নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী মিজানুর রহমান

গাজী মিজানুর রহমান

আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম। আমি গাজী মিজানুর রহমান, ৩৫ বিসিএসের একজন ক্যাডার। যদিও এর আগে পূবালী ব্যাংক লিমিটেডে প্রায় এক বছর সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি । আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞা থেকে বিসিএস ও ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে নিয়মিত ফেইসবুক ও ইন্টারনেটে লেখালেখি করি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উপর সাজেশনভিত্তিক একটি বই লিখেছি; বইটির নাম- BCS Preliminary Analysis

গাজী মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিসিএস এর জন্য প্রস্তুতি নিবেন নাকি ব্যাংকের জন্য???

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

***বিসিএস এর জন্য প্রস্তুতি নিবেন নাকি ব্যাংকের জন্য???
..
অনেকেই দোদুল্যমান অবস্থায় আছেন ব্যাংকের প্রিপারেশন নিবেন নাকি বিসিএসের? তবে আমি মনে করি একটু বুদ্ধি খাটালে একসাথে বিসিএস ও ব্যাংক উভয়েরই প্রিপারেশন নেওয়া যায়।
.
এখানে আমি আগেই বলে রাখি যে, বিসিএস এর জন্য প্রচুর ধৈর্য ও পড়াশোনার প্রয়োজন। তারপরও আমি বলবো আপনি প্রথমত বিসিএসেরই প্রিপারেশন নিন।
.
কেননা, বিসিএসের প্রিপারেশন নিলে একসাথে অনেক জবের প্রিপারেশন হয়ে যায়। তাছাড়া এখন কেউ যদি বিসিএসে প্রিলি, রিটেন, ভাইভা পাশ করার পরও কোনো ক্যাডার না পান, তাহলে একটা নন-ক্যাডার জব পাবেন বলে আশা করতে পারেন (৩৩তম, ৩৪তম ও ৩৫ তম বিসিএস থেকে অনেকে নন-ক্যাডারে ভালো জব পেয়েছে), পিএসসিএর ২০১২ সালের নন-ক্যাডার নিয়োগ নীতিমালা এই জন্যই মূলত প্রণয়ন করা হয়েছে।
.
এখন প্রশ্ন হলো, আপনি কেন ব্যাংক বা পিএসসির নন-ক্যাডার এর প্রস্তুতি বাদ দিয়ে কেবল বিসিএসের প্রিপারেশন নিবেন?
উত্তর: এখানে অনেক লাভ আছে, তাই নিবেন।
.
.
১. আমি মূলত বিসিএসের প্রিপারেশন নিয়ে বর্তমানে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করছি। আপনিও পারবেন চেষ্টা করেই দেখুন না!
তবে আমি ব্যাংকের জন্য এক্সট্রা শুধু "S@fur's Math" টা করেছি এবং ICT উপর একটু পড়াশুনা করেছি। তাতেই হয়ে গেছে। এখন আবার আমি সবার দোয়া ও আল্লাহর রহমতে ৩৫তম বিসিএস ক্যাডার হয়েছে। যদিও ৩৪ তম বিসিএস ছিল প্রথম বিসিএস, সেখানে নন-ক্যাডারে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আর ৩৫তম ছিল আমার দ্বিতীয় বিসিএস।
.
.
২. নন-ক্যাডারের জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না
.
.
৩. কোনো প্রকার ঘুষ ছাড়াই আপনি অনেক ভালো একটা সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি।
.
.
৪ ব্যাংকের জবের জন্য বেশি পেরেশানি হতে হবে না।
.
.
.__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis ( বিসিএস প্রিলির ধারণা সম্পূর্ণ বদলে দিতে শীঘ্রই আসছে বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই- BCS Preliminary Analysis। এই এক বই বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ প্রিলি পাশ!)
Find Me on Facebook

Join My Facebook Group

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

পদ্মপুকুর বলেছেন: ব্যাংকিংখাতের অবস্থা খুব একটা সুবিধাজনক ঠেকছে না। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো ক্রমেই গার্মেন্টস হয়ে যাচ্ছে, সুতরাং যা করবেন, বুঝে শুনে করবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

গাজী মিজানুর রহমান বলেছেন: রাইট

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: ছোটবেলা থেকে ঠিকমতো লেখাপড়া করলেই হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

গাজী মিজানুর রহমান বলেছেন: জ্বি

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: পড়াশুনার কোম বিকল্প নেই।বেশী করে পড়তে হবে।
দুইটার প্রিপারেশনই নেয়া যেতে পারে।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । যারা বি সিএস চান্স পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই অনেক পরিশ্রমী ছিলেন ।
প্রধানত ধৈর্য টা আসল । অনেক লম্বা প্রসেস যদিও ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

গাজী মিজানুর রহমান বলেছেন: সত্যিই তাই

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২

জাহিদ হাসান রানা বলেছেন: ধরা খেয়েছি।৩৯ তম ত স্পেশাল।৪০ যে কবে হবে? তবুও ফারমাসিউটিকলের গাধার খাটনি বা ডায়াগনস্টিক সেন্টারের ইউরিন/স্টোল টেস্ট বাদ দিয়ে এখনও ক্যাডার হওয়ার চেষ্টাতেই আছি। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

গাজী মিজানুর রহমান বলেছেন: ভালো করে পড়ুন, ভালো ফল পাবেন

৭| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

গফলডার বলেছেন: Its a great post indeed. I think it is a helpful article for all. Thank you so much for the best article. if want to read more important article for bcs preparation, you can visit Bcs Preparation

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.