নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।

পেন্সিলে আকাঁ ছবি

আমি জানি না ....!!!!!!!!!!!! তবে মা বলে একটা গাধা।

পেন্সিলে আকাঁ ছবি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বব্যাংক-আইএমএফ'র বিকল্প: গঠিত হচ্ছে ব্রিক্স ব্যাংক

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

বিশ্ব অর্থনীতির মেরুকরণের মুখে নতুন উন্নয়ন ব্যাংক গঠনে একমত হয়েছেন আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্স নেতারা। পশ্চিমা গোষ্ঠী নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যাংকটি তৈরি করতে চায় ব্রিক্স জোট।







দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠিত ব্রিক্স দেশগুলোর পঞ্চম শীর্ষ সম্মেলনে বৃহত এ অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে একমত হন রাষ্ট্রনেতারা।







ব্রিক্স গ্রুপে রয়েছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মত উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশগুলো।







প্রথম দিনের আনুষ্ঠানিক অধিবেশন শেষে গতকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী পারভিন গোরধান বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।







বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানোর জন্য এবং বিশ্বের উন্নয়ন ও দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে সহায়তার জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হবে বলে জানানো হয়।







ইউরোপ এবং আমেরিকার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের অস্ত্র হিসেবে কাজ করছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ। এর মোকাবেলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তোলা ও বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কর্মসূচিকে সহায়তার জন্য এ ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে জানান ব্রিক্স নেতারা।







এদিকে, গ্রুপের বৈঠকে বিশ্বের দুই বৃহত অর্থনীতির দেশ চীন ও ব্রাজিল তাদের নিজস্ব মুদ্রায় অর্ধেক বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।







পাঁচ সদস্যের এ জোটের আওতায় বিশ্বের ৪০ শতাংশ জনগোষ্ঠী রয়েছে। এছাড়া ৩০ শতাংশ ভূমি ও ২০ শতাংশ পণ্য উতপাদন ক্ষমতার অধিকারী জোটের সদস্য দেশগুলো।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.