ন সে তো সত্যি নয়বুঝিনা কখনও....

এহতেশাম আহমেদ

গ্যাপম্যান

এহতেশাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগার স্থায়ীত্ব

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

একটি বিষয় আজ কয়দিন ধরে মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। বিষয়টি একটু বুঝিয়ে বলি.......

১ম ছেলে- একটি ছেলে তার কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর চাকুরী জীবন শুরু করে বিয়ে করার আগে পর্যন্ত কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়নি। কিন্তু সে তার জীবনের এতটুকু সময়ের মধ্যে বেশ কয়েকবার হোটেল পাড়ায় মেয়েদের কাছে ঢু মেরেছে। কিন্তু পরিবার থেকে যখন তার জন্য মেয়ে দেখা শুরু করলো, তখন অনেক গুলো মেয়ের মধ্যে একজনকে তার অনেক ভাল লেগে যায়। এবং একসময় যথারীতি সে বিয়ে করে বেশ কয়েক বছর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু কথায় বলে মানুষের মন আকাশের রং। দেখা গেলো কোন কারনে হয়তো তার ভালোলাগার স্ত্রীকে আর ভালো নাও লাগতে পারে।

২য় ছেলে- এবার অারেক দিকে অন্য একটি ছেলে তার কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর চাকুরী জীবন শুরু করে বিয়ে করার আগে পর্যন্ত ৫/৬ টা মেয়ের সাথে প্রেম করে। যার মধ্যে সবার সাথেই মোটামুটি রুম ডেটিং করে কিন্তু একজনের সাথে মাত্র একবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আর অন্য একজনের সাথে মোটামুটি বছর খানেক নিয়মিতই শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু অবশেষে ছেলেটি তার মা বাবার পছন্দের এবং নিজেও পছন্দ করেই মেয়েটিকে বিয়ে করে। এবং যথারীতি সেও বিয়ে করে বেশ কয়েক বছর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু ঐ যে কথায় বলে মানুষের মন আকাশের রং। দেখা গেলো কোন কারনে হয়তো তার ভালোলাগার স্ত্রীকে আর ভালো নাও লাগতে পারে।

আমার জানার আগ্রহ হলো যে, স্বাভাবিক ভাবে (এক্সেপশনাল কেস বাদে) উপরের দুইজন ছেলের মধ্যে কোন জনের স্ত্রীকে তার আর ভালো না লাগার সম্ভাবনা বেশী?

১ম জনের নাকি ২য় জনের?

আমি জানি আমার জানার আগ্রহের বিষয়টি খুবই হালকা মানের, তবে বিষয়টি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে একদম ফেলনা বলে উড়িয়ে দেওয়ার মত নয়। কেননা নিজেদের ছোট ভাই বোনদের/ সন্তানদের বিয়ের জন্য আসু পাত্রদের মধ্যে এমন ধরনের পাত্রের আগমনই তুলনামূলক বেশী আসার কথা। সো বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ঠই অবকাশ থেকে যায়।

প্রিয় ব্লগারগন এ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত দিবেন বলে একান্তভাবে কামনা করছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বাকপ্রবাস বলেছেন: . অজ্ঞতা মানুষকে বিভ্রান্ত করে ( এখানে অজ্ঞতা বলতে মানুষের দৈহিক অজ্ঞতাকে বুঝালাম)
. কেন ভাল লাগবেনা সেটা জানতে হবে
. এক পাক্ষিক চিন্তা দিয়ে সমাধান হয়না, স্ত্রীরও স্বামীর প্রতি অনিহা হতে পারে
. মানুষের জীবনকে ব্যাখ্যা করার জন্য শরীর, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থান, সামাজিক প্রেক্ষিত ইত্যাদি উপকরণ দিয়ে ভাবতে হয়, এক একটা উপকরণ এক এক ভাবে প্রভাব ফেলে মানুষের জীবনকে। তায় অন্যান্য উপকরণ উহ্য রেখে কোন প্রশ্ন করা এবং উত্তর দেয়া দুটোতেই ভুল মেসেজ পাবার সম্ভবনা থাকে।
. সুতরাং উত্তর বা মতামত না দেয়াটাই বেটার মনে করলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

এহতেশাম আহমেদ বলেছেন: মতামত প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বাভাবিক ভাবে (এক্সেপশনাল কেস বাদে) উপরের দুইজন ছেলের মধ্যেকোন জনের স্ত্রীকে তার আর ভালো না লাগার সম্ভাবনা বেশী?

২য় জনের।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

এহতেশাম আহমেদ বলেছেন: মতামত প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আরোগ্য বলেছেন: ছুটা গরু বাধাঁ থাকতে চায় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

এহতেশাম আহমেদ বলেছেন: ছুটা গরু বলতে কাকে বুঝালেন। দয়া করে বলবেন ভাই। মতামত প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

আরোগ্য বলেছেন: ১ম জন বিয়ের পর আগ্রহ হারালেও সহজে পরনারী আসক্ত হয় না। ২য় জন পুরনো অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না মানে এক জনে বেশী দিন মন টিকে না। তবে ব্যতিক্রম থাকতে পারে। যৌথ পরিবারের অভিজ্ঞতা থেকে বলছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

এহতেশাম আহমেদ বলেছেন: মতামত প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

এহতেশাম আহমেদ বলেছেন: কৃতজ্ঞতা

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

ডার্ক ম্যান বলেছেন: আমি তো কোন কাতারে পরছি না। আমার মন অভাগাদের কি হবে কে জানে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

এহতেশাম আহমেদ বলেছেন: ভাই মেয়েরাও কিন্তু আজকাল ২য় জনের মতো হরহামেশাই করে বেড়াচ্ছে। অতএব সাধু সাবধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.