নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যকে নিজের বশে রাখবেন ???
হিপনোটাইজ ৷ এই কথাটির সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত৷ কিন্তু কাউকে নিজের বশে রাখা একেবারেই সহজ নয়৷ প্রত্যেকেই চায় সমাজে কর্তৃত্ব ফলাতে৷ একইসঙ্গে সকলেই চায় প্রত্যেককে নিজেদের অধীনে রাখতে৷ কিন্তু এই বিষয়টি একেবারেই সহজ নয়৷ কিন্তু কূটনীতি শাস্ত্রের অন্যতম স্তম্ভ চাণক্য তাঁর নীতিতে কোনও মহিলা বা পুরুষকে কিভাবে নিজের বশে রাখা যাবে সেই বিষয়ে বিশদ বর্নণা দিয়েছেন৷
চাণক্য নীতি অনুযায়ী জেনে নিন কিভাবে করবেন--
১) সমাজে গরীব যারা তাদেরকে যদি টাকা দেওয়া যায়, তারা সবসময়ই থাকবে আপনার নিয়ন্ত্রনে৷
২) যারা খুব অহংকারি ব্যক্তি তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে ব্যবহার করুন৷ দেখবেন সে আপনার একেবারে বশে চলে আসবে৷
৩) যারা খুব বোকা, তাদেরকে নিয়ন্ত্রন করা খুবই সহজ৷ শুধু তার বিশ্বাস অর্জন করতে হবে৷ যদি আপনি তার মতামত মেনে চলেন তাহলে দেখবেন আপনি তার কাছে বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন৷
৪) কোনও বোকা ব্যক্তিকে মিথ্যে প্রশংসা করলে সে থাকবে আপনার নিয়ন্ত্রনে৷
৫) কোনও বুদ্ধিমান ব্যক্তির বিশ্বাস অর্জন করতে হলে অবশ্যই তার সামনে সত্যি কথা বলুন৷
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩
বাকপ্রবাস বলেছেন: সবার সাথে চালাকি করে ঠকাতে গিয়ে নিজেকেই নিজে ঠকাচ্ছে কিনা সেটাও ভাবার বিষয়
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭
গেছো দাদা বলেছেন: ঠিক কথা ।
৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: নিশ্চয়ই চানক্য বেশ ভালো পণ্ডিত ছিলেন। উনার নীতিকথা গুলো সেই লেভেলের।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২
গেছো দাদা বলেছেন: তীক্ষ্ণ বুদ্ধিমান ব্যাক্তিকে বলা হয় চানক্যের মতো বুদ্ধিমান । যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: গেছোদাদা?
আপনি কি আসলেই গেছো?
মানে গাছে চড়তে পারেন??
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬
গেছো দাদা বলেছেন: মনের গাছে চড়ি।
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: জ্ঞানী ব্যক্তিকে নিয়ন্ত্রন করতে কি করেত হবে ?
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭
গেছো দাদা বলেছেন: মূর্খ সেজে থাকতে হবে ।
৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: জঙ্গীদের কি হিপটাইজ করা হয়?
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮
গেছো দাদা বলেছেন: বোধহয় ।
৭| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ!
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০
কাজী ফররুখ আহমেদ বলেছেন: আপনি নিজে নিজের বষে আছেন তো ?
এই যদি হয় চাণক্য নীতি ? তাহলে বলতে হবে চাণক্য আরেকবার মরা উচিত !!! ফেসবুকে ইউটিউবে ইদানিং দেখা যাচ্ছে কে কাকে বষে রাখবে তার চাণক্য নীতি !
এক মাত্র দুর্বল ও বিকারগ্রস্থ অন্যকে বষে রাখার চিন্তা করে - ভীষ্ম পিতামহ, মহাভারত
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১০
গেছো দাদা বলেছেন: আপনার ভাবনাকেও সম্মান করি ।
৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
জোবাইর বলেছেন: দাদা, শুভেচ্ছা নেবেন।
আমাদের দেশের বেশির ভাগ মানুষ বোকাও নয় আবার বুদ্ধিমানও নয় - ওরা হচ্ছে "চালাক"। বোকা ও বুদ্ধিমান মানুষের নির্দিষ্ট সংজ্ঞা ও বৈশিষ্ট থাকলেও 'চালাক' মানুষের এসব কিছু নাই। এই 'চালাক' মানুষগুলো কিভাবে বশে আনা যায়?
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২
গেছো দাদা বলেছেন: ওদের কানের কাছে সবসময় বলতে হবে..."অতি চালাকের গলায় দড়ি" ।
১০| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
টারজান০০০০৭ বলেছেন: সবগুলোই কুট কৌশল দেখা যায় ! একটাও ভালো মানুষের কাম নহে ! বোঝা গেলো চাণক্য আমাদের দেশে ভালো রাজনীতিজীবী হইতে পারিত !
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩
গেছো দাদা বলেছেন: রাজনীতিজীবী না কুটনীতিজীবী হতে পারতো ??
১১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল বুদ্ধি। ভাবলাম নতুন কিছু পাবো। নেই। চাণক্যের চেয়ে নিজেকে বেশি জ্ঞানী মনে হচ্ছে।
এই কমেন্টটা করায় আপনি আমাকে বোকা ভাবতে পারেন। কিংবা অহংকারী। এবারে আপনি আমাকে বশে আনতে প্রশংসা করুন আর ভাল ব্যবহার করুন
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন: একেই বলে চানক্য নীতি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।