নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়া এত গুতাগুতি ক্যান??ঈমানের যে বারোটা বাইজ্যা গ্যালো!!!মানুষ কি আর মানুষ আছে???

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:২৫



# ঘটনা_একঃ
- ভাই আপনি কি মুসলমান?
- হ, মুসলমান।
- সুবানাল্লাহ, আমিও মুসলমান। আপনে শিয়া নাকি সুন্নি?
- সুন্নি।
- আলহামদুল্লিহ! আমিও সুন্নি। কোন মাজহাবে আছেন?
- হানাফি
- মাশাল্লাহ, আমিও হানাফি। আপনি সৌদি নাকি উপমহাদেশীয় হানাফি?
- উপমহাদেশীয়
- মারহাবা, আমিও উপমহাদেশীয়।
আপনে শরিয়তি নাকি মারফতি?
- শরিয়তি
- জাযাকাল্লাহু খায়রান। আমিও শরিয়তি। আপেনে চরমোনাই নাকি আটরশি?
- চরমনাই
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে থাকে]
# ঘটনা_দুইঃ
- ভাই আপনে কি হিন্দু?
- হ, ভাই সনাতনী হিন্দু।
- আমিও হিন্দু। আপনি বৈষ্ণব, নাকি শাক্ত?
- বৈষ্ণব।
- হরে কৃষ্ণ আমিও বৈষ্ণব। আপনি গৌড়ীয়, নাকি চৈতন্য বৈষ্ণব?
- চৈতন্য বৈষ্ণব।
- হরে কৃষ্ণ। আমিও চৈতন্য বৈষ্ণব।
- তো আপনি কি ইস্কনে নাকি সাধারণে?
- ইস্কনে
- হরে কৃষ্ণ, দেশের ইস্কন করেন নাকি বিদেশি ইস্কন করেন?
- দেশি।
- হরে কৃষ্ণ আমিও দেশি
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে
থাকে]
# ঘটনা_তিনঃ
- ভাই আপনি কি বৌদ্ধ?
- হ, ভাই বৌদ্ধ
- কোন যানে আছেন, হীনযান নাকি মহাযান?
- হীনযান বৌদ্ধ নিকায়
- সাধু, সাধু। আমিও হীনযানি। আপনে শ্রীলঙ্কান নাকি বঙ্গীয়?
- বঙ্গীয়
- মেত্তা করুণা মুদিতা উপেক্ষা, আমিও বঙ্গীয়। আপনি বড়ুয়া নাকি মারমাগ্রী?
- বড়ুয়া।
- সব্বে সত্তা সুখীতা ভবন্তু। আমিও বড়ুয়া। আপনি সংঘরাজ নাকি সঙ্ঘনায়ক?
- সংঘরাজ।
- বল বুদ্ধ বল। আমিও সংঘরাজ দলে।
- তো আপনে কি বনভান্তেবাদী, নাকি উছালা মার্মা?
- বনভান্তেবাদী
- সাধু সাধু। আমিও...
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে
থাকে]
# ঘটনা_চারঃ
- ভাই আপনে কি নাস্তিক?
-হ নাস্তিক।
-কোন ধরণের নাস্তিক? যুক্তিবাদী নাস্তিক, পাতি নাস্তিক, বিখ্যাত নাস্তিক, অখ্যাত নাস্তিক,
নেতা নাস্তিক, কর্মী নাস্তিক, পীরের চেলা নাস্তিক, বিপ্লবী নাস্তিক, খাঁটি নাস্তিক, খচ্চর নাস্তিক,
খোছাইন্না নাস্তিক, আধ্যাত্মিক নাস্তিক, কট্টর নাস্তিক, ল্যাদাইন্না নাস্তিক, চুপা নাস্তিক,
লাইক পাগল নাস্তিক, চোরা নাস্তিক, ভীতু নাস্তিক, আধা-পাগল নাস্তিক, গুণ্ডা নাস্তিক,
ছবির হাটের নাস্তিক, ফেসবুকার নাস্তিক, ব্লগার নাস্তিক, রোজাদার নাস্তিক, রিভার্স নাস্তিক,
ঘাড় টেরা নাস্তিক, ল্যাংটা নাস্তিক, আবাল নাস্তিক, লুল নাস্তিক, স্বঘোষিত অর্ধ নাস্তিক,
ভন্ড নাস্তিক, ফাজিল নাস্তিক, মিষ্টিকথার নাস্তিক, নবী নাস্তিক, আল্লামা নাস্তিক , কপি পেষ্ট নাস্তিক,
রেফারেন্স নাস্তিক, বামপন্তি নাস্তিক, জামাতি নাস্তিক, জঙ্গি নাস্তিক, আওয়ামীলীগবাদী নাস্তিক,
আসিফবাদী নাস্তিক, সাম্প্রদায়িক নাস্তিক ট্যাগানো নাস্তিক, স্ক্রীনশট নাস্তিক, মুক্তমনা, মুক্তগাধা,
মুক্তবাল, লোক দেখাইনা নাস্তিক, ছাগু নাস্তিক, এসাইলম সিকার নাস্তিক, নাকি হুদাই নাস্তিক? আপনে কোনটা বলেন?
-ভাই এতো টাইপ শুইনা নিজে কোন টাইপের নাস্তিক ভুইলা গেছি
( এভাবে শ্রেনী বিভাগ চলতে থাকে)
# ঘটনা_পাঁচঃ
প্রকৃতির সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম মানুষ। তবে মনে হয় এই মানুষ ছাড়া আরও দু চারটা প্রাণী বুদ্ধিমান হওয়া উচিত ছিল। তখন আলোচনাটা হতে পারতো,
- ভাই, আপনে কোন প্রাণী?
- মানুষ।
- কি বলেন!!! আমিও মানুষ।
- আহা, অনেকদিন পর আরেকজন মানুষ দেখে ভালো লাগলো।
- আশে পাশে দেখি প্রচুর ভেড়া। শুধু আপনি আর আমি দুর্ভাগা মানুষ। কি দুর্ভিক্ষ এলো দুনিয়ায়, চারপাশে শুধু
বুদ্ধিমান ভেড়াই ভেড়া। মানুষের বড় অভাব....
[সংগৃহীত ]

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:২৯

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার যুগোপযোগী একটি পোস্ট। চরম সত্য। ভাল লাগলো ভাই। লাইক B-) দিলাম পোস্টে।

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩২

গেছো দাদা বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে ।

২| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: বেশ

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মানুষের অভাব। মানুষ নাই। আছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান-নাস্তিক-ইহুদি-জৈন-বাহাই ইত্যাদি ইত্যাদি। মানুষ নাই।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

গেছো দাদা বলেছেন: হক কথা ।

৪| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৭

যবড়জং বলেছেন: মানুষ কোথায় পাওয়া যায়? লেখক কি মানুষ না ভেড়া ?

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

গেছো দাদা বলেছেন: জ্জ্বী , আমি হলাম গেছোদাদা ।

৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৫৯

কলাবাগান১ বলেছেন: আজকের বাংলা পত্রিকা আমাদের সময় খবর
"তবে যথাসম্ভব মুসলমানের শরীরে অমুসলিমের রক্ত প্রবেশ না করানো উচিৎ, কারণ এতে মুসলমানের শরীরে খারাপ পতিক্রিয়া সৃষ্টি হতে পারে।"

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

গেছো দাদা বলেছেন: এরা সব আবাল । রোগী কে রক্তদানের বিরুদ্ধেও এরা !!

৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৫

মামুন অর রশীদ মামুন বলেছেন: সত্যিই অনেক চমৎকার লেখাটা । অনেক ভালো লাগলো।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

গেছো দাদা বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই ।

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:২৬

শৈবাল আহম্মেদ বলেছেন: সৌরজগতকে যদি কোন প্রনীর শরীর ধরা যায়-তাহলে পৃথিবী তার পাকস্থলী এবং এর উপর আমরা মানুষ একাক জন একাক ধরনের কৃমি। যেমনঃ- সুচকৃমি কেচোকৃমি চাবুককৃমি সুতাকৃমি ফিতাকৃমি গুড়াকৃমি গোলকৃমি বক্রকৃমি ও দাতালকৃমি। অর্থাত আমাদের শরীরে ভরকরে টিকে থাকা কৃমিদের জ্ঞান,ভাবনা ও অনুভূতি-আমাদের ব্যপক মস্তিস্কের ধারনা সম্পর্কে যেমন জিরো। ঠিক তেমনি জগতের ব্যপকতার তুলনায়,মানুশের জ্ঞানও জিরো। এজন্য জগতের নিয়মানুযায়ী আমাদের এরকম ভূলবোঝাবুঝি করেই সময় পার হয়।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

গেছো দাদা বলেছেন: যা বলেছেন ... জগতের ব্যপকতার তুলনায়,মানুশের জ্ঞানও জিরো। ধন্যবাদ ।

৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ১:০০

গায়েন রইসউদ্দিন বলেছেন: লেখককে অশেষ ধন্যবাদ। আপনার রসিকতাপূর্ণ সুন্দর বাচনভঙ্গীর জন্য বিষয়টি খুবই ভাল লেগেছে!

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

গেছো দাদা বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ২:৫৮

কিশোর মাইনু বলেছেন: ভাল লিখেছেন।
আসলে ভাল না।
খুবই ভাল।
ধর্ম নিয়ে টানাহেছড়া টা আপনি খুবই সুন্দর করে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপনাকে।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

গেছো দাদা বলেছেন: জ্জ্বী,আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

১০| ২৪ শে জুন, ২০১৮ রাত ৩:৪২

কল্পদ্রুম বলেছেন: সর্বনাশ!বৌদ্ধ ধর্মেও যে এত বিভাগ শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি আছে তা জানতাম না!নাস্তিকের শ্রেণী বিভাগ মজার ছিলো।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

গেছো দাদা বলেছেন: হা হা হা ...

১১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


অনেকে কমেন্ট করছেন দেখছি, কিন্তু ইহা হাউকাউ ধরণের পোষ্ট, মনে হচ্ছে

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

গেছো দাদা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য । আপনি হলেন আমার পরম বন্ধুমানুষ ।

১২| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়া যারা ক্যাচাল করে তারা নির্বোধ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৬

গেছো দাদা বলেছেন: খালি নির্বোধ না ...কঠিন অপরাধি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৫

আফরোজ ন্যান্সি বলেছেন: রোজাদার নাস্তিক ;)

আরেকটা অপশান বাদ পরে গেছে "নারীবাদী নাস্তিক"

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৭

গেছো দাদা বলেছেন: হেঁ হেঁ হেঁ ...

১৪| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

সিগন্যাস বলেছেন: ঘটনা পাঁচটা চরম হয়েছে। =p~ :) :)

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৯

গেছো দাদা বলেছেন: আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

১৫| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০

ধ্রুবক আলো বলেছেন: ভালো

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০০

গেছো দাদা বলেছেন: আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

১৬| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



তা- যা- বলেছিলেন! সেরকম লিখেছেন, দাদা! এত বিভেদ জানা ছিল না। ধন্যবাদ।

পড়লুম আর হাসলুম।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০১

গেছো দাদা বলেছেন: আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

১৭| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: প্রকৃতির সৌন্দর্য ও সাধ উপলদ্ধি করার ক্ষমতা প্রতিটি ব্যাক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকেই তার উপলদ্ধিতে পরিপূর্ণ। তাই কাউকে কার সাথে তুলনা করা যাবে না। তেমনি প্রকৃতির সত্যজ্ঞানের (আল্লাহ) ক্ষেত্রেও মানুষের অবস্থান একই রকমের ভিন্ন ভিন্ন। কাউকে বেশী ঈমানদার বা কম ঈমানদার বলা যাবে না। এই বিষয়ে কোন বিতর্ক করা যাবে না। এখানে সঠিক কোন উত্তর নাই। মাপকাঠিও নাই। যার যার অবস্থানে সকলেই ঈমানীতে (স্রষ্টার উপর আস্থায়) পরিপূর্ণ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩

গেছো দাদা বলেছেন: //যার যার অবস্থানে সকলেই ঈমানীতে (স্রষ্টার উপর আস্থায়) পরিপূর্ণ।// আর নাস্তিক রা ??....

১৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

শেরজা তপন বলেছেন: দারুন- দারুন, শেয়ার করার জন্য সবিশেষ ধন্যবাদ। ভাল থাকুন

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৪

গেছো দাদা বলেছেন: আপনিও ভালো থাকুন । আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

১৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।
লালন কয় জাতের কী রূপ
আমি দেখলাম না দুই নজরে।
সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।

কেউ মালা’য় কেউ তছবি গলায়,
তাইতে যে জাত ভিন্ন বলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।

যদি ছুন্নত দিলে হয় মুসলমান,
নারীর তবে কি হয় বিধান,
বামণ চিনি পৈতা প্রমাণ,
বামণি চিনে কিসে রে
সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।


আমি আর কি কব! গুরুর বয়ানেই সেরে নিলুম :)


২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৫

গেছো দাদা বলেছেন: আপনার ভাবনাকে আমি সম্মান জানাই । আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

২০| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
নাস্তিকরা ধার্মিকদের মসজিদে বোমা হামলা করে না।
চাপাতি হাতে অন্যদের ধাওয়া করেনা।
আদালতের বিচারে জেল হলেও বাদি বা সাক্ষীকে হত্যা করে না।
কোন নাস্তিক কাউকে ঢিল মেরেছে, এমনটাও কোনদিন শুনিনি।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

গেছো দাদা বলেছেন: //নাস্তিকরা ধার্মিকদের মসজিদে বোমা হামলা করে না।//...সেটা নির্ভর করে কোন ধরনের নাস্তিক তার উপর । ভালো থাকুন । ধন্যবাদ ।

২১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯

টারজান০০০০৭ বলেছেন: @ হাসান বালবৈশাখী ! করে করে ! পাঁঠারা সংখ্যাগরিষ্ট হইলে বা ক্ষমতায় থাকিলে মসজিদে বোমাবাজি তো কোন ছার্ , মসজিদকে পানশালা , স্তালিনের খোঁয়াড় (শুয়োরের খোঁয়াড় ) ইহাও বানানোর ইতিহাস বহুল পরিমানে সংরক্ষিত আছে ! একটু কষ্ট করিয়া খোঁজ লইলেই পাইবেন !

ইহাদের ভাগ্য খারাপ , ইহারা আমাদের দেশে সুতাকৃমির চেয়ে সংখ্যায় বেশি নহে , গুড়াকৃমির চেয়ে ক্ষমতায় বেশি নহে। না হইলে স্তালিনের খোঁয়াড় এদেশেও দেখা যাইতো !

@ লেখক !

একটা বিভাগ বাদ পড়িয়াছে :

---আপনি কি মানবতাবাদী ?

--- জী হা !

----- আমিও !!

---- আপনি চুশীল না বায়বীয় মানবতাবাদী !

---- চুশীল।

---- ও মাই মাই ! ইয়াপ্পি !! আমিও চুশীল !

---- দেশী, বিদেশী ,হাইব্রিড ?

---- দেশী !!

---- খাঁটি না ভেজাল ?

---- প্রাণ জুসের চেয়েও খাঁটি !

---- আমিও ! ধুতরা ফুলের চেয়েও পবিত্র !!!!!!! :D =p~ :D =p~

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

গেছো দাদা বলেছেন: হা হা হা ... আপনার করা মন্তব্যের জন্য অভিনন্দন জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.