নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হার্টের ভিতরে বিদ্যুৎ তৈরী হয়।
সেই বিদ্যুৎ চলাচলের জন্য "কারেন্টের তার" -এর মত "তার" ( Wire) থাকে হার্টের ভিতরে।
সেই "তার" দিয়ে কিভাবে বিদ্যুৎ যাচ্ছে,
তা বোঝা যায় ECG (Electro-cardio-graphy) দেখে।
১। হার্টের ভিতর কোথায় (SA Node) বিদ্যুৎ-এর পাওয়ার হাউস (Power House)?
২। কত পরিমান বিদ্যুৎ উতপাদন হয়?
৩। কত দ্রুত উতপাদন হয়?
৪। উতপাদনের সময় irregularity আছে কি না?
৫। কোথায় আছে কন্ট্রোল রুম (AV node) ?
৬। কন্ট্রোল রুম আর উতপত্তি-স্থলের সমন্বয় কিভাবে হয়?
৭। কন্ট্রোল রুম থেকে কিভাবে, মেইন লাইনে বিদ্যুৎ পৌঁছানোর ছাড়পত্র পায় (AV nodal control or Delay)?
৮। সঠিক Direction, মানে হার্টের ভিতর যে পথে বিদ্যুৎ চলাচল করার কথা, তার দিক-পথ ঠিক অাছে কিনা?
৯। পাওয়ার হাউজ ফেইল (Fail) করলে, কি অল্টারনেটিভ ব্যবস্থা আছে?
১০। কন্ট্রোল রুম ফেইল করলে কি অল্টারনেটিভ আছে?
১১। শুরু থেকে শেষ পর্যন্ত, "বিদ্যুতবাহী তার"-এর হাল হকিকৎ কেমন আছে?
১২। পুরো সার্কিট কেমন আছে?
১৩। শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা কতটা? বা শশর্টসার্কিট হচ্ছে কি না?
১৪। গোলমালটা কি? এবং কোথায়?
১৫। হার্টের দেওয়াল কেমন আছে?
১৬। হার্টে বেশী লোড পড়ছে কি না?
১৭। হার্টের রক্তপ্রবাহ ঠিক আছে কি না?
১৮। হার্টের সাইজ ঠিক আছে কি না?
১৯। অলিন্দ ও নিলয়ের ভিতর তালমিলের অভাব হচ্ছে কি না?
২০। শরীরে বিভিন্ন আয়ন ( ক্যাটায়ন ও অ্যানায়ন) এর পরিমান ঠিক আছে কি না?
২১। ফুসফুসের (Lung) অবস্থা, ফুসফুসের বিভিন্ন অসুখ,
২২। কিছু ক্ষেত্রে কিডনি (Kidney)-র কন্ডিশন কেমন আছে?
***** ইত্যাদি এরূপ বহু ইনফরমেশন ডাক্তারবাবুরা ECG দেখেই বুঝে নেন।
শরীরে কোন রকম ব্যাথা না দিয়ে (Non-invasive),
এতগুলো অসুখের প্রায় definitive diagnosis করা যায় ECG র মাধ্যমে।
একটি মাত্র পরীক্ষার মাধ্যমে এতগুলো অসুখ ধরতে পারে, এরূপ Diagnostic Procedure আর মনে হয়, একটিও নেই।
ECG সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জনের পর, একজন ডাক্তারবাবু, ডাক্তারি করার ছাড়পত্র পান, এখানে তার এক সহস্রাংশ তথ্যও নেই।
তাই আমাদের বারবার সাবধানবাণী, সমস্যা হলে নিজে নিজে ডাক্তারি করার চেষ্টা করবেন না। প্রয়োজনে কাছাকাছি qualified ডাক্তারবাবুর পরামর্শ নিন।
....জনস্বার্থে কৃতজ্ঞতা জানাই আমার ফেসবুকীয় বন্ধু ডঃ অনন্যা কে ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: জরুরী পোষ্ট।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি ইসিজির গুরুত্ব অনেক, ভালো লাগলো পোস্ট
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: জানলাম।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২
ল বলেছেন: Excellent
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ