নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

কবিতা : অমর প্রেম

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০


আসার আগেই জানিয়েছিলে চলে যাবে
যাওয়া আসার রাস্তা ওই একটি ছিল,
মোড় ঘুরতেই দেখা হল তোমার আমার,
বিকেল থেকে সন্ধ্যে তখন নামছে সবে।

চলেই যাচ্ছো তাহলে?
ধরে রাখার চেষ্টা তোমার কখন ছিল?
চেষ্টা করলে থামতে বুঝি!
শরীর জুড়ে তোমার দুদিনের উপনিবেশ,
আমি বরাবরই হৃদয় খুঁজি।

তা, হৃদয় পেলে?
উত্তর নেই আমার কাছে!
হৃদয় পেলে, হৃদয় পেলে, এখনও আমার কানে বাজে!

তোমার মত চরিত্রহীনা আগে দেখিনি!
এক পুরুষে স্বাদ মেটেনা না?
না, মেটেনা।
ভীষণ সোজা জবাব ছিল, তোমার।
মরা আলোয় মরেছিলাম তোমার চোখে, আঘাত বোমার।

মাস পেরিয়ে বছর হয়েছে
গল্প বেড়েছে তোমাকে নিয়ে,
গল্পগুলো সব একই রকম,
একলা মেয়ে,একা ফ্ল্যাট, নতুন নতুন সঙ্গী পুরুষ, আমি তো শুনেই জখম।
.
আবার জন্ম নিও নারী, শুধু আমার জন্য,
তবে এবার রক্ত বয়ে প্রেম এনো, আমি হব ধন্য।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

যোখার সারনায়েভ বলেছেন: আপনার মনের আশা পূরণ হোক। এবার শুধু আপনার হয়েই ফিরুক।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৮

গেছো দাদা বলেছেন: আপনাকে পড়ার জন্য ধন্যবাদ জানাই।ভালো থাকবেন দাদা।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৯

blogermassud বলেছেন: কাব্যের হাত চলুক অনেকদূর পযন্ত।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫১

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন দাদা।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার দেখা ভোট : জনগনের ভাবনা
................................................................................................
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
..................................................................................................
আমার ব্লগে আসুন "ভোট দিন "

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩১

গেছো দাদা বলেছেন: খুবই দূঃখজনক ও চিন্তার বিষয় ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৯

অজানা তীর্থ বলেছেন: দাদা এক পুরুষে স্বাদ মেটেনা, মেটবেও না। নেশাটা যা ভাবছি যদি তার নেশা হয়, যে নেশায় জীবন বালির চর বনে যায়, নেশা ভুলে থাকার অস্থিরতা অন্য পুরুষের আগমন ঘটায় ঐ নেশা দাদা কভু মেটবার নয়। ভালো লাগলো কবিতা পড়ে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

গেছো দাদা বলেছেন: আপনিও তো কবি মানুষ মশাই !! আপনিও কবিতা লিখুন। আমি পড়ব।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০০

রিয়ায আহমেদ বলেছেন: Excellent poem!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন দাদা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: আমি তো শুনেই জখম -
হায়! এ জখমের মলম নেই
বাঁচতে হবে জখম নিয়েই! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.