নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো কী

shapon

সেবার জন্য ধর্ম,ধর্মের জন্য সেবা নয়।

shapon › বিস্তারিত পোস্টঃ

একেমন হিজরা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

একজন সমাজ কর্মী হিসেবে সমাজের ক্ষত চিহৃগুলো তুলে ধরতে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে ব্যস্ত থাকি। গত কয়েকদিন আগে শুনতে পেলাম নওশাদ নামে একজন হিজরা হয়েছে। জিঙ্গেজ করলাম কোন নওশাদ ? উত্তর পেয়ে অবাক হলাম এইতো সেই দিনের কথা সুস্থ্য পুরুষ মানুষ, বিয়ে করে দুই সন্তানের পিতা। আজ স্ত্রী ছাড়া জীবন! স্ত্রী পুরুষের পুরুস্ত না থাকলে একঘড়ে নাও থাকতে পারে কিন্তু সন্তানের প্রতি মায়ামমতা উড়িয়ে যাবে কোন এক অজানা বন্ধনে? যাহোক অনেক কষ্টে নওশাদকে পেলাম।
বাড়ির গেটে নাম ধরে ডাক দিতেই একজন মেক্সি পড়ে আমার দিকে এগিয়ে আসল, বললাম নওশাদ আছে? আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলল এর নামই নওশাদ। অবাক হলাম স্কুল জীবনে খুবই কাছ থেকে যে ছেলেটিকে দেখেছিলাম তর তর করে পুরষিক সামথ্য নিয়ে বেড়ে ওঠা নওশাদকে চিনতে পারছিনা। নওশাদ এগিয়ে এসে বলল আমি নওশাদ বর্তমান চামিলি নাম ধারন করেছি। বললাম আমাদের চিনতে পারছিস? হা চিনতে পারছি। বললাম হঠাত এই পরিবর্তন? খুবই সাবলিল ভাবে উত্তর দিলেন সবই আল্লাহ্ র ইচ্ছা। বললাম শুনতে পেলাম তোকে নাকি জোড়পুর্বক আজকের অবস্থায় এনেছে? আপনাকে কে বলল? অনেকে বলছে। কত মানুষ কত না কথা বলে, আমি যা বলছি সত্য বলছি কেউ আমাকে জোড় করে করেনাই। সবই আল্লাহর কুদরত।
নবাবগঞ্জে কতগুলো হিজরা আছে তার সংখ্যা দিতে পাররি? না , কারন আমি এইখানে থাকিনা। আমি সিরাজগঞ্জ থাকি। সেইখানে আমাদের একটা পাড়া আছে। আমরা গ্রুপ হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে বিনা ভিসাই চলা ফেরা করি। বাংলাদেশে খুব বেশী হলে বছরে তিনমাস থাকি। আমার একজন গুরু আছে তার দীক্ষাই লালন করি। একটু পর আমি জানতে চইলাম তোমাদের নিয়ে কিকাজ করতে পারি? উত্তরে বলল অনেক এনজিও কাজ করছে সেখানে তারা সেক্স করতে উদ্বুদ্ধ করে তারা কন্ডম, জেলি ইত্যাদি দেয়। বললাম কাদের সাথে সেক্স করো? পুরুষের সাথে। তুই যে বলছিলি হিজরারা মাতা হিসেবে পরিচয় দেয় কারন কি? দ্যাখেন আমরা কেউই পুরুষ নিয়ে গর্ব করিনা। আমাদের কেউই অপারেশনের মাধ্যমে পুরুষ হতে চাইনা। বললাম অপারশনের মাধ্যমে সম্ভব? । উত্তরে বলল হা, আমি ভুল করেছি আমার ফুল মহিলা হওয়ার সুযোগ ছিলো। যাহোক ভুল মানুষের কিভাবে হয় তা অজানায় থাকে।
বললাম দোর পরিবর্তন কিভাবে হয়েছে কিছু বল, বলল আমার পুরুষাঙ্গ একেবারে ছোট্ট হয়ে গেছে শুধু প্রসাব করার মত অবস্থা। বলতে বলতে কাপড় খোলে গোপন অঙ্গ এবং ব্রেস্ট দেখালো। খুবই অবাক হলাম।
ফিরে আসতে আসতে বুঝলাম তার কথায়এটা অবশ্যই একটি গুষ্টি অপারেশনের মাধ্যমে এমন হেয় কাজ করছে। আমাদের উচিত এটা প্রতিহত করা দরকার। মানবসম্পদ ধংশের একটা চক্রান্ত।
ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.