নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

কবিতা : যন্ত্রনা

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১


যন্ত্রনারা
খানিক ভালো, ভোরের আলো
যখন ফোটে
ঠিক তখনই যন্ত্রণারাও
এগিয়ে আসে।
যন্ত্রণা সব খানিক বাজে,
মনের মাঝে কোন খেয়ালে
স্মৃতির পাতায় আঁচড়িয়ে যায়,
এবং বলে
"হারছ তুমি।"
কিন্তু জানি
যন্ত্রণারা ঠিক সাথে রয়।
একলা বিকেল, কিম্বা ধরো
ঝড়ের সে রাত, শীতকাতুরে
ভোরবাতাসে যতই কাঁপাক,
যন্ত্রণারা সঙ্গে থাকে।
যন্ত্রণাদের হরেকরকম রকমসকম
একের থেকে আরেক তাদের স্বভাব যত,
তোমায় শুধু বুঝতে হবে মর্জি তাদের,
তাহলে ঠিক যন্ত্রণারা তোমার মত।
জীবন জীবনসঙ্গী খোঁজে যন্ত্রণাকেই,
কারণ তাতে উত্তেজনার
দিক ঠিকানায়
ছুটতে গিয়ে নেই কোন ভয় মরণপণে
যন্ত্রণারা সাথেই থাকে খুব গোপনে,
জীবন জানে।
তোমার আমার এবং সবার
যন্ত্রণাদের আসল মানে
জীবন জানে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫

গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.