নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন দেশের আলাদা আলাদা জাহান্নাম...এ আবার কেমন ব্যাপার!! বাংলাদেশের জাহান্নামেই বা এত ভিড় কেন??বোঝা যাচ্ছে না??তাহলে তো পড়তেই হবে!!!

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫২



এক ব্যক্তি মরার পর জাহান্নামে গিয়ে দেখলো যেকোনো দেশের জাহান্নামে যাওয়ার ছাড় আছে ।
আমেরিকার জাহান্নামে গিয়ে জাহান্নামের পাহারাদারকে জিজ্ঞেস করল-এখানে শাস্তি টাস্তি কেমন দেওয়া হয় ?
পাহারাদার বলল- সবার প্রথমে ওকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেওয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এর পর এক দৈত্য পিঠে ৫০ টা চাবুকের ঘা দেয়...এটা শুনে ঐ ব্যক্তিটি খুব ভয় পেয়ে গেলো ও ভাবল একবার রাশিয়ার জাহান্নামে গিয়ে দেখা যাক।
ওখানেও পাহারাদার একই কথা বলল।ঐ ব্যক্তি সব দেশের জাহান্নামে গেলো, আর প্রত্যেক দেশের জাহান্নামের পাহারাদারই একই শাস্তির কথা বলল।
শেষে ঐ ব্যাক্তি এক জায়গায় পৌছালো, ওখানে দরজায় লেখা ছিলো- বাংলাদেশের জাহান্নামে আপনাকে স্বাগতম।
আর দরজার বাইরে মানুষের লম্বা লাইন.....।
ঐ ব্যক্তি ভাবল এখানে নিশ্চয়ই কম শাস্তি দেওয়া হয়, তাই এত লম্বা লাইন।
বাংলাদেশের জাহান্নামের পাহারাদারকে জিজ্ঞেস করল- এখানে কেমন করে শাস্তি দেওয়া হয় ..বাংলাদেশের জাহান্নামের পাহারাদার বলল- সবার প্রথমে ওকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেওয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এর পর এক দৈত্য এসে ঐ ব্যক্তির পিঠে ৫০ টা চাবুকের ঘা দেয়।
ঐ ব্যক্তি বিস্মিত হয়ে পাহারাদারকে জিজ্ঞেস করল- এই একই রকম শাস্তি তো সব দেশের জাহান্নামেই দেওয়া হয়, তো এই জাহান্নামে এত ভিড় কেনো ?
পাহারাদার বললঃ এখানে ইলেকট্রিক চেয়ার তো আছে কিন্তু কারেন্ট নেই। পেরেকের বিছানা থেকে পেরেক চুরি হয়ে গেছে। ফাইল এত জমে গেছে যে, আজকে নাম লেখালে কবে যে ডাক আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ততদিন আরাম। আর যে দৈত্যটি চাবুক মারে সে একজন সরকারি কর্মচারী। আসে, খাতায় সই করে বাড়ি চলে যায়। আর এক আধ দিন যদিও বা বেশিক্ষন ডিউটি দেয় তো ঐ দিন দু-একটা চাবুক মারে, আর রেজিস্টারে ৫০ টা চাবুকের ঘা লিখে বেরিয়ে যায়।

আর ঘোরাঘোরি করে লাভ নেই, লাইনে দাঁড়িয়ে পড়........!!
...সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: গেছো দাদা আপনাকে জাহান্নাম থেকে এসে বলেছে, তাই না?

১৬ ই মে, ২০১৮ রাত ১১:০২

গেছো দাদা বলেছেন: দাদা ... দয়া করে আরেকবার পড়ুন ।

২| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:০৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: Sorry, প্রথমে সামান্য একটু লেখা দেখেছিলাম

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩০

গেছো দাদা বলেছেন: আমার অসতর্কতায় অসম্পূর্ন পোষ্ট হয়ে গিয়েছিল । আপনাকে পড়ার জন্য ধন্যবাদ জানাই ।

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩২

কানিজ রিনা বলেছেন: হা হা ভাল লেখেছেন।

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই মে, ২০১৮ রাত ১:২৩

অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশের প্রকৃত চেহারাটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কৌতুকটাতে। অসাধারণ!

১৭ ই মে, ২০১৮ রাত ১:৩১

গেছো দাদা বলেছেন: হ্যাঁ, একটু মজার ছলে লেখা । আপনাকে অনেক ধন্যবাদ ।

৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের জন্য সবচে উপযুক্ত হচ্ছে জাপানি চিন্তা ও নীতি:
কাজ করবি না, টাকা পাবি না। অপরাধ করবি জেলে যাবি। এই দেশে রাজনীতিক মামু নেই।
সোজা কথা: 働かせず、食うべからず。অর্থাৎ, কাজ করবে না, খেতে পারবে না!

১৭ ই মে, ২০১৮ রাত ১১:০০

গেছো দাদা বলেছেন: হক কথা ।

৬| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১২

সমুদ্রচারী বলেছেন: মজা লাগলো

১৭ ই মে, ২০১৮ রাত ১১:০১

গেছো দাদা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানাই ।

৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: মজা পাইলাম ভাই।

১৭ ই মে, ২০১৮ রাত ১১:০২

গেছো দাদা বলেছেন: হা হা হা । ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.