![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম। আমি গাজী মিজানুর রহমান, ৩৫ বিসিএসের একজন ক্যাডার। যদিও এর আগে পূবালী ব্যাংক লিমিটেডে প্রায় এক বছর সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি । আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞা থেকে বিসিএস ও ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে নিয়মিত ফেইসবুক ও ইন্টারনেটে লেখালেখি করি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উপর সাজেশনভিত্তিক একটি বই লিখেছি; বইটির নাম- BCS Preliminary Analysis
***বিসিএস এর জন্য প্রস্তুতি নিবেন নাকি ব্যাংকের জন্য???
..
অনেকেই দোদুল্যমান অবস্থায় আছেন ব্যাংকের প্রিপারেশন নিবেন নাকি বিসিএসের? তবে আমি মনে করি একটু বুদ্ধি খাটালে একসাথে বিসিএস ও ব্যাংক উভয়েরই প্রিপারেশন নেওয়া যায়।
.
এখানে আমি আগেই বলে রাখি যে, বিসিএস এর জন্য প্রচুর ধৈর্য ও পড়াশোনার প্রয়োজন। তারপরও আমি বলবো আপনি প্রথমত বিসিএসেরই প্রিপারেশন নিন।
.
কেননা, বিসিএসের প্রিপারেশন নিলে একসাথে অনেক জবের প্রিপারেশন হয়ে যায়। তাছাড়া এখন কেউ যদি বিসিএসে প্রিলি, রিটেন, ভাইভা পাশ করার পরও কোনো ক্যাডার না পান, তাহলে একটা নন-ক্যাডার জব পাবেন বলে আশা করতে পারেন (৩৩তম, ৩৪তম ও ৩৫ তম বিসিএস থেকে অনেকে নন-ক্যাডারে ভালো জব পেয়েছে), পিএসসিএর ২০১২ সালের নন-ক্যাডার নিয়োগ নীতিমালা এই জন্যই মূলত প্রণয়ন করা হয়েছে।
.
এখন প্রশ্ন হলো, আপনি কেন ব্যাংক বা পিএসসির নন-ক্যাডার এর প্রস্তুতি বাদ দিয়ে কেবল বিসিএসের প্রিপারেশন নিবেন?
উত্তর: এখানে অনেক লাভ আছে, তাই নিবেন।
.
.
১. আমি মূলত বিসিএসের প্রিপারেশন নিয়ে বর্তমানে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করছি। আপনিও পারবেন চেষ্টা করেই দেখুন না!
তবে আমি ব্যাংকের জন্য এক্সট্রা শুধু "S@fur's Math" টা করেছি এবং ICT উপর একটু পড়াশুনা করেছি। তাতেই হয়ে গেছে। এখন আবার আমি সবার দোয়া ও আল্লাহর রহমতে ৩৫তম বিসিএস ক্যাডার হয়েছে। যদিও ৩৪ তম বিসিএস ছিল প্রথম বিসিএস, সেখানে নন-ক্যাডারে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আর ৩৫তম ছিল আমার দ্বিতীয় বিসিএস।
.
.
২. নন-ক্যাডারের জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না
.
.
৩. কোনো প্রকার ঘুষ ছাড়াই আপনি অনেক ভালো একটা সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি।
.
.
৪ ব্যাংকের জবের জন্য বেশি পেরেশানি হতে হবে না।
.
.
.__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis ( বিসিএস প্রিলির ধারণা সম্পূর্ণ বদলে দিতে শীঘ্রই আসছে বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই- BCS Preliminary Analysis। এই এক বই বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ প্রিলি পাশ!)
Find Me on Facebook
Join My Facebook Group
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১
পদ্মপুকুর বলেছেন: ব্যাংকিংখাতের অবস্থা খুব একটা সুবিধাজনক ঠেকছে না। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো ক্রমেই গার্মেন্টস হয়ে যাচ্ছে, সুতরাং যা করবেন, বুঝে শুনে করবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
গাজী মিজানুর রহমান বলেছেন: রাইট
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: ছোটবেলা থেকে ঠিকমতো লেখাপড়া করলেই হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
গাজী মিজানুর রহমান বলেছেন: জ্বি
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: পড়াশুনার কোম বিকল্প নেই।বেশী করে পড়তে হবে।
দুইটার প্রিপারেশনই নেয়া যেতে পারে।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । যারা বি সিএস চান্স পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই অনেক পরিশ্রমী ছিলেন ।
প্রধানত ধৈর্য টা আসল । অনেক লম্বা প্রসেস যদিও ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
গাজী মিজানুর রহমান বলেছেন: সত্যিই তাই
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২
জাহিদ হাসান রানা বলেছেন: ধরা খেয়েছি।৩৯ তম ত স্পেশাল।৪০ যে কবে হবে? তবুও ফারমাসিউটিকলের গাধার খাটনি বা ডায়াগনস্টিক সেন্টারের ইউরিন/স্টোল টেস্ট বাদ দিয়ে এখনও ক্যাডার হওয়ার চেষ্টাতেই আছি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
গাজী মিজানুর রহমান বলেছেন: ভালো করে পড়ুন, ভালো ফল পাবেন
৭| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
গফলডার বলেছেন: Its a great post indeed. I think it is a helpful article for all. Thank you so much for the best article. if want to read more important article for bcs preparation, you can visit Bcs Preparation
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।