নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো কী

shapon

সেবার জন্য ধর্ম,ধর্মের জন্য সেবা নয়।

shapon › বিস্তারিত পোস্টঃ

আউটলুকে মেইল ডাউনলোড করুন

১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৩

আপনার জিমেইল এর এড্রেসে প্রচুর মেইল আসে এবং কম্পোজ করতে গিয়ে ইচ্ছা মত লেখার ষ্টাইল,কালার,স্পেলিং অনেক গুলো সুযোগ পাওয়া যায়।আউটলুক এক্সপ্রেস,এম.এস আউটলুক,ইউডোরা ইত্যাদি ব্যবহার করতে পারেন । তাই আপনার জিমেইল সব মেইল আউটলুকে ডাউনলোড করুন।এবং মেইল সেন্ড করুন। যেকোন দেশ,জায়গা বা ইন্টারনেট লাইন ব্যবহার করুন কোন সমস্যা হবেনা। কনফিগারেশন দেখুন!

প্রথমে আপনার জিমেইলে লগিন করুন,তারপর আমার জিমেইলের সেটিংস এ যান এবং আপনার পপ এনাবল করুন,দেখুন লেখা আছে এনাবল পপ ফর অল মেইল। এর পর সেভ করে বেরিয়ে আসুন। আপনি যদি আপনার জিমেইলে কোন রাখতে না দরকার হয় তবে সেই অপশনটি এনাবল করুন। এরপর কাজ হলো আপনার আউটলুক কনফিগারেশন।

এরপর আপনার আউটলুক মেইল একাউন্টের প্রপাটিস এ যান এবং সার্ভার ট্যাপে দেখুন লেখা আছে মাই ইনকামিং সার্ভার ইস পপ৩ সার্ভার তারপর নীচে দেখুন পপ৩ .এখানে টাইপ করুন মেইল,জিমেইল.কম

আউটগোয়িং এসএমটিপি :এসএমটিপি.জিমেইল.কম এরপর ইউজার নেম-আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড - যাহা আছে । এবং নীচের মাই সার্ভার রিকোয়ার এ ক্লিক করুন। এডভান্স এ এসে সার্ভার পোর্ট নাম্বার বসান আউটগোয়িং এসএমটিপি -৪৬৫

এবং দিস সার্ভার রিকোয়ার সিকিউর কানেকশন(এসএসএল) এ ক্লিক করুন।

ইনকামিং এ (পপ৩) ৯৯৫ বসান। এবং দিস সার্ভার রিকোয়ার সিকিউর কানেকশন(এসএসএল) এ ক্লিক করুন।

এরপর পর সেভ করে আপনার মেইল চেক দিন দেখবেন মেইল ডাউনলোড হচ্ছে।

যদি কোন ভূলক্রুটি হয় তবে ক্ষমা করবেন,যাদের দরকার শুধুমাত্র তাদের জন্য। কোন সমস্য হলে মেইল করুন আমাকে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৮

কৌশিক বলেছেন: এটা করা সম্ভব? আমি এখনই ট্রাই করতেছি। অনেকদিন যাবত এমন একটা কিছু খুজতেছিলাম। অগ্রীম ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩

shapon বলেছেন: অবশ্যই সম্ভব! ইমপসিবল নাথিং, আপনি উপকৃত হউন এই আশায় এবং অন্যদের উৎসাহিত করুন।

২| ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩

প্রতিচ্ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ (অগ্রিম)

১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫

shapon বলেছেন: আপনাদের উপকারে অঙ্গীকারবদ্ধ। তবে যদি সত্যি উপকার হয় তবে রেটিং দিন! প্লিজ!!!!!!!!!

৩| ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩০

প্রতিচ্ছবি বলেছেন: এখনো ট্রাই করি নাই। উপকার হলে অবশ্যই রেটিং দিয়ে যাব।

৪| ১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১

কালাচাঁদ বলেছেন: হচ্ছে না -এই মেসেজ দিচ্ছে

Task 'POP3.mail.gmail.com - Sending' reported error (0x800CCC7D) : 'Your outgoing (SMTP) server does not support SSL-secured connections. If SSL-secured connections have worked in the past, contact your server administrator or Internet service provider (ISP).'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.