নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

টুকরো গল্প: দুর্গাপূজা

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬


পটভূমি :: কলকাতা ।
কসবার ঝাঁ চকচকে শপিং মল থেকে বেড়িয়ে এল স্বামী স্ত্রী। হাতে কয়েকটি প্যাকেট। জমিয়ে কেনাকাটা হয়েছে, বোঝাই যাচ্ছে।
'অ্যাই, খুব ক্ষিদে পেয়েছে, কিছু খাওয়াও না প্লিজ।'
নতুন বৌ এর আবদার শুনে তাকাল স্বামী। 'বিরিয়ানি খাবে বললে যে? খিদিরপুরে গিয়ে?'
'না, আমার ঘুগনি খেতে ইচ্ছে করছে, ওই দাদুর কাছে থেকে। তুমিও খাও প্লিজ। আর হ্যাঁ বাড়িতেও নিয়ে যাব কিন্তু।'
'বেশ তো, চলো!'

ঘোলাটে চশমার মধ্যে দিয়ে বৌ টি কে দেখে হাসেন দাদু। একনজরেই বেটি বুঝে গেছে বিক্রি হয়নি তেমন। ফোকলা মুখে হাসি ফুটে ওঠে এক ডেকচি ঘুগনি নিয়ে দাঁড়িয়ে থাকা দাদুর।

...........................................

রনপা পড়ে ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে সারাদিন ধরে লিফলেট বিলি করার পর রাত্তিরে মোড়ের ওষুধের দোকানে গেল অতীশ। বাবার জন্য একটা ইনহেলার কিনতেই হবে আজ। বড্ড কষ্ট পাচ্ছেন বাবা।
'এই যে আপনি ওই উঁচু লাঠির ওপর দাঁড়িয়ে লিফলেট দিচ্ছিলেন না?' জিজ্ঞেস করেন বয়স্ক দোকানি
'হ্যাঁ কাকু। আমার একটা ইনহেলার লাগবে...'
টাকা মিটিয়ে দোকান থেকে বেরোতে গিয়ে দেখে প্যাকেটে আরো একটি ওষুধ। ব্যথায় মালিশ করার। অবাক হয়ে তাকায় অতীশ, সদ্য পাতানো 'কাকু'র দিকে ।
'নিয়ে যাও। স্যাম্পল ওটা। সারাদিন ওইভাবে দাঁড়িয়ে থাকো, পায়ে ব্যথা হয় নিশ্চয়। '
ঝাপসা লাগছে চারদিকটা। চোখ টা মাঝে মাঝে বড্ড বেয়াক্কেলে হয়ে যায়!

.........................................

পুজো শুরু হয়ে গেছে। বাবার সাথে কলকাতায় এসেছে রাজু। এই প্রথম। বাবা ঢাক বাজাবেন, ও কাঁসর বাজাবে। ওর খুব মজাও হচ্ছে, কিন্তু মন ও খারাপ লাগছে। ওর বন্ধুরা সবাই গ্রামে। কত মজা করবে সবাই। আর ও বাবার পাশ থেকে মোটেও নড়তে পারবে না। ওরা একটা আবাসনের পুজোয় ঢাক বাজাবে। হঠাৎ পেছনে একটা খোঁচা খেয়ে তাকায় রাজু। ধোপদুরস্ত জামা পরা একটা বাচ্চা। বাবুদের বাড়ির ছেলে। নিশ্চয় এখানেই থাকে।
'এই নাও ভাই ক্যাপ বন্দুক। ফট ফট ফটাস।' মুখ দিয়ে আওয়াজ করতে করতে চলে যায় ছেলেটি। হাসিমুখে দাঁড়িয়ে থাকে রাজু। মন খারাপ টা কাটছে একটু একটু করে। ফট ফট ফটাস করে!

...............................................

নতুন টিউশনি শুরু করেছে অদিতি। মাকে লুকিয়ে। মা কে পুজোয় একটা ভাল শাড়ি কিনে দেবে বলে। তা, টাকাটা পেয়েই আজ সোওওজা হাতিবাগান। আহ, মা যে কি খুশি হবেন!
দোকানে ঢোকার মুখে দেখে এক পাগলিনী বসে আছে। একটা ছেঁড়া ফ্রক পরা। কি ভেবে একটু এগিয়ে যায় ও। মাকে নাহয় একটু কম দামি শাড়ি কিনে দেবে। কিন্তু এনাকে একটা নাইটি কিনে দেওয়া বড্ড দরকার।
নতুন নাইটি হাতে হতভম্ব হয়ে বসে থাকে 'গীতু পাগলি'। এই প্রথম কেউ ঢিল না মেরে হাতে নতুন কিছু দিল।

........................................

এই সময় টা এলে বড্ড মন খারাপ হয়ে যায় কমলা দেবীর। উনি চলে যাবার পর থেকেই খুব একা হয়ে গেছেন। ছেলেটা বহুবছর প্রবাসে। মালতি সকালে এসে কাজ টাজ করে চলে যায়, তারপর থেকেই উনি একা। চারদিকে হাসিমুখের ভিড় বারান্দায় বসে দেখেন।
হঠাৎ কলিংবেল। মালতি আর ওর ছেলে।
'ঠাম্মা, আপনি রেডি হয়ে নিন। আপনাকে একটু মায়ের মুখ দেখিয়ে আনি।' বলল মালতি।
মায়ের মুখ! ফিক করে হেসে ফেললেন উনি। সত্যি দেখা হবে মায়ের সাথে ।
.
শুভ বিজয়া জানাই সবাইকে । আপনারা সবাই ভালো থাকুন ।
.
(কোনো এক অজানা কারনে সামু আমাকে দীর্ঘদিন ব্লক করে রেখেছিল । কোনো ব্লগ লিখার অধিকার দেয় নাই । আমাকে ভালবাসার মানুষদের কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের ভালবাসা পেয়েই আমি আজ আবার ব্লগ লিখতে পারছি । আপনাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই। )

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে স্বাগতম।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুজো শুরু হয়ে গেছে। পুজোর শুভেচ্ছা থাকল

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: শারদীয়া শুভেচ্ছা রইল।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আমি কাউকে ছাড়বো না । প্রতিশোধ নিবো ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

গেছো দাদা বলেছেন: কেন দাদা ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি ? আমি কি আপনাকে কখনো কোনো গালি দিয়েছি ? মনে হচ্ছে আপনার জন্যই আমাকে বারবার ব্যান করা হচ্ছে সামু তে। আপনি আসলে কি চাচ্ছেন ? কেন চাচ্ছেন ? দয়া করে এটুকু জানালে আপনাকে অন্তত একটা ধন্যবাদ দিতাম । রাজীব নুর ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: কেন দাদা ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি ? আমি কি আপনাকে কখনো কোনো গালি দিয়েছি ? মনে হচ্ছে আপনার জন্যই আমাকে বারবার ব্যান করা হচ্ছে সামু তে। আপনি আসলে কি চাচ্ছেন ? কেন চাচ্ছেন ? দয়া করে এটুকু জানালে আপনাকে অন্তত একটা ধন্যবাদ দিতাম । রাজীব নুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.